26/09/2022
👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈
---------
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -
১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?
তো তাদের জন্য বলছি-
--
১. আমার তো টাকা নেই- আরে ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?
--
২. পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৩. সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ পড়ে থাকেন না,?! ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৪. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি।
যদি নিজের প্রতি প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।
সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনও সময় আছে
সকলের জন্য শুভ কামনা 🥰🥰
সঠিক সিদ্ধান্ত নিন 🥰🥰