Shihab Uddin

Shihab Uddin I am a student. I am a professional digital marketing expert. I have been working successfully.

31/12/2023

আপনার ব্যাবসার প্রচার ভাড়াতে Business Page create করুন দক্ষ ফ্রিল্যান্সার দিয়ে।

31/12/2023
ফ্রিল্যান্সিং শেখার অন্যতম সুযুগ এসএসসি পরিক্ষার পর পরেই। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিন ফ্রিল্যান্সিং। স্ক...
05/10/2022

ফ্রিল্যান্সিং শেখার অন্যতম সুযুগ এসএসসি পরিক্ষার পর পরেই। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিন ফ্রিল্যান্সিং। স্কিল ড়েভলাফ করুন ক্যারিয়ার গঠন করুন।
#ড়িজিটাল-মার্কেটিং

28/09/2022

ফ্রিল্যান্সিং করি হালাল অর্থ উপার্জন করি, রেমিটেন্স শক্তিশালী বাংলাদেশ গঠন করি। এই প্রত্যশা নিয়ে এগিয়ে যাচ্ছি এক যাক তরুনের সাথে টিম সহকারে।
বিশ্বে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশ দ্বিতীয়। হাজার হাজার বেকার যুবক এবং যুবতী আজ ফ্রিল্যান্সিং করে তারা আজ সফল।
আলহামদুলিল্লাহ, আমি আমার পড়া-লেখার পাশাপাশী মার্কেট প্লেসে কাজ করি আমার টিম মেম্বারদের সাথে খুব সহজে।

27/09/2022

ফ্রিল্যান্সিং করুন স্মার্ট ইনকাম করুন চাকরী বা পড়ালিখার পাশাপাশী

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈---------যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪ট...
26/09/2022

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈
---------
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -
১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?
তো তাদের জন্য বলছি-
--
১. আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?
--
২. পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৩. সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ পড়ে থাকেন না,?! ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৪. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি।
যদি নিজের প্রতি প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।
সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনও সময় আছে
সকলের জন্য শুভ কামনা 🥰🥰
সঠিক সিদ্ধান্ত নিন 🥰🥰

আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান?ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আপনার কছে আগে থেকে কমন কিছু দক্ষতা তাকতে হবে। চলুন যেনে নি...
08/09/2022

আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান?
ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আপনার কছে আগে থেকে কমন কিছু দক্ষতা তাকতে হবে। চলুন যেনে নিই কি সেই দক্ষতা।

১। আপনাকে দিনে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে।
২। প্রতিদিন নিয়মিত প্রেকক্টিস করতে হবে।
৩। আপনার মেন্টরের সাথে নিয়মিত শুরু থেকে শেষ পর্য়ন্ত লাইভ ক্লাসে থাকতে হব।
৪। দৈর্য থাকতে হবে।
৫। ৬ থেকে ৮ মাস সময় দিয়ে যে কোনো একটি বিষয়ের উপরে দক্ষ হতে হবে।

*অনেকের প্রশ্ন তাকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কি না?? হ্যা, মোবাইল দিয়ে ভাই ফ্রিল্যান্সিং করা যাবে। তবে ছোট খাটো কাজ করতে হবে।
এই ছোটো খাটো কাজগুলো করে পরবর্তি আপনি ডেক্সটপ / পিসি কিনতে পারেন।

যে কোনো ইনফরমেশন জানতে চাইলে সরাসরি ইনবক্স করতে পারেন।

02/09/2022

আলহামদুলিল্লাহ,
ফ্রিল্যান্সিং শিখে শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নয় রোকাল মার্কেট প্লেসও কাজ করে আর্নিং করা যায়।

16/08/2022

ফ্রিল্যান্সিং করি হালাল অর্থ উপার্জন করি, রেমিটেন্স শক্তিশালী বাংলাদেশ গঠন করি। এই প্রত্যশা নিয়ে এগিয়ে যাচ্ছি এক যাক তরুনের সাথে টিম সহকারে।

বিশ্বে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশ দ্বিতীয়। হাজার হাজার বেকার যুবক এবং যুবতী আজ ফ্রিল্যান্সিং করে তারা আজ সফল।

আলহামদুলিল্লাহ, আমি আমার পড়া-লেখার পাশাপাশী মার্কেট প্লেসে কাজ করি আমার টিম মেম্বারদের সাথে খুব সহজে।

15/08/2022

ফ্রিল্যান্সিং করি বৈদ পথে অর্থ আনি, রেমিটেন্স শক্তিশালি বাংলাদেশ গঠন করি।

13/08/2022
আসুন সবাই মিলে ফ্রিল্যান্সিং করি রেমিটেন্স শক্তিশালী বাংলাদেশ গঠন করি।
03/07/2022

আসুন সবাই মিলে ফ্রিল্যান্সিং করি রেমিটেন্স শক্তিশালী বাংলাদেশ গঠন করি।

সফলতা কখনো আপনা আপনি আসেনা কিংবা কেউ কাউকে হাতে ধরিয়ে দেয় না।সফলতা অর্জনের পথ কখনো মসৃন হয় না।পরিশ্রম, কষ্ট, ধৈর্য্য আর ...
23/06/2022

সফলতা কখনো আপনা আপনি আসেনা কিংবা কেউ কাউকে হাতে ধরিয়ে দেয় না।সফলতা অর্জনের পথ কখনো মসৃন হয় না।পরিশ্রম, কষ্ট, ধৈর্য্য আর মেধা দিয়ে সেটি অর্জন করে নিতে হয়।✌
অজুহাত কখনো আপনাকে সাফল্য এনে দিতে পারে না।বরং আপনাকে নিচের দিকে টেনে নামাতে দারুন কাজ করে।জীবনে চলতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।সেটা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই সফলতার দেখা পাওয়া যায়।👍

05/05/2022

শুধু স্বপ্ন দেখলেই হয় না! স্বপ্ন পূরন করার জন্য পদক্ষেপ নিতে হয়। আপনি এখনো ভাবছেন, ফ্রিল্যান্সিং এ সত্যিই কি ইনকাম করা যায়? আর এদিকে ১৩ বছর এর একটা ছেলে সফল ফ্রিল্যান্সার হয়ে, লাখ টাকা ইনকাম করছে। তাই, এমন বাজে চিন্তা বাদ দিয়ে! ডিজিটাল মার্কেটিং কোর্স করুন, দেশের রেমিট্যান্স এ অংশীদার হন। আগে, আমাদের দেশ থেকে, বাহিরে গিয়ে ডলার ইনকাম করতো! আর বাহিরে যেতে ৬-৭ লাখ টাকা লাগতো। তারপর কত ঝামেলা পোহাতে হত! ঠিক মত কাজ পাইতো না, আর কাজ ও ছিলো অনেক কষ্টের। আর আমরা ফ্রিল্যান্সার রা আলহামদুলিল্লাহ! প্রবাসী ভাইদের চেয়ে হাজার গুন ভালো আছে। নিজের দেশে বসে, অন্য দেশের ডলার বাংলাদেশে নিয়ে আসছি এদিকে যেমন দেশের উন্নয়ন হচ্ছে, অন্য দিকে হাজার হাজার তরুণ তরুণী নিজের ক্যারিয়ার গড়তেছে। তারপর আবার বাসায় বসে কম্পিউটার/ল্যাপটপ নিয়ে আরাম করে কাজ করছে এবং নিজের বস নিজেই। কোন প্যারা নাই। এমন প্যারা মুক্ত স্বাধীন কাজ কে না করতে চায়? তাই, দেরি না করে স্বপ্ন দেখুন এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিন ভর্তির।

Address

East Palegram, 5No Khalipor, Banshkhali
Chattogram
4391

Alerts

Be the first to know and let us send you an email when Shihab Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shihab Uddin:

Share