History of Muslim'S

History of Muslim'S ইসলামিক বই কিনতে ভিজিট করুন https://rkmri.co/eep3eyMeI5eM/

02/02/2025

আল্লাহ সবাইকে বুঝার ক্ষমতা দান করুন 😥 𝐑𝐚𝐬𝐞𝐥 𝐀𝐡𝐦𝐞𝐝 𝚜𝚑𝚊𝚗

31/01/2025
21/01/2025

History of Muslim'S

17/01/2025

জুম্মা মোবারক মসজিদ নববী মদিনা

মদিনা শরীফ // রওজামুবারক সুবহানাল্লাহ  History of Muslim'S
16/01/2025

মদিনা শরীফ // রওজামুবারক সুবহানাল্লাহ History of Muslim'S

16/01/2025

“দুআ শুধু আল্লাহ প্রিয় বান্দাদেরটাই কবুল করেন না। যাদের দুআ কবুল করছেন, তাদেরকে যে তিনি ভালোবাসেন, তাদের সব কাজে সন্তুষ্ট আছেন—বিষয়টি এমনও নয়। বরং তিনি নেককার, গুনাহগার, ঈমানদার, কাফের, সবার ডাকেই সাড়া দেন।”
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

সূত্র: ইগাসাতুল লাহফান

16/01/2025

“আমি অতিথি খুব পছন্দ করি। কারণ, তার খাবারের রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেই খাবার খাওয়ানোর ওছিলায় সাওয়াব পাই আমি।”
— শাকিক ইবনু ইবরাহীম (রহ.)

সূত্র: সিয়ার আলামিন নুবালা, ৯/৩১৫

06/01/2025

মদিনা শরীফ মুহাম্মাদ সাঃ রওজামুবারক

কিতবুগা নয়ন, কিতবুগা বা কেতবুঘা (মৃত্যু ১২৬০) ছিলেন নাইমান উপজাতির একজন নেস্টোরিয়ান খ্রিস্টান, মঙ্গোল সাম্রাজ্যের অধীন...
06/01/2025

কিতবুগা নয়ন, কিতবুগা বা কেতবুঘা (মৃত্যু ১২৬০) ছিলেন নাইমান উপজাতির একজন নেস্টোরিয়ান খ্রিস্টান, মঙ্গোল সাম্রাজ্যের অধীনস্থ একটি দল। তিনি মঙ্গোল ইলখান হালাকু খানের একজন লেফটেনেন্ট এবং বিশ্বস্ত ছিলেন, মধ্যপ্রাচ্যে তার দখলদারিত্বে তাকে সহায়তা করেছিলেন। যখন হালাকু মঙ্গোলিয়ায় একটি অনুষ্ঠানে যোগদানের জন্য তার বেশিরভাগ বাহিনীকে তার সাথে নিয়ে যান, তখন কিতবুগা সিরিয়ার নিয়ন্ত্রণে চলে যায় এবং মিশরের দিকে দক্ষিণে আরও মঙ্গোল আক্রমণের দায়ত্বে ছিলেন। তিনি ১২৬০ সালে আইন জালুতের যুদ্ধে নিহত হন।
হাফেজ ইবনে কাসির বলেন-এ-ই ছিল সেই খবিশ, যে হালাকু খানের জন্য অনারব দেশগুলো থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত সমস্ত এলাকা দখল করে নিয়েছিল। এই বদবখত মুসলমানদের মোকাবেলায় এমন কর্মপন্থা অবলম্বন করেছিল, যার দৃষ্টান্ত থেকে পূর্বেকার ইতিহাস শূন্য। যেমন: সে এক শহর জয় করার পর সেখানকার লড়াইয়ের উপযুক্ত লোকদেরকে সাথে নিয়ে অন্য শহরে গিয়ে অবরোধ তৈরি করে ফেলত। তারপর অবরুদ্ধদের কাছে দাবি করত- আমাদের সঙ্গে আসা মুসলিমদের তোমাদের শহরে জায়গা দাও, যাতে এদের থাকবার কোনো ব্যবস্থা হয়।
তার এই আবদার মুসলিমদের জন্য বাহ্যত হামদর্দি মনে হতো। বরং, কখনো অবরুদ্ধরা নিজেদের জনশক্তি বৃদ্ধির কথা ভেবে ব্যাপারটাকে তাদের জন্য কল্যাণকরই মনে করত। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল অবরুদ্ধদের বশীভূত করবার একটা পরিকল্পনা ও চাল। যদি অবরুদ্ধরা জেনারেলের কথামতো তার সাথে আসা মুসলিমদেরকে শহরে জায়গা দিয়ে দিত, তখন অনিবার্যভাবে অবরুদ্ধদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়াতে খাদ্য-খোরাকির ভান্ডার খুব দ্রুতই ফুরিয়ে যেত। অন্যদিকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত হয়ে যেত অবরোধের সময়সীমা।
আর যদি অবরুদ্ধরা এই জেনারেলের চাল বুঝে গিয়ে তার আবদার না মানত, তা হলে কিতবুগা নৈয়ান সঙ্গের মুসলিমদেরকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে তাদের সাথে যুদ্ধ করার হুকুম দিত। তাদের দিয়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করাত, যতক্ষণ না তারা জয় করে নিতে পারত শহর, অথবা লড়তে লড়তে নিজেরা খতম হয়ে যেত। যদি তারা শহর জয় করতে সক্ষম হতো, তা হলে তো কিতবুগা নৈয়ানকে নিজের একজন লোককেও নষ্ট করতে হতো না, কষ্ট ছাড়াই হাসিল হয়ে যেত তার উদ্দেশ্য। যদি তারা লড়তে লড়তে নিঃশেষ হয়ে যেত, এতেও সেই মুসলিমদের জনসংখ্যাই কমত। এতে কিতবুগা নৈয়ান মুসলিমদের একটি মনোরম তামাশা দেখে গভীর আনন্দ পেত মনে।
এমনকি মুসলিমদের এই পারস্পরিক যুদ্ধে অবরুদ্ধদের

06/01/2025

হে রাব্বুল আলামীন
সকল বিপদ
থেকে রক্ষা করো

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
05/01/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।

আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।

আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।

- সংগৃহীত

04/01/2025

মসজিদে নববী

মুসলিম ইতিহাসে ০২ জানুয়ারি।১৪৯২ সালের এই দিনে স্পেনে সর্বশেষ মুসলিম সালতানাত গ্রানাডার পতন হয় 💔৭১১-১০৩১ ➡️ স্পেনে ঐক্যবদ...
04/01/2025

মুসলিম ইতিহাসে ০২ জানুয়ারি।

১৪৯২ সালের এই দিনে স্পেনে সর্বশেষ মুসলিম সালতানাত গ্রানাডার পতন হয় 💔

৭১১-১০৩১ ➡️ স্পেনে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও ক্রমবর্ধমান মুসলিম শাসন।
১০৩১-১৪৯২ ➡️ স্পেনে বিভক্ত, দুর্বল ও ক্রমশ ক্ষয়িষ্ণু মুসলিম শাসন।

ছবিতে 👇 গ্রানাডায় অবস্থিত স্পেনে মুসলিম শাসনের সবচেয়ে আইকনিক স্থাপনা আল হামরা প্রাসাদ।

28/12/2024

বেশি বেশি দান সাদাকাহ করুন

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদ...
28/12/2024

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান।

আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়!

ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন,

‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে , আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’

- সংগৃহীত

Address

Chapai
6300

Opening Hours

Monday 08:00 - 21:30
Tuesday 08:00 - 21:30
Wednesday 08:00 - 21:30
Thursday 08:00 - 21:30
Friday 08:00 - 12:00
14:00 - 21:30
Saturday 08:00 - 21:30
Sunday 08:00 - 21:30

Alerts

Be the first to know and let us send you an email when History of Muslim'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category