Islamic Math

Islamic Math জ্ঞান অর্জনের মাধ্যমে সর্বপ্রথমে আমা

পবিত্র কুরআন সহিহ হাদিসের আলোকে বিশুদ্ধ আকিদা ও সালাফলের মানহাজের অনুসরনে আমার নিজের, মানুষের ব্যাক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামকে যথাযথ ভাবে বুঝে ও বঝিয়ে আমার নিজের এবং মানুষের জীবনকে শান্তিময় ও সমাজকে সুন্দর করার লক্ষে নিবেদিত চেষ্টা।ইসলামের নামে নিকৃষ্ট জঙ্গিবাদ কে নির্মুল করা ও তাওহিদ,সুন্নাহ প্রতিষ্ঠা ও র্শিক,বিদাআত কে উতখাত করাই আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য।

29/04/2024
25/04/2024

যারা ইসলাম দিয়ে একটা দেহ তৈরি করতে পারে না, তারা নাকি গোটা দেশে ইসলাম কায়েম করবে। এর চাইতে বড় আবেগী, ধোকা ও বোকা কথা আর কি হতে পারে!!!

Obaidullah Bin Sahjahan

25/04/2024

অনাবৃষ্টির সময় ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা সুন্নত।‌ কেউ যদি পড়ে তাহলে সে সুন্নত পালন করার কারণে নেকি পাবে। এতে বৃষ্টি হওয়া আবশ্যক নয়। কেননা এটি একটি দোয়া। আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন অথবা করবেন না। এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন বিষয়।

অতএব কোথাও ইস্তিসকার নামাজ পড়ার পরও যদি বৃষ্টি না আসে তখন এ ধারণা করা যাবে না যে, দোয়া কারীদের মধ্যে ইখলাস বা ইমানের ত্রুটি ছিল বা আল্লাহ তাদের দোয়া প্রত্যাখ্যান করেছেন কিংবা তারা ব্যর্থ হয়েছে ইত্যাদি।
আবার ইস্তিসকার পরে বৃষ্টি বর্ষিত হলে যেন এই ধারণা না করা হয় যে, যিনি নামাজ পড়িয়েছেন তিনি আল্লাহর কামেল ওলি, বিরাট বুজুর্গ বা আল্লাহর খুব পছন্দনীয় মানুষ। বৃষ্টি হলেও এই বিশ্বাস করার সুযোগ নাই।
কেননা বৃষ্টি দেওয়া না দেওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আমাদের কর্তব্য, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা।
ইস্তিসকার নামাজ পড়ার পর বৃষ্টি না হলেও সুন্নত আদায়ের কারণে সওয়াব অর্জিত হবে ইনশাআল্লাহ।
সুতরাং সুন্নত পালন ও নেকির উদ্দেশ্যেই আমাদের ইস্তিসকার নামাজ পড়া উচিত। এখানে প্রাপ্তি ছাড়া ব্যর্থতার কিছু নেই।
আল্লাহু আলাম।

মন্তব্য প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।

27/03/2024

দুনিয়া হল মানুষের জন্য পরীক্ষাগার। এখানে কেউ চিরদিন থাকতে পারবে না। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই নগন্য। এ কথা আমাদের কারোই অজানা নয়। কিন্তু তারপরও এ দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত থাকি, তা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। যারা রাতদিন সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনোই পরহেজগার হতে পারে না। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তারা তাদের আখিরাত ক্ষতি করে। আর যারা আখেরাত নিয়ে ব্যস্ত থাকে তারা দুনিয়ার কাজ কর্মে অমনোযোগি হয়।

03/07/2022

নিয়ত কতটা পাওয়ারফুল একবার ভেবে দেখেন!!!
এ কারণেই বলা হয়েছে, যে আখিরাতের নিয়ত করে দুনিয়া তার পায়ে লুটায়।
(ঘটনা নং- ১)
আসাদ সাহেবের মা চেয়েছিল ছেলেকে সুন্দরী বউ এনে দিবে সাথে ঘর ভর্তি ফার্নিচার নিবে মেয়ের পরিবার থেকে।কারণ যদি কখনো ছেলের সামর্থ্য না হয় ঘর ভর্তি ফার্নিচার কেনার।
সত্যি সত্যি ছেলের জন্য সুন্দরী বউ আর বউ এর পরিবার থেকে ঘর ভর্তি ফার্নিচার তিনি ঠিক-ই এনেছেন কিন্তু যে ঘর সাজাতে এতকিছুর আয়োজন সে ঘর গ্যাস লিক হয়ে আগুনে জ্বলে-পুড়ে গেছে।
(ঘটনা নং-২)
রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা। ১৮ লাখ টাকা পেনশন পেয়েছেন। সম্পূর্ণ টাকা ব্যাংকে রেখেছেন যাতে ভবিষ্যতে রোগ ব্যাধি হলে যেন ডাঃ দেখাতে পারেন।ও হ্যাঁ মাস শেষে ১৮ হাজার তুলতে উনি কখনো ভুলেন না!
মাত্র ৪ বছরের মাথায় উনি ক্যান্সারে আক্রান্ত হলেন।
(ঘটনা নং -৩)
আফসানা নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত নাকি বিয়েই করবে না। স্বামীর টাকায় নাকি সে চলবে না।
৪০ বছর হয়ে গেল মেয়েটার এখনো বিয়েই হলো না!
(ঘটনা নং-৪)
অনেক পড়ালেখা করে রুমি। ও বলে পড়ালেখা না করলে ভালো চাকরি জুটবে না। বিয়ের পর যদি স্বামী মারা যায় তখন তার কি হবে! ভবিষ্যতের কথা তো বলা যায় না!
হায় কি ভাগ্য বিয়ের ৫ বছর পর স্বামী মারা গেল!
নিয়ত কতটা পাওয়ারফুল দেখেন। উনাদের মত চরিত্ররা সবাই কিন্তু
আমাদের আশেপাশেই আছে।
আসাদ সাহেব সুন্দর বউ আর ঘর ভর্তি ফার্নিচার ঠিকই পেলো কিন্তু ঘরটাই পুড়ে গেলো। রফিক সাহেব টাকা জমা রাখেন কারণ রোগ হবে বলে। দেখুন উনি নিজেই নিজের রোগকে কিভাবে ডেকে আনছেন!
আফসানার বর-ই জুটলো না বরের টাকায় চলা তো দূরের কথা।
রুমি চাকরি করে কারণ তার স্বামী মারা যাবে বলে।
উনারা কাজটা করার আগে নিজেরাই কিভাবে নিজেদের গতিকে ঠিক করে দিচ্ছে! তাদের কাজটা কিন্তু তাদের নিয়ত অনুযায়ীই এগিয়ে যাচ্ছে। উনারা যারা যা চেয়েছিল সবাই তাই পেয়েছে!
হাজেরা (র:) ইব্রাহীম (আঃ) কে বললেন, মানুষ নেই ঘর নেই পানি নেই গাছ নেই এমন জায়গায় আপনার স্ত্রী পুত্রকে একা ফেলে কোথায় চলে যাচ্ছেন!
আল্লাহ কি আপনাকে এমন করতে বলেছেন? ঠিক আছে আপনি যান। তিনি আমাদের ধ্বংস করবেন না!
দেখুন কি তাওয়াক্কুল! এই হজ্জেও হাজীরা সাফা-মারওয়া পাহাড় দৌড়াবে, জমজম কূপের পানি খাবে শুধুমাত্র তার এই তাওয়াক্কুলের কারণে! সুবহানাল্লাহ!
মূসা (আঃ) নিজ শহর ত্যাগ করলেন। ভাবলেন না কোথায় থাকবেন কি খাবেন। বরং বলে যাচ্ছেন নিশ্চয় আল্লাহ পথ দেখাবেন। আল্লাহ সুবহানু ওয়া তা'লা তাকে থাকার ব্যবস্থা করে তো দিলেনই সাথে জীবনসঙ্গীসহ ১০ বছর থাকার ব্যবস্থা করে দিলেন।
জানেন রফিক সাহেব কি বলেছিলো অপারেশনের পর, টাকাটা ব্যাংকে রেখেছিলাম বলেই আজকে অপারেশনের টাকাটা জুটলো না হলে বিছানায় থেকে মরতে হত। উনি উনার স্টেটমেন্ট হয়ত ভুলে গেছেন। উনি ব্যাংকে টাকা রেখেছিলেন এই বলে যে একসময় তার রোগ হবে!
আজকে আপনি আমি আমরা সবাই আল্লাহ কে ভয় করা বাদ দিয়ে ভয় করি রোগকে, ভয় করি টাকা না থাকাকে। আমরা কতটা নিচে চলে গেছি ভেবে দেখুন।
একবার এক ভাই বাড়ি বানাচ্ছেন, বলছিলেন যে উনি ভেন্টিলেটর দিচ্ছেন এই নিয়তে যে ফজরে দরজা জানালা বন্ধ থাকলে এই ভেন্টিলেটর দিয়ে ফজরের আজান শোনা যাবে। আমরা অনেকেই ভেন্টিলেটর লাগাই পিউর বাতাস পাবার জন্য, আর সেই ভাই তার এই নিয়তের কারণে হয়তো কত উচ্চতায় উঠে যাবেন। আর পিউর বাতাস তো উনি পাবেনই। এ কারণেই বলা হয়েছে, যে আখিরাতের নিয়ত করে দুনিয়া তার পায়ে লুটায়।
আপনি ছাত্র হলে পড়ালেখাটা আল্লাহর জন্য করুন, দাওয়াত এর নিয়তে করুন। চাকরিটা আল্লাহর জন্য করুন, হালাল রিজিকের জন্য করুন। মা-বাবা, বউ, বাচ্চার যত্ন নিন আল্লাহকে খুশি করতে। অন্য জন থেকে জুলুম করে না নিয়ে আল্লাহ থেকে খুঁজুন। নিয়ত করুন যেন আল্লাহ আপনাকে এতো বেশী দেন যাতে আপনি অন্য থেকে না খুঁজে উল্টো অন্যদের দু হাত ভরে দিতে পারেন। তাওয়াক্কুল রাখুন। ভাল ভাল নিয়ত করুন।
আপনি সবার থেকে সুখী হবেন। ইনশাআল্লাহ!
©️

22/06/2022

সিলেটের এই দুর্যোগ পূর্ণ মূহুর্তে সিলেট বাসির পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক। আমিন!
#আর #যারা #দান #করেননি #তাদের #জন্য #নিচের #লিখাটি।

আসলে সিলেটের মানুষের সূচনীয় এই মূহুর্তে প্রত্যেকে ১০০ টাকা হেল্প করা মনে অনেক কিছু যা বলে বুঝানো যাবে না। এখানকার অনেক বড় বড় লোকের সম্বলও এখন এই মূহুর্তের জন্য কিছুই না। শত শত মানুষ এখনোও পানি বন্দি। যাদের অবস্থা ভালো ছিলো তারাও এখন বিপদে।

শুধু পানি কমে গেলেই সিলেটের সবকিছু ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়! অনেক মানুষের সারা বছরের খাবার ধান-চাল যা ছিলো সব নিয়ে গেছে পানি। কারো ঘর চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে, ঘরে থালা-বাসন সহ যা ছিলো সেগুলোর কিচ্ছু নেই। আবার অনেকের পুরো ঘরটাই নেই, কারো ঘর সহ একমাত্র সম্বল বাড়িটাও বন্যার ঢল কেড়ে নিয়েছে।
তারা কি করবে, কি খাবে, কোথায় যাবে😥

একমাত্র আল্লাহই জানেন গুটা সিলেট কতো দিনে এই পরিস্থিতি উৎরে উঠতে পারবে।

কিন্তু মানবতার ফেরিওয়ালা হিসেবে অনেক মানুষ সিলেটের পাশে এসে দাঁড়িয়েছেন। যাদের ধন্যবাদ দিতে গেলে খুব কমতো হবেই, কৃতজ্ঞতা জানিয়েও শেষ করা যাবে না।

সিলেট বাসির জন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই......।

আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ আমি শরিক হয়েছি । আল্লাহ চাইলে তাদের জায়গায় আমরাও থেকে অনেক অনেক ক্ষতি হত। কিন্তু এত...
18/06/2022

আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ আমি শরিক হয়েছি । আল্লাহ চাইলে তাদের জায়গায় আমরাও থেকে অনেক অনেক ক্ষতি হত। কিন্তু এত বড় বড় ক্ষতি থেকে আমাদের জান ও মালকে আল্লাহ সুরক্ষিত রেখেছেন। তাই এই সুরক্ষিত মাল থেকে আল্লাহর বান্দাদের সহযোগিতা করে আল্লাহ কে ধার দিয়ে তার সাথে ব্যবসা শুরু করুন। ইনশাল্লাহ এটা এমন একটা ব্যবসা যা দুনিয়া ও পরকালে শুধু লাভই লাভ, লস বলে কিছু নেই।
#যাদের মাল সুরক্ষিত আছে আমরা যেন কেউ বাদ না পড়ি।

যাঝাকাল্লাহু খয়রন।

06/06/2022

'জরুরি ঘোষণা!

চিটাগং থেকে যেসব অগ্নিদগ্ধ রোগীর আত্মীয়-স্বজনরা ঢাকায় এসেছেন রোগীর সাথে,যাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা হচ্ছে না,আপনারা সরাসরি নিন্মোক্ত নাম্বারে জানাতে পারেন। আপনাদের জন্য হোটেল সালমা ইন্টারন্যাশনাল এ থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ।

যোগাযোগ নাম্বারঃ 01630990798

05/04/2022

আসসালামু আলাইকুম!
যোহর, আসর বাদ দিয়ে বিশেষ করে মাগরিব, এশার এবং ফজরের সলাতে একটু দেরি হলেই প্রথম কাতারে জায়গা পাওয়া যায় না, এমনকি অনেক মসজিদেও জায়গা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের সকলকে এই আমলের উপরে ঝুকে থাকার তৌফিক দান করুক এবং সেই সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য আমাদের মাঝে লটারির প্রয়োজন হয় সেই তৌফিক দান করুক। আমিন!

07/02/2022

রবের প্রিয় হতে গিয়ে, দ্বীনের পথে ফিরতে গিয়ে যদি আপনার কাছ থেকে আপনার প্রিয়জনরা চলে যায়, তাহলে যেতে দিন! মনে রাখবেন আপনি এমন এক সৃষ্টিকর্তার প্রিয় হতে যাচ্ছেন, যিনি চাইলে তার চেয়ে উত্তম প্রিয়জন আপনাকে দান করতে পারেন।

02/01/2022

জ্ঞান অর্জনের মাধ্যমে প্রথমে ইনশাআল্লাহ নিজেকে আল্লাহর দিকে ডেকে ইলম ও আমলের বৃদ্ধির মাধ্যমে দ্বীনের উপর কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করা সেই সাথে সাথে আপনাদেরকেও আল্লাহর পথে ডাকা। আল্লাহ আমার ও আপনাদের সকলের দ্বীনকে কবুল করুন। আমিন!

Address

Chapai

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Math posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Math:

Share

Category

Nearby media companies


Other Video Creators in Chapai

Show All

You may also like