Islamic Math

Islamic Math জ্ঞান অর্জনের মাধ্যমে সর্বপ্রথমে আমা

পবিত্র কুরআন সহিহ হাদিসের আলোকে বিশুদ্ধ আকিদা ও সালাফলের মানহাজের অনুসরনে আমার নিজের, মানুষের ব্যাক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামকে যথাযথ ভাবে বুঝে ও বঝিয়ে আমার নিজের এবং মানুষের জীবনকে শান্তিময় ও সমাজকে সুন্দর করার লক্ষে নিবেদিত চেষ্টা।ইসলামের নামে নিকৃষ্ট জঙ্গিবাদ কে নির্মুল করা ও তাওহিদ,সুন্নাহ প্রতিষ্ঠা ও র্শিক,বিদাআত কে উতখাত করাই আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য।

বিধর্মী ও মুশরিকদের অনুকরণেরও একটা সীমা আছে!  #মীলাদুন্নবী  #বিদআত  #সুন্নাত  #মুহাম্মদ ------বিদআতীরা যেমন অন্ধ ভক্ত হয...
16/09/2024

বিধর্মী ও মুশরিকদের অনুকরণেরও একটা সীমা আছে! #মীলাদুন্নবী #বিদআত #সুন্নাত #মুহাম্মদ
------
বিদআতীরা যেমন অন্ধ ভক্ত হয়, তেমন চরম অজ্ঞতা ও মূর্খতার পরিচয় দেয়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা নিজ বিদআতে অনড় থাকে, একেবারে তালাবদ্ধ অন্তর।
- তারা কি একথা জানে না যে, প্রিয় নবী যার চরম ভালোবাসার তারা দাবীদার, তিনি বিধর্মী কাফির, মুশরিক ও ইহুদি খৃষ্টানদের সদৃশ ও অনুকরণ করতে নিষেধ করেছেন?
তাহলে, ক্রিসমাস দিবসে ও রাম নবমীতে যারা মিছিল ও জুলুস বের করে, তেমন জুলুস আমরা কী ভাবে বের করতে পারি?
- কী ভাবে সেই নিয়মে পতাকা ও ঝান্ডা নিয়ে এমনকি বিশেষ তাজিয়ার মত সাজিয়ে পদযাত্রা করতে পারি?
- তারা যেমন মাতালের মত ডিজে বাজিয়ে রাস্তা অবরোধ করে যাত্রা করে, আমরা কী ভাবে তা করতে পারি??
- তারা যেমন মাথায় গেরুয়া পট্টি লাগিয়ে তাদের ভগবানের ভক্ত পরিচয় দেয় ,আমরা সেই নিয়মে কী ভাবে তা করতে পারি?
- বিধর্মীরা নিজের এবং তাদের নবীর জন্ম দিনে যে ভাবে কেক কেটে হ্যাপ্পি বার্থ ডে টু বলে, সে ভাবে আমরা কী করে উচ্চারণ করতে পারি যে, happy birthday to Ya rasulallah ?
- বিধর্মীরা যে ভাবে তাদের নেতা কর্মীদের ফুলের তোড়া দেয়, আমরা কী ভাবে এটা করতে পারি!
- মুশরিকরা তিন কোনা বিশিষ্ট ধর্মীয় ঝান্ডার যে ভাবে রূপ দেয়, আমরা তার হুবহু কী ভাবে নকল করতে পরি??
*এই সম্প্রদায়ের মধ্যে কী কোনো জ্ঞানী ব্যক্তি নেই??
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
((لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُم شِبْرًا بشبْر، وذراعًا بذراع، حتَّى لو سَلَكُوا جُحْر ضَبٍّ لَسَلَكْتُمُوهُ))رواه الشيخان
"অবশ্যই তোমরা তোমাদের পূর্বের সম্প্রদায়ের হাতে হাতে গোজে গোজে অনুসরণ করবে, এমনকি তারা যদি গোসাপের গর্তে প্রবেশ করে, তো তোমরাও তাতে প্রবেশ করবে। (বুখারী ও মুসলিম)

05/09/2024

শির্কযুক্ত জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবী এখন সবখানে । আওয়াজ তুলুন সবাই এখন যে যে আছেন যেখানে ।

05/09/2024

আলহামদুলিল্লাহ!
মদিনা ইউনিভার্সিটির সাথে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিয্বাহুল্লাহ্ পরিচালিত আল-জামি'আহ আস সালাফিয়্যার মুয়াদালা (শাখা) সম্পূর্ণ হয়েছে।

23/08/2024

আজ সারা দেশে জুমা’র ২য় খোৎবায় বন্যায় আক্রান্ত সকলের জন্য দোয়া করুন । বহু মানুষ নিখোঁজ হওয়ার আশংকা ।
😭😭😭

23/08/2024

আজ সারা দেশে জুমা’র ২য় খোৎবায় বন্যায় আক্রান্ত সকলের জন্য দোয়া করুন । বহু মানুষ নিখোঁজ হওয়ার আশংকা ।

23/08/2024

হে কাবার রব! পানিবন্দি বিপদগ্রস্তদের রহম করুন এবং হেফাজত করুন। আমিন!

19/08/2024

নাকে মশা ঢুকে নমরুদের মৃতু্ হয়েছিল যা খুবই লাঞ্ছনাকর ছিল। ঠিক একই ভাবে ”বসদের” খুবই নগণ্য লাঞ্ছনাকরভাবে ধরা খাচ্ছে। বোনের বাসায় লুকিয়ে ছিলেন দিপু মনি, ভাগ্নে'কে ধমক দিয়ে "মোবাইল টিপা বাদ দিয়ে পড়তে বসো" বলায় রেগে ৯৯৯ নাম্বারে কল দিয়ে ধরিয়ে দিলো। সালমান এফ রহমান মাঝি সেজে বন্ধুর দ্বারা ধরা খেল এভাবে একটার একটা পতন চলছে। সত্য ও ন্যায়ের পথে না থাকলে কি হয় চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন।

07/08/2024

আবেগি পাবলিক বুঝে না যে, সে আমাদের টেম্পুরালি সরকার স্থায়ী সরকার না। আর তার মত এসময়কে হ্যান্ডেল করার মত বাংলাদেশে দ্বিতীয়টি নেই। আপনার মন্তব্য স্থায়ী সরকারের সময় বলিয়েন। এখন দেশ গড়ার সময়

আমরা বহু পূর্ব থেকে সতর্ক করেছি ইরান ফিলিস্তিনের প্রকৃত হিতাকাংখী নয়। ইরানের যত হম্বিতম্বি সব মুখে মুখেই। আমাদের এই দাবী...
31/07/2024

আমরা বহু পূর্ব থেকে সতর্ক করেছি ইরান ফিলিস্তিনের প্রকৃত হিতাকাংখী নয়। ইরানের যত হম্বিতম্বি সব মুখে মুখেই। আমাদের এই দাবী আজ অনেকটাই সত্য হিসেবে প্রমাণিত। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন। ইসমাইল হানিয়া কাতার, মিশর বা জর্দান কোথাও থাকা অবস্থায় তিনি গুপ্ত হামলার শিকার হননি। ইরানেই কেন তিনি গুপ্ত হত্যার শিকার হলেন? ইরান কেন তাকে পূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? এই হত্যার দায় কখনোই ইরান এড়াতে পারবেনা।

আবার দেখলাম ইরানের এক নেতা নাকি বলেছে তারা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বে। বক্তব্যটি দেখে আমার হাসি পাচ্ছে। যারা নিজের প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে পারেনা। যারা হামাসের নেতাকে নিরাপত্তা দিতে পারেনা তারা আবার প্রতিশোধ নিবে?! আরব বিশ্বের টুইটারে মানুষ প্রকাশ্যে দাবী করতেছে যে ইরানের গাদ্দারীতেই ইসমাইল হানিয়া নিহত হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইসরাইয়েলের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে ইসমাইল হানিয়ার মাথা।

সত্য মিথ্যা মহান আল্লাহই ভালো জানেন। আমি শুধু এতটুকুই বলব সালাহুদ্দিন আইয়ূবীর সময়েও জেরুযালেম বিজয়ে সবচেয়ে বেশী মুনাফেকী করেছে শিয়ারা। হুসাইন রা:-কে ডেকে নিয়ে গিয়ে হত্যা করিয়েছে কুফার মানুষেরা। তাদের এই মুনাফেকী স্বভাব থেকে মহান আল্লাহ তা‘আলা মুসলিম উম্মাহ ও মাজলুম ফিলিস্তিনীদেরকে রক্ষা করুন!
© আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফি.

আসসালামুআলাইকুম। আপনারা সকলে আমন্ত্রিত।
07/07/2024

আসসালামুআলাইকুম। আপনারা সকলে আমন্ত্রিত।

20/06/2024
15/06/2024

“ বেনামাজী ব্যক্তির জন্য আরাফার রোজা নেই ! ঈদের নামাজও নেই ! কুরবানীও নেই ! আগে ফরজ । তারপর সু্ন্নত ।”

25/05/2024

“ যে ব্যক্তি দয়া করেনা, তাঁকেও দয়া করা যাবেনা ।” বিশ্বনবী সাঃ । বোখারি ৫৯৯৭. মুসলিম ২৩১৮.

20/05/2024

শিয়া কাফেরের জন্য আবার কিসের দোয়া । আসেন সেলিব্রেট করি
Alhamdulillah! now celebrate Time 💐🎉

Address

Chapai

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Math posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Math:

Videos

Share

Category