
16/09/2024
বিধর্মী ও মুশরিকদের অনুকরণেরও একটা সীমা আছে! #মীলাদুন্নবী #বিদআত #সুন্নাত #মুহাম্মদ
------
বিদআতীরা যেমন অন্ধ ভক্ত হয়, তেমন চরম অজ্ঞতা ও মূর্খতার পরিচয় দেয়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা নিজ বিদআতে অনড় থাকে, একেবারে তালাবদ্ধ অন্তর।
- তারা কি একথা জানে না যে, প্রিয় নবী যার চরম ভালোবাসার তারা দাবীদার, তিনি বিধর্মী কাফির, মুশরিক ও ইহুদি খৃষ্টানদের সদৃশ ও অনুকরণ করতে নিষেধ করেছেন?
তাহলে, ক্রিসমাস দিবসে ও রাম নবমীতে যারা মিছিল ও জুলুস বের করে, তেমন জুলুস আমরা কী ভাবে বের করতে পারি?
- কী ভাবে সেই নিয়মে পতাকা ও ঝান্ডা নিয়ে এমনকি বিশেষ তাজিয়ার মত সাজিয়ে পদযাত্রা করতে পারি?
- তারা যেমন মাতালের মত ডিজে বাজিয়ে রাস্তা অবরোধ করে যাত্রা করে, আমরা কী ভাবে তা করতে পারি??
- তারা যেমন মাথায় গেরুয়া পট্টি লাগিয়ে তাদের ভগবানের ভক্ত পরিচয় দেয় ,আমরা সেই নিয়মে কী ভাবে তা করতে পারি?
- বিধর্মীরা নিজের এবং তাদের নবীর জন্ম দিনে যে ভাবে কেক কেটে হ্যাপ্পি বার্থ ডে টু বলে, সে ভাবে আমরা কী করে উচ্চারণ করতে পারি যে, happy birthday to Ya rasulallah ?
- বিধর্মীরা যে ভাবে তাদের নেতা কর্মীদের ফুলের তোড়া দেয়, আমরা কী ভাবে এটা করতে পারি!
- মুশরিকরা তিন কোনা বিশিষ্ট ধর্মীয় ঝান্ডার যে ভাবে রূপ দেয়, আমরা তার হুবহু কী ভাবে নকল করতে পরি??
*এই সম্প্রদায়ের মধ্যে কী কোনো জ্ঞানী ব্যক্তি নেই??
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
((لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُم شِبْرًا بشبْر، وذراعًا بذراع، حتَّى لو سَلَكُوا جُحْر ضَبٍّ لَسَلَكْتُمُوهُ))رواه الشيخان
"অবশ্যই তোমরা তোমাদের পূর্বের সম্প্রদায়ের হাতে হাতে গোজে গোজে অনুসরণ করবে, এমনকি তারা যদি গোসাপের গর্তে প্রবেশ করে, তো তোমরাও তাতে প্রবেশ করবে। (বুখারী ও মুসলিম)