Samsul Alam Fahim

Samsul Alam Fahim এমন জীবন আমি করিবো গঠন
মরণে হাসিবো আমি কাঁদিবে ভুবন।
এ আমার প্রতিজ্ঞা।

অস্ত্র যদি হয় ধর্ম,ধ্বংস তার অনিবার্য।
22/12/2024

অস্ত্র যদি হয় ধর্ম,
ধ্বংস তার অনিবার্য।

আজ ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।আমরা তোমাদের ভুলবোনা।
14/12/2024

আজ ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।
আমরা তোমাদের ভুলবোনা।

04/12/2024

দলকানা কর্মী যেমন দলের জন্য ক্ষতিকর তেমনি প্রত্যেক ধর্মকানা ব্যাক্তি তার নিজ ধর্মের জন্য ক্ষতিকর।

আমার প্রাণের ঢাকা কলেজ জ্বলছে!!!খুব কষ্ট পাচ্ছি, এটি কি নিছক দুর্ঘটনা ? নাকি ষড়যন্ত্র? আল্লাহ রহম করুন। আমিন
26/11/2024

আমার প্রাণের ঢাকা কলেজ জ্বলছে!!!
খুব কষ্ট পাচ্ছি, এটি কি নিছক দুর্ঘটনা ? নাকি ষড়যন্ত্র?
আল্লাহ রহম করুন।
আমিন

25/11/2024

প্রানের এ শহর যেন এক আতঙ্কের নগর!!!

24/11/2024

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

24/11/2024

আলো আমদানিতে খরচ ২২ টাকা কিন্তু ভোক্তা পর্যায়ে ৭৫ টাকা কেন??

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। প...
24/11/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সি

24/11/2024

নেত্রকোনায় ছাত্রলীগের ঝ’টি’কা মি’ছি’ল, আটক ৫

24/11/2024

#হজ্জে'র উদ্দেশ্যে #সৌদিআরব গিয়ে ভিক্ষা করবো না, এমন মুচলেকা দিলেই কেবল #হজ্জে যেতে পারবে #পাকিস্তানের নাগরিক!

21/11/2024

পৃথিবীর সকল মিথ্যা দিয়ে হলেও অন্তত একটি সত্যকে লুকিয়ে রাখা অসম্ভব!
মিথ্যার রাজত্ব ততটুকু সময় পর্যন্ত বিদ্যমান
ঠিক যতোটুকু সময় সত্য ঘুমায় অথবা বিশ্রাম নেয়।
যখন সত্য এসে উপস্থিত হয়
তখন মিথ্যার বিলুপ্তি ঘটে।

21/11/2024

দুইটি গুরুত্বপূর্ণ দিনে এমন বিশৃঙ্খলা আশা করিনি।
ঢাকা কলেজের জন্মদিনে ঢাকা কলেজ সিটি কলেজের সাথে মারামারি আর সশস্ত্র বাহিনী দিবসে রিকশাচালকদের সাথে সেনাবাহিনীর পরিস্থিতি।

21/11/2024

অহংকারের কোন রুপ নেই, রং নেই কিন্তু এর শক্তি ভয়ঙ্কর!
এর শক্তি এতই ভয়ঙ্কর যে গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে!!!

20/11/2024

জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে।
যদি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হয় তাহলে নাম ঠিক হয়ে গেছে ইতিমধ্যেই, তা হলো
তিতুমীর বিশ্ববিদ্যালয়।
ইডেন হলে হবে হয়তোবা ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়।
বাংলা কলেজ বিশ্ববিদ্যালয় হলে নাম হবে সরকারি বাংলা বিশ্ববিদ্যালয়। মানে সবারই নামের মিল হয়। কিন্তু ঢাকা কলেজ যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে কি নাম হবে ?............. ??

19/11/2024
07/11/2024

৫৫% তরুণ দেশে থাকতে চায় না !!!
কিন্তু কেন ???

বিনোদন
07/11/2024

বিনোদন

Address

গ্রাম: আদশা, পোস্ট অফিস: লাউতলী, থানা: ফরিদগন্জ
Chandpur
3652

Alerts

Be the first to know and let us send you an email when Samsul Alam Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samsul Alam Fahim:

Videos

Share