Md. Shahadat Munshi

Md. Shahadat Munshi বিজয়ীর অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, কিন্তু হেরে যাওয়া মানুষদের সান্ত্বনা দেওয়ারও কেউ থাকে না।” SF
(2)

26/11/2023

█▓▒░ ব্রেকিং নিউজ ░▒▓█►
এইচএসসি ও সমমান পরীক্ষার সকল বোর্ডের ফলাফল প্রকাশ। যারা এখনো ফলাফল জানতে পারেননি রোল: রেজি: এবং বোর্ডের নামসহ কমেন্ট করুন।

সূরা আল-মুনাফিকুন‌ এর দৃষ্টান্ত উদাহরণ। ছবি : সংগৃহীত।
11/11/2023

সূরা আল-মুনাফিকুন‌ এর দৃষ্টান্ত উদাহরণ।
ছবি : সংগৃহীত।

⚫
11/11/2023

08/11/2023

নিখুঁত অভিনেতার আরো একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম😃

05/11/2023
04/11/2023

মানুষকে দেখলে বোঝার উপায় নেই কে প্রতারক আর কে ভদ্রলোক!
এই লোকের অভিনয়ে বলে দিচ্ছে প্রতারক গুলো নিখুঁত অভিনয় করে....😱😱

02/11/2023

জীবনে ঠিক ততোখানি সরল হোন, যতোখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না।
_______ আরিফ আজাদ

গা*জা তে ২৩-২৪ ব্যাচের Officially Academic year ইতি ঘোষণা করা হয়েছে! কারণ কোনো শিক্ষার্থী আর বেঁ/চে নেই! একটা গোটা জেনা...
01/11/2023

গা*জা তে ২৩-২৪ ব্যাচের Officially Academic year ইতি ঘোষণা করা হয়েছে! কারণ কোনো শিক্ষার্থী আর বেঁ/চে নেই! একটা গোটা জেনারেশন মু/ছে গেল পৃথিবী থেকে!'😭

31/10/2023

আল্লাহর উপর ভরসা রাখুন।
সবকিছুই কারণবশত ঘটে থাকে।
একদিন আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই আপনার জন্য উত্তম ছিল।

ড. বিলাল ফিলিপ্স

31/10/2023

“সৎ মানুষকে দুটি জিনিসের সাথে লড়তে হয়,
একটি হচ্ছে দরিদ্রতা
আর অন্যটি দুষ্ট লোকের চক্রান্ত-
আল্লাহ সকল সৎ"পথের পথিকদের হেফাজতে রাখুক 🤲

29/10/2023

আপনারা এইডি বাদ দিয়ে সমাজ রাষ্ট্র উন্নয়ন করেন আর সময় ভাগ কইরা রাষ্ট্র চালান।

এক দল ৫ বছর কইরা এমন ভাবে রাষ্ট্র চালান চুরিচামারি কৈরেন না জনগণ কে শান্তিতে বাঁচতে দেন।

কখনো কোন রাজনৈতিক দলের কর্মী মরে কখনো মরে পুলিশ অফিসার কিংবা মরে বাসের হেল্পার দিনমজুর।

অথবা কখনো আপনাদের ঢালাঢালিতে মরে রাষ্ট্র আমজনতা।

কেন ভাই আমরা কি এই রাষ্ট্রে জন্ম নিয়ে পাপ করছি!?

নিজেরা যেহেতু রাষ্ট্র চালাইতেই চান ভাগাভাগি কৈরা চুরিচামারি অনৈতিক কাজকর্ম বাদ দিয়ে রাষ্ট্র সুন্দর মত চালান।

লাগবো না আমগো এইসব গনতান্ত্রিক তকমা লাগানো আজাইরা সিস্টেম।

আপনারা নিজেরাই বসেন এক সাথে ডাইনিং টেবিলে বসে ভাগ কৈরা নেন কিংবা টস দিয়ে নিয়ে নেন।

হুদাই পরিবার গুলো কে কেন শেষ করতেছেন সবাই।

একটা পরিবার এর জীবিকা নির্বাহ যার উপর দাড়িয়ে তাকেই বরাবর সরিয়ে দিচ্ছেন।

এমনেই রাষ্ট্রের প্রতিটা জিনিস এর দাম বেশী মানুষ অনেক কষ্টে আছে। 💔

এইগুলা বাদ দিয়ে সবাই এক সাথে মিলে রাষ্ট্র গড়েন।
→ Collected

23/10/2023

ফিলিস্তিনি মুসলমানদের ঈমানের কাছে আমরা কিছুইনা 🤲

পুরো পরিবার এক কাফনে। ইসরায়েল বর্বর হ|মল|য়বিশ্ব নতুন কিছুর স্বাক্ষী হচ্ছে। হে আরবের শাসকেরা,লা'নত তোমাদের উপর।তোমরাই ম...
19/10/2023

পুরো পরিবার এক কাফনে।

ইসরায়েল বর্বর হ|মল|য়
বিশ্ব নতুন কিছুর স্বাক্ষী হচ্ছে।

হে আরবের শাসকেরা,
লা'নত তোমাদের উপর।

তোমরাই মূলত,
ফিলিস্তিনিদের র*ক্তের সওদাগর।

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা পুরোপুরি সত্য নয়। সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে ...
14/10/2023

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা পুরোপুরি সত্য নয়। সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে রাখা যেহেতু কোনোভাবে সম্ভব নয়, ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে, কিন্তু সেই জীবনটাকে কতোটা ‘জীবন’ বলা যায় তা ব্যাখ্যাসাপেক্ষ।

বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে।

ধরুন, আজ সকালে আপনার আম্মা মারা গেছেন। গতকাল সকালেও যিনি দিব্যি সুস্থ ছিলেন, আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার পথে আপনাকে ঘরের দোর পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, সেই মমতাময়ী মা আজ হয়ে গেলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা। বলুন তো—গতকালকের দিন আর আজকের দিন কি একই আপনার জীবনে?

আপনার আম্মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। জীবন তার নির্দিষ্ট গতিতে চলবে। কিন্তু ‘মা সহ’ আর ‘মা ছাড়া’—এই দুই জীবন কি এক হবে কোনোদিন?

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা অবশ্যই সত্য, কিন্তু কারো কারো জন্যে জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ। কারো কারো অনুপস্থিতি জীবনে তৈরি করে দিয়ে যেতে পারে এক অনিঃশেষ শূন্যতা।

যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স-লেটার, হতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভবরকম মিস করবেন। সবকিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবেন।

যে বন্ধুকে অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন, হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়েও পূরণ করতে পারবেন না। দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও তাকে ফেরত চাইবেন।

কিন্তু, জীবন সর্বদা সবাইকে ‘দ্বিতীয় সুযোগ’ দেয় না।

কারো জন্য কারো জীবন থেমে থাকে না ঠিকই, কিন্তু কারো কারো জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে। বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ। তাই, সম্পর্ক ভেঙে ফেলার আগে সেই সম্পর্কের অনুপস্থিতি আপনার জীবনে কীরকম প্রভাব ফেলতে পারে—সেটা ভাবতে ভুল করবেন না।

জার্মান থেকে বহিস্কৃত ফিলিস্তিনে আসা প্রথম ইহুদী গ্রুপসৈয়দ মবনুযে ছবি পোস্ট করেছি তা ১৯৪৩ খ্রিস্টাব্দের ফিলিস্তিনে আশ্র...
14/10/2023

জার্মান থেকে বহিস্কৃত
ফিলিস্তিনে আসা প্রথম ইহুদী গ্রুপ
সৈয়দ মবনু

যে ছবি পোস্ট করেছি তা ১৯৪৩ খ্রিস্টাব্দের ফিলিস্তিনে আশ্রিত প্রথম ইহুদীরা। যাদেরকে মেরে হিটলার জার্মান থেকে বের করে দিয়েছিলো। এই সময় দুনিয়ার কোন দেশ ইহুদীকে আশ্রয় দিচ্ছিলো না। রাশিয়া, বৃটিন, আমেরিকা, ফ্রান্স কেউ না। যে দেশেই তারা জাহাজের নোঙর দিয়েছে তারাই তাড়িয়ে দিয়েছে। অবশেষে তারা নিজের জাহাজে বসে একটি আবেদন প্রকাশ করে, যাতে লেখা ছিলো; The German destroyed our familis & homes, don't you destroy our hopes'
জার্মানীরা আমাদের ঘর ও পরিবারকে ধ্বংস করে দিয়েছে তোমাদের কাছে আমাদের বিশ্বাস তোমরা আমাদের আশা ধ্বংস করবে না। আশ্রয় প্রার্থী হয়ে আমরা ফিলিস্তিনে এসেছি।' তাদের এই আবেদনের ভিত্তিতে মানবিক কারণে ফিলিস্তিনীরা ইহুদিদেরকে আশ্রয় দিয়ে নতুন জীবন দান করেছিলো। ফিলিস্তিনীরা সেদিন তাদের বাড়ী-জমিন দিয়ে সাহায্য করেছিলো। এই ইহুদীরা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্টা করে ফিলিস্তিনীদের উপর জুলুম নির্যাতন করে সেই এহসানের পূর্ণাঙ্গ বদলা দিলো। ৬০ লাখ ইহুদীকে হত্যার পর কিছুকে ছেড়ে দিয়ে হিটলার বলেছিলো: কিছুকে রাখলাম যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে ওরা কি জিনিষ।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় রীতিমতো চমকে গেছে ইসরায়েল৷ ক্ষয়ক্ষতির ধাক্কা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ...
12/10/2023

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় রীতিমতো চমকে গেছে ইসরায়েল৷ ক্ষয়ক্ষতির ধাক্কা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগের ধারণাকেও প্রশ্নবিদ্ধ করেছে, এখন ইসরায়েলের সেনাবাহিনীর বর্তমান অবস্থা।

আমরা মুসলমানরা ইয়াহুদি দের বিরুদ্ধে না। তারাও মানুষ। বেঁচে থাকার অধিকার সকল মানুষের রয়েছে। কোন যুদ্ধ সংঘাত আমরা কামনা ...
09/10/2023

আমরা মুসলমানরা ইয়াহুদি দের বিরুদ্ধে না। তারাও মানুষ। বেঁচে থাকার অধিকার সকল মানুষের রয়েছে। কোন যুদ্ধ সংঘাত আমরা কামনা করি না। কিন্তু বাস্তুহারা ইয়াহুদীদের কে ফিলিস্তিনে জায়গা দেওয়ার পর তারা যে শক্তিশালী অবস্হান তৈরি করে একটি স্বাধীন ফিলিস্তিনের ভূমি দখল করতে করতে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র করেছে আমরা তার বিরুদ্ধে।

ফিলিস্তিনিদের প্রতিটি ইন্চি জমি ইয়াহুদি দের ছেড়ে দেওয়া উচিত এবং দিতে হবে। আর স্বেচ্ছায় সেইটি না ছেড়ে দিলে কেবল তখনই সংঘাত তৈরি হয়। যাহা ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রাম।

No war
We want peace
We want justice

14/08/2023

আজ সেই খবর 😭

চলে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়া...
14/08/2023

চলে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ

বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ রাত সাড়ে ৮.৪০টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

বিশ্বের দরবারে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি। তাঁর মৃত্যু পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।

চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি, ছবি সংগৃহীত
07/08/2023

চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি,
ছবি সংগৃহীত

এই কুলাঙ্গার আসাদ নূরকে গ্রেফতার করে অতিশীঘ্রই আইনের আওতায় আনা হোক সে দিনের পর দিন আমাদের কলিজার টুকরা প্রিয় নবী হযরত মো...
06/08/2023

এই কুলাঙ্গার আসাদ নূরকে গ্রেফতার করে অতিশীঘ্রই আইনের আওতায় আনা হোক

সে দিনের পর দিন আমাদের কলিজার টুকরা প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সাঃ) কে নিয়ে অশ্লিল মন্তব্য করেই যাচ্ছে

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন!!

মানসিক যন্ত্রনার ওজন কত?রবের সাথে আপনার দূরত্ব যত!
01/08/2023

মানসিক যন্ত্রনার ওজন কত?
রবের সাথে আপনার দূরত্ব যত!

31/07/2023

নকলের এই বাজারে এক দুজনের কন্ঠ নকল করে টিকে থাকা কঠিন তাই ২৫ জন বক্তার কন্ঠ নকল।
চমৎকার প্রতিভা।

Send a message to learn more

যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারতাম! 💔
29/07/2023

যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারতাম! 💔

28/07/2023

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যাদের আশানুরূপ ফলাফল হয়নি তারা কেউ ভেঙ্গে পড়ো না। ভুলে যেও না ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। সবে তো শুরু। এখনো জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি আছে। আল্লাহর উপর ভরসা করে নব উদ্যোমে এগিয়ে চলো।

26/07/2023

যে জীবন সুন্নাহ দিয়ে সাজানো, সে জীবন মুক্তোর মতো উজ্জ্বল।
— আরিফ আজাদ

24/07/2023

প্রথম শুনে আমার কাছে মনে হচ্ছিলো মক্কার ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করছিলো, পরে দেখি একজন অন্ধ লোক মাশা-আল্লাহ অনেক সুমধুর তিলাওয়াত 💚

অনুমতি পেয়েও পবিত্র তোরাহ-বাইবেল পোড়ালেন না মুসলিম যুবক! তিনি বলেন, আমি কখনোই কোনো ধর্মগ্রন্থ পোড়াবো না। ইসলাম আমাকে ...
18/07/2023

অনুমতি পেয়েও পবিত্র তোরাহ-বাইবেল পোড়ালেন না মুসলিম যুবক!
তিনি বলেন, আমি কখনোই কোনো ধর্মগ্রন্থ পোড়াবো না। ইসলাম আমাকে এ শিক্ষা দেয় না। আমি শুধু আমার ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদস্বরূপ এ কর্মসূচির ডাক দিয়েছি।
আলহামদুলিল্লাহ

আমার ভাগ্যে যা আছে তাই হবে!
18/07/2023

আমার ভাগ্যে যা আছে তাই হবে!

প্রতিযোগিতা যদি করতেই হয় জ্ঞানীদের সাথে করুন। মুর্খদের সাথে প্রতিযোগিতা করা মানেই ,নিজের ব্যক্তিত্ব ও আত্নসম্মান কে শেষ...
12/07/2023

প্রতিযোগিতা যদি করতেই হয় জ্ঞানীদের সাথে করুন। মুর্খদের সাথে প্রতিযোগিতা করা মানেই ,নিজের ব্যক্তিত্ব ও আত্নসম্মান কে শেষ করার শামিল।

12/07/2023

আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যবে তুমি ওঠে দাঁড়ালে।

10/07/2023

হায় আফসোস আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম! 😭

অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে,মুচকি হেঁসে বলে দাও!🌸🌼-আলহামদুলিল্লাহ্-!🖤🌸
09/07/2023

অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদীরে আছে তাই হবে,মুচকি হেঁসে বলে দাও!🌸🌼

-আলহামদুলিল্লাহ্-!🖤🌸

মানুষ যখন অন্যকে চিনতে থাকে,তখন সে ঠ'কতে শুরু করে।যখন নিজেকে চিনতে শুরু করেতখন থেকে সে সফল হতে থাকে।
09/07/2023

মানুষ যখন অন্যকে চিনতে থাকে,
তখন সে ঠ'কতে শুরু করে।
যখন নিজেকে চিনতে শুরু করে
তখন থেকে সে সফল হতে থাকে।

মাঝে মাঝে নিজের জন্য সময় বের করুন। একান্তভাবে ভাবুন নিজেকে নিয়ে। নিজের শারীরিক, মানসিক আর আর্থিক সকল অবস্থার চিত্রকে সাম...
08/07/2023

মাঝে মাঝে নিজের জন্য সময় বের করুন। একান্তভাবে ভাবুন নিজেকে নিয়ে। নিজের শারীরিক, মানসিক আর আর্থিক সকল অবস্থার চিত্রকে সামনে রেখে আগামি দিনের পরিকল্পনা ঠিক করুন। মনে রাখবেন— আপনাকে নিয়ে ভাবার জন্যে কেবলমাত্র আপনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি৷

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা🌙 ঈদ মুবারাক🌙
28/06/2023

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা
🌙 ঈদ মুবারাক🌙

" যখন তুমি কিছু প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করবে, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। "  জামে তিরম...
28/06/2023

" যখন তুমি কিছু প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করবে, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। " জামে তিরমিজি - ২৫১৬

🕋

আরাফাহর ময়দানে পা রাখতে পারার তৃপ্তি 💚আল্লাহ যেন আমাদেরকে এমন তৃপ্তি অনুভব করার তাওফিক দান করেন।
27/06/2023

আরাফাহর ময়দানে পা রাখতে পারার তৃপ্তি 💚
আল্লাহ যেন আমাদেরকে এমন তৃপ্তি অনুভব করার তাওফিক দান করেন।

২৫ লক্ষাধিক হাজীর লাব্বাইক ধ্বনিতে গতকাল মুখরিত ছিল মিনার ময়দান! আজ সবাই আরাফাতের ময়দানে অবস্থান করেছেন ‘লাব্বাইক আল্লা...
27/06/2023

২৫ লক্ষাধিক হাজীর লাব্বাইক ধ্বনিতে গতকাল মুখরিত ছিল মিনার ময়দান! আজ সবাই আরাফাতের ময়দানে অবস্থান করেছেন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।
আল্লাহ পাক সবাইকে কবুল করুক।

Address

Chandpur
3630

Alerts

Be the first to know and let us send you an email when Md. Shahadat Munshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Shahadat Munshi:

Videos

Share