
01/02/2024
অর্থের চিন্তা ডিপ্রেশনের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত করে দেহকে। লন্ডনে ৫০০০ প্রাপ্তবয়স্কের উপর পরীক্ষা করে এই তথ্য দেয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর গবেষকেরা।
গবেষণায় দেখা যায়, স্নায়ুবিক জটিলতা, হরমোনাল ইমব্যালেন্স, দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পেছনে 'অর্থের চিন্তা' বিষন্নতার চেয়েও বেশি দায়ি। তাছাড়া এই তালিকায় অযত্ন, শারীরিক অক্ষমতা, শোক ও ডিভোর্সও কিছুটা দায়ি হিসেবে রয়েছে।