Sinner

Sinner লা ইলাহা ইল্লাল্লাহ

06/03/2024

কারাগার থেকে মুক্ত হয়ে শায়েখ মুফতি মাহমুদুল হাসান গুনভী নিজের মুখে যা বললেন।

28/01/2024

আমি তো আমার অসহায়ত্বের কথা শুধু আমার রবকে বলি।

তিনিই তো উত্তম শ্রোতা।

মাত্র ১২৮ দিনে কোরআনে হাফেজ৯ বছরের সাইফ।
18/11/2023

মাত্র ১২৮ দিনে কোরআনে হাফেজ

৯ বছরের সাইফ।

ফেসবুকে কেউ হজ্ব পালন বা সলাত আদায় করে না, কিন্তু হজ্ব বা সলাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করে। এজন্য কেউ তাকে ফেবু হাজী, ইউটিউ...
24/10/2023

ফেসবুকে কেউ হজ্ব পালন বা সলাত আদায় করে না, কিন্তু হজ্ব বা সলাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করে। এজন্য কেউ তাকে ফেবু হাজী, ইউটিউব নামাজী বলে কটাক্ষ করা যেমন শরীয়তের বিধানের সাথে চরম বেয়াদবি। তদ্রূপ অনলাইনে ফরজ জি'হাদের জন্য উদ্বুদ্ধ করলে কেউ যদি তাদের কীবোর্ড মু'জাহিদ, কম্বল জি'হাদী, ফেবু মু'জাহিদ ইত্যাদি বলে কটাক্ষ করে সেটাও সমান পর্যায়ের বেয়াদবি।

মু'মিনদেরকে দ্বী'ন কায়েমের লক্ষ্যে কি'তালের জন্য উদ্বুদ্ধ করা ওয়াজিব। এটি নাবীওয়ালা কাজ-

হে নাবী! মু’মিনদেরকে জিহাদের জন্য উদ্ধুদ্ধ কর, তোমাদের মধ্যে যদি বিশজন ধৈর্যশীল মুজাহিদ থাকে তাহলে তারা দু’শ জন কাফিরের উপর জয়যুক্ত হবে, আর তোমাদের মধ্যে এক‘শ জন থাকলে তারা এক হাজার কাফিরের উপর বিজয়ী হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই, কিছুই বোঝেনা।
[সূরা আনফাল, ৬৫]

জি'হাদ হবে ময়দানে কিন্তু জি'হাদের জন্য উদ্বুদ্ধ করা ও প্রস্তুতি নিতে হবে ময়দানের বাহিরে। ফেসবুক কিংবা ইউটিউবে কেউ জি'হাদ করতে আসেনা। বরং উপরোক্ত আয়াতের ওপর আমল করে মুমিনদেরকে জি'হাদের জন্য উদ্বুদ্ধ করে।

মহান আল্লাহ্ এরশাদ করেন-

"তোমাদের উপর স'শস্ত্র জি'হাদ ফরজ করা হয়েছে। যদিও তোমাদের কাছে তা অপছন্দীয়।" [সূরা বাকারাহ, ২১৬]

"আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে স'শস্ত্র জি'হাদ করে, যেন তারা সীসাগলানো প্রাচীর।" [সূরা সফ আয়াত ৪]

"তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে ? অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জি'হাদ করেছে আর কারা ধৈর্যশীল।" [সূরা আল ইমরান, আয়াত ১৪২]

রাসূল ﷺ এরশাদ করেন-

"কর্মের মূল হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে নামায এবং তার সর্বোচ্চ চূড়া হচ্ছে জি'হাদ।" [তিরমিযী, হা ২৬১৬, হাসান সহীহ]

"আমার উম্মাতের একটি দল হকের উপর থেকে কিয়মত পর্যন্ত ক্বি'তাল করতে থাকবে" [সহীহ মুসলিম, হাদিস নং ৪৮০১, ৪৮০২, ৪৮০৩, ৪৮০৪; ইসলামিক ফাউন্ডেশনের ছাপা]

"আমাকে মানুষদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত ক্বি'তাল বা স'শস্ত্র যু'দ্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা বলে আল্লাহ ব্যতীত কোন বিধানদাতা/ইলাহ নেই" [সহীহ বুখারি ২৫, সহীহ মুসলিম ১৩৮]

"আমি তর'বারি সহ প্রেরিত হয়েছি, যাতে শরীকবিহীন ভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্শার ছায়াতলে। অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত।" [মুসনাদে আহমাদ, ৫১১৪]

“নিঃসন্দেহে জান্নাতের দ্বারসমূহ ত'রবারির ছায়াতলে রয়েছে।” [সহীহ মুসলিম, ৫০]

"আবু যার (রদ্বিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি নিবেদন করলাম, "ইয়া রসূলুল্লাহ! সর্বোত্তম আমল কী? তিনি বললেন, "আল্লাহর প্রতি ঈমান রাখা ও তাঁর রাস্তায় জি'হা'দ করা।" [সহীহ বুখারী২৫১৮, সহীহ মুসলিম ২৬০]

"আল্লাহ্‌র পথে যে বান্দার দু’পা ধূলায় মলিন হয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হয় না।" [সহীহ বুখারি হাদিস নং ২৮১১]

"যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অথচ কখনো (স'শস্ত্র) জি'হাদ করলোনা বা জি'হাদের কথা তার মনে কোন দিন উদিতও হলো না, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো।" [সহিহ মুসলিম, হাদিস নং ৪৭৭৮]

তবে হ্যা, জি'হাদের নামে পাবলিক প্লেসে দু'চারটা ফটকাবাজী, দু'চারটা বোমা নিক্ষেপ এগুলো সঠিক কর্মপন্থা নয়। জি'হাদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা, কর্মপদ্ধতি, বিশুদ্ধ তাওহীদের দাওয়াহ, উম্মাহ কেন্দ্রিক জামাআহ, মুখলিস-তাকওয়াবান একজন আমির প্রয়োজন। এখন জামাআহ, ইমাম নেই, জি'হাদের শর্ত পূরণ হয়নি, তাই জি'হাদ জায়েজ নেই, এই ফাতাওয়া দিয়ে এসি রুমে বসে পেট্রোডলার ইনকাম করার সুযোগ নেই।

আল্লাহ তায়ালা ৪র্থ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জি'হাদের শর্ত পূরণ করে দিবেন না! বরং আপনাকেই ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত উম্মাহকে জামাআহবদ্ধ করার চেষ্টা করতে হবে, শারী'ঈ ইমাম কায়েমের চেষ্টা করতে হবে। পাশাপাশি বিশুদ্ধ তাওহীদের দাওয়াহ, জি'হাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে

Collected

28/08/2023

বিশ্লেষণধর্মী সাংবাদিকতা, এমনটাই তো হওয়া চাই

18/08/2023
06/12/2022
01/12/2022

মালিক আমি যদি ভূল হই আমায় হেদায়াত দাও,
আর যদি সঠিক হই আমায় ধৈর্য্য দাও।

" মানসিক শান্তি দাও মালিক"

29/11/2022

আমিরুল মুমিনিন উমর (রা.) বলেন,

যার কথা বেশি হবে, তার ভুলও বেশি হবে। যে বেশি ভুল করবে, তার লজ্জাও কম হবে। আর যার লজ্জা কম হবে, তার দ্বীনদারিতাও কম হবে। আর যার দ্বীনদারিতা কম তার অন্তর তো মৃত!

[আল-মুজামুল আওসাত,তাবারানিঃ ২২৫৯]

27/11/2022
27/11/2022

___রাত ১ টায় যখন খেলা দেখার জন্য ঘুম থেকে ডাকা হয় এক লাফে উঠে দাঁড়ানো ছেলেটাকে ফজরের নামাজের জন্য ১০ জনেও তুলতে পারে না।
হাজারো কুযুক্তি তার ফজরের নামাজ না পড়ার।
গভীর রাতে গভীর ঘুম থেকে উঠে ৯০ মিনিট ধরে উন্মাদনার সাথে যে খেলা দেখতে মজা পায়,তার ১০ মিনিট রবের সামনে দাঁড়িয়ে নামাজটা পড়তে বিরক্তি লাগে।
আহ্ মুসলমান আহ্।খুব স্রোতে গা ভাসাচ্ছি।
অথচ রবের ফরজ বিধান নামাজ,নবীজি (সাঃ) এর শেষ উপদেশ নামাজের কোনো তোয়াক্কা ই তো করছি না।
আমাদের তো এমন হওয়ার কথা ছিল না।
😥

16/11/2022

নেককার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ট নেয়ামত।

এমনি এমনি এ নেয়ামত পাওয়া যায়না, এর জন্য নিজেকে তৈরী করা লাগে।

সংসার জীবন সুখকর করার জন্য নেককার স্ত্রীর কোন বিকল্প নেই।

আল্লাহ সবাইকে নেককার স্ত্রী লাভের সুযোগ করে দিক। আমিন

29/10/2022
আলহামদুলিল্লাহ 🥰
01/09/2022

আলহামদুলিল্লাহ 🥰

28/06/2022
22/06/2022
গুজবে কান দিবেন না।
30/05/2022

গুজবে কান দিবেন না।

19/05/2022

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Sinner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share