Maya moni

Maya moni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maya moni, Digital creator, Chandpur.
(1)

নফস বড্ড ভয়ংকর,আমাকে আমার রবের প্রিয় হতে দেয়না।

কথা : ভোরের আলো হয়ে তুমি এলে আমার ঘরে,
বোবা পাখি গুলো দেখো কতো কথা বলে।
কতো রাত আমার জেগে জেগে আঁধারে,
সাদা দেয়ালে আঁকা বন্দী তুমি পাঁজরে।

09/08/2024

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

09/08/2024

_রাগের মাথায় মায়ের মন ভাঙেছি বহুবার
কই মা তো ছেড়ে যায়নি 🥺🌸

09/08/2024

★তুমি ভালোবাসার এক অন্য জগৎ, 💕
প্রতিটা বেলাই ভালবাসার দিবস.🤗🥀

★চোখে তাকিয়ে কি খোঁজো?...
আগে তুমি মন বুজো 💔🥀

04/08/2024

“আমি মানেই হাজারও সমস্যা":)🙂

16/07/2024

একটু পর ই আবার মাঠে নামবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবার সাথে থাকছে কলেজ ড্রেস পরে সাভারের ৬টি কলেজের প্রায় ১০ হাজার শিক্ষাথী।

⚠️ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ  বন্ধ রাখা হয়েছে।যতটুকু মনে হচ্ছে আজকে রাতে হামলা হবে ছাত্রদের উপর। ইতি...
15/07/2024

⚠️ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ বন্ধ রাখা হয়েছে।
যতটুকু মনে হচ্ছে আজকে রাতে হামলা হবে ছাত্রদের উপর।
ইতিমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রের পরিবারে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দেয়া হয়েছে।
আল্লাহ সহায় হোক সবার প্রতি 🖤🤍
অবশ্যই আল্লাহ কৃতকর্মের ফলাফল দিবেন।

তুমি অভিমান ভাঙ্গাতে ফুল নিয়ে এসো আমি না হয় সময় কাটতে চা" বানিয়ে দিবো ?🌸                      কাঠগোলাপের সাদার মায়া🤍
10/07/2024

তুমি অভিমান ভাঙ্গাতে ফুল নিয়ে এসো আমি না হয় সময় কাটতে চা" বানিয়ে দিবো ?🌸 কাঠগোলাপের সাদার মায়া🤍

10/07/2024

যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে...
তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাস ঘাতকতা!
--হযরত মুহাম্মদ (সা:)

10/07/2024

মোবাইলটা অন করার পর হাজারো নোটিফিকেশন এর ভীড়ে প্রিয় মানুষটার একটা মেসেজ খোঁজা, মুখে একটা আলতো হাসি এনে দেয়, মুহূর্তটা খুব দামি!🖤🫶 🥰

10/07/2024

আইডি তে ইসলামিক পোস্ট দেখে আমাকে খুব বেশি দ্বীনি ভেবে বসবেন না 🙂

আমি নিজের নফসের সাথে জিতে গিয়েও হেরে যাওয়া এক পাপী!!😅

10/07/2024

রাসূলুল্লাহ ﷺ বলেন

আমি জাহান্নামে মহিলাদের অনেক রকমের আযাব এ ভুগতে দেখেছি, তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টা লটকিয়ে রাখা হয়েছে - যার মগজ খুলে খুলে ঝরছে।
তার পাপ ছিলো - সে পর পুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখতোনা।

আল কাবায়ের, পৃঃ ১৭৭

06/07/2024
06/07/2024

"হাসি-ঠাট্টাচ্ছলে মানুষকে ব্যঙ্গ করা হারাম। যে এটা করবে এবং যে এর আদেশ দিবে উভয়ের শাস্তি হবে। কারণ এটা কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত।"

— ইবনে তাইমিয়্যাহ (রহ.)
[আল-মুস্তাদরাক 'আলা মাজমুইল ফাতওয়া, ৫/২০৫]

06/07/2024

হতাশ হবেন না,সবর করুন এতেই কল্যাণ। আল্লাহ বলেন-

"হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।"

সূরা ইনশিকাক-০৬

06/07/2024

শুক্রবারে ভালোবাসার খামে দূরুদ পাঠায় নবিজীর নামে,

الَّلهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ .

উচ্চারণঃ আল্লহুম্মা সল্লি আ’লা মুহা’ম্মাদিও
ওয়া আ’লা আলি মু’হাম্মাদ। 🍁

অর্থঃ হে আল্লাহ! আপনি মুহা’ম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের উপর রহমত বর্ষণ করো!

06/07/2024

সূরা_ফাতিহা তোমরা ধীরে
ধীরে পড়ো,
কারণ, মহান আল্লাহ তায়ালা
নিজেই এর জবাব দেয়❤️
সুবহান আল্লাহ

06/07/2024

মনে করুন আপনি খুব টেনশনে আছেন অথবা কোন প্রকার কষ্ট আপনি দূর করতে চাচ্ছেন‼️
কোন বিপদে পড়লেন, চাচ্ছেন আল্লাহ দ্রুত সমাধান করুক!

একটি পরীক্ষিত আমল হলো- দরুদের আমল। যে যত বেশি পারবেন মন থেকে দরূদ শরীফ বেশি বেশি পড়বেন।

দরূদ শরীফ গুনাহ ক্ষমা হওয়া এবং সকল দুঃখ-কষ্ট ও বিষন্নতা থেকে মুক্তি অর্জনের উপায়।

“উবাই ইবনু কা’ব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার উপর বেশী বেশী দরূদ পাঠ করি। আমি কত সময় দরূদ পড়ব? তিনি বললেন: যত তোমার মন চায়। আমি বললাম, চতুর্থাংশ? তিনি বললেন: যত মন চায়। তবে আরও বাড়ালে তা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, দুই তৃতীয়াংশ? তিনি বললেন: যত মন চায়। তবে আরও বাড়ালে তা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, আমি আপনার জন্য পুরো সময়েই দরূদ পড়ব। তিনি বললেন: তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার পাপ ক্ষমা হবে।
তিরমিযী, হাদিস: ১৯৯৯।(হাদিসটি হাসান)

আর মুনাজাত এর আগে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ একবার হলেও পড়ে নিবেন। এটাকে একদম অভ্যাসে পরিনত করবেন।
দ্রুত আল্লাহর কাছে পৌছে যাবে আপনার সকল আবদার ইনশাআল্লাহ্।

📌 সব সময় পড়ার মত ছোট দরুদ-

'اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّد'
(আল্লহুম্মা সল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আ-লি মুহাম্মাদ)

06/07/2024

তুমি আমার 'অনেক শখের' খুঁজে পাওয়া এক নীল 'প্রজাপতি' হাজার বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি..️❤️

Address

Chandpur

Opening Hours

07:40 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Maya moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Chandpur

Show All