MD: Lokiyet Ullah

MD: Lokiyet Ullah আমার ফেসবুক ফেজে এ দেখার জন্য অভিনন্দন,,

14/06/2024

লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌”
হে আল্লাহ লাখো কন্ঠে যারা আপনার আনুগত্য প্রকাশ করছেন!

তাদের সাথে আমাদেরকেও কবুল করে নিন,,

গ্রামের অধিকাংশ মানুষ দিনের অধিকাংশ সময় তেমন কোনো কাজই করে না। দিনের কিছু সময় টুকটাক কাজ করে বিকেলে চা দোকানের আড্ডাকে ত...
09/06/2024

গ্রামের অধিকাংশ মানুষ দিনের অধিকাংশ সময় তেমন কোনো কাজই করে না।

দিনের কিছু সময় টুকটাক কাজ করে বিকেলে চা দোকানের আড্ডাকে তারা গিবতের কারখানা বানিয়ে ছাড়ে!

পরিবারের কেউ না কেউ শহরে বা বিদেশে থেকে টাকা পাঠায়,আর পরিবারের সবাই মিলে তাতে খরছ করে!

গ্রামের অধিকাংশ ক্ষেত্রে একটি পরিবার আরেকটি পরিবারের বিরুদ্ধে যুগের পর যুগ অকারণেই লেগে থাকে।
একজন লোক আরেকজন লোকের বিরুদ্ধে লেগে থাকাটাই যেন তাদের কাজ,,

আর যদি কোন মেয়ের সংসার ভেঙ্গে যায় কোন কারণে তাহলে বুঝতে পারবেন সমাজের মানুষের মুখে কতো বিষ,,

আমরা নিজের অপকর্ম ডাকার চেষ্টা করি,আর অন্যের অপকর্মে ঢোল ভাজাই,,,

একটি পরিবার যদি একটু ভাল আয় উন্নতি করে তাহলে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী ও দূরবর্তী সবাই তাদের ক্ষতি কামনায় উঠেপড়ে লাগি,,,,

উপজেলা নির্বাচন ইউনিয়ন নির্বাচন পাঁচ বছর পর একবার নির্বাচন হয়, প্রার্থী  টাকা নিয়া ভোটেরের পিছে পিছে ঘুরবে ১৫ থেকে ২০ দি...
05/06/2024

উপজেলা নির্বাচন
ইউনিয়ন নির্বাচন
পাঁচ বছর পর একবার নির্বাচন হয়,

প্রার্থী টাকা নিয়া ভোটেরের পিছে পিছে ঘুরবে ১৫ থেকে ২০ দিন,

আর আপনি সমস্যা পড়ছেন ১ দিন,
টাকা নিয়া সমাধান করারা জন্য তাদের পিছে পিছে ঘুরতে হবে প্রতিদিন,,,,,

03/06/2024

কোরবান আসছে গরুর দালাল চক্রেরের থেকে সাবধান,,

03/06/2024

ভন্ড মাজার পুজারি,

02/06/2024

নিউজ ভুয়া টিভি উগান্ডা,,

01/06/2024
এ আইন পাস করলে পড়া লেখা কি হবে সবার মতামত চাই,,
01/06/2024

এ আইন পাস করলে পড়া লেখা কি হবে সবার মতামত চাই,,

সরকারি নির্বাচন,উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন,নির্বাচন হওয়ার পর তাদের দুর্নীতি ও অপকর্মের জন্য আমরা সাধারণ জনগন সবচেয়...
01/06/2024

সরকারি নির্বাচন,
উপজেলা নির্বাচন,
ইউনিয়ন নির্বাচন,
নির্বাচন হওয়ার পর তাদের দুর্নীতি ও অপকর্মের জন্য আমরা সাধারণ জনগন সবচেয়ে বেশি দায়ী,,,

নির্বাচন আসলে আমরা কিছু লোক আছি হাজিরা হিসাবে প্রার্থীর পিছে পিছে ঘুরি
আর কিছু লোক আছে বন,কলা,চা,পান,সিগারেট, পেপছি,ডিও,ইস্পাট, ইত্যাদি খাওয়ার জন্য ঘুরি,,
হিসাব করে দেখেন একজন ওয়ার্ড প্রার্থীর ১৫ দিনে কত খরছ হয়,

এক জন ভোটারের পিছে প্রতিদিন ৩০ টাকা খরচ ×১৫ দিনে = মোট ৪৫০ টাকা,
১৫ দিনে একজন ভোটারের পিছে ৪৫০ খরছ হলে এক হাজার ভোটারের পিছে কত খরছ হয়, ১০০০ ভোটার × ৪৫০ টাকা খরচ = মোট ৪৫০০০০ খরচ হয়,,,,

নির্বাচনের আগের খরচ উঠানের জন্য তারা দুর্নীতি করে এবং আমরা সাধারণ মানুষ তাদেরকে দুর্নীতি শিখাই,

আর তাদেরকে আমরা খারাপ করি ও দুর্নীতি শিখাই,,

আমরা নিজেরা অপরাধ করি আর নিজেদের অপরাধ ডাকার জন্য রাতের অন্ধকারে প্রার্থীদের পিছের হাতে বা পকেটে টাকা ভরি,

আসুন নির্বাচনের সময় হাজিরা,বন,কলা চা,পান,সিগারেট, পেপছি, ডিও,ইস্পাইট,ইত্যাদি বয়কট করি,

আর নির্বাচনের পরে তাদের সালিশী বানিজ্য দুর্নীতি,অপকর্ম ইত্যাদি বয়কট ও প্রতিবাদ করতে সাহস পাবেন আমি মনে করি,,,,,

পোস্ট মো: লকিয়ত উল্যা,

হজরত আনাস (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ তার পাঠ...
01/06/2024

হজরত আনাস (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ তার পাঠকারীকে সব সময় উপকার করতে থাকে এবং তার উপর হতে আজাব ও বালা-মুসিবত দূর করতে থাকে যতক্ষণ পর্যন্ত এর হকের অবমাননা না করা হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কালিমায়ে তাওহীদের হকের অবমাননা করার অর্থ কি? রাসুলুল্লাহ (সা) বললেন, প্রকাশ্যে আল্লাহর নাফরমানী করা হয় আর তা বন্ধ করার জন্য কোন চেষ্টা করা হয় না। (তারগীব)

অন্যায়ের প্রতিবাদ মুমিন ব্যক্তি কখন কিভাবে করবে তার নির্দেশনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমাদের কেউ কোনো অন্যায় দেখলে সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে, যদি সে তাতে সক্ষম না হয়, তবে সে যেন মুখে প্রতিবাদ করে; আর যদি সে তাতেও সক্ষম না হয়, তবে মনে মনে তা পরিবর্তনের পরিকল্পনা করে। এটাই ঈমানের দুর্বলতম স্তর।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৯)

অন্যায়ের প্রতিবাদ না করার কারণে যখন শাস্তি নাযিল হবে তখন দোয়া করলেও সে শাস্তি থেকে বাঁচার কোন পথ নেই। এ সম্পর্কে হযরত হুযাইফা (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে। তা না হলে অচিরেই আল্লাহর পক্ষ হতে তোমাদের ওপর কঠিন শাস্তি নেমে আসবে। তখন তোমরা (সে শাস্তি থেকে বাঁচার জন্য) দোয়া করবে, কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। (তিরমিজি)

ইমাম গাজালি (রহ.)-এর মতে অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক পরিবর্তনের ক্রমবিন্যাস রয়েছে। তা হলো—১. অন্যায়ের পরিচয় তুলে ধরা এবং সচেতন করা, ২. আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি ও পুরস্কারের বর্ণনা দেওয়া, ৩. ধমক ও হুঁশিয়ারি উচ্চারণ করা, ৪. সশরীরে বাধা দেওয়া, ৫. আঘাত করা, ৬. অন্যায়কারীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযান পরিচালনা করা। (ইহইয়াউ উলুমুদ্দিন : ২/৩২৯-৩৩৩)

30/05/2024

আল্লাহ মুসলিম উম্মাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন,,

29/05/2024

সৌদিআরব এর ছেলেরা কি ভাবে কবুতর শিকার করে দেখেন,,

22/05/2024

কি ভয়াবহ অবস্থা" ইকামা না থাকলে ভালো ট্রিটমেন্ট পর্যন্ত পাওয়া যায় না,যাও পাওয়া তা অনেক ব্যায়বহুল।
আর মারা গেলেতো দেশে লা*শ পাঠানো অনিশ্চিত হয়ে পড়ে।
সারাবিশ্বের প্রবাসীদের দাবি ছিল যেন প্রবাসীদের লা*শ বিনা খরচে।
সৌদির কত হাসপাতালে কত প্রবাসীর নিথর দেহ পড়ে আছে নানান জটিলতায়।
আদো কি মনে হয় প্রবাসীদর লা*শ বিনা খরচে দেশে যাবে?
আমি নিজেও জানি না আমি ম*রলে আমার লাশ নিজভূমিতে দা*ফন হবে কি?
হায়রে প্রবাসী মরার পরও অবহেলিত।

21/05/2024

HUNGER STATION হাংগার ইস্টিশন কি ভাবে কাজ করবেন,
ড্রপ ওপ কি ভাবে দিবেন,,,,

21/05/2024

HUNGER STATION হাংগার ইস্টিশন কি ভাবে কাজ করবেন,
প্রথম ওয়াডার রিচিব করার পর কি ভাবে পিকাব দিবেন,,,

17/05/2024

বাড়িতে চোর ঢুকেছে! গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটা কিছু করো, চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি। হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা।
এ কি দেখছে সে ?
বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?
তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!
এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারল না,
সে গগন বিদারী চেঁচামেচি শুরু করে দিল।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেল। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হল।
এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।
আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে।
অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে যাওয়া বোকামী ছাড়া আর কিছুই না।
গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি, তাদের অবস্থাও ওই গাধার মত। কথা বলে অপরাধী হচ্ছি। আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।
তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে- ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোন উপায় নেই ।
তবে একথা সত্য যে,
"চোরের দশ দিন, গেরস্তের একদিন।"

কথায় বলে
"পাপ বাপকেও ছাড়ে না।"

14/05/2024
14/05/2024

গুরুত্বপূর্ণ কিছু তথ্য,শেয়ার করে দিবেন বহু মানুষ উপকৃত হবে।

🟢 ৩ মাসের ইকামা ও ১৫ মাসের ইকামা প্রসঙ্গে।
বিভিন্ন মানু্ষ বিভিন্ন সময় বলে থাকে,ভাই আমাকে ৩ মাসের ইকামা দিয়ে এনেছে।

আর এই ৩ মাস নিয়েই যত দ্বিধাদ্বন্দ্ব,কেউ বোকা বানাচ্ছে,কেউ বোকা হচ্ছে,আবার কেউ সত্য বলে।

আসল টুইস্ট এখানে-
আপনি যেদিন সৌদি এয়ারপোর্টে প্রবেশ করেছেন,সেইদিন থেকে ৯০ দিন পর্যন্ত আপনার ট্রায়াল পিরিয়ড।
সোজাভাবে বললে নতুন ভিসা নিয়ে আসলে সৌদি ইমিগ্রেশন সম্পুর্ন ফ্রিতে ভিসার মেয়াদ ৯০ দিন দিয়ে থাকে।
এই ৯০ দিন সম্পুর্ন ফ্রি।

ঝামেলা এখানেই-
এই ৯০ দিনের মধ্যে কেউ যদি ইকামা নাম্বার ইস্যু করে আবশির করে নেয়,সেক্ষেত্রে আবশিরে একটা ডিজিটাল ইকামা শো করে এবং যার মেয়াদ হয়ে থাকে ৯০ দিন।

আর এই ৯০ দিন,সেই ৯০ দিন,যেটাকে আপনার ভিসাদাতা ৩ মাসের ইকামা বলে চালিয়ে দিচ্ছে।
অথচ এটা সম্পুর্ন ফ্রি,এখানে শুধু সে ইকামা নাম্বার তুলে ৯০ দিনের ইকামা বলে চালিয়ে দিচ্ছে।
এখানে তার খরচ বলতে শুধু ইকামা নাম্বার ইস্যুর খরচ।

সৌদিতে কোন ব্যাক্তি নতুন ভিসায় আসলে,যেদিন থেকে সেই ব্যাক্তিকে সৌদি ইমিগ্রেশন ৯০ দিনের ট্রায়াল পিরিয়ড দিয়ে থাকে।এটা ভিসার মেয়াদ হিসেবে গন্য হয়।
আর এই ৯০ দিনকেই বর্তমানে কিছু মানুষ ৩ মাসের ইকামা বলে চালিয়ে দিচ্ছে।
এই ফ্রি ৯০ দিন মেয়াদ দিয়ে প্লাস্টিকের ইকামার কার্ড তোলা যায় না কারন এটা ফ্রি।

সহজে কিভাবে বুঝবেন আপনি প্রতারিত হচ্ছেন বা হচ্ছেন না।

মনে করেন আপনি ভিসা নিচ্ছেন,কেউ যদি বলে আপনাকে ১৫ মাসের ইকামা দিবে তবে বুঝবেন সে ১২ মাসের ইকামা বানাবে সাথে সরকারের ফ্রি ৩ মাস সহ ১৫ মাস।

যদি বলে- ৬ মাসের ইকামা দিবে তবে বুঝে নিবেন সে ৩ মাসের ইকামা দিবে বাকি ৩ মাস ফ্রি।

আর কেউ যদি বলে ৩ মাসের ইকামা দিবে তবে বুঝবেন সে ইকামাই দিবে না শুধু নাম্বার তুলে বোকা বানিয়ে দিবে।

ইনশাআল্লাহ আজ রাতে লাইভে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে
,

Address

Modina Bazar, Fariedgong
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD: Lokiyet Ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share