Filza and Mummy

Filza and Mummy ♥Parisa Parvez Filza(পারিসা পারভেজ ফিলজা)♥Princess of Parvez and Jarin🦋
(1)

বাচ্চার খাবার খাওয়ানোর সময় কিছু ম্যানারলেস মহিলা নিজের বাচ্চা/নাতনির সাথে তুলনা করে আফসোস করে বলবে "আহারে আমার বাচ্চাকে ...
18/06/2024

বাচ্চার খাবার খাওয়ানোর সময় কিছু ম্যানারলেস মহিলা নিজের বাচ্চা/নাতনির সাথে তুলনা করে আফসোস করে বলবে "আহারে আমার বাচ্চাকে কতো চেষ্টা করলাম এটা খাওয়ানোর খায় ই না"। মানে এদের মিনিমাম সেন্সটুকু নাই কোথায় কি কথা বলতে হবে! একটা বাচ্চার সাথে তুলনা করে আরেক বাচ্চা নিয়ে আফসোস করতে হয়না সেটা এরা জানেনা। কিন্তু নিজের এতটুকু বাচ্চাকে ঠিকি চা দিয়ে বসিয়ে রাখে😂এদের কাজ হচ্ছে যা মুখে আসবে তাই বলবে ষ্টুপিড এর মতো। অথচ এরা জানেনা এই খাবারের পেছনে একজন মা কত যুদ্ধ করে খাওয়ায়। আর মাশাআল্লাহ তো জীবনেও বলেনা। এজন্য বাচ্চাদের কারো সামনে খাওয়ানোই উচিৎ না। এত এত কষ্ট করে যুদ্ধ করার পর এসব মানুষের বদনজর খুব ই খারাপ!

Happy Father's Day👧💞
16/06/2024

Happy Father's Day👧💞

এটি একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প, যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে।ধরুন, দুপুরে ...
12/06/2024

এটি একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প, যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে।

ধরুন, দুপুরে খাওয়া শেষে একটাই মাছ ভাজা রয়ে গেছে।

রাতে খাওয়ার সময় মাছটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্তান।

কমন যে চিত্রটি আমরা দেখতে পাই:

রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো মাছটা দিয়ে দেয়। আর বাবা মা দুজন ড্যাব ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে মনটা ভরে যাবে।

আহ কি শান্তি!

আসলে যা করা দরকার ছিলো:

রাতে ৩ জনই একসাথে খেতে বসব। তার সামনেইমাছটা সমান ৩ ভাগে ভাগ করব। আর ৩ জনেই ৩ টুকরা খেয়ে নিব।

বিশ্বাস করুন, এই ক্ষেত্রে বাচ্চার আস্ত মাছটা খাওয়ার কোনো ফায়দা নাই। বরং তার ব্রেইনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে।

অথচ, ৩ টুকরামাছ তাকে শেখাবে কীভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়। তার অপজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয়। আর এই মেসেজটি আজীবন তার ব্রেইনে ঢুকে থাকবে।

এটা একেবারে ছোটবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে। বাচ্চারা তাদের মতো করে সবই বুঝে।

ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার মায়ের ভাগটা আছে কিনা! আবার, বাবার ভাগটাও রেখে দিবে।

বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সবকিছুই নিজের করে পেতে চায়, তার-ই ভাই বা বোন সে পেলো কিনা সেদিকে খেয়ালই রাখে না।যে যা-ই আনুক না কেন, সবই তার চাই!

এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় কীভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায়। এটি তাদের পরবর্তীতে জীবনে সঠিক মানসিকতা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করবে।

#সংগৃহিত

১ দিন বয়স😘MashaAllah💗
12/06/2024

১ দিন বয়স😘
MashaAllah💗

সকাল সকাল নানুমণির কাছে চলে গিয়েছি কারণ মা এর এক্সাম ছিলো😀😽🖤MashaAllah🤍
07/06/2024

সকাল সকাল নানুমণির কাছে চলে গিয়েছি কারণ মা এর এক্সাম ছিলো😀😽🖤
MashaAllah🤍

MashaAllah🥀
04/06/2024

MashaAllah🥀

শুরু🙂
01/06/2024

শুরু🙂

যে আমার বাচ্চাকে ভালোবাসে না সে যতই ফেরেশতা হোক না কেন, তার প্রতি আমার কোন ভালোবাসা বা দায়িত্ববোধ কিছুই নেই।আমার সন্তান...
31/05/2024

যে আমার বাচ্চাকে ভালোবাসে না সে যতই ফেরেশতা হোক না কেন, তার প্রতি আমার কোন ভালোবাসা বা দায়িত্ববোধ কিছুই নেই।
আমার সন্তান যার চোখের মনি, সে আমার চোখের মনি🙂

10 months Alhamdulillah🍊
28/05/2024

10 months Alhamdulillah🍊

দোল দোল দুলুনি👼Dolna- সামিন হস্তশিল্প.Clips from her boro mama💗Dress-Kidz & Konna - কিডস এন্ড কন্যা: China Pre Order
26/05/2024

দোল দোল দুলুনি👼
Dolna- সামিন হস্তশিল্প.
Clips from her boro mama💗
Dress-Kidz & Konna - কিডস এন্ড কন্যা: China Pre Order

যতক্ষণ কোলে নিয়ে হাঁটবে ততক্ষণ ঠিক। না নিলেই কান্না😂 সারাক্ষণ এভাবে নানিকে জ্বালানোর পর লে নানি:
15/05/2024

যতক্ষণ কোলে নিয়ে হাঁটবে ততক্ষণ ঠিক। না নিলেই কান্না😂 সারাক্ষণ এভাবে নানিকে জ্বালানোর পর লে নানি:

নানু দিবসটা বেশি জরুরী ছিলো। ♥️নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে...
06/05/2024

নানু দিবসটা বেশি জরুরী ছিলো। ♥️

নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।

আমার আম্মুর কাছে আমার ১০৫ জ্বর সমান সমান তার যে কোনো নাতির মৃদু কাশি!!

এবং পৃথিবীর সকল নানু মনে করে তার কন্যা একটা বিশ্ব অলস। নাতিগুলার কোনো যত্ন তার কন্যা করতে পারছে না। আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে এই বিষয়ক গালি হাসি মুখে খাই।

কর্মজীবী ৯০% মা এখনো কর্মজীবী কারন বাড়িতে সন্তানের নানু আছে।

© তামান্না সেতু।
Tamanna Khatun

আমি এখন আমার ফাইনাল পরীক্ষা টা নিশ্চিন্তে দিতে পারছি শুধুমাত্র পারিসার নানুর কারণে😌❤️‍🩹

Hi👧
04/05/2024

Hi👧

কি অবস্থা তোমাদের, গরম কি লাগে?😁😫
29/04/2024

কি অবস্থা তোমাদের, গরম কি লাগে?😁😫

Red Rose for my Rose🥀👗- Pretty Town
26/04/2024

Red Rose for my Rose🥀
👗- Pretty Town

9 months and First tooth🦷💖MashaAllah🤍
20/04/2024

9 months and First tooth🦷💖
MashaAllah🤍

Thank you Kidz & Konna - কিডস এন্ড কন্যা: China Pre Order ☺️💕
18/04/2024

Thank you Kidz & Konna - কিডস এন্ড কন্যা: China Pre Order ☺️💕

16/04/2024
💕💕👚-  Kidz & Konna - কিডস এন্ড কন্যা: China Pre Order 💗
15/04/2024

💕💕
👚- Kidz & Konna - কিডস এন্ড কন্যা: China Pre Order 💗

🤣
13/04/2024

🤣

বাবার থেকে প্রথম ঈদ সালামি☺️💙
13/04/2024

বাবার থেকে প্রথম ঈদ সালামি☺️💙

My red doll❤️‍🔥
12/04/2024

My red doll❤️‍🔥

পারিসার বাবার দাদাবাড়ী তে🏡
12/04/2024

পারিসার বাবার দাদাবাড়ী তে🏡

ঈদ মোবারক🌙❤️একটাও সুন্দর ছবি তুলতে দিলোনা😣😭
11/04/2024

ঈদ মোবারক🌙❤️
একটাও সুন্দর ছবি তুলতে দিলোনা😣😭

ঈদ মোবারক তোমাদেরকে🌙😍মামারা ঈদ মোবারক দিতে এসে দেখে আমি ঘুমোচ্ছি😒
11/04/2024

ঈদ মোবারক তোমাদেরকে🌙😍
মামারা ঈদ মোবারক দিতে এসে দেখে আমি ঘুমোচ্ছি😒

8 Months🌙🧕MashaAllah🤍
31/03/2024

8 Months🌙🧕
MashaAllah🤍

28/03/2024

Parisa's Daily vlog.
পারিসার সারাদিনের কিছু মুহূর্ত শেয়ার করলাম সবার সাথে😊

এখন আমি ইফতার করবো🥗
21/03/2024

এখন আমি ইফতার করবো🥗

আমি যে অসুস্থ তোমরা কি জানো😪
19/03/2024

আমি যে অসুস্থ তোমরা কি জানো😪

তোমাদের জন্য আমার আজকের রেসিপি🫣🍱
03/03/2024

তোমাদের জন্য আমার আজকের রেসিপি🫣🍱

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Filza and Mummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like