বিচিত্র জীবনের রঙ

বিচিত্র  জীবনের রঙ Life Is Meaningless Without Experience, This page will show you various kind of natural view and natural sight.

যখন নিজের টাকায় ফুচকা খান তো প্লেটের জল পর্যন্ত ছাড়েন না।আইসক্রিম কিনলে ঢাকনা পর্যন্ত চেটে যান।তো অন্যের বাড়ির অনুষ্ঠ...
20/12/2024

যখন নিজের টাকায় ফুচকা খান তো প্লেটের জল পর্যন্ত ছাড়েন না।

আইসক্রিম কিনলে ঢাকনা পর্যন্ত চেটে যান।

তো অন্যের বাড়ির অনুষ্ঠানে খাবার নষ্ট করতে লজ্জা করে না?

তারাও তো কষ্ট করে জমানো টাকা দিয়ে আপনাদের ভালোবেসে, আপনাদের জন্যে এত কিছু আয়োজন করে।

তাহলে কেনো?

Remember, Money Belongs To You Bt Resources Belongs To All || Save Food Save Earth

- Debojyoti Sujan Deb Roy

"তোমরা কেইস করো যাই করো, সোশ্যাল মিডিয়া তে কিছু কইরো না। আমার ছেলেটার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে।""আমার ছেলে drunk হলে ও...
20/12/2024

"তোমরা কেইস করো যাই করো, সোশ্যাল মিডিয়া তে কিছু কইরো না। আমার ছেলেটার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে।"

"আমার ছেলে drunk হলে ওরা কি! ওরা অত রাতে কি করতেছিল।"

"আমার ছেলে আনইন্টেনশনালি ওদের হিট করসে।"

কম্পেনসেশন দিয়ে সেটল করে দিক, মামলার দিকে যাতে না যায়।

- খুনি সাদমানের মা

উনি ধরেই নিচ্ছেন মামলা হলে সামলায় নেওয়া যাবে, ওনার কনসার্ন সোশ্যাল মিডিয়া। কীরকম জানোয়ার হইলে, ছেলে হারানো বাবার সামনে একজন বলতে পারে - "আমার ছেলে drunk হলে ওরা কি! ওরা অত রাতে কি করতেছিল"। আপনার ছেলের ক্যারিয়ারের হয়তো কিছুই হবে না। সামলায় ফেলবেন ক্ষমতা দিয়ে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সত্য লেখা থাকুক।

আসামী:
মো: মুবিন আল মামুন সাদমান (২০)
পিতা: আবদুল্লাহ আল মামুন
মাতা: শেহনাজ হেনা
ঠিকানা: মিরপুর ডিওএইচএস, পল্লবী, ঢাকা।

মো: মিরাজুল করিম (২২)
পিতা: রিজওয়ানুল করিম
মাতা: মরিয়ম করিম
ঠিকানা: মধ্য পীরেরবাগ, মিরপুর মডেল থানা, ঢাকা।

মো: আসিফ চৌধুরী (১৯)
পিতা: বাহাউদ্দিন চৌধুরী বাকের
মাতা: আছমা বেগম
ঠিকানা: সেক্টর-১৩, উত্তরা পশ্চিম থানা, ঢাকা

ছবির  মধ্যে যে প্রাণী টা দেখছেন এই প্রাণী টার নাম হলো ( Prionailurus viverrinus) আমরা এই প্রাণী কে  মেছোবাঘ নামে জানি। এ...
20/12/2024

ছবির মধ্যে যে প্রাণী টা দেখছেন এই প্রাণী টার নাম হলো ( Prionailurus viverrinus) আমরা এই প্রাণী কে মেছোবাঘ নামে জানি। একটা মজার কথা শুনবেন এই প্রাণীর যদি ও বাঘ। কিন্তু এমন বাঘ যার কোনো ক্ষমতা নেই একটা ছাগলের বাচ্চা ও শিকার করবার। সে দেখতে অনেক কিউট, কিন্তু অসহায় এই কিউটনেস চেহারা হওয়ার কোনো ফায়দা নেই। কারণ মানুষের চোঁখে পরার সাথে সাথে পুরো গ্রাম মিলে পিটিয়ে হত্যা করে। তার দোষ টা হলো তার নামের পিছনে বাঘ লাগানো। আমি চোখ বন্ধ করে বলতে পারবো বাংলাদেশের মধ্যে এমন কোনো গ্রাম নেই যে এই প্রাণী দেখা না, এটা ও বলতে পারবো আর দেখা মাত্র মানুষের হামলায় তার জীবন শেষ। সে কখনো মানুষের কোনো ক্ষতি করে নাই, হ্যা একটা দোষ আছে সেটা হলো স্রষ্টা এই প্রাণী টাকে মাংসাশী বানিয়ে ইউনিভার্সের মধ্যে পাঠিয়েছেন, এক দুইটা মুরগী বা হাস খেয়ে নেয়,,, কী করবে খিদে তো মিটাতে হবে,,,, আমি এটা লিখার মানে কী জানেন ভাই, আমি দেখেছি মানুষ বিদেশি কুকুর বিড়ালের পিছনে প্রতি মাসে ২,৩ হাজার টাকা খরচ করে ফেলে প্রবলেম নাই, কিন্তু শিয়াল বা মেছোবাঘ একটা হাস বা মুরগী খেয়ে নিলেই তারা পিঞ্জিরা বানিয়ে পিঞ্জিরার মধ্যে মাংস লাগিয়ে ফাদ পাতে, যখন বেচারা বাচ্চাদের জন্য খাবারের জন্য বের হয়৷ তখন সামনে পরে অনেক গুলো মাংস তার জন্য কেউ দান করেছে, কিন্তু যখন এটা আনতে যায় যখন সে বন্দী হয়ে যায়, সকাল বেলা মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে,,, আমি জানি এখন অনেকে কমেন্ট করবে, ভাই এই প্রাণী গরু ছাগল মানুষ সব খেয়ে নেয়।

- Mehedi Hassan Rayhan

20/12/2024

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, "ওবায়দুল কাদের তিনমাস লুকিয়ে ছিলো এটা আমরা জানতাম না। জানলেই তাকে ধরে ফেলতাম"।

জানলে যে তাকে ধরে ফেলতেন এইটা জেনে আমার আবার পুরনো দিনের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কথা মনে পড়লো।

তিনি একবার বলেছিলেন, ঈদে বাড়ি যাওয়ার সময় যেন ঢাকার সব মানুষ বাসা বাড়িতে ঠিকমতো তালা দিয়ে যায়। না হলে কিন্তু চোর এসে সব নিয়ে যাবে।

কি কঠিন নসিহত বুঝতে পারছেন? প্রেম শেষ করে যে যার মতো চলে যাওয়ার সময় প্রেমিকার নসিহা- এই শুনো, রাতে কিন্তু মশারী ঠাঙিয়ে ঘুমাবা। না হলে কী হবে জানো? প্রেমিক- কী?

মশাই কামড়াবে!

তার আগের জন মহিউদ্দিন খান আলমগীর তো আরো এক কাঠি সরেস! বিএনপি জামাতের লোকজন ধাক্কা মেরে রানা প্লাজা ফেলাই দিছে।

আমার মাঝেমধ্যে মনে হয় আমরা মে বি এই গ্রহের সবচেয়ে বিনুদিত জাতি। the most entertained nation.

রাষ্ট্রের আইন শৃংখলা যার উপর ন্যস্ত যার কথাবার্তায় একটা মোহনীয় ব্যক্তিত্ব ও কঠোরতা থাকার কথা সেই স্বরাষ্ট্রমন্ত্রীও আমরা পাই এক একটা মিস্টার বিন।

"My son gets drunk, so what about them? What were they doing so late at night?"The meaning of these words is:"My son is ...
20/12/2024

"My son gets drunk, so what about them? What were they doing so late at night?"

The meaning of these words is:
"My son is a murderer, but why were they killed? My baby drinks red water, blue water, and drives the car I gave him while wobbling around. Why would they come in front of his car at that time? They should be the ones apologizing to my baby."

The son is a devil, but it’s surprising to see the parents are such extreme devils themselves.

These are the type of parents who should be jailed first.

মাথায় ব্যান্ডেজ পরা এই ছেলে একজন সেনা কর্মকর্তার ছেলে। সে গতরাতে গাড়ি চা*পা দিয়ে দুইজনকে আ*হত করসে এবং একজনকে মে*রে ফেলস...
20/12/2024

মাথায় ব্যান্ডেজ পরা এই ছেলে একজন সেনা কর্মকর্তার ছেলে। সে গতরাতে গাড়ি চা*পা দিয়ে দুইজনকে আ*হত করসে এবং একজনকে মে*রে ফেলসে। আ*হত এবং নিহ*তরা বুয়েটের ছাত্র৷ এই ক্রিমিনালের নামে মামলা দিতে যাওয়ায় ওর মা হুমকির স্বরে বলসে - মামলা দাও কিন্তু সোশাল মিডিয়াতে যাতে ছবি পোস্ট না করা হয়।
যাইহোক একজন ক্রিমিনালের ছবি পোস্ট করলাম। তার মায়ের ছবি পাইনাই৷ পাইলে সেটাও পোস্ট করব৷ প্রতি বছর মেমোরি আসবে, শেয়ার ও করব৷

-oc

20/12/2024

কেউ যেন কারো উপহাস না করে।

হতে পারে যাদেরকে উপহাস ও তাচ্ছিল্য করা হচ্ছে তারা (আল্লাহর নিকট) তোমাদের থেকে উত্তম।”

এরপর আল্লাহ তা’আলা বলেন, “অনুরূপ কোনো মহিলা অপর মহিলাকে তাচ্ছিল্য করবে না। “হতে পারে তাচ্ছিল্যকৃত মহিলা তোমাদের চেয়ে আল্লাহর নিকট উত্তম।”

রাসুল (সা.) ইরশাদ বলেন, ‘তোমরা কারো প্রতি (খারাপ) ধারণা থেকে বিরত থাকো। কেননা কারো প্রতি (খারাপ) ধারণা করা, সবচেয়ে বড় মিথ্যা। তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, গোয়েন্দাগিরী করো না, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষন করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ো না। বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থেকো। ’ (বুখারি, হাদিস নং : ৬০৬৪)

তাই আমরা চাকরি ব্যবসা লেখাপড়া যাই করিনা চেষ্টা করুন উপহাস করা হতে বিরত থাকতে । সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করে, একটি সুন্দর স্বচ্ছতার,ঋণ মুক্ত, রোগ মুক্ত, পারিবারিক অশান্তি থেকে হেফাজত করুন আমিন।

-সংগৃহীত

20/12/2024

১ বার দরুদ পড়লে,
- আল্লাহ তায়ালা ১০ টা রহমত দেন
- ১০ টা গুনাহ মাফ করেন
- ১০ টা মর্যাদা বাড়িয়ে দেন
- আল্লাহর ফেরেশতারা দুয়া করেন
- আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দরুদ পৌঁছে দেওয়া হয়। পৌঁছানোর সময় আমার নাম, আমার বাবার নাম বলা হয়।
- এরপর নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুয়া করেন। সালাম দিলে সালামের জবাব দিয়ে দেন।

- যে বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহ তায়ালা তার দুনিয়ার টেনশন, মনের কষ্ট দূর করে দিবেন।

- তার দুয়া কবুল করবেন
- আখিরাতে সে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত পাওয়ার বেশি যোগ্যতা অর্জন করবেন।

আর কিছু বাকি আছে দুনিয়া আখিরাতে?

~ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এর দরুদ সংক্রান্ত আলোচনা থেকে সংগৃহীত।

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد(ﷺ)

সাবেক পুলিশের আইজি প্রয়াত এবি সিদ্দিকের পুত্র লুৎফে সিদ্দিকী।লুৎফে সিদ্দিকীর মাতা রেহানা সিদ্দিকীর আপন বড় বোন হাসিনা মমত...
20/12/2024

সাবেক পুলিশের আইজি প্রয়াত এবি সিদ্দিকের পুত্র লুৎফে সিদ্দিকী।লুৎফে সিদ্দিকীর মাতা রেহানা সিদ্দিকীর আপন বড় বোন হাসিনা মমতাজ। আর এই মমতাজের পুত্র শিবলী রুবাইয়াতুল ইসলাম আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং শেয়ার কেলেংকারীর মাধ্যমে সবচেয়ে বড় অর্থ পাচারকারী ছিলেন। যাকে নিয়ে অনেক হৈচৈও হয়েছিল।
এখন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেয়া হয়েছে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার।

বিএনপির মহাসচিব ভদ্র দেখে ভদ্র ভাষায় বলে নির্বাচনের রূপরেখা দ্যান। আমি উনার জায়গায় থাকলে বলতাম সাউওর সংস্কার করবেন আপনেরা, নির্বাচন দিয়া ফুটেন।

-সংগৃহীত

20/12/2024

বাস্তবতার সাথে মানিয়ে চলতে গেলে প্রথম যে গুণটা থাকতে হবে সেটা হলো, 'ধৈর্য্য/সবর' 🌸

20/12/2024

ঐ তিন ডা কাত কী পরিমাণ জমিদার! ব্যাংকের ভেতর থেকে ব ন্দুকের নল দেখিয়ে পুলিশকে জানায়, তাদের দুই লিটার কোক আর এক প্যাকেট বেনসন লাগবে। পুলিশ এটা কিনে দেওয়ার পর তারা নতুন আবদার করে বলে, সেনাবাহিনীকে এখান থেকে চলে যেতে বলেন।

সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ব্যাংকে অনেক টাকা থাকা সত্বেও ঐ তিন ডাকাত মাত্র ১৮ লাখ টাকা নিয়েছে। ১৫ লাখ কিডনী রো গীর জন‍্য। বাকী ৩ লাখ নিজেদের আইফোনের জন‍্য!

রায়হান রাফি চাইলে এই গল্পে সুন্দর একটা সিনেমা বানাতে পারে।
সিনেমার নাম- ‘রুপালীর ভেতর তিন যুবক’ 🥴

©

© Friday Post
19/12/2024

© Friday Post

ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণকারী আওয়ামী লীগের দোসর কাউন্সিলরদের কাছ থেকে আগামী নির্বাচনে সহযোগিতা চেয়েছে নাগর...
19/12/2024

ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণকারী আওয়ামী লীগের দোসর কাউন্সিলরদের কাছ থেকে আগামী নির্বাচনে সহযোগিতা চেয়েছে নাগরিক কমিটি। বিনিময়ে তাদের কাউন্সিলদের পুনর্বহাল করার সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছে নাগরিক কমিটি তথা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম & বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এটা তো ২০০০ + শহীদের রক্তের সাথে পুরোপুরি বেইমানি। অবশেষে জুলাই বিপ্লব বেহাত হলো। সারাদেশে আওয়ামী লীগের খু নিরা গুপ্ত হ ত্যা চালাচ্ছে আর আপনারা আওয়ামী লীগের খু নিদের পুনর্বাসন করেছেন। আপনারা সুস্পষ্ট দেশের সাথে বেইমানি করছেন।

সব পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বারদের পুনর্বহাল করার সিদ্ধান্ত আত্মঘাতী। আপনারা খু নি হাসিনাকেও যে পুনর্বাসন করবেন না তার গ্যারান্টি কি! অবিলম্বে আপনারা ক্ষমা চান না হলে ইতিহাস ক্ষমা করবে না।

খুনিদের কেন পুনর্বাসন করা হচ্ছে? জবাব চাই। আপনারা যে স্বপ্ন জনতাকে দেখিয়েছেন তা কি অন্যায় ছিল। আজ রাষ্ট্রযন্ত্রের কাছে আবারও নিজেকে অসহায় লাগছে।

আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এটাই কি সেই সংস্কার যেখানে জুলাই বিপ্লবের খুনিদের পুনর্বাসন হচ্ছে? বাংলাদেশ কি লা শের রাজনীতি পছন্দ করে? যদি তাই-ই হয় তাহলে আমরা ব্যর্থই হলাম। ৪ মাসে আপনারা সেরকম কিছুই করেননি। জুলাইয়ের খুনিরা এখনও কেন হাসিমুখে ভিআইপি মর্যাদা পেয়ে পুলিশি নিরাপত্তা পাচ্ছে।

অবিলম্বে এই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণকারী আওয়ামী লীগের দোসর কাউন্সিলরদের সাথে বৈঠকের জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা ভাবতে বাধ্য হবো যে আপনারা অর্থ-ক্ষমতার লোভে জাতির সাথে বেইমানি করেছেন। অবিলম্বে সকল আওয়ামী দোসরদের দমন করুন।

আপনারা শত্রুর অর্থের কাছে বিক্রি হয়ে গেলেন না তো? তাহলে আপনারা দেশকে পিছিয়ে দিলেন। বাংলার মাটিতে আর আল্লাহর কাছে কখনো মাফ পাবেন না। ফ্যাসিবাদের কারিগররা কীভাবে নিরাপদে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যায় তারও জবাব চাই।

অনেক সহ্য করেছি আমরা স্বাধীনতার পর দীর্ঘ ৫৩ বছর। আর নয়। এবার দেশের মুক্তি চাই। তা না হলে আবারও আমরা ছাত্র-জনতা রাস্তায় নামতে বাধ্য হবো।

ইনকিলাব জিন্দাবাদ।

-সংগৃহীত

রাসূলুল্লাহ ﷺ বলেছিলেনঃ“রাত ও দিন শেষ হবে না, যতক্ষন পর্যন্ত না লাত ও উযযা দেবতার পূজা আবার শুরু হবে।”সহিহ মুসলিম || ৭০৩...
19/12/2024

রাসূলুল্লাহ ﷺ বলেছিলেনঃ

“রাত ও দিন শেষ হবে না, যতক্ষন পর্যন্ত না লাত ও উযযা দেবতার পূজা আবার শুরু হবে।”

সহিহ মুসলিম || ৭০৩৫

নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আরব উপদ্বীপে লাত আর উজ্জার পূজা আবারও শুরু হইসে। সেই লাত আর উজ্জা, যাদেরকে প্রাচীন আরবের পৌত্তলিকরা ‘আল্লাহর কন্যা’ হিসেবে পূজা করত। এখন তারা লাত আর উজ্জাকে দেখতেসে সৌদি ঐতিহ্যের আর জাতীয়তাবাদী পুনর্জাগরণের অংশ হিসেবে। পাশাপাশি নারীর ক্ষমতায়নের আর ফেমিনিজমের প্রতীক হিসেবেও লাত, উজ্জা, আর মানাতের ত্রিমূর্তিকে নতুনভাবে চিনানো হইতেসে।

ইউফ্রেটিসের পানি শুকাইতেসে, ধূ ধূ মরুর বুকে তুষার আর সবুজের আনাগোনা পুরোনো খবর। বেদুইন রাখালদের উঁচু উঁচু ইমারত আকাশ ছেয়ে ফেলছে। নিখুঁত লাল বাছুরও রেডি। ভন্ড মাসীহর আসার বোধহয় আর খুব একটা দেরি নাই।

আল্লাহু আ'লাম।

- সংগৃহীত

19/12/2024

বাঙালির ইসলাম হলো বাপ দাদাদের থেকে পাওয়া ইসলাম।জন্মসূত্রে মুসলিম,এছাড়া আমাদের তেমন গৌরবান্বিত পরিচয় নাই।

বাপ,দাদা,হুজুর,পিরসাব,বুজুর্গ বলিয়াছেন ইসলামে বিশ্বাসী।ফিলি*** স্তিনে তাকান ইসলাম খুঁজে পাবেন, সিরি # #য়ায় তাকান ইসলাম খুঁজে পাবেন, বসনিয়ায় তাকান ইসলাম খুঁজে পাবেন। বাঙালি ইসলামে পাবেন ওমুক তমুক বলিয়াছেন।

বাঙালি মুসলমানের ইসলামিক নলেজ শূন্যের চেয়েও কম।এরা হুজুগে লাফায়,এরা আফ*গানের আবিষ্কারের নিয়ে লাফায় কিন্তু নিজেরা আবিষ্কার করতে পারে না,এরা পামির কোলা নিয়ে আত্মশক্তিতে শক্তিমান কিন্তু নিজেরা যে বেভারেজ বানায় সবকিছুতে ভেজাল।বাঙালি মুসলমানগণ তাদের পূর্ববর্তী শাসনের ইতিহাস জানে না এমনকি ইতিহাস নিয়ে গবেষণাও করে না(খুবই কম)।বাংলা সালতানাত নিয়ে এরা গবেষণা করে না,আবু তাওয়ামা কে বাঙালি মুসলমানগন জানে না।হযরত শাহজালালের কবুতর সম্পর্কে জানে, কিন্তু গণেশরে কিভাবে তাড়ালো তা জানে না।

বাংলা সালতানাতের আমলে পুরো বিশ্বের দ্বিতীয় অর্থনীতি ছিলো বাংলার,শৌর্য়বীর্যে আমরা ছিলাম পৃথিবীর অন্যতম শক্তিশালী।কিন্তু সেই শাসনামলকে বঙ্কিমবাহিনী মধ্যযুগের বর্বর হিসেবে দেখালো আমরা তা নিয়ে ভালো গবেষণা দাড় করাতে পারলাম না( আবদুল করীম,আবদুল হাই সিকদার ব্যতীত)।

হে আল্লাহ বাঙালি মুসলমানের মনে সঠিক ইসলামের বুঝ দাও।

-সংগৃহীত

বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ মেয়েরা বেকার বয়ফ্রেন্ড কে বিয়ের আগে সতীত্ব দেয়!!  ব্রেকআপ হয়, তারপর  বিয়ের সময় বিসিএস ক্যাডা...
19/12/2024

বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ মেয়েরা বেকার বয়ফ্রেন্ড কে বিয়ের আগে সতীত্ব দেয়!! ব্রেকআপ হয়, তারপর বিয়ের সময় বিসিএস ক্যাডার, জাপান, ইউরোপ সিটিজেন জামাই খুঁজে!!দিনশেষে ৩০+৩৫/৪০ হয় কেউ অবিবাহিত থাকে কারো বা বিয়ে হলেও ডিভোর্স হয়।।৷

নোট-- যে সব ছেলে /মেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন নি তাদের বলবো বিয়ের ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা আকাশে বেড়ে ওঠে ছেলে /মেয়ে বিয়ে করতে হলে একটু ভেবে নিবেন। নতুবা এডজাস্ট করতে পারবেন না। কারন এদের শুধু বয়ফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড, জাস্ট বড় ভাই, বন্ধু, খেয়ে দেয় ভবিষ্যতে সংসার জীবনে মানিয়ে নিতে সমস্যা হবে। কথাটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য।

-সংগৃহীত

ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম একজন অর্গানাইজার শাবাব হোসাইন মেহের কে হত্যার হুমকি প্রদান!!! ঘটনার ...
19/12/2024

ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম একজন অর্গানাইজার শাবাব হোসাইন মেহের কে হত্যার হুমকি প্রদান!!!
ঘটনার বর্ণনা:
"প্রায় এক ঘণ্টা আগে, নিষিদ্ধ ছাত্রলীগ এর একজন নেতা আমাকে Watsapp এ ফোন করে আমাকে খু*/ন করার হুমকি দিয়েছে।
কল দিয়ে সন্ত্রাসী লীগের এই শালা বল্লো, "ব্র্যাকের ছাত্ররা আন্দোলন করেছিস, তাই না? তুই তো ব্র্যাকের সমন্বয়ক ছিলি আজকাল তোরা খুব সাহস দেখাইতেসিস? ভারত বিরোধী কথা বলিস? চিন্তা করিস না, বেশিদিন বলতে পারবি না।", "হাসিনা কি মারা গেছে? না, মারা যায়নি। তোদের সবাইকে দেখে নেব আমরা।", " বাকি দের অবস্থা দেখস নাই, ওদের মতো আর জীবনেও ভার্সিটি যাইতে পারবি না", " তোর বাসার সবাই কেমন আছে? চিন্তা করিস না তোকে ছাড়া বাসার কেও ভালো থাকতে পারবে না।"
এরপর আমার বাসার প্রায় ২০০ গজের মধ্যে একটা লোকেশন দিয়ে বলে তোর বাসা এখানে না, প্যারা নিস না আমরা দেখতেসি তোকে তুই অপেক্ষা কর

আজকেই শিহান ও সীমান্ত হত্যা এবং ভারতীয় মিথ্যা প্রোপাগান্ডা ও আগ্রাসন বিরোধী প্রতিবাদ সমাবেশ করলাম আর আজকেই আমার ডেথ থ্রেট আসতেসে, বুঝতে বাকি রয় না যে এসব ভারত ও ছাত্রলীগের পরিকল্পত ঠাণ্ডা মাথার হত্যাযজ্ঞ।

Even though I have reached the DMP regarding the issue; I still urge the Private Univeristy Community to stay alert in these times, as it can happen to anyone.

Here I am attaching the details of the prio neta;""

PUSAB থেকে তাদের এই দু:সাহসের ব্যাপারে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, এর দাঁতভাঙা জবাব দেয়া হবে!

আর প্রশাসন কে বলতে চাই, ওই পোশাক পরে দেশের টাকা নষ্ট না করে ছেড়ে দিন, অনেক বেকার বসে আছে দায়িত্ব নেয়ার জন্য।

-PUSAB

17/12/2024

প্রতিবার পিরিয়ড টাইমে আমার কেন জানি প্রতিটা প্যাডের প্যাকেট খুলতে গিয়ে বারবার মনে হয় কেন এত দামী জিনিসগুলো।

যেখানে প্রতিদিন ক্যাম্পেইন করা হচ্ছে বলা হচ্ছে যে অস্বাস্থ্যকর কাপড় নয় বরং প্যাড ব্যবহার হোক।

মেয়েদের আজকাল কত মেয়েলী সমস্যা।
বয়স একটু বেড়ে গেলেই শোনা যায় জরায়ু ক্যান্সার অথবা জরায়ু কেটে ফেলতো হবে তাহলে কেন এত ছেলে খেলা জীবনটা নিয়ে।

ক্যাম্পেইন শেষে একটা প্যাডের প্যাকেট ধরিয়ে দিলেই কি দায়িত্ব শেষ?
কে নিবে এই দায় ভার?

যেখানে চিকিৎসকের মতে ৬ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করতে বলা হয়েছে সেখানে একটা প্যাডের প্যাকেটে মেয়েটার ক'দিন যায়।
মাসের কয়েকটা দিন মেয়েটার মনে আর শরীরে কি চলে জানেন আপনারা?
কি সহ্য করে যায় মেয়েটা প্রতিটা মাসে।

৬ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করলে একদিনে ৪টা।
এখন সব মেয়ের তো আর ৩ দিন অথবা ৫ দিনে যায় না কারো কারো তো ৭দিন ও লাগে।
তাহলে ৭দিনে মেয়ে টার প্যাড লাগবে ২৮টা।
এখন দামে আসা যাক একটা ভালোমানের ২৮টা প্যাডের দাম অন্তত ১০টাকা করে হলেও ২৮০ অথবা কোনোটা ৩০০ টাকা।

তাহলে এই যে যার মাসে ৩০০ টাকার প্যাড কিনতে হচ্ছে সে মেয়েটা ফ্যামিলির অবস্থা টা কেমন সেটা তো দেখতে হবে।

আমরা সব মেয়েরা চাইলেই মাসে এতটাকা নিজেদের জন্য বরাদ্দ রাখতে পারি না।
আর সব মেয়ে তো স্বাবলম্বী না।
আর সবাই উচ্চবিত্ত পরিবারেরও নয়।
তাহলে একটা পরিবারে ২-৩টা মেয়ে থাকলে তাদের প্যাডের খরচ একটু ভেবে দেখুন।
কোথায় গিয়ে দাঁড়ায়।

প্রশ্ন আমার সকলের কাছে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্তরা যেখানে প্রতি কেজি চাল ডাল তেলের দাম আকাশচুম্বী সেখানে একটা বাবার একার রোজগারে আমরা কি করে প্যাডের মতো আবশ্যকীয় জিনিসটা প্রতিমাসে ব্যবহার করবো।
চাইলেই হাজার টাকা প্যাডের খরচ সব বাবা বহন করতে পারে না কারণ সংসারে হাজার টাকায় ৫-৭থেকে ৭দিন চলার প্ল্যানিং চলে।

তাই দামের কথা চিন্তা করেও আমরা অনেকে অসচেতনতার পথ অবলম্বন করি।

এমন একটা দাম হোক জিনিসটার যাতে গ্রামের মেয়েগুলো থেকে শুরু করে সব মেয়েদের হাতে স্বল্প আর সাধ্যের মধ্যে পৌঁছে যাক এই অতি প্রয়োজনীয় জিনিসটা।

বিনামূল্যে নয় বরং সরকারের উদ্দ্যোগে সকল মেয়ের কপালে চিন্তার ভাঁজ নয় বরং হাসি ফুটুক এই দিনগুলোতে।
অন্তত মেয়েগুলো মাস শেষে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ুক।

লেখাঃ স্মৃতিকথা দত্ত।

Address

Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিচিত্র জীবনের রঙ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category