Social Eye সমাজের চোখ

Social Eye সমাজের চোখ সব সময়ের আপডেট সংবাদ পেতে এবং শিক্ষাম?
(3)

সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল “সমাজের চোখ-Social Eyes" এ
আশা করছি সবাই ভাল আছেন, আমরাও ভাল আছি।
আমাদের সমাজে প্রতিদিন অনেক কিছুই ঘটছে আমাদের সামনে বা পেছনে কিন্তু বিভিন্ন ঘটনাকে আমাদের সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন চোখে দেখে, আমাদের এই পেজের সকল ভিডিও আমরা চেষ্টা করবো সে সকল ঘটনা গুলো আপনাদের সামনে তুলে আনতে। এবং সবাইকে অনুরোধ করবো আমাদের পেজটিতে লাইক,কমেন্ট এবং ভাল লাগলে সেয়ার করে আমাদের সাহায্য

করবেন। এবং আপনাদের ভাল লাগা, মন্দ লাগা বা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। আমরা সবাই মিলে একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে বিনোদনের মাধ্যমে কিভাবে সমাজ থেকে অপরাধ দূর করা যায় তারই ছোট্র একটা প্রয়াস মাত্র। আশা করছি সবাই পাশে থাকবেন এবং সাহস দিবেন।
বন্ধুরা আমাদের এই পেজটি মূলত ইউটিউবে চ্যানেলের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং আমরা সবগুলো ভিডিও ইউটিউবে পাবলিশড করবো, তাই সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন।
এই পেজটির সকল পোস্ট আমাদের কয়েকজন মানুষের চিন্তা চেতনার উপর ভিত্তি করে তৈরী তাই যে কোন ধরনের ত্রুটি ধরিয়ে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে সবার প্রতি আহবান করছি।
ধন্যবাদ সবাইকে

26/11/2023

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-

১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)

উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।

চাঁদপুর আয়শা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে,মহান স্বাধীনতা দিবস উপলক্ষে free মেডিকেল ক্যাম্প স্থাপন করা হ...
27/02/2023

চাঁদপুর আয়শা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে free মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে (হাইমচর ও চাঁদপুর সদর-৩)আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী,সৎ,আদর্শবান,জননেতা,আলহাজ্ব নাছির উদ্দীন আ...
15/01/2023

আগামী জাতীয় সংসদ নির্বাচনে (হাইমচর ও চাঁদপুর সদর-৩)আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী,
সৎ,আদর্শবান,জননেতা,
আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ।
সভাপতি,চাঁদপুর জেলা আওয়ামীলীগ।

আজ হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিষ্টার এ,বি,এম,হামিদুর মিজবাহ(রাসেলের) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,চরভৈরবী ইউন...
13/01/2023

আজ হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিষ্টার এ,বি,এম,হামিদুর মিজবাহ(রাসেলের) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,
চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার।

উপজেলা প্রেসক্লাব,হাইমচর।আমরা আছি শীতার্তদের পাশে আপনারাও এগিয়ে আসুন" এ মানুষগুলোর পাশে।
10/01/2023

উপজেলা প্রেসক্লাব,হাইমচর।
আমরা আছি শীতার্তদের পাশে আপনারাও এগিয়ে আসুন" এ মানুষগুলোর পাশে।

বাবু সুজিত রায় নন্দি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার,হাইমচরে বিশি...
03/01/2023

বাবু সুজিত রায় নন্দি,
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার,হাইমচরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম রনির মিষ্টি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন।

24/12/2022
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনে ২নং আলগী উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী,শাহাদাত সরকার, সোহেল হা...
24/12/2022

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনে ২নং আলগী উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী,শাহাদাত সরকার, সোহেল হাওলাদার,
সম্মেলন সফল হোক,স্বার্থক হউক।

শুভ জন্মদিনে শুভেচ্ছা, অভিনন্দন, শুভ কামনা, দোয়া ও ভালোবাসা অবিরাম।
16/12/2022

শুভ জন্মদিনে শুভেচ্ছা, অভিনন্দন, শুভ কামনা, দোয়া ও ভালোবাসা অবিরাম।

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস,সকল শহীদের প্রতি রহিলো গভীর শ্রদ্ধাঞ্জলী।
14/12/2022

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস,
সকল শহীদের প্রতি রহিলো গভীর শ্রদ্ধাঞ্জলী।

জয় বাংলা, --------------------------------জয় বঙ্গবন্ধু।আগামী কাল ১০ ডিসেম্বর, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,সফল হউক...
09/12/2022

জয় বাংলা, --------------------------------জয় বঙ্গবন্ধু।
আগামী কাল ১০ ডিসেম্বর, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,সফল হউক,স্বার্থক হউক।

৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান ইউছুফ জুবায়ের শিমুল  বিজয়ের পর ১ নং ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়...
02/12/2022

৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান ইউছুফ জুবায়ের শিমুল বিজয়ের পর ১ নং ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন,

হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম গাজী মনোনয়ন পএ জমা দিয়েছেন,সবার কাছ...
01/12/2022

হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম গাজী মনোনয়ন পএ জমা দিয়েছেন,সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

হাইমচর উপজেলার সাবেক ৪ নং নীল কমল ইউপি চেয়ারম্যান লনী মিয়া'বেপারীর ছেলে মো. মহাসিন মিয়া(কিশোর) ১ নং গাজীপুর ইউপি চেয়ারম্...
01/12/2022

হাইমচর উপজেলার সাবেক ৪ নং নীল কমল ইউপি চেয়ারম্যান লনী মিয়া'বেপারীর ছেলে মো. মহাসিন মিয়া(কিশোর) ১ নং গাজীপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়ে সহযোগীতা কামনা করেন।

কে এই রেজাউল করিম  হাওলাদার,হাইমচরের ৬নং চরভৈরবী ইউপির চেয়ারম্যান প্রার্থী। হাইমচর প্রতিনিধিঃ চেয়ারম্যান প্রার্থী রেজাউল...
15/11/2022

কে এই রেজাউল করিম হাওলাদার,
হাইমচরের ৬নং চরভৈরবী ইউপির চেয়ারম্যান প্রার্থী।

হাইমচর প্রতিনিধিঃ

চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম হাওলাদারের পারিবারিক ইতিহাস জেনে আবেগে নয় বিবেগের তাড়নায় তাকে আনারস মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি তার জীবনবৃত্তান্ত তুলে ধরেছেন। পিতা মরহুম শাহজাহান হাওলাদার দীর্ঘদিন আপনাদের সুখ-দুঃখের সাথী হিসাবে চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য হিসেবে কঠোর পরিশ্রম একাগ্রচিত্তে আমৃত্যু কাজ করে গেছেন। ভাগ্যর নির্মম পরিহাসে ১৯৬৭ সালের ২২শে নভেম্বর কুমিল্লা জেলা পরিষদের একটি সভায় (যে সভার আলোচ্য বিষয় ছিলো চাঁদপুর পুরান বাজার থেকে হায়দারগন্জ পর্যন্ত রাস্তা পাকা, বিদ্যুৎ সংযোগ ও অন্যান উন্নয়নমূলক কাজ সংক্রান্ত) যোগদানের উদ্দেশ্য রওনা হলে পথে কুমিল্লা বাগমারার (ময়নামতি পাহাড় সংলগ্ন) নিকট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

শিক্ষা খাতঃ ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানের লক্ষ্য আমার সার্বিক চেষ্টায় বিরল দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ২টি হাইস্কুল যথাক্রমে এস,এস,সি ভোকেশনাল শিক্ষাকার্যক্রম চালু করা হয়।
১। চরভৈরবী উচ্চ বিদ্যালয় ২। এম,জে,এস বালিকা উচ্চ বিদ্যালয়, মাদ্রাসাসহ ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয়, সেটেলাইট বিদ্যালয় ও স্বাক্ষরতা অভিযান বয়স্ক শিক্ষাকার্যক্রম ইউনিয়ন ব্যাপী চালু করা হয়।

স্বাস্থ্য খাতঃ চরভৈরবী ইউনিয়নের সাধারণ মানুষের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ৫টি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হয়। যার ফলে জনগণ ৩০ বছরের জরাজীর্ণ অবস্থা থেকে মুক্তি পেয়ে সুচিকিৎসার ব্যবস্থা পায়।
১। চরভৈরবী বাজার কমিউনিটি ক্লিনিক, ২। হাইমচর বাজার কমিউনিটি ক্লিনিক, ৩। খলিফা কান্দী ক্লিনিক, ৪। পাড়াবগুলা কমিউনিটি ক্লিনিক, ৫। বাবুর চর কমিউনিটি ক্লিনিক।

সেচ খাতে অবদানঃ ১. খলিফা কান্দি শফিউদ্দিন সর্দার ইরি স্কিম ৫০০ ফুট লম্বা ড্রেন তৈরি করা। ২. দক্ষিণ বগুলা আঃ লতিফ গাজী ইরি স্কিম ২০০ ফুট লম্বা ড্রেন। ৩. পূর্ব তাজখার মাহাম্মদ সরকারের ১৫০ ফুট লম্বা ড্রেন তৈরি করা হয়েছে। যাহা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

ভৌত খাতঃ চরভৈরবী বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ৪টি, হাইমচর বাজার ১টি সহ মোট ৮টি গণশৌচাগার বাস্তবায়ন করা হয়েছে।

হাটবাজার উন্নয়নে (চরভৈরবী বাজার), ১. মাছ ঘর নির্মাণ। ২. বাজারের পানি সরানোর জন্য ব্লক কালভার্ট নির্মান৷ ৩. বাজারের উভয় গলিতে ইটের সলিং বসানো হয়। ৪. পাকা ড্রেন তৈরি। ৫. গরুর বাজারের মাটি ভরাট করা হয়। ৬. পানির সুবিধার্থে গভীর নলকূপ স্থাপন করা হয়।

যোগাযোগ খাতেঃ আমার সার্বিক প্রচেষ্টার কারনে হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে যোগাযোগ খাতে সবচেয়ে গুরুত্ব পায়। নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও মাটির কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন সাধন করে আসছি।

সড়ক পাকা করনঃ হায়দারগন্জ বর্ডার ব্রিজ হতে শহর আলীর মোড় পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকা করন এবং চলতি অর্থবছরে আমাদের জোরালো দাবির প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য সহযোগিতায় অতিদ্রুত বাস্তবায়ন হচ্ছে চরভৈরবী থেকে হাইমচর সদর উপজেলা রাস্তা পাকা করন।

চরভৈরবীর বিভিন্ন স্থানে পাকা ব্রিজ নির্মান করা হয় ১৬ টি পূর্ণ নির্মাণ এবং পানি নিষ্কাসনে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আর, সি, সি পাইপ বসানো হয়।

কাঠের পুল নির্মানঃ মানুষের চলাচলের সুবিধার্থে যেসব জায়গায় ইতিমধ্যে ব্রিজ করা সম্ভব হয় না, সে সব স্থানে জনগণের স্বার্থে কাঠেররপুল এবং বাঁশের সাঁকো তৈরি করা হয়।তারই ধারাবাহিক উন্নয়নের জন্য তিনি এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, তিনি বলেন ইউনিয়ন বাসীর সকলের দোয়া ও ভোট চাই এলাকার উন্নয়নের জন্য।

হাইমচর উপজেলা ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮,৯ ওয়ার্ডের উদীয়মান দুই মেম্বার প্রার্থী  শাকিব ও আল-আমিন উভয়ের জন্য ...
13/11/2022

হাইমচর উপজেলা ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮,৯ ওয়ার্ডের উদীয়মান দুই মেম্বার প্রার্থী শাকিব ও আল-আমিন উভয়ের জন্য শুভকামনা রইল।

Address

Chandpur
3660

Alerts

Be the first to know and let us send you an email when Social Eye সমাজের চোখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social Eye সমাজের চোখ:

Videos

Share

Our Story

সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল “social eye সমাজের চোখ" এ আশা করছি সবাই ভাল আছেন, আমরাও ভাল আছি। আমাদের সমাজে প্রতিদিন অনেক কিছুই ঘটছে সে সকল ঘটনা গুলো আপনাদের সামনে তুলে আনতে চেষ্টা করছি । সবাইকে অনুরোধ করবো আমাদের পেজটিতে লাইক,কমেন্ট এবং ভাল লাগলে সেয়ার করে আমাদের সাহায্য করবেন। এবং আপনাদের ভাল লাগা, মন্দ লাগা বা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। আমরা সবাই মিলে একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে সংবাদ পরিবেশনের এবং বিনোদনের মাধ্যমে কিভাবে সমাজ থেকে অপরাধ দূর করা যায় তারই ছোট্র একটা প্রয়াস মাত্র। আশা করছি সবাই পাশে থাকবেন এবং সাহস দিবেন। বন্ধুরা আমাদের এই পেজটি মূলত অনলাইন সংবাদপত্র ও ইউটিউবে চ্যানেলের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং আমরা আমাদের সবগুলো সংবাদ আমাদের ওয়েবসাইটে এবং ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে ও ওয়েবসাইটে প্রকাশ করবো, তাই সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিও এবং সংবাদগুলো দেখবেন, এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। এই পেজটির সকল পোস্ট, সংবাদ এবং ভিডিওগুলো আমাদের কয়েকজন মানুষের চিন্তা চেতনার উপর ভিত্তি করে তৈরী তাই যে কোন ধরনের ত্রুটি ধরিয়ে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে সবার প্রতি আহবান করছি। ***** ধন্যবাদ সবাইকে ********