Antique Dharma

Antique Dharma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Antique Dharma, Video Creator, Chandpur.
(3)

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে। গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে।। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ।।

29/11/2024

বৃন্দাবনের মাঝে সুমধুর বাঁশির সূর নিয়ে অমৃতবাণী সম্প্রদায়❤️ হরে কৃষ্ণ 🙏

29/11/2024
28/11/2024

বৃন্দাবনের মাঝে প্রভু জগৎবন্ধু সম্প্রদায়...
হরে কৃষ্ণ 🙏

26/11/2024

বর্তমান পরিস্থিতির বিষয় টা বিবেচনা করে সতর্ক থাকুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। সঠিক তদন্ত ও অপরাধীকে সনাক্ত করে, বিচার করতে সাহায্য করুন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন 🙏।
ধন্যবাদ!!!!

 #চিন্ময় প্রভু বর্তমানে ঢাকা মিন্টু রোড ডিবি কার্যালয়ে রয়েছে।চিন্ময় প্রভুকে আটক করে সকল সনাতনীর হৃদয়ে আঘাত করেছে | সঠিক...
25/11/2024

#চিন্ময় প্রভু বর্তমানে ঢাকা মিন্টু রোড ডিবি কার্যালয়ে রয়েছে।
চিন্ময় প্রভুকে আটক করে সকল সনাতনীর হৃদয়ে আঘাত করেছে | সঠিক জিজ্ঞেসা করে দ্রুত ছেড়ে দিতে হবে। বেশি কিছু করলে এবার ৩ কোটি সনাতনীর রক্তে আ’গুন জ্ব’লবে।
জয় শ্রী রাম 👍🇧🇩✊

 #কার্তিক পূজার অনেক অনেকশুভেচ্ছা সবাইকে ❤️
16/11/2024

#কার্তিক পূজার অনেক অনেক
শুভেচ্ছা সবাইকে ❤️

🪔🪔শুভ দীপাবলি 🪔🪔আজকের এই বিশেষ দিনে দীপাবলির ইতিহাস সম্পর্কে জানবোঃ👇 #দীপাবলি🪔দীপ + আবলি।দীপ অর্থ আলো, আবলি অর্থ সারি,অর...
31/10/2024

🪔🪔শুভ দীপাবলি 🪔🪔
আজকের এই বিশেষ দিনে দীপাবলির ইতিহাস সম্পর্কে জানবোঃ👇

#দীপাবলি🪔
দীপ + আবলি।
দীপ অর্থ আলো, আবলি অর্থ সারি,অর্থাৎ দীপাবলি অর্থ আলোর সারি। 🪔

রাবণ কে বধ করে রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন এই দিনে।
যখন অযোধ্যার প্রজারা জানতে পেরেছিলেন মর্যাদা পুরুষোত্তম পুরুষ ভগবান শ্রী রামচন্দ্র কে ১৪ বছরের জন্য বনবাসে যেতে হবে,সেদিন থেকে ১৪ টি বছর অযোধ্যা নগরীতে প্রজারা প্রদীপ প্রজ্বলিত করেছিলেন না।
সেদিন থেকে প্রজারা সকল প্রকার আনন্দ থেকে বিচ্ছিন্ন ছিলেন।

এই দীপাবলির দিন ই রাজা রামচন্দ্র দেবী সীতা এবং লক্ষণের সহিত অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন।
সেই আনন্দে প্রজারা মাতোয়ারা হয়ে পুরো অযোধ্যা নগরী প্রদীপের সারি সারি আলো দ্বারা সুসজ্জিত করেছিলেন। সেদিন থেকেই এই বিশেষ দিনে প্রদীপ প্রজ্বলিত হয়ে আসছে।এই বিশেষ দিনকেই দীপাবলি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

🪔দীপাবলির এই দামোদর মাস মহা মাহাত্ম্যপূর্ণ মাস।কারণ ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করেছিলেন এই দীপাবলির দিনে।

🪔দীপাবলির পরের দিন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন লীলা করেছিলেন।তাই এই মাস মহা পূর্ণের মাস।

🪔দীপাবলির আগের দিন নরক চতুর্দশী। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর কে বধ করেছিলেন।

হস্তিনাপুরের দ্রুত সভায় পাণ্ডব রা পাশা খেলায় যখন হেরে যায়,তখন তাদের ১২ বছরের বনবাস আর ১ বছরের অজ্ঞাত বাসে পাঠানো হয়।

অজ্ঞাত বাস শেষে দীপাবলির এই দিনেই পাণ্ডব রা হস্তিনাপুর প্রত্যাবর্তন করেছিলেন। আর সেদিন মহানন্দে প্রজারা সারি সারি প্রদীপ প্রজ্বলন করে আনন্দ উৎসব পালন করেছিলেন।

🪔 এই বিশেষ দিনেই মা শ্যামা পূজিত হয়ে আসছেন। অন্ধকার অশুভ শক্তি কে আলোর গ্রাসে দূরীভূত করার জন্য প্রদীপ প্রজ্বলন করা হয়। 🪔

এই দামোদর মাস মহা মাহাত্ম্যপূর্ণ মাস।ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্বপূর্ণ লীলা গুলো এই মাসেই করেছেন।

🙏🪔হরে কৃষ্ণ🪔🙏
✊🚩জয় শ্রী রাম 🚩✊
#দীপাবলি #জয়মাকালি #জয়মাকালী #কালি

Hare Krishna 🌿🌿🌿
23/10/2024

Hare Krishna 🌿🌿🌿

13/10/2024

চাঁদপুর দাসপাড়া দুর্গা পূজা ২০২৪🌿

ঘুমন্ত জাতিকে জাগ্রত করো না😡জেগে গেলে সামলাতে পারবা না👍এর সুষ্ঠ বিচার না হলে নারায়ণী সৈনিক মাঠে নামতে এক সেকেন্ডও দেরি ক...
11/10/2024

ঘুমন্ত জাতিকে জাগ্রত করো না😡
জেগে গেলে সামলাতে পারবা না👍

এর সুষ্ঠ বিচার না হলে নারায়ণী সৈনিক মাঠে নামতে এক সেকেন্ডও দেরি করবে না।

্রী_রাম
#তাতী_বাজার
#হামলা

মগা আবদুল পোস্ট করেছে 🥴🤣সব গুলো মেন্টাল 😂😂
10/10/2024

মগা আবদুল পোস্ট করেছে 🥴🤣
সব গুলো মেন্টাল 😂😂

ভয় কি মরণে রাখিতে সন্তানে,মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে 💚জাগ্রত সনাতনীর জনসমুদ্র 🔥কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা জয় শ্রী রাম ...
04/10/2024

ভয় কি মরণে রাখিতে সন্তানে,
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে 💚

জাগ্রত সনাতনীর জনসমুদ্র 🔥
কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা জয় শ্রী রাম ✊🚩
#সনাতনী #সনাতন #হিন্দু #জাগোবাংলাদেশ #জাগোহিন্দু #ঢাকা_শহীদ_মিনার #শহীদমিনার

সমস্যা যখন গুরাতে তখন আর কি বলার থাকে🥺
16/09/2024

সমস্যা যখন গুরাতে
তখন আর কি বলার থাকে🥺

শুভ রাঁধা অষ্টমী.! 🌸✨ #রাধা  #রাধা_অষ্টমী
11/09/2024

শুভ রাঁধা অষ্টমী.! 🌸✨

#রাধা #রাধা_অষ্টমী

প্রকাশ্যে এলো উৎসব মণ্ডল ❣️ ।।  সে বেঁচে আছে, ভালো আছে 🙌খুলনায় ধর্ম অবমাননার অযুহাতে উন্মত্ত জনতার হা’মলায় আহত উৎসব মন্ড...
09/09/2024

প্রকাশ্যে এলো উৎসব মণ্ডল ❣️ ।।
সে বেঁচে আছে, ভালো আছে 🙌

খুলনায় ধর্ম অবমাননার অযুহাতে উন্মত্ত জনতার হা’মলায় আহত উৎসব মন্ডল সামরিক হাঁসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উৎসব মন্ডল এর শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকরা খুব আন্তরিকতার সাথে চিকিৎসা দিচ্ছেন। সেনাবাহিনী তার এবং তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করেছেন। ডাক্তারা জানান সে এখন বেশ সুস্থ। রিলিজ দেওয়ার মত। তারপরও তারা ২ দিন পর্যবেক্ষণে রেখে আগাম ২/৩ মধ্যে রিলিজ করবেন। উৎসব মন্ডলের বাবা ও মা সার্বক্ষণিক সাথে আছেন। তারাও বলেছেন উৎসব মন্ডল বর্তমানে বেশ ভালো। তারা দেশবাসীর কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার ছেলের পক্ষে ক্ষমা প্রার্থনা ও তার মঙ্গল কামনায় প্রার্থনা কামনা করেছেন।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Antique Dharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category