08/12/2022
একটি ছোট বা সামান্য বা ক্ষুদ্র নেক কাজের ধারা আপনার আখেরাত সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে কারণ [যে আল্লাহর বান্দাদের ভালবাসেন মন থেকে আল্লাহ বলেছেন আমি তাকে ভালোবাসি] ,,,সুবহানাল্লাহু ওআবিহামদিহি😊
U can avoid this but can't imagine how this work/task could be helping us by huge amontly in(আপনি এটি এড়াতে পারেন কিন্তু কল্পনা করতে পারেন না যে এই কাজ/টাস্কটি কীভাবে আমাদের সাহায্য করতে পারে হাশরের ময়দানে বা বিচার দিবসের দিন)
So it's should be motivated/inspiring to all of us guyz 😊
কেউ কিছু করতে না পারলেও অন্তত শেয়ার বা প্রচার করে দিতে পারেন অন্য কারো কাছে, কারণ এগুলো আপনার #সাদকায়ে_জারিয়া,,, মানে হচ্ছে আপনি মরে যাওয়ার পরেও শুধুমাত্র এসব ব্যাপারে/কাজের নেকি আপনার আমলনামায় লেখা বন্ধ হবে না ,, সুবহানাল্লাহ।
💝তুরস্কে শীত আসার সাথে সাথে জ্যাকেট এবং গরম কাপড় গাছে ঝুলিয়ে রাখা হয়, এবং একটি কাগজ সাথে ঝুলানো হয়, এবং সেই কাগজে লেখা থাকে যে.....
"যদি তুমি অসহায় ও গরীব হও তবে পরো নাহলে গরীবকে দিয়ে দাও"
এভাবে দরিদ্র ও অসহায় ব্যক্তিকে অপমান করা হয় না; তাকে সাহায্য করা হয়।
এটা আমাদের প্রিয় নবী (সাঃ) আমাদের শিখিয়েছেন আর এক আমাদের বাংলাদেশ, যেখানে এক কেজি আটা দিলেও দশবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
কিছু মানুষ বিখ্যাত হয়ে যায়, কিন্তু সেই গরীবের শেষকৃত্য করা হয় সম্মান ছাড়াই।
মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসীব করুন। আমিন❤️