14/09/2023
𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐦𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 কি?
বর্তমানে পৃথিবীতে ইন্টারনেট ব্যবহার করেনা এমন মানুষের সংখ্যা খুবই কম।বিশ্বের প্রায় ৪০০ কোটির বেশি মানুষ (মোবাইল,ল্যাফটপ,কম্পিউটার ইত্যাদির মাধ্যমে )ইন্টারনেটের সাথে যুক্ত আছে।যার সংখ্যা দিন দিন বাড়ছে..।
এই ইন্টারনেট ব্যবহারকে কাজে লাগিয়ে কোম্পানি সমূহ,বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া(ফেসবুক,ইউটিউব,টুইটার ইনস্টাগ্রাম)মাধ্যমে তাদের পণ্যের যে প্রচারণা চালানো হয়, তাই ডিজিটাল মার্কেটিং।
𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝒎𝒂𝒓𝒌𝒆𝒕𝒊𝒏𝒈 এর সুবিধা:-ঘরে বসে পণ্যের ছবি গুনগতমান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, ক্রেতাকে পণ্যটির প্রতি আকর্ষন করা সম্ভব। ফলে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়.।
আর্থিক সুবিধা :-পণ্যের প্রচারনার জন্য কোম্পানি প্রচারকারীকে অর্থ প্রদান করে।যার দ্বারা ডিজিটাল মার্কেটিং করা ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল থাকে।
মন্তব্য :-যেহেতু ডিজিটাল মার্কেটিং মাধ্যমে উপরের সুবিধা সমূহ পাওয়া যায়।তাই সঠিক প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব.।