ZahiR World

ZahiR World ট্রাভেলার্স 🧳🗺️

"পিংক ক্যাসিয়া" ফুটেছে রমনায় 🥰
04/05/2024

"পিংক ক্যাসিয়া" ফুটেছে রমনায় 🥰

24/03/2024

“প্রত্যেক ব্যক্তির দোআ কবুল হয়ে থাকে, যদি সে তাড়াহুড়া না করে”!!
...............[সহীহ বুখারীঃ ৬৩৪০]

"সুবহান আল্লাহ্"

-13

" পরাক্রমশালী, পরম দয়ালু (আল্লাহ তায়ালা)-এর কাছ থেকেই এ কিতাব (কোরআনের) অবতরণ "সুরা: ইয়াসিন, আয়াত: ৫ (আল-কোরআন)
21/03/2024

" পরাক্রমশালী, পরম দয়ালু (আল্লাহ তায়ালা)-এর কাছ থেকেই এ কিতাব (কোরআনের) অবতরণ "

সুরা: ইয়াসিন, আয়াত: ৫ (আল-কোরআন)

সুরা: ইয়াসিন, আয়াত-৮৩,(আল-কোরআন)
18/03/2024

সুরা: ইয়াসিন, আয়াত-৮৩,(আল-কোরআন)

আয়াত: ৩৬, সুরা: আল-জাসিয়াহ (আল-কোরআন)
16/03/2024

আয়াত: ৩৬, সুরা: আল-জাসিয়াহ
(আল-কোরআন)

কলকাতার পথে প্রান্তরে 🌏
10/02/2024

কলকাতার পথে প্রান্তরে 🌏

কাল বৈশাখীর ঝড়ের মাঝেও মেঘনায় নির্বিকারে ছুটে চলা এক বাহন ছিলো । যা এখন অতীত ! (স্টীমার) 🇧🇩
12/12/2023

কাল বৈশাখীর ঝড়ের মাঝেও মেঘনায় নির্বিকারে ছুটে চলা এক বাহন ছিলো ।

যা এখন অতীত ! (স্টীমার) 🇧🇩

  ☝️  🇪🇭  🇪🇭  🇪🇭  🚫  🤲     ✊🇧🇩🇧🇩🇧🇩🤝🇪🇭🇪🇭🇪🇭
23/10/2023

☝️
🇪🇭
🇪🇭
🇪🇭
🚫

🤲 ✊
🇧🇩🇧🇩🇧🇩🤝🇪🇭🇪🇭🇪🇭

অন্যের গীবত গাওয়া বা সমালোচনা করার আগে ভাবা উচিৎ আমি ঐ ব্যাক্তির চেয়ে কতটুকু ভালো মানুষ! #ছবি: SUVAKALAI-VELLAGE
18/08/2023

অন্যের গীবত গাওয়া বা সমালোচনা করার আগে ভাবা উচিৎ আমি ঐ ব্যাক্তির চেয়ে কতটুকু ভালো মানুষ!

#ছবি: SUVAKALAI-VELLAGE

ইন্ডিয়ায় দাড়িয়ে ... জন্মভূমির দিকে ফিরে তাকাই 🥰ডাউকি ব্রীজ, ইন্ডিয়া থেকে 👉জাফলং 😍
16/08/2023

ইন্ডিয়ায় দাড়িয়ে ... জন্মভূমির দিকে ফিরে তাকাই 🥰

ডাউকি ব্রীজ, ইন্ডিয়া থেকে 👉জাফলং 😍

 #মেঘালয় 🥰 পৃথীবির মোট বৃষ্টিপাতের 25% ই হয় এই মেঘালয় রাজ্যে !  উচুঁ উচুঁ পাহাড়ী এলাকা, মানুষের বসবাস বা চলাচল অধিকা...
26/07/2023

#মেঘালয় 🥰

পৃথীবির মোট বৃষ্টিপাতের 25% ই হয় এই মেঘালয় রাজ্যে ! উচুঁ উচুঁ পাহাড়ী এলাকা, মানুষের বসবাস বা চলাচল অধিকাংশই পাহাড়ের উচুতেই ! পুলিশ বাজার, শিলং হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। সিলেটের তামাবিল-ডাউকি দিয়ে ইন করলে সহজেই এবং স্বল্প খরচে ঘুরে আসা যায় পরিচ্ছন্ন, পরিপাটি, ছবির মতো সুন্দর অনেকগুলো নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য 🏞️🌍

এক বিকেলে 🍀🏞️
07/07/2023

এক বিকেলে 🍀🏞️

"লোক-দেখানো কুরবানী নয়.... কুরবানী হোক ভিতরের পশুর"ঈদ হোক সকলের তরে ভাগ করলে আনন্দ বাড়ে ...
28/06/2023

"লোক-দেখানো কুরবানী নয়....
কুরবানী হোক ভিতরের পশুর"

ঈদ হোক সকলের তরে
ভাগ করলে আনন্দ বাড়ে ...

নির্মল প্রকৃতির ছোঁয়ায় বাঁচুন... 🥰আগামী কয়েক বছর পরে এমন প্রকৃতির দৃশ্য আর না ও দেখতে পারেন !
26/06/2023

নির্মল প্রকৃতির ছোঁয়ায় বাঁচুন... 🥰

আগামী কয়েক বছর পরে এমন প্রকৃতির দৃশ্য আর না ও দেখতে পারেন !

ভারতে ট্রেইন দুর্ঘটনা !!! উক্ত ট্রেনে অনেক বাংলাদেশি ই চিকিৎসা নিতে & পর্যটক ক্ষেত্রে যাতায়াত করে থাকেন। যদি কারো রিলেট...
03/06/2023

ভারতে ট্রেইন দুর্ঘটনা !!!

উক্ত ট্রেনে অনেক বাংলাদেশি ই চিকিৎসা নিতে & পর্যটক ক্ষেত্রে যাতায়াত করে থাকেন।

যদি কারো রিলেটিভ ঐ ট্রেনে থেকে থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুণ।

মসজিদের'ই পাশে আমায় কবর দিও ভাই... যেনো গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই।আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজীরা যাবে....
25/05/2023

মসজিদের'ই পাশে আমায় কবর দিও ভাই...
যেনো গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই।
আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজীরা যাবে...
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে!

বাংলাদেশের জাতীয় কবি & বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ।

আল্লাহ্ প্রিও কবি কে জান্নাতবাসী করুন... আমিন

মিরপুর DOHS এর মসজিদে গেলে মনটা ভরে যায় ! সুন্দর ভাবে সাজানো গোছানো মনোরম পরিবেশ ।  আরব জাতের খেজুর গাছে খেজুর ধরেছে🥰
24/05/2023

মিরপুর DOHS এর মসজিদে গেলে মনটা ভরে যায় ! সুন্দর ভাবে সাজানো গোছানো মনোরম পরিবেশ । আরব জাতের খেজুর গাছে খেজুর ধরেছে🥰

21/05/2023

জনৈক এক মনীষী বলেছিলেন ...
"দুনিয়াতে টাকার চেয়ে কলম বেশি
পাওয়ার ফুল!

কবি মনে হয় ভুলে গেছে কলম টা ও টাকা দিয়েই কিনা লাগে 🥴

জার্মানি লতা/ জারমনি পাতা / পাহাড়ী লতা/ রিফুজি লতাপাতা  বলে থাকে অনেকেই সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে ক...
20/05/2023

জার্মানি লতা/ জারমনি পাতা / পাহাড়ী লতা/ রিফুজি লতাপাতা বলে থাকে
অনেকেই

সোনায় সোহাগা আমাদের এই বাংলাদেশ। এদেশের আনাচে কানাচে, ঝোপ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তো মানিক। কিন্তু অতিব দুঃখের বিষয় এই যে আমারা আজও সেই মুক্তো মানিক চিনতেই পারিনি। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যাই,তারপরও ভেবে দেখিনি, জেনেও দেখিনি কোন উপকারে আসবে কিনা। রাস্তার ধারে, পুকুরের পাড়ে,বনে বাগানে হাজারো উপকারী গাছপালা, লতাপাতা আছে যা আমাদের প্রাকৃতিক সুরক্ষার দেয় , পাশাপাশি অনেক সুবিধাও দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।

■ রিফুজি লতা'র পরিচয়
বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। বৈজ্ঞানিক নাম Mikania micantha । আসামলতা, কইয়া লতা, বুচিলতা, তরুলতা, রিফুজি লতা, শঙ্খুনি লতা, ইত্যাদি নামে এটাকে ডাকা হয়। এই লতা অতি বৃদ্ধিপ্রবল, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছের শাখা-প্রশাখা।

রিফুজি লতা বনে-জঙ্গলে, পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে। রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে,এটি একবার বেয়ে গেলে আর সহজে মরে না।

■ রিফুজি লতা'র ঔষধী গুনাগুন
* প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
* চোখ লা ল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
* পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।

* এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

* শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
* বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
* র ক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
* পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
* বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন।
* চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
* এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
* মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।

(গাছের গ্রুপ থেকে সংগৃহীত)

19/05/2023

সূরা-আলে-ইমরান, আয়াত: ১০৪
োরআন

وَ لْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ یَّدْعُوْنَ اِلَى الْخَیْرِ وَ یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَ یَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ١ؕ وَ اُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ

তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, যারা নেকী ও সৎকর্মশীলতার দিকে আহবান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে।

 #উমাইয়া_মসজিদ🕌©সিরিয়ায় অবস্থিত মসজিদটি বিশ্বের বৃহত্তম ও প্রাচীন মসজিদগুলোর অন্যতম!উমাইয়া মসজিদকে ‘দামেস্ক গ্রেট মসজি...
17/05/2023

#উমাইয়া_মসজিদ🕌

©সিরিয়ায় অবস্থিত মসজিদটি বিশ্বের বৃহত্তম ও প্রাচীন মসজিদগুলোর অন্যতম!

উমাইয়া মসজিদকে ‘দামেস্ক গ্রেট মসজিদ’ও বলা হয়। উমাইয়া খিলাফতের গৌরবের নিদর্শন এই মসজিদ দামেস্কের পুরাতন শহরে অবস্থিত। দশম শতাব্দীর পারস্য ইতিহাসবিদ ইবন-আল-ফাকিহ্'র মতে, এই মসজিদটি নির্মাণ করতে তৎকালীন ৬,০০,০০০ থেকে ১০,০০,০০০ দিনার ব্যয় হয়। পারস্য, ভারতীয়, গ্রীক এবং মরক্কোর শ্রমিকদের সমন্বয়ে প্রায় ১২,০০০ শ্রমিক এই নির্মাণকাজে নিয়োজিত ছিলো। অনেকের মতে, এটি ইসলাম ধর্মাবলম্বীদের চতুর্থ পবিত্র স্থান।

Address

চাঁদপুর সদর
Chandpur
3602

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZahiR World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZahiR World:

Videos

Share

Nearby media companies



You may also like