16/12/2024
সুরা কাহাফের প্রথম ১০ আয়াত -
1. আলহামদু লিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ঈবাজা।
(সব প্রশংসা সেই আল্লাহর, যিনি তাঁর বান্দার প্রতি কিতাব নাযিল করেছেন এবং এতে কোনো বক্রতা রাখেননি।)
2. ক্বাইয়িমাল-লিয়ুনযিরা বাআসান শাদীদাম মিন লাদুন্নাহু ওয়াইয়ুবাশশিরাল মুমিনিনাল-লাজিনা ইয়ামালুনাস্ সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা।
(এটি সরল (কিতাব) যা সতর্ক করে সেই কঠোর শাস্তি থেকে এবং সুসংবাদ দেয় সেই মুমিনদের, যারা সৎকর্ম সম্পাদন করে যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।)
3. মা’কিসিনা ফীহি আবাদা।
(তারা এতে চিরকাল অবস্থান করবে।)
4. ওয়াইয়ুনযিরাল্লাজিনা কালুত্তাখাযাল্লাহু ওলাদা।
(এবং সতর্ক করে তাদের, যারা বলে যে আল্লাহ একটি সন্তান গ্রহণ করেছেন।)
5. মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লি-আবা’ইহিম। কাবুরাত কালিমাতাং তাকুরুজু মিন আফ্বাহিহিম। ইয়াকুলুনা ইল্লা কাযিবা।
(এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্বপুরুষদেরও নেই। তাদের মুখ থেকে বের হওয়া এই কথা খুবই গুরুতর; তারা যা বলে তা মিথ্যা ছাড়া কিছুই নয়।)
6. ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইয়ুমিনু বি-হাজাল হাদিসি আসাফা।
(তাহলে সম্ভবত তুমি দুঃখে নিজেকে ধ্বংস করবে, যদি তারা এই বক্তব্যে বিশ্বাস না করে।)
7. ইন্না জাআলনা মা আলাল আরদি জীনাতাল্লাহা লিনা-বলুআহুম আইয়ুহুম আহসানু আমালা।
(নিশ্চয়ই আমরা যা পৃথিবীতে আছে তা সাজিয়ে রেখেছি, যাতে তাদের পরীক্ষা করা যায়, তাদের মধ্যে কে সবচেয়ে উত্তম কর্ম করে।)
8. ওয়া ইন্না লা-জাআলুনা মা আলাইহা সাঈদান জুরুযা।
(এবং অবশ্যই আমরা যা কিছু এতে আছে তা ধ্বংস করে চূর্ণবিচূর্ণ করে দেব।)
9. আম হাসিবতা আন্না আসহাবাল-কাহফি ওয়ার-রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা।
(তুমি কি মনে করো যে গুহাবাসী ও রাকিমের ঘটনা আমাদের নিদর্শনগুলোর মধ্যে একটি বিস্ময়কর বিষয়?)
10. ইযাওয়াল ফিতিয়াতু ইলাল-কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিল্লাদুন্নাকা রহমাতাও ওয়াহাই-ই লানা মিন আমরিনা রাশাদা।
(যখন সেই যুবকেরা গুহার দিকে ফিরে গিয়ে বলেছিল, ‘হে আমাদের রব! আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পরিচালিত করো।’)