Mohammad Amzad

Mohammad Amzad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Amzad, Digital creator, master ghat, Chandpur.
(1)

22/11/2024

গলায় বেল্ট লাগাবেন না

22/11/2024

পানি মানেই জলহস্তির আনন্দ 😍 Sumitra Mahata

নবীজির কটূক্তিকারীদের এভাবেই মেরে দিতে হবে✅
06/09/2024

নবীজির কটূক্তিকারীদের এভাবেই মেরে দিতে হবে✅

আমরা তো এটাই চাই
06/09/2024

আমরা তো এটাই চাই

স্বনাতনী শরবত
06/09/2024

স্বনাতনী শরবত

সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভারত
06/09/2024

সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভারত

সকল নোবেল জয়ী শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর ইউনুছ কে
06/09/2024

সকল নোবেল জয়ী শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর ইউনুছ কে

কাদের কাকার স্মৃতি গুলো নাড়া দিল কে
06/09/2024

কাদের কাকার স্মৃতি গুলো নাড়া দিল কে

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’, স্কুল বন্ধ ঘোষণা
06/09/2024

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’, স্কুল বন্ধ ঘোষণা

এবার খাইস গাজাঁ
05/09/2024

এবার খাইস গাজাঁ

আপনি সততার সাথে এগিয়ে যান বাংলাদেশের সাধারণ জনগণ আপনার পাশে আছে
05/09/2024

আপনি সততার সাথে এগিয়ে যান বাংলাদেশের সাধারণ জনগণ আপনার পাশে আছে

প্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি কদিন আগে আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াতে...
05/09/2024

প্রখ্যাত ভারতীয় কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি কদিন আগে আন্তর্জাতিক মাতৃদিবসে আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াতে দেখেছি। শুধু একটি কার্টুন ছবির মাধ্যমে তিনি যেন একজন অসহায় মায়ের সামনে তার সন্তানদের মোবাইলের চোরাবালিতে ডুবে যেতে দেখিয়েছেন। আমি নিজেও মনে করি আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সামনে মোবাইল,নেট..একটা সামাজিক সমস্যা।

লেখা পড়ার বাইরে যেটুকু সময় তারা পায় মোবাইলে ডুবে থাকে। এর ক্ষতিকর দিক বাবা মা'রা বোঝেন না এমন নয়। কিন্তু তারা যেন অসহায়। একজন শিক্ষক হিসাবে এমন অভিজ্ঞতাও হয়েছে অভিভাবক আমাদের অনুরোধ করছেন তার ছেলেমেয়ে যেন মোবাইল ব্যবহার না করে সেটা একটু বুঝিয়ে বলতে। তারা বাবা মা হয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পেরে শিক্ষকের শরণাপন্ন হচ্ছেন! এটা অসহয়তা নয়।

এবার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রামকৃষ্ণ মিশনের ছ জন কৃতি ছাত্র আছেন৷ মিশনের মহারাজ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তাদের মিশনে যদি মোবাইল ব্যবহারের অনুমতি থাকত তাহলে হয়তো তার কৃতি ছাত্ররা তালিকায় থাকতে পারত না।

আমাদের ছোটবেলায় যখন মোবাইল স্বপ্নেও ছিল না, তখন পড়ার বাইরে আমাদের খেলা ছিল। আর ছিল গল্পের বই পড়া। আমি ক্লাসে যারা ভালো রেজাল্ট করে তাদেরও জিজ্ঞাসা করে দেখেছি, পড়ার বই এর বাইরে কোন বই তারা পড়ে না। চাঁদের পাহাড়, সবুজ দ্বিপের রাজা, ফেলুদা, ব্যোমকেশ ছাড়াই, শুধু মোবাইলকে সঙ্গী করে স্কুল জীবন পেরিয়ে কলেজে পৌঁছে গেল।

পৌঁছে গেল, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে গেল। সে ফাঁকটা সব থেকে বেশি বুঝতে পারছেন একজন মা। তিনি যেন ডুবতে দেখছেন সন্তানদের কিন্তু তিনি যেন অসহায়।

এই অসহয়তা থেকে মুক্তির উপায় আমার জানা নেই। কিন্তু ভাবতে হবে সবাইকে।

সংগৃহীত

এবার ঠিক আছে,,,
05/09/2024

এবার ঠিক আছে,,,

পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী হচ্ছে চিতা। এর বিশেষভাবে তৈরি দেহ নিয়ে এটি ঘন্টায় সর্বোচ্চ প্রায় ১১২-১২০ কিলোমিটার গতিতে ছ...
05/09/2024

পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী হচ্ছে চিতা।
এর বিশেষভাবে তৈরি দেহ নিয়ে এটি ঘন্টায় সর্বোচ্চ প্রায় ১১২-১২০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম যা সত্যি অবাক করার মত। খুব দ্রুত দৌড়াতে পারলেও এটি একটানা খুব বেশি দৌড়াতে পারে না। আর তাই শিকার ধরার ক্ষেত্রে দ্রুতগতিই এর ভরসা। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, চিতা কি কারনে এত দ্রুত দৌড়াতে পারে, আজকে জানবো এই দ্রুতগতির পিছনের রহস্য -

চিতা সাধারনত দৈর্ঘ্যে ৪ ফিট এবং উচ্চতায় ৩ ফিট এর মত হয়। এর লম্বা লেজটি দ্রুত দৌড়ানোর সময় গতি নিয়ন্ত্রনের জন্য বিশেষায়িত। চিতার ওজন হয় সাধারনত ১২৫ পাউন্ড যা বিড়াল গোষ্ঠীর অন্যান্য শিকারী প্রানী থেকে অনেক কম। এর দেহের আকৃতি ‘এরোডায়নামিক’। অর্থাৎ চোটার সময় এটিকে খুব একটা বাতাসের বাধায় পড়তে হয় না। ‘এরোডায়নামিক’ আকৃতি এর উদাহরন হিসেবে বলা যায় উড়োজাহাজ। এর পাতলা শরীর, ছোট মাথা এবং চিকন লম্বা পা বাতাসের দ্বারা খুব একটা বাধাপ্রাপ্ত হয় না।

চিতার চোখগুলোও একটু চওড়া হয় যাতে এটি দ্রুতগতিতে দৌড়ানোর সময় চারপাশের দৃশ্যপট এটির দৃষ্টিসীমায় থাকে। দ্রুত দৌড়ানোর সময় শরীরে প্রচুর রক্ত পাম্প করার জন্য চিতার রয়েছে একটি শক্তিশালী হৃদপিন্ড। এর বড় আকৃতির ফুসফুস বেশি বাতাস ধারন করতে পারে যা দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। এর লম্বা লেজটি দৌড়ানোর সময় দিক নিয়ন্ত্রন এবং ওজনের ভারসাম্য রক্ষা করে। ফলে এত গতিতে দৌড়ানোর সময় এর শরীর ঘুরে যায় না বা নিয়ন্ত্রন হারায় না।

দ্রুত দৌড়াতে পারলেও এটি খুব বেশিক্ষন ছুটতে পারে না। সর্বোচ্চ গতিতে এটি প্রায় ৩০ সেকেন্ড এর মত দৌড়াতে পারে। এরপর এর শরীর এতটাই গরম এবং ক্লান্ত হয়ে যায় যে, এটিকে কিছুক্ষন বিস্রাম করতে হয় আগের অবস্থায় ফিরে আসার জন্য। অনেক সময় এটি শিকার ধরার পর সাথে সাথে খেতে পারে না ক্লান্তির জন্য। আর তখন সিংহ বা এ জাতীয় বড় শীকারি প্রানি এসে এদের শিকার নিয়ে যায়। আর স্বভাবত সিংহের সাথে লড়াই করার ক্ষমতা চিতার নেই। মূলত দ্রুত দৌড়ানো ছাড়া চিতার আর কোন বিশেষ গুন নেই। এটি মোটেও শক্তিশালী নয় এবং শিকার নিয়ে অন্য প্রানীর সাথে মারামারির চাইতে পালিয়ে যেতেই পছন্দ করে।

তাহলে তো আরও ১০/১২বার জন্ম নিতে হবে
05/09/2024

তাহলে তো আরও ১০/১২বার জন্ম নিতে হবে

কুমিল্লার দুঃখজনক ঘটনা
05/09/2024

কুমিল্লার দুঃখজনক ঘটনা

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
05/09/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে... ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ....!!
✅✅

কপি পোস্ট

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু ছাদে উঠে, গাধা আর নামতে চাইছে না। বহু চেষ্টা ...
05/09/2024

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন।

কিন্তু ছাদে উঠে, গাধা আর নামতে চাইছে না।

বহু চেষ্টা বিফলে গেল। গাধা মোটেও নামবে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।

আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল, তবুও গাধা নামছে না।

মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, গাধা পদাঘাত করে তাঁর বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ ভেঙে ফেলতে চাইছে।

মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়!

বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতেই চায় না, ছাদের উপর ক্রমাগতঃ লাথি মেরে চলেছে।

মোল্লা শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা মোল্লাকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল।

ভীষণ রকম আহত হয়ে মোল্লা মাটিতে পড়ে রয়েছেন। ওদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল। মোল্লা রক্তাক্ত, গাধাও তাই। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত পা ভেঙে গিয়েছে!

মোল্লা নাসিরুদ্দিন সেদিন বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই। নিয়ে গেলে গাধা -
প্রথমতঃ, যে জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে।
দ্বিতীয়তঃ, যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে।
তৃতীয়তঃ, গাধা নিজেরও ক্ষতি করবে।

অযোগ্য কাউকে ওপরে তুললে এই অবস্থাই হয়।

সংগৃহীত

Address

Master Ghat
Chandpur
8030

Telephone

+8801739385923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Amzad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Amzad:

Videos

Share