SK Emam Hossain Sobuj

SK Emam Hossain Sobuj ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
সবাইকে আমার নতুন পেজে স্বাগতম... Art & Entertainment

26/08/2023
12/03/2023

আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে।

08/12/2022

Hello there! Let's continue building our community with interesting discussions and engaging posts.

22/06/2022

যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে আসেই ধরা দেয়, কারন যে নদী যতো গভীর তার বয়ে যাওয়া শব্দ ততো কম।

আমরা যে কোন সফল ব্যাক্তির জীবনী দেখি প্রত্যেকের জীবন ধারন আলাদা কিন্তু একটি জায়গাতে মিলে যায় সেটি হলো, একটা স্বপ্ন দেখতে হয় আর সেটার পিছনে অবিরাম ছুটে চলতে হয় যেখানে পিছু ফিরে তাকানোর কোন উপায় নেই।

একটা প্রবাদ আছে, যদি উড়তে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হেঁটে চলো, যদি হাটতে না পারো তাহলে হামাগুড়ি দাও, যেটাই করো না কেন মনে রেখ তোমাকে সামনের দিকে যেতেই হবে।

শুধু একটাই লক্ষ্য থাকতে হবে যে আমাকে আমার লক্ষ্যে পৌছাতে হবে তার জন্য যতটুকু পরিশ্রম করতে হবে আমি সেটা করবো। পরিশ্রম কখনো বৃথা যায় না কিছু না কিছু দিয়েই যায়। যে মানুষটা নিজেকে সকল সময় চালিত রাখতে পারে সাফল্য তার কাছেই ছুটে আসে সফলতা এমন একটা জিনিস যেটা সবাই পায় না, তারাই পায় যারা নিয়মিত চেষ্টা করে থাকে। আমাদের একটা কাজ আগে শুরু করতে হবে আর শুরু করলে সেটা একদিন শেষ হবে, শুরুই যদি না করি তাহলে শেষ কি করে হবে? মনে রাখবেন যার শুরু আছে তার শেষটাও আছে।

সময়ের মূল্য অনেক তাই কাউকে তোমার সময় দ্বিতীয়বার নষ্ট করতে দিও না।

30/05/2022

পিদভী ফিলিং স্টেশন এন্ড এলপিজি

27/05/2022

কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।

23/05/2022

কক্সবাজার উপজেলা......

10/05/2022

কক্সবাজার উপজেলা

03/05/2022

আজ ঈদের দিন বিকেল বেলায় কক্সবাজার উপজেলা টেকনাফে অনেক বৃষ্টি হচ্ছে

23/04/2022

শিল্পীঃ হাফেজ মোঃ রবিউল্লাহ শরীফ

23/04/2022

ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি, নদীর ঢেউ পাখির গান কুরআন আমার সংবিধান, সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

21/04/2022

শিল্পীঃ হাফেজ মোঃ রবিউল্লাহ শরীফ,
এবং তার সহকারীরা,
হাফেজ মোঃ নোমান আহমেদ,
এবং
হাফেজ মোঃ আরিফ বিল্লাহ।

20/04/2022

কষ্ট করে হলে ও একবার পড়ুন । জীবনে কতো মেয়ের সত্বীত্ব নষ্ট করেছেন, তবুও সতী মেয়ে খুজেন ? কতো ছেলের সাথে সময় কাটিয়েছেন, তবুও চান আপনার স্বামী আপনাকে সময় দেবে ? আজান শুনেছেন, নামাজে যান নি, তবুও মরার পর জান্নাত চান ? দুনিয়ার ক্যরিয়ার বলে সব কিছু উজার করেছেন, আখেরাতের ক্যরিয়ারের কথা ভেবেছেন ?এতো স্বার্থ নিয়ে চিন্তা করবেন না । আল্লাহ দুনিয়াতে কাউকে কিছুই বলে না । আখেরাতের দিনেই তিনি বলবেন,সেদিন কি করবেন ? শুধু একটা পোষ্ট মনে করে লাইক দিয়েন না । অন্তত আজকে একটু ভাবুন তো আপনি কি রেখেছেন ? আপনারা লাইক দিলে আমরা টাকা পাই না, পাই শুধু একটু অনুপ্রেরনা ।

19/04/2022

আজ ১৮ তম তারাবির নামাজ,

19/04/2022

হাফেজ মোঃ রবিউল্লাহ শরীফ
এবং
হাফেজ মোঃ নোমান আহমেদ

18/04/2022

আজ ১৭ তম তারাবির নামাজ,

18/04/2022

তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়।

[হযরত আলী (রহঃ)

18/04/2022

মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে।

___ হযরত আলী (রাঃ)

18/04/2022

এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান,
কি করে দিবো আমি তার প্রতিদান.
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.

17/04/2022

ধংস তার জন্য, যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না। — আল কুরআন

17/04/2022

আজ ১৬ তম তারাবির নামাজ,

17/04/2022

পরের জায়গা, পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমিতো সেই ঘরের মালিক নই.........…..!
"শিল্পীঃ হাফেজ মোঃ রবিউল্লাহ শরীফ "
এবং সহকারি ""হাফেজ মোঃ নোমান আহমেদ""

16/04/2022

আজ ১৫ তম তারাবির নামাজ,

15/04/2022

আজ ১৪ তম তারাবির নামাজ,

আমরা তো অনেক কিছুই ভাইরাল করতে পারি সবাই মিলে, আসুন না এই লাইভ ভিডিও টা কেও আমরা সবাই মিলে ভাইরাল করি।

15/04/2022

*যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে আসেই ধরা দেয়, কারন যে নদী যতো গভীর তার বয়ে যাওয়া শব্দ ততো কম।

আমরা যে কোন সফল ব্যাক্তির জীবনী দেখি প্রত্যেকের জীবন ধারন আলাদা কিন্তু একটি জায়গাতে মিলে যায় সেটি হলো, একটা স্বপ্ন দেখতে হয় আর সেটার পিছনে অবিরাম ছুটে চলতে হয় যেখানে পিছু ফিরে তাকানোর কোন উপায় নেই।

একটা প্রবাদ আছে, যদি উড়তে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হেঁটে চলো, যদি হাটতে না পারো তাহলে হামাগুড়ি দাও, যেটাই করো না কেন মনে রেখ তোমাকে সামনের দিকে যেতেই হবে।

শুধু একটাই লক্ষ্য থাকতে হবে যে আমাকে আমার লক্ষ্যে পৌছাতে হবে তার জন্য যতটুকু পরিশ্রম করতে হবে আমি সেটা করবো। পরিশ্রম কখনো বৃথা যায় না কিছু না কিছু দিয়েই যায়। যে মানুষটা নিজেকে সকল সময় চালিত রাখতে পারে সাফল্য তার কাছেই ছুটে আসে সফলতা এমন একটা জিনিস যেটা সবাই পায় না, তারাই পায় যারা নিয়মিত চেষ্টা করে থাকে। আমাদের একটা কাজ আগে শুরু করতে হবে আর শুরু করলে সেটা একদিন শেষ হবে, শুরুই যদি না করি তাহলে শেষ কি করে হবে? মনে রাখবেন যার শুরু আছে তার শেষটাও আছে।

সময়ের মূল্য অনেক তাই কাউকে তোমার সময় দ্বিতীয়বার নষ্ট করতে দিও না।

14/04/2022

আজ ১৩ তম তারাবির নামাজ,

14/04/2022

“অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ” বিখ্যাত রাশিয়ান প্রবাদ

14/04/2022

জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরে ও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো।

14/04/2022

প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।

13/04/2022

আজ ১২ তম তারাবির নামাজ,

13/04/2022

“আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না”

13/04/2022

“মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে। অভ্যাস দিয়ে তুমি সামনে এগুবে”

12/04/2022

“বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ, তারা লক্ষ্য নিয়ে ঠিকমত পরিকল্পনা করে না, এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায়, এবং কিভাবে পৌঁছাতে চায়”

12/04/2022

অন্যকে দেখে নিজেকে কখন ছোট ভাববেন না, বা নিজেকে দুখীঃ ভাববেন না। অনের দৃষ্টিতে নিজেকে দেখুন দেখবেন আপনি অনেক বেশী সুখী।

Address

Chandpur
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when SK Emam Hossain Sobuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK Emam Hossain Sobuj:

Videos

Share