Ajkershahrasti.com

Ajkershahrasti.com The most popular and largest Citizen Journalism news portal in Shahrasti
(2)

Contact:
Mobile: +880963786029
E-mail: [email protected]
www.ajkershahrasti.com/p/contact.html

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটি যারা নিয়মতি সকাল-বিকাল আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত প...
21/06/2024

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটি যারা নিয়মতি সকাল-বিকাল আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন।

দোয়াটি হলো-

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শাররী মা খালাক্বা।

অর্থ : আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালেমাসমূহের উসিলায়, তাঁর সৃষ্ট সকল প্রাণীর অনিষ্টতা থেকে।

হাদিসে ঘোষিত এ দোয়ার ফজিলতসমূহ

- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার এক লোককে বিচ্ছু দংশন করলে লোকটি ব্যথার কারণে রাতে ঘুমাতে পারল না, সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টি জানালে তিনি বললেন, যদি সন্ধ্যা বেলায় এ দোয়াটি পড়তে তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তাকে কোনো ক্ষতি করতে পারতো না।

(মুসলিম, ইবনু মাজাহ, আবু দাউদ)

19/06/2024

Natural View

এছাড়াও এসএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট দিয়ে দেবকরা উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ডের সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে  তা...
07/12/2023

এছাড়াও এসএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট দিয়ে দেবকরা উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ডের সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ওয়াকওয়ে, শাহরাস্তি।ছবি ক্রেডিটঃ Shakhawat Al Sakib
13/10/2023

ওয়াকওয়ে, শাহরাস্তি।
ছবি ক্রেডিটঃ Shakhawat Al Sakib

 # ফিরে দেখা স্মৃতিময় অতীত টাকার বিনিময়ে জীবনের প্রথম শো, শাহারাস্তি মেহের ডিগ্রী কলেজ, চাঁদপুর।  কুমিল্লার কৃতি সন্তান ...
16/12/2022

# ফিরে দেখা স্মৃতিময় অতীত

টাকার বিনিময়ে জীবনের প্রথম শো, শাহারাস্তি মেহের ডিগ্রী কলেজ, চাঁদপুর। কুমিল্লার কৃতি সন্তান মিউজিক কম্পোজার উজ্জ্বল সিনহার ডাকে এই শো, আমি টাকা নিতে চাইনি, উজ্জ্বল জোর করে আমাকে তিনশো টাকা দিয়েছিলো। আসলে কাজের বিনিময় মূল্য না থাকলে সেই কাজের গুরুত্ব থাকেনা, এর চেয়ে চ্যারিটি ভাল।

আমার সঙ্গে লীড গীটারে জুয়েল
কী-বোর্ড - ঊজ্জোল সিনহা
ড্রামস- ইদ্রিস
বেজ গীটার- তাপস

সাউন্ডে ছিলেন কুমার এন্থনী ভুলু'দা

ছবিটা ১৯৯৫ সালের...

ভালবাসা অবিরাম...

আসিফ আকবর এর টাইমলাইন থেকে নেয়া।

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগে মোঃ মানিক হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ...
07/11/2022

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগে মোঃ মানিক হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা মিঞা বাড়ির শাহাদাত হোসেন বাবু’র ছোট মেয়ে তানহা আক্তার নাদিয়া (০৮) কাদরা সপ্রাবি’র প্রথম শ্রেণির ছাত্রী। বিকেলে সে বাড়ির পার্শবর্তী ব্র্যাক স্কুলেও পড়তো।

গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টার সময় ব্র্যাক স্কুলের ক্লাস শেষে বাড়িতে বই খাতা রেখে খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলে মেয়েটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাতে বাড়ির পাশে কবরস্থানের পূর্ব পাশে ডোবার মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই পুলিশ জড়িত সন্দেহে খেড়িহর তেলি বাড়ির আবদুল কাদেরের পুত্র মোঃ মানিক হোসেনকে (১৬) আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।

নিহত শিশুর মা তাসলিমা আক্তার জানান, খেলতে গিয়ে নাদিয়া ফিরে না আসায় আশপাশে খুঁজতে থাকি। একপর্যায়ে মানিকের দেখানো স্থানে গিয়ে কবরস্থানের পূর্ব পাশের ডোবায় তাকে খুঁজে পাই। যারা আমার বুক খালি করেছে আমি তাদের বিচার চাই।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, ভোররাতে কিশোর মোঃ মানিককে গ্রেফতার করা হয়েছে। সে তার মামার বাড়িতে থাকতো। মানিক এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে সে জানায় নিহত নাদিয়া প্রায়ই তাকে চোর বলে ক্ষ্যাপাতো। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সে নাদিয়াকে বাড়ির পার্শবর্তী কবরস্থানের পূর্ব পাশে নির্জণ স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটি চিৎকার দিলে সে তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবার পানিতে চুবিয়ে দেয়।

অভিনন্দন শাহরাস্তি  একাদশ ⚽✌️🖤
30/09/2022

অভিনন্দন শাহরাস্তি একাদশ ⚽✌️🖤

আজ সকাল সাড়ে দশটায়। একটা পাঁচ বছরের ছেলে বাচ্চা তিন তালা থেকে নিচে পড়ে যায় এ সময় ছেলেটির  পেটের ভেতর দিয়ে রড প্রবে...
25/09/2022

আজ সকাল সাড়ে দশটায়। একটা পাঁচ বছরের ছেলে বাচ্চা তিন তালা থেকে নিচে পড়ে যায় এ সময় ছেলেটির পেটের ভেতর দিয়ে রড প্রবেশ করে এবং পিঠ দিয়ে বের হয় । ঘটনাটা ঘটেছে মেট্রো গার্মেন্টস সংলগ্ন পশ্চিম দিকের গলিতে সবাই দোয়া করবেন আল্লাহ তা'আলা যেনো ছেলেটাকে সুস্থ রাখে 😥😥😥

- হ্যারে, তোর মা কই? - মায়রে লাগবো না, আমিই ডিম ব্যাচতে পারি। কী লাগবে কন। আমার চোখ গোল গোল। - ডিমের ডজন কত? - নব্বই ট্য...
10/09/2022

- হ্যারে, তোর মা কই?
- মায়রে লাগবো না, আমিই ডিম ব্যাচতে পারি। কী লাগবে কন।
আমার চোখ গোল গোল।

- ডিমের ডজন কত?
- নব্বই ট্যাকা
- এক ডজনে কয়টা ডিম হয়?

উত্তর নাই। চোখ কুঁচকে গ্যাছে। পাশে বসা ছোট বোনের দিকে তাকিয়ে, "ব্যাডায় আমার পরীক্ষা লয়।"

- কি রে জানোস না?
এবার সে মহাবিরক্ত।
- বারোডায় এক ডজন। গজগজ করে তার গলা।
- ডিম পচা হবে না তো?

উত্তর নাই। পাশে বাসা ছোট বোন এবার মুখ খোলে। না, না, মায় বাইছা বাইছা আনে। কোনো পচা নাই। বড় বোন কড়া চোখে তাকায়। ছোট বোন চুপসে যায়। আর কথা নাই।

আমার তাড়া আছে।
-দাও এক ডজন, বড় বড় দেখে দাও।
এবার অতি যত্নে একটা পলি ব্যাগ তোলে। ফু দিয়ে জোড়া লাগানো মুখটা মেলে ধরে। গুনে গুনে ডিম তোলে। ধীরে ধীরে ব্যাগে রাখে। ৬টা ডিম ভরার পর আবার গোনে। ৬ টা হলো তো!

ছোট বোন টিপ্পনী কাটে, "আরে হ, ৬টাই হইছে, আমিও গুনতাছি।" বড় বোন চোখ মটকায়। আরো ৬টা ডিম ব্যাগে ঢোকে অতি সতর্কতায়। ব্যাগের মুখে একটা দক্ষ গিট্টু দেয়া হয়। এই গিট্টু সে আগেও দিয়েছে। আঙুলে ছন্দ আছে৷ মেহেদী দেয়া দুই হাত সন্তর্পনে বাগিয়ে ধরে গ্রাহকের দিকে। হাত তার কাঁপে না। এই হাতে সে সংসারের হাল ধরে রাখে৷ কাঁপলে চলবে না।

আমি লেনদেন শোধ করি। আমার তাড়া আছে। এগিয়ে যাই। হঠাৎ পেছনে শুনতে পাই, "আমি যখন কাস্টমারের সাথে কথা কই তুমি মুখ খুলবা না, বুঝলা?" আমি মাথা না ঘুরিয়ে পারি না। ছোট বোন চুপসে আছে। বড় বোন টাকাটা গুনছে৷ তার মুখে ভোরের আলো আর বিশ্বজয়ের হাসি।
~হাসিবুল ইসলাম বাপ্পি

এক মাসে দুইবার রক্তদান করার ফলে মৃত্যু !!!যারা নিয়মিত রক্তদান করেন তাদের উদ্দেশ্যে বলতেছিঃ-আপনি যদি নিয়মিত রক্তদান করে...
06/09/2022

এক মাসে দুইবার রক্তদান করার ফলে মৃত্যু !!!

যারা নিয়মিত রক্তদান করেন তাদের উদ্দেশ্যে বলতেছিঃ-

আপনি যদি নিয়মিত রক্তদান করেন তাহলে, প্রতি তিন মাস পরপর রক্ত দিবেন। কোনভাবেই তিন মাসের আগে কিংবা এক মাসে দুইবার রক্ত দেওয়ার মত ভুল করবেন না।

এই ভুলটা করলে আপনার শরীরের রক্তে হিমোগ্লোবিন কমে শরীর দুর্বল হয়ে যেতে পারে, যার ফলাফল নির্ঘাত মৃত্যু হতে পারে।

বিঃদ্রঃ আগে নিজে বাঁচুন, তারপর অন্যকে বাঁচান।

সকল রক্ত যোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া রইল।

চাঁদপুরের হাজীগঞ্জে সৎ মায়ের হাতে ৩ বছরের শিশু আহমদ খু'ন। তার সৎ মা কোহিনুর বেগম তাকে হ'ত্যা করে ঘরের ভিতরে মাটিচাপা দিয...
29/08/2022

চাঁদপুরের হাজীগঞ্জে সৎ মায়ের হাতে ৩ বছরের শিশু আহমদ খু'ন।
তার সৎ মা কোহিনুর বেগম তাকে হ'ত্যা করে ঘরের ভিতরে মাটিচাপা দিয়ে রেখেছে।

ঘটনাটি ঘটেছে রামগঞ্জে। শিশুটির বাড়ি হাজীগঞ্জের জিয়ানগর গ্রামে। তার বাবার নাম হাফেজ শাহ মিরন।

চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশন করতে যেএ রোগীর পেটের নাড়ি-ভুঁড়ি কেটে ফেলে, পরে একই অপারেশ...
10/07/2022

চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশন করতে যেএ রোগীর পেটের নাড়ি-ভুঁড়ি কেটে ফেলে, পরে একই অপারেশন দুই বার করে নাড়ি-ভুঁড়ি কেটে ফেলে দেয়া হয়, রোগী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রোগীর আত্মীয়র সাথে কথা হয়েছে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© Jiku

23/02/2022

শাহরাস্তিতে সড়ক দুর্ঘ'টনায় নিহ'তের লা'শ আনতে টাকা চেয়েছে পুলিশ! ফেসবুক লাইভে ক্ষোব ঝাড়লেন বন্ধু।

11/02/2022

শাহরাস্তির সমিরন দত্তের অসাধারণ কর্ম দক্ষতা নিয়ে যমুনা টিভির প্রতিবেদন।

শুভ জন্মদিন, গণমানুষের নেতা!!
13/09/2021

শুভ জন্মদিন, গণমানুষের নেতা!!

রফিকুল ইসলাম ১৯৪৩ সালের ১৩ সেপ্টেম্বরে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নাওড়া গ্রামে জন্মগ্রহণ করে। তার বাবার না.....

সজাগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা শাহরাস্তিতে ফ্রিতে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে..!!
01/08/2021

সজাগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা শাহরাস্তিতে ফ্রিতে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে..!!

ঈদ মোবারক..!!
20/07/2021

ঈদ মোবারক..!!

বীর মুক্তিযোদ্ধা শহিদ সালাহউদ্দিন, তথ্য বের করতে না পারে পাকিস্থানি সৈন্যরা যাঁকে ছেড়ে দিয়েছিল বাঘের খাঁচায়।১৯৭১ সালের ১...
25/03/2021

বীর মুক্তিযোদ্ধা শহিদ সালাহউদ্দিন, তথ্য বের করতে না পারে পাকিস্থানি সৈন্যরা যাঁকে ছেড়ে দিয়েছিল বাঘের খাঁচায়।

১৯৭১ সালের ১১ নভেম্বর। ঠাকুরগাঁওয়ের ইস্ট পাকিস্থান রাইফেলস (ইপিআর) ক্যাম্প। ভয়ংকর নির্যাতনের পর পাকিস্থানি সেনারা ক্যাম্পের বাঘের খাঁচায় ছুড়ে ফেলল এক তরুণকে। হুংকার দিয়ে দুটো বাঘ ঝাঁপিয়ে পড়ল তাঁর ওপর। টেনে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলল তাঁকে। ওই তরুণের নাম সালাহউদ্দিন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও ছিল দিনাজপুর জেলার একটি মহকুমা। এই মহকুমার পীরগঞ্জ থানার কোষারানীগঞ্জ শহিদ সালাহউদ্দিনের গ্রাম।

শহিদ সালাহউদ্দিনের পরিবার, স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রামাণ্য সালাহউদ্দিন (বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধার প্রাণোৎসর্গ) গ্রন্থ থেকে জানা যায়, ১৯৭১ সালের এপ্রিল মাসের প্রথম দিকে পাকিস্থান সেনাবাহিনী দিনাজপুরের বিভিন্ন এলাকায় চরম গণহত্যা চালায়। তারা ১৮ এপ্রিল পীরগঞ্জে গণহত্যা চালাতে গিয়ে ব্যাপক অগ্নিসংযোগ-লুটপাট ও নারী নির্যাতন করে। গণহত্যার ভয়ে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যান। আবার অনেকেই যোগ দেন মুক্তিযুদ্ধে। সে সময়ের দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজের একাদশ শ্রেণির ছাত্র সালাহউদ্দিনও সীমান্ত পাড়ি দিয়ে চলে যান ভারতে। প্রশিক্ষণ শেষ করে যোগ দেন মুক্তিযুদ্ধে। অস্ত্র হাতে অপারেশন শেষে ছুটতে থাকেন একের পর এক এলাকায়।

১৯৭১ সালের ১০ নভেম্বর। সহযোদ্ধাদের সঙ্গে সালাহউদ্দিন পীরগঞ্জের জাবরহাট ক্যাম্পে অবস্থান করেছিলেন। সে সময় একটা দুঃসংবাদ এল। সালাহউদ্দিনের বাবাকে পাকিস্থানি সেনারা ধরে নিয়ে গেছে ইপিআর ক্যাম্পে। ভেঙে পড়লেন সালাহউদ্দিন। গভীর রাতে একজন সহযোদ্ধাকে জানিয়ে বাড়ির দিকে রওনা দিলেন তিনি। ১১ থেকে ১২ মাইল পথ পাড়ি দিয়ে সালাহউদ্দিন পৌঁছে গেলেন বাড়ি। ‘মা, মা...’ বলে ডাকতেই খুলে গেল ঘরের দরজার কপাট। পরিবারের সদস্যরা সালাহউদ্দিনকে দেখে আত্মহারা।

এদিকে সালাহউদ্দিন যখন গ্রামে ঢুকছিলেন, তখন রাজাকাররা তাঁকে দেখে ফেলে। খবর চলে যায় পাকিস্থানি সেনা সদর দপ্তরে। সকাল ১০টার দিকে সালাহউদ্দিনের বাড়ি ঘিরে ফেলে পাকিস্থানি সেনারা। টের পেয়ে সালাহউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পারলেন না। সালাহউদ্দিনের মা নিজের জীবনের বিনিময়ে হলেও পাকিস্থানি সেনাদের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়েও ব্যর্থ হন। তবে তিনি ঘর থেকে কোরআন শরিফ এনে ক্যাপ্টেনের হাতে দিয়ে বললেন, ‘আমার বাবাকে মারবে না, শুধু এটুকু কথা বলে যাও।’ কোরআন ছুঁয়ে ক্যাপ্টেন বলে যান, ‘নেহি মারুঙ্গা উনকো।’

এরপর পাকিস্থানি সেনারা সালাহউদ্দিনকে বন্দী করে নিয়ে যায় ঠাকুরগাঁওয়ের ইপিআর ক্যাম্পে (বর্তমান বিজিবি ঠাকুরগাঁও সদর দপ্তর)। সেখানেই পাকিস্থানি সেনাদের সদর দপ্তর। সেখানে এনে তাঁর কাছ থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থানের তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্থানি সেনারা। কিন্তু সালাহউদ্দিন তাদের প্রত্যাখ্যান করেন। এরপর তাঁর ওপরে ভয়ংকর নির্যাতন চালাতে শুরু করে সেনারা। প্রথমে ভয়ভীতির পর ধীরে ধীরে বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। চোখের মণিতে বড়শি বিঁধিয়ে নিষ্ঠুরভাবে টানাটানি করা হল। তবু অনড় সালাহউদ্দিন। নির্যাতনের একপর্যায়ে কেটে নেওয়া হলো হাতের আঙুল। হাতে-পায়ে পেরেক ঠুকে তাঁকে ঝুলিয়ে রাখা হলো। তারপরও বিন্দুমাত্র টলানো গেল না সালাহউদ্দিনকে।

শেষ পর্যন্ত সালাহউদ্দিনকে ঘিরে এক বর্বর সিদ্ধান্ত নেয় পাকিস্থানি সেনারা। শহরজুড়ে মাইকে প্রচারণা চালিয়ে মানুষজনকে আমন্ত্রণ জানানো হয়। ১২ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে পাকিস্থানি সেনারা তাঁর হাত বেঁধে ক্যাম্পে থাকা বাঘের খাঁচায় ছেড়ে দেয়। একটি বাঘ একপলকেই সালাহউদ্দিনের বুক ও মুখে থাবা বসিয়ে দিল। সালাহউদ্দিন ‘মা, মা...’ বলে চিৎকার দিতেই খাঁচার দুই বাঘ মিলে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল তাঁর দেহ। আর এ দৃশ্য দেখে উপস্থিত রাজাকার ও পাকিস্থানি সেনারা উল্লাস করতে লাগল।

সালাহউদ্দিনের চাচাতো ভাই মো. ওহিদুজ্জামান বলেন, বিশ্বের ইতিহাসে কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যার বর্বরতা আর আছে কি না, তা তাঁর জানা নেই। এ ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক নির্মম ঘটনা। দেশের স্বাধীনতার জন্য সালাহউদ্দিন বাঘের খাঁচায় নিজের জীবন উৎসর্গ করলেও আজ সে ঘটনার খুব একটা আলোচনা নেই। বাঘের খাঁচায় সালাহউদ্দিনের জীবন উৎসর্গের ঘটনাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এবং ১২ নভেম্বর শহিদ সালাহউদ্দিন দিবস হিসেবে ঘোষণার দাবি করেন তিনি।

পীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান বলেন, ‘শহিদ সালাহউদ্দিনের বীরত্ব নিয়ে অনেক কিছু করার ছিল। কিন্তু আমরা তেমন কিছুই করতে পারলাম না। এটা আমাদের কষ্ট দেয়।

তথ্যঃ প্রথম আলো।

আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন 🥀
09/03/2021

আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন 🥀

বাংলাদেশের আইনে (LGBT) একটি শাস্তিযোগ্য অপরাধ! যেটাকে ইসলামও সমর্থন করে না।
08/03/2021

বাংলাদেশের আইনে (LGBT) একটি শাস্তিযোগ্য অপরাধ! যেটাকে ইসলামও সমর্থন করে না।

শুভেচ্ছা ও অভিনন্দন 🥀
07/03/2021

শুভেচ্ছা ও অভিনন্দন 🥀

৭ মার্চ শুধু একটি তারিখ নয়, নতুন বিশ্বাসে নতুন চেতনা ও অনুপ্রেরণা নিয়ে শুরু করার দিন!
07/03/2021

৭ মার্চ শুধু একটি তারিখ নয়, নতুন বিশ্বাসে নতুন চেতনা ও অনুপ্রেরণা নিয়ে শুরু করার দিন!

06/03/2021

বুধবার শাহরাস্তিতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে সিসিটিভির ভিডিও প্রকাশ..!
সংঘর্ষে জিহাদ হোসেন (১২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।
05/03/2021

নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

সৃষ্টিকর্তা সবাইকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন!
03/03/2021

সৃষ্টিকর্তা সবাইকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন!

ছবিতে, রফিকুল ইসলাম বীর উত্তম এর সাথে শাহরাস্তিপৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল লতিফ।Image Copyright Collected.
02/03/2021

ছবিতে, রফিকুল ইসলাম বীর উত্তম এর সাথে শাহরাস্তি
পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল লতিফ।

Image Copyright Collected.

বিডিক্লিন টিম চাঁদপুর।লোকেশনঃ ইলিশ চত্বর, চাঁদপুর বড়স্টেশন।Image Copyright Collected.
27/02/2021

বিডিক্লিন টিম চাঁদপুর।
লোকেশনঃ ইলিশ চত্বর, চাঁদপুর বড়স্টেশন।
Image Copyright Collected.

পড়তে পারেন বহুরূপী সম্পর্কে।
27/02/2021

পড়তে পারেন বহুরূপী সম্পর্কে।

The Most Popular and largest Bangla News Portal Of Shahrasti

মহান আল্লাহ রাব্বুল আলামীন, তাদের শহীদ হিসেবে কবুল করে নিক। 🤲
25/02/2021

মহান আল্লাহ রাব্বুল আলামীন, তাদের শহীদ হিসেবে কবুল করে নিক। 🤲

সকালে ঘুম থেকে উঠার পর কয়েকজন লাশটি পড়ে থাকতে দেখে।
21/02/2021

সকালে ঘুম থেকে উঠার পর কয়েকজন লাশটি পড়ে থাকতে দেখে।

পরশ চক্রবর্তীঃ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামে রেললাইনের পাশ হতে এক অজ্ঞাত...

Address

Chandpur
3620

Alerts

Be the first to know and let us send you an email when Ajkershahrasti.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajkershahrasti.com:

Videos

Share



You may also like