Oxalis

Oxalis Wildlife Bangla

29/04/2022

Colorful autumn Mountain Garden

25/04/2022

পাফিন (Puffin)

আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে বসবাসকারী বিশ্বের সবচেয়ে সুন্দর সামুদ্রিক পাখি পাফিন।

16/04/2022

Black Heron

13/04/2022

Lovey cat

12/04/2022

Beauty of Nature

10/04/2022

ইউরেশিয়ান জে (Eurasian Jay)

অন্যতম সুন্দর একটি পাখি ইউরেশিয়ান জে। ইউরেশিয়ান জে একাকী পাখি তবে প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় পাওয়া যায়। তারা লাজুক, সহজে ভয় পায়, তারা মোটামুটি বুদ্ধিমান। ইউরেশিয়ান জে প্রচুর পরিমানে বাদাম খেতে পছন্দ করে ।

গোল্ডেন ফিজ্যান্ট (Golden Pheasant)বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের তালিকা করলে গোল্ডেন ফিজ্যান্ট প্রথম সারিতেই থাকবে। পৃথি...
07/04/2022

গোল্ডেন ফিজ্যান্ট (Golden Pheasant)

বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের তালিকা করলে গোল্ডেন ফিজ্যান্ট প্রথম সারিতেই থাকবে। পৃথিবীর অনেক দেশেই এই পাখি দেখা যায়। এই পাখি বেশিরভাগ পাহাড়ি ও বনাঞ্চলে বসবাস করে। রঙ্গিন পালক এবং সোনালি লাল চুলের সৌন্দর্যের কারণে এর নাম দেওয়া হয়েছে গোল্ডেন ফিজ্যান্ট। গোল্ডেন ফিজ্যান্টের মাথায় ক্রেস্টের মতো দুর্দান্ত গোল্ডেন ফার্ন-সহ একটি প্রাণবন্ত লালচে-কমলা ঘাড় রয়েছে। পাখিটি প্রায় ৯০-১০৫ সেমি পর্যন্ত বড় হয় এবং লেজের দৈর্ঘ্য পাখির আকারের দুই-তৃতীয়াংশ। গোল্ডেন ফিজ্যান্ট পাতা, পোকামাকড় এবং মাকড়সা খেতে পছন্দ করে।

রেড হ্যান্ডফিস (Red Handfish)মাছের ও হাত থাকতে পারে! কথাটি শুনতেই অদ্ভুত মনে হচ্ছে। অদ্ভুত হলে ও সত্যি যে মাছের ও হাত আছ...
06/04/2022

রেড হ্যান্ডফিস (Red Handfish)

মাছের ও হাত থাকতে পারে! কথাটি শুনতেই অদ্ভুত মনে হচ্ছে। অদ্ভুত হলে ও সত্যি যে মাছের ও হাত আছে। লাল হ্যান্ডফিশ হল বেন্থিক সমুদ্রের বাসিন্দা যারা তাদের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে সমুদ্রতলে হামাগুড়ি দেয়। এরা দুই থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়। রেড হ্যান্ডফিশ আসলে দুটি রঙের বৈচিত্রে আসে একটি উজ্জ্বল লাল এবং অন্যটি লাল অলঙ্করণ দ্বারা চিহ্নিত। ১৮০০-এর দশকে তাসমান উপদ্বীপের পোর্ট আর্থারের কাছে অধরা মাছটি প্রথম দেখা গিয়েছিল।

প্রাণঘাতী নাইটশেড (Deadly Nightshade)একটি কিংবদন্তি থেকে পাওয়া যায়, ম্যাকবেথের সৈন্যদল ডেনসের আক্রমণকারী সৈন্যদের একটি ম...
05/04/2022

প্রাণঘাতী নাইটশেড (Deadly Nightshade)

একটি কিংবদন্তি থেকে পাওয়া যায়, ম্যাকবেথের সৈন্যদল ডেনসের আক্রমণকারী সৈন্যদের একটি মিষ্টি ফল থেকে তৈরি ওয়াইন খাইয়ে হত্যা করেছিলো। সেই মিষ্টি ফলের উদ্ভিদটিই হলো এই প্রাণঘাতী নাইটশেড। এই উদ্ভিদটিতে রয়েছে ছোটছোট জামের মত দেখতে মিষ্টি ফল, যা বাচ্চাদের পাশাপাশি বড়দেরকেও আকৃষ্ট করে। দক্ষিণ ও মধ্য ইউরেশিয়ার বন এবং পরিত্যক্ত এলাকায় এই ধূসর সবুজ রঙের পাতা এবং ঝকমকে জামজাতীয় ফল সম্বলিত গাছটির দেখা পাওয়া যায়। নাইটশেডের কাণ্ড, পাতা, ফল এবং মূলে রয়েছে রয়েছে এট্রোপিন এবং স্কোপোলামাইন, যা দেহের অনৈচ্ছিক পেশী যেমন হৃৎপিণ্ডে পক্ষাঘাতের সৃষ্টি করে। এমনকি শুধু এই উদ্ভিদটিকে স্পর্শ করলে বা দেহের কোনো অংশ উদ্ভিদটির সংস্পর্শে আসলেও শরীরে জ্বালাতন করে।

ডালমেশিয়ান পেলিক্যান (Dalmatian Pelican)ওজনে ভারি হওয়া সত্যেও উড়তে পারে এমন পাখিদের মধ্যে ডালমেশিয়ান পেলিক্যান অন্যতম। ই...
05/04/2022

ডালমেশিয়ান পেলিক্যান (Dalmatian Pelican)

ওজনে ভারি হওয়া সত্যেও উড়তে পারে এমন পাখিদের মধ্যে ডালমেশিয়ান পেলিক্যান অন্যতম। ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় এদের বসবাস। বৃহদাকার এই পাখিটি ৬ ফুট পর্যন্ত দীর্ঘ হয় এবং এদের ওজন হয় ১২ থেকে ১৪ কেজি পর্যন্ত। পরিণত বয়সে একটি ডালমেশিয়ান পেলিক্যান এর পাখার প্রসারতা হয় ৯ ফুট পর্যন্ত। দেখতে ঠিক শ্বেত পেলিক্যান এর মত হলেও ডালমেশিয়ান পেলিক্যান আকারে অনেক বড়।

ডালমেশিয়ান পেলিক্যান এর গলার দৈর্ঘ্য ১৮ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। গলার দৈর্ঘ্যের দিক থেকে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। এদিক থেকে অস্ট্রেলিয়ান পেলিক্যানদের অবস্থান প্রথমে। ডালমেশিয়ান পেলিক্যানদের প্রধান খাদ্য মাছ। প্রতিদিন এরা গড়ে ২ কেজি পর্যন্ত মাছ খায়। এদের খাদ্য তালিকায় রয়েছে ক্যাটফিশ, ঈল ও ইউরোপিয়ান পার্চ ইত্যাদি।

ড্রাগন স্নেকহেডস (Dragon snakeheads)গবেষকরা ঈলের মতো মাছের একটি নতুন পরিবার আবিষ্কার করেছেন, যার নাম ড্রাগন স্নেকহেডস, য...
31/03/2022

ড্রাগন স্নেকহেডস (Dragon snakeheads)

গবেষকরা ঈলের মতো মাছের একটি নতুন পরিবার আবিষ্কার করেছেন, যার নাম ড্রাগন স্নেকহেডস, যা দক্ষিণ ভারতের ভূগর্ভস্থ জলে বাস করে।

কমন সুইফট (Common Swift)গবেষণা থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কমন সুইফট প্রতি বছর ইউরোপের উত্তরাঞ্চল থেকে মধ্য আফ্রিকা যায় ট...
29/03/2022

কমন সুইফট (Common Swift)

গবেষণা থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কমন সুইফট প্রতি বছর ইউরোপের উত্তরাঞ্চল থেকে মধ্য আফ্রিকা যায় টানা ১০ মাসের যাত্রা করে। এর ৯৯.৫ শতাংশ সময়ই তারা আকাশে থাকে। যখন কোনো গাছের ডালে বা মাটিতে নামে, তা মাত্র এক থেকে দু’ঘণ্টার জন্য। তারপর আবার শুরু হয় তাদের ওড়া।
সারাক্ষণ ওড়ার ওপরই থাকে বলে কমন সুইফট সব কাজ আকাশেই করে। উড়তে উড়তে উড়ন্ত পোকামাড় ও জলাশয় থেকে তারা চুমুক দিয়ে পানি খায়।

কানো ক্রিস্টালস (Cano Crystals)কলম্বিয়ার "রেইনবো নদী", এই নদী কে কখনও কখনও "পাঁচ রঙের নদী"ও বলা হয়। মাকারেনিয়া ক্লাভিগে...
26/03/2022

কানো ক্রিস্টালস (Cano Crystals)

কলম্বিয়ার "রেইনবো নদী", এই নদী কে কখনও কখনও "পাঁচ রঙের নদী"ও বলা হয়। মাকারেনিয়া ক্লাভিগেরা নামক বিশেষ প্রজাতির শ্যাওলা নদীর রঙকে প্রভাবিত করে। এ প্রজাতির শ্যাওলা কেবল এ নদীতেই পাওয়া যায়। শ্যাওলাগুলো হলুদ, নীল, সবুজ, লাল এবং কমলা রঙের হয়ে থাকে। বিশেষ করে জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে কয়েক সপ্তাহের জন্য নদীর তলদেশে এ বর্ণিল রঙের সৃষ্টি হয়।

অদ্ভুত ধরনের ফুল গাছ পুয়া রাইমন্ডিপুয়া রাইমন্ডি (Puya Raimondi), পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালায় এ ফুল গাছ পাওয়া যায়...
26/03/2022

অদ্ভুত ধরনের ফুল গাছ পুয়া রাইমন্ডি

পুয়া রাইমন্ডি (Puya Raimondi), পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালায় এ ফুল গাছ পাওয়া যায়। গাছটিকে ‘কুইন অব দ্য আন্দিজ’ নামেও ডাকা হয়। গাছটি আন্দিজ পর্বতের ৩,০০০ থেকে ৪,৮০০ মিটার উচ্চতায় জন্মায়। উচ্চতা প্রায় ৪০ ফুট লম্বা। পুয়া রাইমন্ডির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ৮০ থেকে ১০০ বছরের মধ্যে মাত্র একবারই গাছটিতে ফুল আসে।

প্রতিটি গাছে ৮ থেকে ২০ হাজার ফুল ফুটে এবং তার থেকে ৮০ থেকে ১২০ লক্ষ বীজ তৈরি হয়। আর এই ফুল আসার পরেই গাছটির মৃত্যু ঘটে। গবেষকদের মতে, বিশ্বের পুষ্পজাতীয় উদ্ভিদের মধ্যে সবচেয়ে ধীর গতির ফুল ফোটা উদ্ভিদের মধ্যে এটি অন্যতম। দুঃখের বিষয়, বিরল প্রজাতির উদ্ভিদটি বর্তমানে বিপন্ন প্রজাতির উদ্ভিদ হিসেবে তালিকায় স্থান পেয়েছে।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxalis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies