Tasrif Araf

Tasrif Araf একজন স্বপ্নবাজ মানুষ। লেখালেখি করি, ভ্রমণ ভালো লাগে।

চাঁদপুর শহরে আপনার এলাকা কোনটা...?
28/12/2023

চাঁদপুর শহরে আপনার এলাকা কোনটা...?

তাসরিফ আরাফ যখন ক্ষুদে চিকিৎসক
04/10/2023

তাসরিফ আরাফ যখন ক্ষুদে চিকিৎসক

24/08/2023

যেখানে মিলেছে মেঘনা-ডাকাতিয়া
যেখানে বসলে প্রাণ জুড়িয়ে যার....
সময় হলে অপনিও ঘুরে আসতে পরেন...

#পুরাণবাজার_চাঁদপুর।

09/08/2023

রাকিবের বৌভাত | বরের প্লেটে আস্ত খাসি

'হাট্টিমা টিম টিম' ছড়াটি মূলত ৫২ লাইনের।ছড়াটি লিখেছেন রোকনুজ্জামান খান...'টাট্টুকে আজ আনতে দিলামবাজার থেকে শিমমনের ভুলে...
05/08/2023

'হাট্টিমা টিম টিম' ছড়াটি মূলত ৫২ লাইনের।
ছড়াটি লিখেছেন রোকনুজ্জামান খান...

'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'
সংগৃহীত পোস্ট

25/07/2023

চাঁদপুরে বৃক্ষমেলায় দেশী-বিদেশী বৃক্ষের সমাহার

#চাঁদপুর #বৃক্ষমেলা

আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই ফলকে কি বলে??
18/07/2023

আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই ফলকে কি বলে??

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ★ গেন্ডারিয়া  ইংরেজি শব্দ Grand Area  থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ...
17/07/2023

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★ গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★ মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★ পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★ এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল" এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"।

★ কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★ রমনা পার্কঃ
অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির"। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★ গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★ টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★ তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা।

★ বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়।

★ ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★ পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।
পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম-পাগলা।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★ শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★ সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।
(সংগৃহীত)

এবার পায়ে হেঁটে হজ্ব করার লক্ষ্যে পবিত্র মক্কার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন আলিফ মাহমুদ আদিব নামে এক বাংলাদেশি যুবক।...
10/07/2023

এবার পায়ে হেঁটে হজ্ব করার লক্ষ্যে পবিত্র মক্কার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন আলিফ মাহমুদ আদিব নামে এক বাংলাদেশি যুবক।

প্রথম বাংলাদেশি হিসেবে গত ৮ জুলাই শনিবার তিনি পায়ে হেঁটে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেন। আগামী ২০২৪ সালে তার হজ্ব পালনের লক্ষ্য রয়েছে।

আলিফ মাহমুদ আদিব কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতাবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান। এর আগে তিনি সাইকেল চালিয়ে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করেছেন।

মহান আল্লাহ্ তার ইচ্ছে পূরণ করুন এবং তাকে সুস্থ্যতার সাথে হজ্ব পালন শেষে দেশে ফেরার তৌফিক দান করুক (আমিন)।

09/07/2023
ইদ্রাকপুর কেল্লা, মুন্সিগঞ্জনদী বেষ্টিত ঢাকা, নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকাকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষার...
01/07/2023

ইদ্রাকপুর কেল্লা, মুন্সিগঞ্জ

নদী বেষ্টিত ঢাকা, নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকাকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষার জন্য একটি দুর্গ বা কেল্লা নির্মাণ করা হয়। বাংলার সুবাদার ও সেনাপতি মীর জুমলা ১৬৬০ খ্রিষ্টাব্দে তৎকালিন ইদ্রাকপুর নামক স্থানে ইছামতি নদীর তীরে এ দুর্গটি নির্মাণ করেন। ধারণা করা হয়, এ দুর্গকে ঘিরেই গড়ে ওঠে মুন্সিগঞ্জের বসতি।

ওই সময়ে ইছামতী ও মেঘনা নদীর সঙ্গমস্থলে নির্মিত এ দুর্গটি বিভিন্ন কারণে অনেক গুরুত্বপূর্ণ ছিল। জনশ্রুতিতে রয়েছে ঢাকার লালবাগ কেল্লার সাথে সুরঙ্গপথে ইদ্রাকপুর কেল্লার যোগাযোগ ছিল।

কালের পরিক্রমায় আজ ইছামতী নদীর গতিপথ পাল্টে গেছে। তবে কেল্লার তিন কিলোমিটারের মধ্যেই বহমান ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষা নদী।

ঈদ্রাকপুর কেল্লার বর্তমান অবস্থান মুন্সিগঞ্জ জেলা শহরের অদূরে। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সময় মোগলদের পতন হলে ইদ্রাকপুর দুর্গটি ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। ১৯০৯ সালে ব্রিটিশ ভারতে প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে এটি ঘোষিত হয়। বর্তমানে মোঘল স্থাপত্যের অনন্য কীর্তী হিসেবে দাঁড়িয়ে আছে ইদ্রাকপুর দুর্গ। (সংক্ষিপ্ত)

আশিক বিন রহিম
সাহিত্য ও গণমাধ্যমকর্মী

25/06/2023

এই খেলা কে কে খেলেছেন?

#কাবাডি

03/06/2023

তৈ তৈ তৈ তৈ তই
আমগো বিদ্যুৎ মামা কই
তৈ তৈ তৈ তৈ তই
আমগো মমতাজ চাচি কই

03/06/2023

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।
Follow & Promote back to back

উদ্বোধনের জন্য প্রস্তুত চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস।
19/05/2023

উদ্বোধনের জন্য প্রস্তুত চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস।

13/05/2023

দাবী আদায়ে চাঁদপুরের রাজপথে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasrif Araf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasrif Araf:

Videos

Share