Amar Ami

Amar Ami If I have to pick any qualities of a man,I will pick- Manners...Behavior changes their place in mind.

মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার জিহ্বা।👅জিহ্বা, মানবদেহের একটি ছোট অঙ্গ, মানব ইতিহাস গঠনে, সমাজকে প্রভাবিত করতে এবং স্ব...
20/10/2024

মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার জিহ্বা।👅

জিহ্বা, মানবদেহের একটি ছোট অঙ্গ, মানব ইতিহাস গঠনে, সমাজকে প্রভাবিত করতে এবং স্বতন্ত্র ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি আকারে নগণ্য মনে হতে পারে, তবে এর প্রভাব গভীর। প্রায়শই, বলা হয় যে একজন মানুষের সবচেয়ে খারাপ শত্রু তার জিহ্বা, এবং এই দাবি অনেক সত্য ধারণ করে।
জিহ্বাকে নিয়ন্ত্রণ করা কেবল বক্তৃতা বন্ধ করার জন্য নয়, তবে যোগাযোগের জন্য একটি সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়ে - যেটি নিজের এবং অন্যদের মঙ্গলকে অগ্রাধিকার দেয়।☝️

゚viral 🦋

এক কাপ চাই,সবাই মিলে খা...🥺[মাঝে মাঝে মনে হয় যদি স্কুল জীবনটা আবার ফিরে পাওয়া যেতো...😔]
13/10/2024

এক কাপ চাই,সবাই মিলে খা...🥺

[মাঝে মাঝে মনে হয় যদি স্কুল জীবনটা আবার ফিরে পাওয়া যেতো...😔]

🙄আমার মতো কার কার আখ ভালো লাগে?🥰তবে নিজে ছিলে খেতে ভালো লাগে না....😁😋
02/07/2024

🙄আমার মতো কার কার আখ ভালো লাগে?🥰
তবে নিজে ছিলে খেতে ভালো লাগে না....😁😋

09/06/2024

একদিন আপনি বুঝে যাবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না।

একদিন জেনে যাবেন, যাদের পেছনে বছরের পর বছর কষ্ট করে গেছেন, দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছেন, তাদের বেশিরভাগই আপনার জন্য ছিটেফোঁটাও স্যাক্রিফাইস করার মানুষ নয়।

দুনিয়ায় এক আপনি নিজে ছাড়া বাকিদের মধ্যে খুব কমই আপনার আপনজন হয়।

দেখবেন, যাদের জন্য প্রচণ্ড রোদে-বৃষ্টিতে-ঝড়ে নিজের মাথার ছাতাটাও দিয়ে দিয়েছেন, তাদের বেশিরভাগই সুযোগ পেলে আপনার অবলম্বনের শেষ খুঁটিটাও কেড়ে নেবে। যাদের জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন, তাদের বেশিরভাগই দেখবেন জীবনের কোনো-একটা পর্যায় গিয়ে আপনার চোখের জলের কারণ হবে।

মানুষই এ পৃথিবীর সবচেয়ে হিংস্র ও ভয়ানক প্রাণী। যে-প্রাণীগুলোকে আমরা হিংস্র বলে সারাজীবন জেনে এসেছি, এই যেমন হায়েনা, বাঘ, সিংহ, এমনকি কুকুরও কখনও স্বজাতির ক্ষতি করে না। একমাত্র মানুষই স্বজাতি, এমনকি নিজের উপকারীর‌ও ক্ষতি করতে দ্বিতীয় বার ভাবে না। মানুষ হয়ে বাঁচতে চাইলে মানুষ চিনতে হয় সবার আগে।

এই যে দিনের পর দিন, বছরের পর বছর কিছু মানুষের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে চলেছেন, আপনার বিপদে ওরা কখনো পাশে দাঁড়ায় কি? আপনার মন খারাপ হলে ওদের আদৌ কিছু এসে যায় কি? ওদের মনের মতো করে না চললে আপনার খেয়ে আপনারই পরেও ওদের কাছে আশ্রয় মেলে কি?

মানুষ না পেলে বরং কুকুর, বেড়াল পালুন। আপনার মাথার ওপর ছাদ না থাকলেও, সহজেই চলে যাবার মতো অট্টালিকা চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও…রোদে-বৃষ্টিতে, ধুলোবালিতেও মাথা গুঁজে ওরা আপনার সঙ্গে থেকে যাবে। মানুষ চলে যায়, থেকে যায় কেবলই না-মানুষ,,,,, সত্যি আপনাদের কথা মনে হলে, চোখের পানি ধরে রাখতে পারি না।

(সংগৃহীত)

゚ 🦋

26/05/2024

আল্লাহ পাকের বানানো এত সুন্দর -যে পৃথিবীর দিকে তাকালে আমাদের মন ভরে যাওয়ার কথা ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে, সেই পৃথিবীর দিকে তাকালে কেমন যেন ভেতরটা কেঁপে ওঠে। উন্নয়নের নাম করে আমরা এই পৃথিবীটাকে কোথায় নিয়ে আসলাম। 🥺
゚viral 🦋

09/05/2024

আলুর দম...😋
জীবনটা পুরো আলুময়😁 ゚viral 🦋

09/05/2024

আপনার চুল মারাত্নক সুন্দর! কেউ একজন আইসা বললো ওমা! কি সুন্দর চুল রে তোর!'
পরের কয়েকদিন ধরে খেয়াল করলেন আপনার চুল সব পড়ে যাচ্ছে কোনো কারন ছাড়াই!

আপনি ভালোই পড়ালেখা করেন বা পড়া ধুমাইয়া না হলেও পড়ার টেবিলে বসে থাকেন৷ যতোই যাই হোক, পড়া কিছু হলেও হয়। বাসায় একজন বেড়াতে আইসা বললো 'একটা মানুষ এতোক্ষন পড়ার টেবিলে থাকে! দেখতেই ভাল্লাগে!'
তারপর থেকে আপনার আর পড়তে ইচ্ছে করেনা! পড়তে বসলেও পড়া আর মুখস্থ হয়না! পড়ার টেবিলে ১০ মিনিট ও একটানা বসতে পারেন না!

আপনার স্কিনে পিম্পল নাই, উঠেও না খুব একটা। ক্লাসে একজন বললো 'ওমাগো! কি সুন্দর স্কিন তোমার! কোনো দাগ টাগ নাই!'

তারপর থেকে আপনার মুখে পিম্পল উঠে না,এমন কোনো সপ্তাহ আর নাই! উঠেই!

আপনি নিশ্চিত জানেন আপনার একটা 'ভালো' নিউজ আসতেছে সামনে। অতি এক্সাইটেড হয়ে সেটা কাউকে বলে দিলেন!
পরে দেখলেন সেই নিউজ আর আসতেছে না, পিছিয়েই যাচ্ছে,শেষে আর এলো ই না! আপনি কিন্তু নিশ্চিত ছিলেন!

'নজর! নজর!' ব'দনজর!
কিছু মানুষের মুখ এতো জ/ঘ'ন্য ভাই!
সাবধান এইসব মানুষদের থেকে! সবাই আপনার ভালো চায় না!❤️‍🩹

(So true)💯

01/05/2024

কিভাবে কথা বলতে হয় যদি আপনার না জানা থাকে তাহলে, অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নেয়া উচিত। তা না হলে আপনি মানুষের মনে থেকে উঠে যাওয়া ছাড়া আর কোন কাজে অভিজ্ঞ হবেন না।

゚viral

18/03/2024

To craft an SEO-friendly post, start by researching relevant keywords and incorporating them strategically throughout your content. 📚 🚀

Ensure your post is well-structured, with clear headings and subheadings. Focus on creating high-quality, engaging that addresses the needs and interests of your target audience. 💥

Optimize , URLs, and images with relevant . Regularly update and promote your post to maintain its relevance and visibility in search engine results. 🔥 💎

17/03/2024

"Crafting compelling narratives to captivate audiences and ignite brand loyalty – that's the essence of a powerful marketing strategy. 🚀 "

11/01/2024

Amra with fuska...😁😋🥰
゚viral

29/12/2023

আমরা....😁🤣🤣💞
゚viral

28/12/2023

Pretty weather with ajaira public...😁🤣🥰👩‍❤️‍👩

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Amar Ami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share