01/04/2024
শাহারাস্তির হোসেনপুরে সম্পত্তি দখলের অভিযোগে
আদালতে মামলা।
চাঁদপুরে সম্পত্তি দখলের অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভুগী মহল, ঘটনার বিবরণে জানা যায়
শাহারাস্তি উপজেলার উত্তর টামটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোসেনপুর সুরমা বাস টার্মিনালের পশ্চিম পাশে গত ১৮ ই মে বৃহস্পতিবার তালুকদার বাড়িতে আব্দুল আউয়াল তালুকদারের এর স্ত্রী ফাতেমা বেগম এর ক্রয়কিত ৪.৫০ শতাংশ জায়গা জোরপূর্বক ভাবে দখল করে ঘর তুলছেন একই বাড়ির আব্দুল মান্নান ও লতিফ তালুকদার গং।
ঘর তৈরি কালে
আব্দুল মান্নান, আব্দুল লতিফ, ইসমাইল, জহির উদ্দিন, অলিউল্ল্যাহ,ইউসুফ, রোশনয়ারা,নাজমুন নাহার, আয়শা,আখি, র্ঝন্না, জগৎ পুরের মহসীন গ্রুপ এবং কচুয়ার সন্ত্রাসী জামাল গ্রুপের সহযোগিতায় জমি দখল কাজ চালায় বলে অভিযোগ করেছেন ফাতেমা বেগম,। নিরুপায় হয়ে ফাতেমা বেগম ওই দিনই চাঁদপুর আদালতে দখলকারি মান্নান ও লতিফ তালুকদার গংদের বিরুদ্ধে মামলা করেন, আদালত মামলাটি আমলে নিয়ে শাহরাস্তি এসি ল্যান্ড কে তদন্ত করার নির্দেশ দেন , আর ততক্ষণে মান্নান ও লতিফ গং দলবল নিয়ে কচুয়ার জামাল গ্রুপের সহযোগীতায় ঘর তৈরি কাজ শেষের দিকে নিয়ে যায়, আর এই ঘড় উত্তোলন ঠেকাতে বিকেলে ফাতেমা বেগম শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগ এর বৃত্বিতে তাৎক্ষণিক পুলিশ বাড়ি গিয়ে আর কাজ না করার নির্দেশ দিয়ে আসেন। কিন্তু রাঁত পোহালে পুলিশের নিষেধ উপেক্ষা করে মান্নান ও লতিফ গং ঘরের বাকি কাজ শেষ করেন।
অপর দিকে ভুক্তভুগী আব্দুল আউয়াল বলেন ২০১৫ সালে মান্নান ও লতিফ গং সন্ত্রাসী বাহীনি নিয়ে তাদের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় আমার বসত ঘর ভাংচুর করে । এবং ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে নগত ১৫ হাজার এবং আমার মেয়ের ও স্ত্রীর কানে গলার স্বর্ণের জিনিস নিয়ে যায়। এবং শুধু তাই নয় আমার ছেলে মেয়েকে আমাকে আমার স্ত্রীকে মাটিতে ফেলে লাঠি ছটা দিয়ে বেপরোয়া মারদোর করে।
আমি একজন সাধারণ শিক্ষক ভোলদিঘি কামিল মাদ্রাসায় শিক্ষকতা করে আমার জীবিকা চলে, আমি নিরহ বলে আজ ওরা আমার উপরে নির্যাতন করে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে । জোরজবস্তি মাধ্যমে গত ১৮ -০৫-২০২৩ ই মে আমার স্ত্রীর ক্রয় করা সম্পদে ঘর করে দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
এদিকে আউয়াল এর বোন জাহেদা বেগম সহ ।এলাকার মোঃ নূরুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ কাশেম , মোঃ এমদাদ , মোঃ জসিম , মোঃ কাশেম
মোঃ জিলানী , মোঃ ইবু মিয়া, মোঃ ড্রাইভার কাউছার
মোঃ মুন্সি , মোঃ ফয়েজ , মোঃ জালাল , মোঃ ঈমান
মোঃ আলামিন , মোঃ স্বপন, মোঃ সেলিম, মোঃ নূমান
মোঃ মোস্তফা কামাল বলেন এই জমির আসল মালিক আউয়ালের স্রীর , বহু বছর ধরে মান্নান তালুকদার জমিটি দখল করতে পেশি শক্তি কাজে লাগিয়ে, আউয়ালের পরিবারের উপরে হামলা করে আসছে, এবং বসত ঘর ভাংচুর করেছে, তাদের বিরুদ্ধে কেউ সত্য কথা বলে না কারন আব্দুল মান্নান ও লতিফ তালুকদার প্রভাবশালী, এবং মানুষকে হয়রানি করতে মামলার আসামি বানায়, এলাকাবাসী আরো বলেন এই সমস্যাটা দীর্ঘদিনের।
এদিকে আব্দুল মান্নান তালুকদার বলেন আদালত তাদের মামলা খারিজ করে দিয়েছে,আমি আমার যায়গায় ঘর করতেছি, তাছাড়া এই জায়গার মালিক আমি, আমাকে হয়রানি করতে একের পর এক তারা আমার বিরুদ্ধে মামলা করে আসছে। কিন্তু তিনি জায়গার প্রয়োজনীয় কাগজ পএ দেখাতে পারেন নি
মূলত বিষয় হচ্ছে ভোক্তভূগি আউয়াল পরিবার ন্যায় বিচার পেতে জেলা প্রশাসক সহ জেলা পুলিশ সুপার এর সু দৃষ্টি কামনা করেছেন।
আব্দুল আউয়াল এবং এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।