Jamal Ahmed Atik সখের ব্লগ

Jamal Ahmed Atik সখের ব্লগ আসসালামু আলাইকুম
(24)

01/04/2024

শাহারাস্তির হোসেনপুরে সম্পত্তি দখলের অভিযোগে
আদালতে মামলা।

চাঁদপুরে সম্পত্তি দখলের অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভুগী মহল, ঘটনার বিবরণে জানা যায়
শাহারাস্তি উপজেলার উত্তর টামটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোসেনপুর সুরমা বাস টার্মিনালের পশ্চিম পাশে গত ১৮ ই মে বৃহস্পতিবার তালুকদার বাড়িতে আব্দুল আউয়াল তালুকদারের এর স্ত্রী ফাতেমা বেগম এর ক্রয়কিত ৪.৫০ শতাংশ জায়গা জোরপূর্বক ভাবে দখল করে ঘর তুলছেন একই বাড়ির আব্দুল মান্নান ও লতিফ তালুকদার গং।

ঘর তৈরি কালে
আব্দুল মান্নান, আব্দুল লতিফ, ইসমাইল, জহির উদ্দিন, অলিউল্ল্যাহ,ইউসুফ, রোশনয়ারা,নাজমুন নাহার, আয়শা,আখি, র্ঝন্না, জগৎ পুরের মহসীন গ্রুপ এবং কচুয়ার সন্ত্রাসী জামাল গ্রুপের সহযোগিতায় জমি দখল কাজ চালায় বলে অভিযোগ করেছেন ফাতেমা বেগম,। নিরুপায় হয়ে ফাতেমা বেগম ওই দিনই চাঁদপুর আদালতে দখলকারি মান্নান ও লতিফ তালুকদার গংদের বিরুদ্ধে মামলা করেন, আদালত মামলাটি আমলে নিয়ে শাহরাস্তি এসি ল্যান্ড কে তদন্ত করার নির্দেশ দেন , আর ততক্ষণে মান্নান ও লতিফ গং দলবল নিয়ে কচুয়ার জামাল গ্রুপের সহযোগীতায় ঘর তৈরি কাজ শেষের দিকে নিয়ে যায়, আর এই ঘড় উত্তোলন ঠেকাতে বিকেলে ফাতেমা বেগম শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগ এর বৃত্বিতে তাৎক্ষণিক পুলিশ বাড়ি গিয়ে আর কাজ না করার নির্দেশ দিয়ে আসেন। কিন্তু রাঁত পোহালে পুলিশের নিষেধ উপেক্ষা করে মান্নান ও লতিফ গং ঘরের বাকি কাজ শেষ করেন।

অপর দিকে ভুক্তভুগী আব্দুল আউয়াল বলেন ২০১৫ সালে মান্নান ও লতিফ গং সন্ত্রাসী বাহীনি নিয়ে তাদের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় আমার বসত ঘর ভাংচুর করে । এবং ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে নগত ১৫ হাজার এবং আমার মেয়ের ও স্ত্রীর কানে গলার স্বর্ণের জিনিস নিয়ে যায়। এবং শুধু তাই নয় আমার ছেলে মেয়েকে আমাকে আমার স্ত্রীকে মাটিতে ফেলে লাঠি ছটা দিয়ে বেপরোয়া মারদোর করে।
আমি একজন সাধারণ শিক্ষক ভোলদিঘি কামিল মাদ্রাসায় শিক্ষকতা করে আমার জীবিকা চলে, আমি নিরহ বলে আজ ওরা আমার উপরে নির্যাতন করে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে । জোরজবস্তি মাধ্যমে গত ১৮ -০৫-২০২৩ ই মে আমার স্ত্রীর ক্রয় করা সম্পদে ঘর করে দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

এদিকে আউয়াল এর বোন জাহেদা বেগম সহ ।এলাকার মোঃ নূরুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ কাশেম , মোঃ এমদাদ , মোঃ জসিম , মোঃ কাশেম
মোঃ জিলানী , মোঃ ইবু মিয়া, মোঃ ড্রাইভার কাউছার
মোঃ মুন্সি , মোঃ ফয়েজ , মোঃ জালাল , মোঃ ঈমান
মোঃ আলামিন , মোঃ স্বপন, মোঃ সেলিম, মোঃ নূমান
মোঃ মোস্তফা কামাল বলেন এই জমির আসল মালিক আউয়ালের স্রীর , বহু বছর ধরে মান্নান তালুকদার জমিটি দখল করতে পেশি শক্তি কাজে লাগিয়ে, আউয়ালের পরিবারের উপরে হামলা করে আসছে, এবং বসত ঘর ভাংচুর করেছে, তাদের বিরুদ্ধে কেউ সত্য কথা বলে না কারন আব্দুল মান্নান ও লতিফ তালুকদার প্রভাবশালী, এবং মানুষকে হয়রানি করতে মামলার আসামি বানায়, এলাকাবাসী আরো বলেন এই সমস্যাটা দীর্ঘদিনের।

এদিকে আব্দুল মান্নান তালুকদার বলেন আদালত তাদের মামলা খারিজ করে দিয়েছে,আমি আমার যায়গায় ঘর করতেছি, তাছাড়া এই জায়গার মালিক আমি, আমাকে হয়রানি করতে একের পর এক তারা আমার বিরুদ্ধে মামলা করে আসছে। কিন্তু তিনি জায়গার প্রয়োজনীয় কাগজ পএ দেখাতে পারেন নি

মূলত বিষয় হচ্ছে ভোক্তভূগি আউয়াল পরিবার ন্যায় বিচার পেতে জেলা প্রশাসক সহ জেলা পুলিশ সুপার এর সু দৃষ্টি কামনা করেছেন।

আব্দুল আউয়াল এবং এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

16/01/2024

নেদারল্যান্ডে পুলিশি প্রোটকলে দুজন লোক কুরআন পোড়ানোর সময় হুট করে এক ভাই এসে একটা কিক দিলেন। সাথে সাথে লেজগুটিয়ে পালালো কাফেররা।

আগেও বলেছি বহুবার। কাফিররা দেখতে যতই শক্তিশালী হোক, মূলত তারা দুর্বল।(সংগৃহীত)

14/01/2024

নবম, দশম শ্রেণিতে বাস,ট্রাক, কলা চেনানো হচ্ছে
অজানে জানতে হবে🤣🤣🤣

11/01/2024

গ্রাহকদের আপত্তির মুখে সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকার সিদ্ধান্ত থেকে পিছু হটলো গ্রামীণফোন।

অভিনন্দন ✌️চাঁদপুর - ৫ মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়
07/01/2024

অভিনন্দন ✌️
চাঁদপুর - ৫
মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়

07/01/2024

বড় বেশী মনে পড়ে তোমাকে দাদা....
🏠বাড়ি গিয়ে পাবো না কখনো তোমার দেখা😭

ভালো থেকো ওপা'ড়ে! ☺️💔
06/01/2024

ভালো থেকো ওপা'ড়ে! ☺️💔

অসাধারণ ছিল দৃশ্য গুলো🥀  #ই‌লিয়াস_কাঞ্চন
28/09/2023

অসাধারণ ছিল দৃশ্য গুলো🥀 #ই‌লিয়াস_কাঞ্চন

19/08/2023

মেয়েরা আসলেও এমন 😃😃😃😃

বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদী আর নেই।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
14/08/2023

বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

︵🦋🖤-"—এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ—                     করতে হবে 💔 —নয়তো পাক্কা  অভিনয় জানতে হবে — 🙂-" 🌻🦋🥀 😟
04/08/2023

︵🦋🖤-"—এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ—
করতে হবে 💔
—নয়তো পাক্কা অভিনয় জানতে হবে — 🙂-" 🌻🦋🥀 😟

29/07/2023

📣 বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নম্বর সমূহ ..📞☎️

*৯৯৯ (জাতীয় জরুরী সেবা: পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স)।

*১০৫ (জাতীয় পরিচয়পত্র তথ্য সেবা)।

*১০৬ (দুদক হেল্প লাইন)।

*১০৯ (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল)।

*৩৩৩ (সরকারি তথ্যসেবা সম্পর্কিত সকল তথ্য)।

*১৬১২২ (ভূমি সংক্রান্ত সেবা)।

*১০৯০ (দুর্যোগের আগাম বার্তা)।

*১০৯৮ (চাইল্ড হেল্প লাইন)।

*৩৩৩১ (কৃষি বাতায়ন)।

*১০৬৫৫ (IEDCR)।

*১৬১২১ (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর)।

*১৬১২৩ (কৃষি কল সেণ্টার)।

*১৬২৩৬ (বাংলাদেশ ব্যাংক)।

*১৬২৬৩ (স্বাস্থ্য বাতায়ন)।

*১৬৫৫৫( ভ্যাটের তথ্য পাওয়া যায়)।

📣শেয়ার দিয়ে রাখুন, কখনো প্রয়োজন হতে পারে। 🌏

যারা এই কুদ্দুস নাম ব্যাঙ্গ করছেন, আপনারা কি জানেন । এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের গুনবাচক নাম গুলোর মধ্যে একটি, যার ...
13/07/2023

যারা এই কুদ্দুস নাম ব্যাঙ্গ করছেন, আপনারা কি জানেন । এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের গুনবাচক নাম গুলোর মধ্যে একটি, যার অর্থ • পবিত্র, নির্ভল | যেইখানে একজন মানুষের নাম কুদ্দুস বলে ডাকা নিষেধ, ডাকলে আব্দুল কুদ্দুস বলে ডাকতে হয়
কত বড় হতভাগা মুর্খ আমরা, আল্লাহ তায়া'লার নামের ব্যাঙ্গটা ভাইরাল করি।
"হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন" আমিন। 💯

10/07/2023

🦋☹︎

シ︎❥︎যাঁরা 𝗔𝗹𝗹𝗮𝗵 𝗿 উপর ভরসা রাখে 🌸🖤

シ︎ꨄ︎তাঁদের শেষটা কখনো খারাপ হবেনা🌿🌺

𝗜𝗻 𝗦𝗵𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵💝🥀

🦋☻︎

25/06/2023

আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি🥰❤️

সুবহানাল্লাহ🖤

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে মায়ের সামনে ছোট ভাইকে জবাই করে হত্যা করলো বড় ভাই ।
24/06/2023

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে মায়ের সামনে ছোট ভাইকে জবাই করে হত্যা করলো বড় ভাই ।

11/06/2023

ভুল করেও কোনোদিন নোয়াখাইল্লার মোবাইল চুরি করবেন না। 🤣🤣

10/06/2023

সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে আমাদের
হামলাকারী আব্দুল মান্নান ও আব্দুল লতিফ গং
সেদিন কি ঘটেছে আমাদের সাথে এক নজর দেখুন

কাঁঠাল আমাদের জাতীয় ফল 😇
09/06/2023

কাঁঠাল আমাদের জাতীয় ফল 😇

08/06/2023

রাজধানী বিদ্যুতের দাবিতে রাস্তায় অবরোধ করলেন জনগণ

08/06/2023

কুমিল্লার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের গরমে স্কুলে শিক্ষার্থী মৃ*ত্যুর পরদিন আরো বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

07/06/2023
শাহারাস্তির হোসেনপুরে  সম্পত্তি দখলের  অভিযোগেআদালতে মামলা চাঁদপুরে সম্পত্তি  দখলের অভিযোগে আদালতে মামলা করেছেন  ভুক্তভু...
04/06/2023

শাহারাস্তির হোসেনপুরে সম্পত্তি দখলের অভিযোগে
আদালতে মামলা

চাঁদপুরে সম্পত্তি দখলের অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভুগী মহল, ঘটনার বিবরণে জানা যায়
শাহারাস্তি উপজেলার উত্তর টামটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোসেনপুর সুরমা বাস টার্মিনালের পশ্চিম পাশে গত ১৮ ই মে বৃহস্পতিবার তালুকদার বাড়িতে আব্দুল আউয়াল তালুকদারের এর স্ত্রী ফাতেমা বেগম এর ক্রয়কিত ৪.৫০ শতাংশ জায়গা জোরপূর্বক ভাবে দখল করে ঘর তুলছেন একই বাড়ির আব্দুল মান্নান ও লতিফ তালুকদার গং।

বিস্তারিত কমেন্টে........শাহারাস্তির হোসেনপুরে সম্পত্তি দখলের অভিযোগে
আদালতে মামলা

মোহাম্মদ নুরে আলম

চাঁদপুরে সম্পত্তি দখলের অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভুগী মহল, ঘটনার বিবরণে জানা যায়
শাহারাস্তি উপজেলায় টামটা উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোসেনপুর গ্রামে সুরমা বাস টার্মিনালের পশ্চিম পাশে গত ১৮ই মে বৃহস্পতিবার তালুকদার বাড়িতে আব্দুল আউয়াল এর স্ত্রী ফাতেমা বেগম এর ক্রয়কিত ৪.৫০ শতাংশ জায়গা জোরপূর্বক ভাবে দখল করে ঘর তুলছেন একই বাড়ির আব্দুল মান্নান ও লতিফ তালুকদার গং।

ঘর তৈরি কালে
আব্দুল মান্নান, আব্দুল লতিফ, ইসমাইল, জহির উদ্দিন, অলিউল্ল্যা,ইউসুফ, রোশনয়ারা,নাজমুন নাহার, আয়শা,আখি, র্ঝন্না, জগৎ পুরের মহসীন গ্রুপ, এবং কচুয়ার সন্ত্রাসী জামাল গ্রুপের, সহযোগিতায় জমি দখল কাজ চালায় বলে অভিযোগ করেছেন ফাতেমা বেগম,।
বিস্তারিত কমেন্টে...

02/06/2023

শাহারাস্তির হোসেনপুরে সম্পত্তি দখলের অভিযোগে
আদালতে মামলা।

চাঁদপুরে সম্পত্তি দখলের অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভুগী মহল, ঘটনার বিবরণে জানা যায়
শাহারাস্তি উপজেলার উত্তর টামটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোসেনপুর সুরমা বাস টার্মিনালের পশ্চিম পাশে গত ১৮ ই মে বৃহস্পতিবার তালুকদার বাড়িতে আব্দুল আউয়াল তালুকদারের এর স্ত্রী ফাতেমা বেগম এর ক্রয়কিত ৪.৫০ শতাংশ জায়গা জোরপূর্বক ভাবে দখল করে ঘর তুলছেন একই বাড়ির আব্দুল মান্নান ও লতিফ তালুকদার গং।

ঘর তৈরি কালে
আব্দুল মান্নান, আব্দুল লতিফ, ইসমাইল, জহির উদ্দিন, অলিউল্ল্যাহ,ইউসুফ, রোশনয়ারা,নাজমুন নাহার, আয়শা,আখি, র্ঝন্না, জগৎ পুরের মহসীন গ্রুপ এবং কচুয়ার সন্ত্রাসী জামাল গ্রুপের সহযোগিতায় জমি দখল কাজ চালায় বলে অভিযোগ করেছেন ফাতেমা বেগম,। নিরুপায় হয়ে ফাতেমা বেগম ওই দিনই চাঁদপুর আদালতে দখলকারি মান্নান ও লতিফ তালুকদার গংদের বিরুদ্ধে মামলা করেন, আদালত মামলাটি আমলে নিয়ে শাহরাস্তি এসি ল্যান্ড কে তদন্ত করার নির্দেশ দেন , আর ততক্ষণে মান্নান ও লতিফ গং দলবল নিয়ে কচুয়ার জামাল গ্রুপের সহযোগীতায় ঘর তৈরি কাজ শেষের দিকে নিয়ে যায়, আর এই ঘড় উত্তোলন ঠেকাতে বিকেলে ফাতেমা বেগম শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগ এর বৃত্বিতে তাৎক্ষণিক পুলিশ বাড়ি গিয়ে আর কাজ না করার নির্দেশ দিয়ে আসেন। কিন্তু রাঁত পোহালে পুলিশের নিষেধ উপেক্ষা করে মান্নান ও লতিফ গং ঘরের বাকি কাজ শেষ করেন।

অপর দিকে ভুক্তভুগী আব্দুল আউয়াল বলেন ২০১৫ সালে মান্নান ও লতিফ গং সন্ত্রাসী বাহীনি নিয়ে তাদের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় আমার বসত ঘর ভাংচুর করে । এবং ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে নগত ১৫ হাজার এবং আমার মেয়ের ও স্ত্রীর কানে গলার স্বর্ণের জিনিস নিয়ে যায়। এবং শুধু তাই নয় আমার ছেলে মেয়েকে আমাকে আমার স্ত্রীকে মাটিতে ফেলে লাঠি ছটা দিয়ে বেপরোয়া মারদোর করে।
আমি একজন সাধারণ শিক্ষক ভোলদিঘি কামিল মাদ্রাসায় শিক্ষকতা করে আমার জীবিকা চলে, আমি নিরহ বলে আজ ওরা আমার উপরে নির্যাতন করে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে । জোরজবস্তি মাধ্যমে গত ১৮ -০৫-২০২৩ ই মে আমার স্ত্রীর ক্রয় করা সম্পদে ঘর করে দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

এদিকে আউয়াল এর বোন জাহেদা বেগম সহ ।এলাকার মোঃ নূরুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ কাশেম , মোঃ এমদাদ , মোঃ জসিম , মোঃ কাশেম
মোঃ জিলানী , মোঃ ইবু মিয়া, মোঃ ড্রাইভার কাউছার
মোঃ মুন্সি , মোঃ ফয়েজ , মোঃ জালাল , মোঃ ঈমান
মোঃ আলামিন , মোঃ স্বপন, মোঃ সেলিম, মোঃ নূমান
মোঃ মোস্তফা কামাল বলেন এই জমির আসল মালিক আউয়ালের স্রীর , বহু বছর ধরে মান্নান তালুকদার জমিটি দখল করতে পেশি শক্তি কাজে লাগিয়ে, আউয়ালের পরিবারের উপরে হামলা করে আসছে, এবং বসত ঘর ভাংচুর করেছে, তাদের বিরুদ্ধে কেউ সত্য কথা বলে না কারন আব্দুল মান্নান ও লতিফ তালুকদার প্রভাবশালী, এবং মানুষকে হয়রানি করতে মামলার আসামি বানায়, এলাকাবাসী আরো বলেন এই সমস্যাটা দীর্ঘদিনের।

এদিকে আব্দুল মান্নান তালুকদার বলেন আদালত তাদের মামলা খারিজ করে দিয়েছে,আমি আমার যায়গায় ঘর করতেছি, তাছাড়া এই জায়গার মালিক আমি, আমাকে হয়রানি করতে একের পর এক তারা আমার বিরুদ্ধে মামলা করে আসছে। কিন্তু তিনি জায়গার প্রয়োজনীয় কাগজ পএ দেখাতে পারেন নি

মূলত বিষয় হচ্ছে ভোক্তভূগি আউয়াল পরিবার ন্যায় বিচার পেতে জেলা প্রশাসক সহ জেলা পুলিশ সুপার এর সু দৃষ্টি কামনা করেছেন।

আব্দুল আউয়াল এবং এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

01/06/2023

" কারো ফিলিংস নিয়ে মজা নিও না"🌼
"কারণ বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ংকর " 🖤

01/06/2023
31/05/2023

~বড় সাই'জের ডিম দিতে মুরগির অতটা কষ্ট হয় না; যতটা দোকানদারের হয়.!🙂

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Jamal Ahmed Atik সখের ব্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jamal Ahmed Atik সখের ব্লগ:

Videos

Share