Matlab 24

Matlab 24 Matlab 24 is a newsportal hosted in Bangladesh. This is a new news site in Bangladesh. Bd Voice Times is a newsportal hosted in Bangladesh.

We always publish real news

এক বছরের মধ্যে আশা করি শহরবাসী একটা পরিবর্তন দেখবে -----মেয়র জিল্লুর রহমান জুয়েলস্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের রাস্তা প...
27/06/2024

এক বছরের মধ্যে আশা করি শহরবাসী একটা পরিবর্তন দেখবে -----মেয়র জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের রাস্তা প্রশস্তকরণ এবং ফুটপাত নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এ যেনো উন্নয়নের মহাযজ্ঞ চলছে। পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে পৌর পরিষদ পুরো শহরের রাস্তা, ড্রেনেজ ও ফুটপাত নির্মাণ কাজ যেভাবে চালিয়ে যাচ্ছে, তা শতভাগ বাস্তবায়ন হওয়ার পর সোয়া শত বছরের পুরনো চাঁদপুর শহরটিকে দেখা যাবে ভিন্নরূপে। রাস্তা এবং ফুটপাতের সৌন্দর্য দেখেই অনেকে মুগ্ধ হবেন। আর সে লক্ষ্যেই শহরে চলছে মহা উন্নয়নযজ্ঞ।

চাঁদপুর শহরটির মূল এবং পুরানো শহরে প্রবেশের দুটি সড়ক। একটি হলো আব্দুল করিম পাটওয়ারী সড়ক, আরেকটি হলো স্টেডিয়াম রোড। আবদুল করিম পাটওয়ারী সড়কে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। ইলিশ চত্বর থেকে শুরু করে শপথ চত্বর মোড় পর্যন্ত। দীর্ঘ এই সড়কটির দুই পাশ প্রশস্তকরণ এবং ফুটপাত নির্মাণ কাজ চলছে বেশ কিছুদিন যাবত। চলছে রাস্তার দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ কাজ।

এছাড়া হাজী মহসিন রোডের উত্তর অংশের রাস্তা প্রশস্তকরণ এবং ফুটপাত নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।

রাস্তার দুপাশ থেকে স্থাপনা অপসারণ বা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা খুব সহজ কাজ নয়। শত বছরের পুরানো ভবনের স্থাপনাও উচ্ছেদ করতে হচ্ছে। আর এই কঠিন এবং জনরোষে পড়ার মতো কাজটি অটল অবিচলের মতো করে যাচ্ছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। পুরো কর্মযজ্ঞটি করছেন সম্পূর্ণ জনস্বার্থে। সে কারণেই অনেকের গুরুত্বপূর্ণ স্থাপনার অংশ উচ্ছেদ হলেও কেউই তেমন কোনো প্রতিবাদ করেননি, এমনকি খুব বেশি অসন্তোষও নেই তেমন কারো। বরং নান্দনিক চাঁদপুর শহর গড়ার কাজটি অত্যন্ত দৃঢ়তা এবং সাহসিকতার সাথে করায় মেয়র জিল্লুর রহমান জুয়েলকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী।

গত ২৫ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত মেয়র জিল্লুর রহমান জুয়েল হাজী মহসিন রোডের উত্তর অংশ এবং করিম পাটওয়ারী সড়ক উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন। সাথে ছিলেন পৌরসভার প্রকৌশল বিভাগ এবং সার্ভে বিভাগের কর্মকর্তাগণ। তাঁদেরকে সাথে নিয়ে মেয়র জিল্লুর রহমান জুয়েল চিত্রলেখা মোড় এলাকার স্বর্ণ মার্কেট এবং করিম পাটওয়ারী সড়কের গুরুত্বপূর্ণ অংশে মাপঝোঁক দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বিপণীবাগ বাজারে পৌরসভার পুরানো ভবনের সামনে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে ওঠা খুপরি ঘরের মতো দোকানগুলো দোকানদারদেরকে নিজ উদ্যোগে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন মেয়র। এই অংশ রাস্তা এবং ফুটপাতে চলে যাবে। এসব উচ্ছেদ দুই-একদিনের মধ্যে শুরু হবে বলে জানান মেয়র।

মরহুম আবদুল করিম পাটওয়ারী বাড়ির সামনে রাস্তা প্রশস্ত এবং ফুটপাত নির্মাণ কাজও দেখেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন মরহুম আবদুল করিম পাটওয়ারীর ছেলে জেলা আওয়ামী লীগ নেতা আবু নাসের বাচ্চু পাটওয়ারী। এছাড়া মেয়রের সাথে ছিলেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সঞ্জিত পোদ্দার এবং ফেরদৌস মোর্শেদ জুয়েল।

এই উন্নয়ন মহাযজ্ঞের বিষয়ে মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, আগামী এক বছরের মধ্যে আশা করি শহরবাসী একটা পরিবর্তন দেখবে। আমার নির্বাচনী ইশতেহারের প্রধান যে নান্দনিক চাঁদপুর, সেটার অনেকটাই ফুটে উঠবে। করিম পাটওয়ারী সড়কের আধুনিকায়নের (ফুটপাতসহ) কাজটি কয়েক মাসের মধ্যে শেষ হবে আশা করছি। ট্রাক রোডটির কাজটি পুরোপুরি শেষ হতে একটু সময় লাগবে। কারণ সেখানে বিশাল আকারের ড্রেন হচ্ছে। আর এই সড়কে এই প্রথম ড্রেন হচ্ছে। ড্রেন নির্মাণ করতে সময় লাগছে। ড্রেন নির্মাণ কাজ শেষ হয়ে গেলেই সড়কের কাজ শুরু হয়ে যাবে। তাও একবছরের মধ্যে হয়ে যাবে আশা করছি। আমি এসব কাজে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি। পৌরবাসীর কাছে কৃতজ্ঞ যে তাঁরা আমাকে অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে এবং সহযোগিতা করে এসব কাজে সহযোগিতা করে যাচ্ছেন।

ফরিদগঞ্জে ফসলি জমিতে জোরপূর্বক মাছচাষের চেষ্টা ॥ জমি রক্ষায় ইউএনওর দারস্থ কৃষকরাস্টাফ রিপোর্টার : বছরে দুটি ফসল উৎপাদন হ...
27/06/2024

ফরিদগঞ্জে ফসলি জমিতে জোরপূর্বক মাছচাষের চেষ্টা ॥ জমি রক্ষায় ইউএনওর দারস্থ কৃষকরা

স্টাফ রিপোর্টার : বছরে দুটি ফসল উৎপাদন হয়। এই উৎপাদিত ধান দিয়ে চলে এলাকার শতাধিক কৃষক পরিবারের সংসার। কিন্তু ৪০ একর ফসলি জমি ঘিরে মাছচাষের জন্য স্থানীয় একটি প্রভাবশালী পরিবার উঠে-পড়ে লেগেছে। ঈদের পূর্বে মাটি কাটার মেশিন ভেক্যু নিয়ে আসলেও কৃষকদের বাধার মুখে পড়ে। আপাতত ভেক্যু ফিরে গেলেও যেভাবেই হোক ফসলি জমিতে মাছের খামার গড়ে তুলবেন এমন হুমকিতে আতঙ্কিত কৃষকরা। বাধ্য হয়ে ফসলি জমি রক্ষার জন্য গত ২৪ জুন সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরযুক্ত আবেদন করেছে স্থানীয় কৃষকরা। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের।

স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঁসা ও চরভাগল গ্রামের বিলের (আইলের রাস্তার দক্ষিণ অংশ) প্রায় দুই গ্রামের ৭০/৮০জন লোকের ৪০ একর ফসলি জমি রয়েছে। ওই কৃষকরা ছাড়াও এই জমির উপর আরো বেশ কিছু পরিবার। যারা জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালায়।

শাহাদাত তালুকদার, আমান খলিফা, মোহাম্মদ হোসেন, হান্নান মিজি, লুৎফুর রহমান, আমেনা বেগম, ফাহিমা বেগমম কুসুম বেগমসহ স্থানীয় কৃষকরা জানান, ৪০ একরের এই বিলের জমিতে তারা বছরে দুটি ধানের আবাদা করে থাকেন। কৃষি অফিস সহয়তা করলে আবাদ বাড়ার সাথে সাথে সাথী ফসলও করা সম্ভব। কিন্তু হঠাৎ করেই স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর পাটওয়ারী আব্বাস ও তার কিছু অনুসারী কিছু জমি কিনে নিয়ে পুরো বিলে মৎস্য চাষের প্রজেক্ট করতে পাঁয়তারা শুরু করেছে। ঈদের আগে গত ১০ জুন রাতে জাহাঙ্গীর পাটওয়ারীর আব্বাসের লোকজন মাটি কাটার মেশিন ভেক্যু নিয়ে ফসলি জমিতে আসলেও কৃষকদের বাঁধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। পরে দিনের বেলায় মাটি কাটার মেশিন ভেক্যু সরিয়ে নিয়ে যায়। তারা হুমকি দিয়ে যায় যে, আমরা যেভাবেই হোক উক্ত কৃষি জমিতে মাছচাষ করবে। ফলে কৃষকরা আতঙ্কে রয়েছেন।

কৃষকরা জানায়, তাদের এই জমি দিয়েই বছরের খাবারের ব্যবস্থা হয়। অধিকাংশ কৃষকের এই বিলের একখণ্ড ফসলি জমি ব্যতীত অন্য কোথাও জমি নেই। তাই তারা জমি রক্ষায় আবেদন করেছেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর পাটওয়ারী আব্বাস মুঠোফোনে জানান, কৃষকরা জমি না দিলে কিছু করার নেই। তবে ধানের আবাদের চেয়ে মাছের আবাদে লাভ বেশি। সেই দিক বিবেচনা করেছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল জানান, কৃষকদের আবেদন তিনি পেয়েছেন। ফসলি জমিতে ভেক্যু চালানো যাবে না। কৃষি কর্মকর্তাকে এই বিষয়ে তদন্ত করতে পাঠানো হবে।

তরুণীদের ফাঁদে ফেলে যৌন ব্যবসা ॥ চাঁদপুরসহ সারাদেশ থেকে আটক ৮স্টাফ রিপোর্টার : ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি দে...
27/06/2024

তরুণীদের ফাঁদে ফেলে যৌন ব্যবসা ॥ চাঁদপুরসহ সারাদেশ থেকে আটক ৮

স্টাফ রিপোর্টার : ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি দেওয়া কিংবা মডেল বানানোর বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ফাঁদে ফেলে যৌন ব্যবসায় বাধ্য করতো মেডিকেলের দুই শিক্ষার্থীসহ একটি চক্র। এর মাধ্যমে ৭ বছরে কোটি কোটি টাকার আয় করেছে তারা।

রাজধানী ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার।

২৫ জুন রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহম্মদ আলী মিয়া।

অভিযুক্তরা হলেন, চক্রের মূলহোতা মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান ও তার প্রধান সহযোগী খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন, জাহিদ হাসান কাঁকন, তানভীর আহমেদ ওরফে দীপ্ত, সৈয়দ হাসিবুর রহমান, শাদাত আল মুইজ, সুস্মিতা আক্তার ওরফে পপি এবং নায়না ইসলাম।

এই চক্রের অপরাধীদের ধরার জন্য চাঁদপুর শহর এলাকাতেও তদন্ত করে গেছে সিআইডি’র একটি টিম।

সিআইডি বলছে, চক্রটি ভুয়া নামে ফেসবুক আইডি ও পেজ খুলে ফ্রিল্যান্সিং কাজ, লোভনীয় চাকরি, মডেল বানানো, মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নিত। পরে এসবের সাহায্যে তাদের ব্ল্যাকমেইল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা হতো। আটকদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইলে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে।

মোহম্মদ আলী মিয়া বলেন, চক্রটি মূলত উঠতি বয়সী তরুণীসহ যেসব তরুণী পারিবারিক ভাঙনের শিকার ও আর্থিক সমস্যা রয়েছে তাদের টার্গেট করতো। কাজের সুযোগ দেওয়ার নামে তারা তরুণীদের ইন্টারভিউতে ডাকতো এবং তাদের বিভিন্ন বিজ্ঞাপনে সুযোগ দেওয়ার কথা বলে আপত্তিকর ছবি নিতো। প্রাথমিকভাবে কাজে আগ্রহী তরুণীদের চাহিদা মতো টাকা ও প্রয়োজন মেটাতো তারা। এরপর ধীরে ধীরে অসামাজিক কাজ করতে বাধ্য করতো বলেও জানান তিনি।

সিআইডি প্রধান জানান, মেহেদী হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন মিলে চক্রটি গড়ে তোলেন। তারা দুজনই মেডিকেল শিক্ষার্থী। অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি ও টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে নানা অসামাজিক কাজ করে ৭ বছরে তারা প্রায় ১০০ কোটি টাকা আয় করেছে। এই টাকা দিয়ে তারা যশোর, সাতক্ষীরা, খুলনা এবং ঢাকায় বিপুল পরিমাণ জমি কিনেছে। নির্মাণ করেছে আলিশান বাড়ি। তাদের আত্মীয়-স্বজনের ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল অর্থ জমিয়ে রাখার তথ্য মিলেছে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দেশ-বিদেশে চক্রটির রয়েছে শক্তিশালী একটি নেটওয়ার্ক। নানা নামে তাদের শতাধিক চ্যানেলে গ্রাহক সংখ্যা কয়েক লাখ। বিভিন্ন বয়সী নারীদের ভিডিও কল ও দেহব্যবসায় বাধ্য করে এবং গোপনে ধারণকৃত সেসব ভিডিও বিক্রি করে চক্রটি প্রায় ১০০ কোটি টাকা আয় করেছে। অর্থ লেনদেনের জন্য তারা ব্যবহার করতো এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।

এছাড়া ক্রিপ্টো কারেন্সিতেও তাদের হাজার হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, চক্রটির কন্টেন্ট আদান-প্রদান এবং সাবস্ক্রিপশনের জন্য ছিল টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং বিভিন্ন পেইড ক্লাউড সার্ভিস। অল্প বয়সী ভয়ানক চতুর এই দুই মেডিকেল শিক্ষার্থীর জিম্মায় কয়েক হাজার নারী রয়েছে। আছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সেলিব্রেটিও। অভিযুক্তদের মোবাইল ফোন এবং ল্যাপটপে গোপনে ধারণ করা প্রায় ১০ লাখ ন্যুড ছবি ও ২০ হাজার অ্যাডাল্ট ভিডিওর সন্ধান পাওয়া গেছে।

এ চক্রের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি আইনে ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলেও জানান সিআইডির প্রধান।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির তিনদিনের কর্মসূচিঅনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...
27/06/2024

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির তিনদিনের কর্মসূচি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে : ২৯ জুন (শনিবার) বিকেল তিনটায় নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ, ১ জুলাই সারাদেশের মহানগরীগুলোতে সমাবেশ, ৩ জুলাই সারাদেশের জেলা শহরে সমাবেশ।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনী এবং সংবিধানবিরোধী। এ মামলায় জামিন পাওয়া তাঁর সাংবিধানিক অধিকার।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠন আহবায়ক সমীর ভট্টাচার্য্য ,  সদস্য সচিব চন্দন বিশ্বাস
27/06/2024

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠন
আহবায়ক সমীর ভট্টাচার্য্য , সদস্য সচিব চন্দন বিশ্বাস

পরীমণির সঙ্গে রাত্রীযাপন : চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তাঅনলাইন ডেস্ক :  পরীমণির বাসায় নিয়মিত রাত্রীযাপন করা ও স্ত্রী...
25/06/2024

পরীমণির সঙ্গে রাত্রীযাপন : চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক : পরীমণির বাসায় নিয়মিত রাত্রীযাপন করা ও স্ত্রী অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারালেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার উপ-সচিব পারভীন জুঁই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরীমণির সঙ্গে পরিচয়, যোগাযোগ শুরু হয় গোলাম সাকলায়েনের। তিনি নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা।

গত ২০২১ সালের ১ আগস্ট পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরীমণি তার রাজারবাগস্থ সরকারি বাসায় যায়। সেখানে তারা প্রায় ১৭ ঘণ্টা অবস্থান করেন। পরদিন ২ আগস্ট রাত দেড়টায় বাসা ত্যাগ করেন। তার ও নায়িকা পরীমণির সম্পর্কের বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়, টেলিভিশনে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

৩০০ আসনে নৌকার মাঝি হতে চান ৩৩৬২ জনস্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলী...
22/11/2023

৩০০ আসনে নৌকার মাঝি হতে চান ৩৩৬২ জন

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম কেনেন।

গড়ে প্রতি আসনে ১১ জন এ ফরম কিনলেন।

গত শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত চার দিনে সর্বমোট তিন হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন। এতে পাওয়া গেছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা।

বিপ্লব বড়ুয়া আরও জানান, ঢাকার ৭৩০ জন, চট্রগ্রামের ৬৫৯ জন, রাজশাহীর ৪০৯ জন, খুলনার ৪১৬ জন, রংপুরের ৩০২ জন, ময়মনসিংহের ২৯৫ জন, সিলেটের ১৭২ জন, বরিশালের ২৫৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অনলাইন আবেদন করেছেন ১২১ জন। ৷

শনিবার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাসহ নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছিল উৎসবের আমেজ

মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে গত চারদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ছিল লোকজনের ভিড়। ।

নেচে-গেয়ে, মিছিল করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অনেক প্রার্থী এবং প্রার্থীর পক্ষের নেতাকর্মী-সমর্থকরা।

সমর্থিত প্রার্থীর ছবি, আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকার ছবি, নৌকার প্রতিকৃতি নিয়ে আসেন অনেকে। ব্যান্ড পার্টি, ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্র বাজিয়ে নির্বাচনী উৎসব করেন তারা।

নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে : রিজভীবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘দেশের জনগ...
22/11/2023

নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘দেশের জনগণ তফসিল প্রত্যাখ্যান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মঈন-ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোঁড় পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদেরকে দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে।’ আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার পতন আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ১২ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন যাওয়ার ঘোষণা দেওয়ার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহপালিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের তফসিল নাটক স্রেফ ভাগ-বাটোয়ারার নির্বাচনকে বৈধতার সিল মোহর দেওয়ারই কারসাজি মাত্র। কাজী রকিব আর নুরুল হুদার দেখানো ভাঁওতাবাজীর নির্বাচনের পথেই হাঁটছেন কাজী আউয়ালগং।’

তিনি বলেন, ‘আওয়ামী সরকারের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন-ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলেবলে, কৌশলে, টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হচ্ছে। তারা হালুয়া-রুটির ভাগ প্রাপ্তির লালসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন-বঙ্গভবনে ছুটোছুটি করছেন।’

সরকারের সঙ্গে যোগ দেওয়া নেতাদের উদ্দেশে রিজভী বলেন, ‘কিছু লোক সামান্যখুদ-কুড়ার লোভে বিবেক-বিবেচনাহীনভাবে তামাশার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এসব বেইমান দলছুটরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। কিন্তু এসব রঙ বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেতবার্তা টের পাচ্ছেন না। জনগণ খুব দ্রুতগতিতে ধেয়ে যাচ্ছে সরকারের সিংহাসন ধুলোয় লুটিয়ে দিতে, জনগণের সেই পদচিহ্ন লক্ষ্য করতে পারছে না এই নব্য রাজাকারেরা।’

চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটকউপজেলা প্রতিনিধি : চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদক...
22/11/2023

চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি : চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকবিরোধী টাস্কফোর্স।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নওগাঁ জেলার লতিফপুর গ্রামের মো. সাগর আলী (২৬), একই জেলার বিলরৌপুর গ্রামের সাগর (২০), সাতক্ষীরা জেলার খানাইদিয়া গ্রামের রসুল মোড়ল (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রসুলপুর গ্রামের মো. আনারুল হক (৩০)।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, হরিণাঘাট চৌরাস্তা মাঠের সামনে অভিযান পরিচালনা করে মাদকবিরোধী টাস্কফোর্স। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা (তিনটি সিনথেটিক বস্তায় রক্ষিত), একটি মিনি পিকআপভ্যান গাড়ি, চারটি মোবাইলফোনসহ হাতেনাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ওই চারজনকে আদালতে পাঠানো হবে।

রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতুরাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ...
22/11/2023

রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু। বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, হায়দার মোহাম্মদ জিতুকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন স্কেলে (৯ম গ্রেডে) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে জানানো হয়, তার পিতার নাম সিরাজুল ইসলাম সিরাজ, আর মাতার নাম সৈয়দা মনিরা বেগম। বাসা রংপুরের সাতমাথায়।

আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা হায়দার মোহাম্মদ জিতুকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দিলেন যারানিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সা...
22/11/2023

চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দিলেন যারা

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) থেকে ২১ নভেম্বর এ রিপোর্ট লেখা পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বর্তমান সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ মনজু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান (সিআইপি), মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (এসি মিজান), নায়েম-এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপকমিটিতে সদস্য অ্যাডঃ জেসমিন সুলতানা, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আমিরুল ইসলাম খোকা পাটওয়ারী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের অ্যাডঃ হুমায়ুন কবির।

চাঁদপুরে পকেটমারকারীকে গনধোলাই দিল জনতানিজস্ব প্রতিবেদক : চাঁদপুর কোর্টের সামনে এক পকেটমার কে ধরে গনধোলাই দিয়ে ছেড়ে দেন...
22/11/2023

চাঁদপুরে পকেটমারকারীকে গনধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর কোর্টের সামনে এক পকেটমার কে ধরে গনধোলাই দিয়ে ছেড়ে দেন জনতা।

গতকাল ২১ নভেম্বর বেলা ১১ টার দিকে চাঁদপুর জেলা কোর্ট প্রাঙ্গণ এরিয়ায় দিন-দুপুরে পকেটমারের ঘটনা ঘটতে দেখা গেছে। চাঁদপুর জজ কোর্টে হাজিরা দিতে আসা এক ব্যক্তির পকেটে হাত ঢুকিয়ে টাকা ও মোবাইল ফোন চিনতাই করার সময় সাধারন মানুষের কাছে হাতে নাতে ধরা পড়ে চাঁদপুর কয়লা ঘাটের স্থানীয় বাসিন্দা মৃত- শফিকের ছেলে সুমন(৩০) নামে এক পকেটমার। সুমন পেশায় একজন রিক্সা চালক । তবে তার ভাষ্যমতে মাঝে মধ্যে এই কাজে লিপ্ত হয় সে। প্রকৃত পক্ষে সুমন নিয়মিত চুরি করেন না বলে জানান ।

এদিকে পকেটমার সুমনকে সাধারণ মানুষ আটক করে নিয়ে এক পর্যায়ে গনধোলাই দিতে থাকে। এমন সময় চাঁদপুর আইনজীবি সহকারী সমিতির লোকজন এসে তাকে জিজ্ঞাসাবাদ করে ও তার জবান-বন্দী নিয়ে কোর্ট প্রাঙ্গণ এরিয়ায় আটককৃত চোর উপাধি দিয়ে ছেড়ে দেন তাকে।

তবে, এটি চাঁদপুর জেলা কোর্ট প্রাঙ্গণ এরিয়ার জন্য নতুন কিছু না। অহরহই এই রকম ঘটনা ঘটছে প্রতিদিন । গত কয়েকদিন পূর্বে কোর্ট প্রাঙ্গণ এরিয়ার ভিতর থেকেই এক সিএনজি চালিত ড্রাইভার জানান, কোর্টের ভিতরে রাখা সিএনজির ব্যাটারি খুলে নিয়ে যায় ছিনতাইকারী। পরে তিনি আবার নতুন করে ব্যাটারি এনে গাড়িটি নিয়ে যেতে সক্ষম হয়। মোবাইল চুরি, টাকা চিনতাই, পকেটমার সহ এ ধরনের ঘটনা প্রতিদিনই যেন কোর্টে আসা সাধারণ মানুষের জন্য হুমকি স্বরূপ হয়ে দাড়িয়েছে। প্রতিদিন ই ২/৪ টি ফোন চুরি করার পাশাপাশি টাকা চিনতাই ও পকেটমার যেন ছিনতাইকারীদের নিত্য দিনের পেশা হয়ে দাড়িয়েছে।

এই নিয়ে কোর্টে হাজিরা দিতে আসা লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। তাই তারা চাঁদপুর জেলা আইনজীবী এরিয়াকে পকেটমারদের হাত থেকে রক্ষা ও নিরাপদ রাখতে বিজ্ঞ জেলা প্রশাসক ও আইনজীবী সমিতির সভাপতির কাছে আকুতি জানান।

তাই নিরাপদ ও সুষ্ঠ পরিবেশ সৃষ্টি তৈরি করতে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণ এরিয়া কতৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে সাধারন ভুক্তভোগী মানুষ জন।

যাদের বিরুদ্ধে মনোনয়ন ফরম তোলেনি কেউ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম...
22/11/2023

যাদের বিরুদ্ধে মনোনয়ন ফরম তোলেনি কেউ

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে আওয়ামী লীগের। অর্থাৎ প্রতিটি আসনে গড়ে বিক্রি হয়েছে ১১টির বেশি ফরম। তবে এত এত মনোনয়নপ্রত্যাশীর ভিড়েও কিছু আসনে একক মনোনয়ন ফরম তোলা হয়েছে। এমন ৯টি আসনের বিষয়ে জানা গেছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে দলের একক প্রার্থী। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালী-৫ আসনে আর কেউ মনোনয়ন চাননি।

এর বাইরে আর যেসব আসনে দ্বিতীয় কেউ মনোনয়ন চাননি সেগুলো হচ্ছে– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের গোপালগঞ্জ-২, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর বরিশাল-১, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পঞ্চগড়-২, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দিনাজপুর-২, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের বাগেরহাট-১, আরেক চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েলের খুলনা-২ ও শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের বাগেরহাট-২ আসন।

গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত চার দিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলেছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান। কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় স্থাপিত বিভাগওয়ারি ১০টি বুথ থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। জমা দেন নিচতলার বুথে। এবারই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার ব্যবস্থা ছিল।

অফিসে বসেই মদপান করছেন পৌর সচিবনেত্রকোনায় মোহনগঞ্জ পৌরসভার অফিসে বসে প্রকাশ্যে মদপান করার অভিযোগ উঠেছে পৌর সচিব শৈবাল চন...
22/11/2023

অফিসে বসেই মদপান করছেন পৌর সচিব

নেত্রকোনায় মোহনগঞ্জ পৌরসভার অফিসে বসে প্রকাশ্যে মদপান করার অভিযোগ উঠেছে পৌর সচিব শৈবাল চন্দ্র সাহার বিরুদ্ধে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার (২০ নভেম্বর) অফিস চলাকালীন সময়ে শৈবাল চন্দ্র সাহার অফিস কক্ষেই এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগ উঠেছে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার সচিব শৈবাল চন্দ্র সাহা প্রায়ই কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসে মদপান করে থাকেন। সোমবারও অফিস কক্ষে বসে এমন কাজ করার সময় পৌর শহরের সেবাগৃহীতারা সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে মদের বোতল লুকানোর চেষ্টা করেন তিনি। এ সময় প্রত্যক্ষদর্শীরা তার মদপানের দৃশ্য ক্যামেরায় ধারণ করে। পরর্বতীতে এমন ঘটনা থেকে প্রতিকারের আশায় সেই সচিবের মদ্যপরত অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে ঘটনাটি পৌর শহরের ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সানা উল্লাহসহ অনেকেই জানান, আমি একটা কাগজ স্বাক্ষর করাতে এসেছিলাম। মেয়র ঢাকায় ছিলেন। অফিসে এসে দেখি এই লোক (শৈবাল চন্দ্র সাহা) মদপান করছেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। সে সময় আমিসহ অন্যান্য সেবাগৃহীতাদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক ব্যক্তি জানান, শৈবাল চন্দ্র সাহা ২০১২ সাল থেকে মোহনগঞ্জ পৌরসভায় নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে কর্মরত আছেন। শুরু থেকেই স্টাফদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন একই স্থানে চাকরি করার কারণে তার খারাপ আচরণের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে।

অভিযুক্ত শৈবাল চন্দ্র সাহা জানান, ‘আমি মদপান করি না। এ ব্যাপারে কিছু জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন জানান, ‘অফিসে খালি গায়ে বসে মদপানের বিষয়টি শুনেছি, এটি খুবই দুঃখজনক। এ ছাড়াও তার ব্যাপারে অফিস স্টাফদের বিস্তর অভিযোগ রয়েছে। সংশোধনের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। এবারের ঘটনার পর থেকে তিনি অফিসেই আসেননি। ইতোমধ্যে সব কাউন্সিলরকে নিয়ে জরুরি সভা করা হয়েছে। সভায় সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

সূত্র: কালবেলা

বিএনপি নেতার জামিন পেতে আ.লীগ নেতার প্রত্যয়নপত্রগাইবান্ধার সাদুল্লাপুরে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার হওয়া ময়নুল ইস...
22/11/2023

বিএনপি নেতার জামিন পেতে আ.লীগ নেতার প্রত্যয়নপত্র

গাইবান্ধার সাদুল্লাপুরে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার হওয়া ময়নুল ইসলাম লিঠু (৪৭) নামে বিএনপির এক নেতা পাঁচদিন কারাভোগের পর গত সোমবার (২০ নভেম্বর) জামিনে মুক্তি পেয়েছেন।

ময়নুল ইসলাম লিঠু কামারপাড়া ইউনিয়ন ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যহাটবামুনী গ্রামের মৃত্যু আবুল কাশেম বিএসসির ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ৪নং যুগ্ম আহ্বায়ক। ২০২২ সালের ৬ মার্চ ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস সালাম মিয়া।

আদালতে দাখিল করা কাগজপত্রের সঙ্গে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় কামারপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সরকার ও পৃথক প্যাডে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদ প্রত্যয়নপত্র দিয়েছেন।

আজ বুধবার (২২ নভেম্বর) প্রত্যয়নপত্র দুটির কপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে আসলে সেখানে দেখা যায় আলাদা প্যাডে গত ১৮ নভেম্বরের সীল-স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দুটিতে বলা হয়েছে, ময়নুল ইসলাম কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নন। তিনি দীর্ঘ ৭-৮ বছর ধরে ঢাকায় কর্মরত। রাষ্ট্র বা সমাজবিরোধী কাজে লিপ্ত নন তিনি। তার স্বভাব চরিত্র ভালো। এছাড়াও প্রত্যয়নপত্রে তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনার কথাও উল্লেখ করা হয়েছে।

বিএনপি নেতার জামিনে আ.লীগ নেতার প্রত্যয়নের বিষয়টি নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে পড়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সরকার ও চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদ।

প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সরকার বলেন, ময়নুল ইসলাম কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন নির্বাচিত সদস্য। গত ১৮ নভেম্বর বিদ্যালয় চত্বর থেকে পুলিশ তাকে আটক করে। পরে কোন মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে তা জানা নেই।

তিনি বলেন, পরে ময়নুলের জামিনের জন্য তার কাছে একটি প্রত্যয়নপত্র চায় স্বজনরা। আমার জানা মতে ময়নুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এই মর্মে ব্যক্তিগত প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছি।

অপরদিকে কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ বলেন, ময়নুল ইসলাম নামে কাউকে প্রত্যয়নপত্র দিয়েছি কি না তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে স্মারক নম্বর দেখে বিষয়টি নিশ্চিত করতে পারব।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ময়নুল ইসলাম কামারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদে আছেন। গত ২৯ অক্টোবর গোপন বৈঠকের সময় সাদুল্লাপুর উপজেলার বিএনপির আহ্বায়ক ছামছুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় দায়ের হওয়া নাশকতা পরিকল্পনার মামলায় জড়িত সন্দেহে ময়নুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তৃণমূলের কর্মী বান্ধব জননেতা বীর মু'ক্তি'যো'দ্ধা এম.এ কুদ্দুস দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেনস্টাফ রিপোর্টার : চাঁদপুর-২ (মত...
22/11/2023

তৃণমূলের কর্মী বান্ধব জননেতা বীর মু'ক্তি'যো'দ্ধা এম.এ কুদ্দুস দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মানোনয়ন ফরম জমা দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মু'ক্তি'যো'দ্ধা এমএ কুদ্দুস নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগসহ সকল সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

22/11/2023

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█

মতলব উত্তরে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার ধা'ক্কা'য় জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী বিপাশার মৃ'ত্যু...

দ্বাদশ জাতীয় সংসদ নি'র্বাচনে নির্বাচনী আসন-২৬২ চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির (জাপা) থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ জাত...
22/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নি'র্বাচনে নির্বাচনী আসন-২৬২ চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির (জাপা) থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি এমরান হোসেন মিয়া।

মঙ্গলবার ২১ নভেম্বর জাতীয় পার্টির কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরে তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে মানুষের আস্থার প্রতীক। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে মতলবে দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্প হওয়ায় আজ উন্নয়নের ছোঁয়া মানুষ দেখতে পারছে।

তাছাড়া স্বাস্থ্যখাত, কৃষি খাতসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আর আওয়ামী লীগ-বিএনপি মিলে দেশটাকে ধ্বং'স করে দিচ্ছে।

তিনি আরো বলেন, চাঁদপুর -২ আসনে জাতীয় পার্টি আমাকেই মনোনয়ন দিবে। মানুষ যদি শান্তিপূর্নভাবে যার যার ভোট সে সে দিতে পারে তাহলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

22/11/2023

বিএনপি ডাকা টানা ৪৮ ঘণ্টা অ*ব*রো*ধে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে বি-ক্ষো-ভ মি.ছি.ল করেছে ছাত্রদল। এতে নেতৃত্বদেন মতলব পৌর ছাত্রদলের ফয়সাল খন্দকার।

#অবরোধ ্ষিণ_চাঁদপুর।

দুই বছর বা তারও বেশি সময়ের দ'ণ্ডে দ'ণ্ডিত ব্যক্তির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। সেই সঙ্গে দ'ণ্ডিত ব্যক্তিদের আপিল উচ্চ...
21/11/2023

দুই বছর বা তারও বেশি সময়ের দ'ণ্ডে দ'ণ্ডিত ব্যক্তির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। সেই সঙ্গে দ'ণ্ডিত ব্যক্তিদের আপিল উচ্চ আদালতে বি'চারাধীন থাকলেও তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের দেয়া এমন পর্যবেক্ষণসহ এ-সংক্রান্ত রায় সম্পর্কে রাজনৈতিক মহলে ফের আলোচনা চলছে।

এই রায়ের ফলে শুধু বিএনপিরই নয়- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিসহ বেশকয়েকজন রাজনীতিবিদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যারা নির্বাচনে অংশ নিতে পারবেন না তাদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক এমপি আব্দুর রহমান বদি, ঢাকার এমপি হাজী মো: সেলিমও রয়েছেন।

দ'ণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে হাইকোর্টের পর্যবেক্ষণ আইনজ্ঞরা ব্যক্ত করেছেন নানা মত। আইনজ্ঞরা বলছেন, বিষয়টি সংবিধানসম্মত। আবার কারও মতে, আগামী নির্বাচনকে প্রভাবিত করতে এমন পর্যবেক্ষণ দেয়া হয়েছে।সংবিধান বিশেষজ্ঞ ড. শাহ্দীন মালিকের মতে, ‘দ'ণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিভিন্ন সময়ে দেশের উচ্চ আদালতে ভিন্ন ভিন্ন রায় হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি মা'মলার রায়ে বলা হয়েছে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। এটাই এতদিন গ্রহণযোগ্য ব্যাখ্যা ছিল।

তবে হাইকোর্টের নতুন ব্যাখ্যায় বলা হয়েছে, আপিল বিচারাধীন থাকা অবস্থায় দ'ণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। এর অর্থ হলো, এখন কেউ যদি দ'ণ্ডপ্রাপ্ত হন এবং তার আপিল যদি উচ্চ আদালতে বিচারাধীন থাকে, তাহলে তিনি খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ এটা যদি কার্যকর হয়, তাহলে আপিল নিষ্পত্তি হওয়ার আগেই আগামী জাতীয় নির্বাচন শেষ হয়ে যাবে। ফলে আপিল করেও দ'ণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

ড. শাহদীন মালিক বলেন, হাইকোর্ট যে ব্যাখ্যা দিয়েছেন, সেটি আপিল বিভাগেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। সে পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়।

দু'র্নীতি দমন কমিশনের (দুদক) সূত্র জানিয়েছে, দণ্ডিত হওয়ার পর উচ্চ আদালতে আপিল বিচারাধীন এমন আওয়ামী লীগ নেতারা হলেন, এমপি হাজী মোহাম্মদ সেলিম, কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি। তারা উভয়েই দুই বছরের বেশি দ'ণ্ডপ্রাপ্ত। তবে এর মধ্যে হাজী মোহাম্মদ সেলিম এখনও একাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে ‘বহাল’ রয়েছেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তাদের আপিল বিচারাধীন। এছাড়া আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কয়েকজন নেতা হাইকোর্টে খালাস পেয়েছেন।

কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। এটি এখন শুনানির অপেক্ষায়। ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মায়ার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই।

২০১৮ সালের ২৭ নভেম্বর দুর্নীতির মামলায় দুই বছরের বেশি দ'ণ্ডিত বিএনপির পাঁচ নেতার কারাদ'ণ্ড স্থগিতের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পাঁচ বছর পর দুই বিচারপতির স্বাক্ষর শেষে ৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গত রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আবেদনকারী বিএনপির পাঁচ নেতা হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, মো: আবদুল ওহাব, মো: মশিউর রহমান, এ জেড এম জাহিদ হোসেন ও আমান উল্লাহ আমান। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দ'ণ্ড হলে সেই দ'ণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। অবশ্য যতক্ষণ না আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে তাকে জামিন দেন। কোনো আদালতের দেয়া দ'ণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকলেও দ'ণ্ড বাতিল না হওয়া পর্যন্ত এ দণ্ড কার্যকর থাকে। এটি নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, সংবিধানের বিধানই প্রাধান্য পাবে। দু'র্নীতির মামলায় দণ্ডিতদের খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই।

এমন মন্তব্য করে দুদকের অ্যাডভোকেট মো: খুরশীদ আলম খান বলেন, নৈতিক স্খলনের মা'মলায় দুই বছর বা তার বেশি সা'জা হলে সাংবিধানিকভাবে নির্বাচনে অযোগ্য হন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। এটি এখন বিচারাধীন।

সংবিধানের এ-সংক্রান্ত ৬৬(২)(ডি)-এর ব্যাখ্যা হাইকোর্ট রায়ে তুলে ধরেছেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রায়ে বলা হয়েছে, সা'জা কখনও স্থগিত হয় না। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড বহাল থাকবে। সংবিধানের ৬৬(২)

অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি (ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারি অপরাধে দো'ষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বৎসরের কা'রাদণ্ডে দ'ণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর ৫ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে।’

এর আগে, মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ, সরকারদলীয় সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ কয়েকজন সাবেক এমপি দুই বছরের বেশি দ'ণ্ডের বিরুদ্ধে করা আপিল করে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ প্রশ্নে খুরশীদ আলম খান বলেন, তখন বিষয়টি নিয়ে কেউ চ্যালেঞ্জ করেনি বা হাইকোর্ট থেকে কোনো রায় পাওয়া যায়নি। এবার বিষয়টি স্পষ্ট।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Matlab 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Matlab 24:

Videos

Share