Sheikh Tawsif

Sheikh Tawsif পেজের মাধ্যমে আমি চাই সকলের সাথে সৌহাদ্যপূর্ণ দৃষ্টান্ত উপস্থাপন করা ।
(11)

আজ ১৩/২/২০২৫ইং রোজ বৃহস্পতিবার সারা দেশে এক যোগে শুরু হচ্ছে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) এর কেন্দ্রীয় পরীক্ষা। সকল ...
13/02/2025

আজ ১৩/২/২০২৫ইং রোজ বৃহস্পতিবার সারা দেশে এক যোগে শুরু হচ্ছে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) এর কেন্দ্রীয় পরীক্ষা।
সকল পরীক্ষার্থীর সর্বোচ্চ সফলতা কামনা করছি।
সবার জন্য রইলো অনেক বেশি দুয়া দোয়া ও শুভ কামনা।

11/02/2025

এভাবে নাচতে নাচতে মৃত্যু কতটা ভয়ংকর।

এগুলো দেখেও কি তোমরা শিক্ষা গ্রহণ করো না?
আল্লাহ তুমি এ জাতিকে হেদায়েত দাও।

04/02/2025

আহ্ আফসোস, মানুষ কিভাবে পারে এমন কাজ করতে?

30/01/2025

আমাদের এবারের বিশ্ব ইজতেমার ১ম পর্ব: ৩১ জানুয়ারি ও ১, ২ ফেব্রুয়ারি। ২য় পর্ব: ৩, ৪, ৫ ফেব্রুয়ারি।
আল্লাহ ক্ববুল করুন। আমীন।

27/01/2025

আলহামদুলিল্লাহ "
কালিমার পতাকা নিয়ে গ্রেফতার হওয়া আমাদের তিন ভাই জামিন পেয়েছেন।

চরমটুয়া আর আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। (হীরামন বাজার)
22/01/2025

চরমটুয়া আর আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। (হীরামন বাজার)

22/01/2025

আমার কলিজার টুকরো বাবা তাওসিফ বিল্লাহ নাফিস।
বাবা পাগল এক রাজপুত্র 🤴 আর আমি রাজপুত্র 🤴 🤴 পাগল এক পিতা, গত ২২ জানুয়ারি ২ বছর শেষ হয়ে আজ ২ বছরে পড়েছে, আমি দেশের ভিতর থেকে ও বাহিরে রাজপুত্রেল জন্য খুব খারাপ লাগছে,
পৃথিবীর সব বাবার চক্ষু শীতল রাখার অসীম কুদরতী আকর্ষণ (কন্যা) ও রাজপুত্র সন্তানগুলোকে আল্লাহ পাক সুস্থ রাখুক,
আল্লাহ পাক আমার (আম্মু+আব্বুটাকে) ভালো রাখুক।

15/01/2025

শেখ পরিবার আসলেই ত্যাগী পরিবার,
দুইবোনের দেশত্যাগ,
পুতের বউ ত্যাগ,
মাইয়ার জামাইত্যাগ,
ভাগ্নির পদত্যাগ। 😁

লস এঞ্জেলস এর দাবানল থেকে প্রান নিয়ে ফেরা একটি বাস ঢাকার রাস্তায় ছুটে চলেছে। 😀😀
14/01/2025

লস এঞ্জেলস এর দাবানল থেকে প্রান নিয়ে ফেরা একটি বাস ঢাকার রাস্তায় ছুটে চলেছে। 😀😀

Good morning 🌄😴🌄🌄
12/01/2025

Good morning 🌄😴🌄🌄

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে।বিস্তারিত : https://...
12/01/2025

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে।

বিস্তারিত : https://www.somoynews.tv/news/2025-01-12/91WOW71y

বউ যহন তিনটা, তিনজনই রস খাইব জিদ ধরে, ব্যাটা মাইনসের তহন কি আর মাথা ঠিক থাহে?
02/01/2025

বউ যহন তিনটা, তিনজনই রস খাইব জিদ ধরে,

ব্যাটা মাইনসের তহন কি আর মাথা ঠিক থাহে?

01/01/2025

বরকতময় ফজর দিয়েই শুরু ২০২৫ সাল। আলহামদুলিল্লাহ।

31/12/2024

ঢাকার অবস্থা দেখুন।

31/12/2024

ভোরের ঘুম ছেড়ে,রবের প্রেমে
আসক্ত হয়ে ফজরের "নামাজ
আদায়কারী লোকটাই সৌভার্গবান!
আলহামদুলিল্লাহ।

24/12/2024

নামাজ (সালাত) ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং এটি মুসলিমদের উপর দৈনিক পাঁচবার ফরজ। কোরআন এবং হাদিসে নামাজের গুরুত্ব, এর নিয়ম-কানুন, এবং এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আমি কোরআন ও হাদিস থেকে নামাজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স তুলে ধরছি।

কোরআনে নামাজের গুরুত্ব:

1. *নামাজ ফরজ হওয়ার কথা:*
- আল্লাহ তাআলা কোরআনে বলেছেন:
> "নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।"
> (সূরা নিসা, ৪:১০۳)

এখানে আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন যে, নামাজ মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদত, যা নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হবে।

2. *নামাজের প্রভাব:*
- আল্লাহ তাআলা বলেন:
> "নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং দুশ্চরিত্রতা থেকে বিরত রাখে।"
> (সূরা আঙ্কাবুত, ২৯:৪৫)

এই আয়াতে আল্লাহ বলছেন যে, নিয়মিত নামাজ মানুষের চরিত্রকে সুন্দর করে এবং তাকে পাপ ও অসৎ কাজ থেকে বিরত রাখে।

3. *নামাজের গুরুত্ব এবং তা না পড়লে শাস্তি:*
- আল্লাহ তাআলা কোরআনে বলেন:
> "তাদের মধ্যে যারা নামাজকে অবহেলা করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।"
> (সূরা মেরাজ, ৭৭:৩১)

এখানে আল্লাহ তাআলা নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে সতর্ক করেছেন।

4. *নামাজের মাধ্যমে আল্লাহর কাছে নৈকট্য অর্জন:*
- আল্লাহ তাআলা বলেন:
> "তোমাদেরকে আমি পরীক্ষা করি নানা উপায়ে, কিন্তু নামাজের মাধ্যমে আমি তোমাদের সাথে সঙ্গী হই।"
> (সূরা বাকারাহ, ২:৪۵)

24/12/2024

গত কালকে চাঁদপুরের জন্য কালো অধ্যায়" ছিল। চাঁদপুরে সকালে জাহাজে ৭ জন মরা দেহ ও জৈনপুর বাস এক্সিডেন্ট ১১ জন এবং বাকিলা বাজার বাইক এক্সিডেন্ট ১ জন মারা গেলো । আল্লাহ সবাইকে বেহেস্ত নসিব করুন । আমিন😭
আল্লাহ তুমি আমাদের হেফাজত করুন 🥲🤲🤲🤲☝️

Address

Chandpur

Telephone

+8801869130930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Tawsif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share