29/10/2024
আল্লাহ তাআলার সাদৃশ্য দেওয়ার শাস্তি।
ইমাম আবিল ফাতাহ শাহরাস্তানি রহ. (ওফাত-৫৪৮ হি.) বলেন,
وكانوا يحترزون عن التشبيه إلى غاية أن قالوا من حرك يده عند قراءته قوله تعالى: (خلقت بيدي) أو أشار بإصبعيه عند روايته: (قلب المؤمن بين إصبعين من أصابع الرحمن) وجب قطع يده وقلع أصبعيه.
অর্থ: তাঁরা (আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমামগণ) তাশবীহ তথা আল্লাহ তাআলার সাদৃশ্য দেওয়া থেকে বিরত থাকতেন। তাঁরা বলতেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা خلقت بيدي (অর্থাৎ আমি আমার হাত দ্বারা সৃষ্টি করেছি। সূরা সোয়াদ, আয়াত ৭৫) পাঠ করার সময় তার হাত নড়াচড়া করে অথবা নবীজির কথা "মু'মিনের কলব আল্লাহর দুই আংগুলের মাঝে আছে" বর্ণনা করার সময় তার আংগুল দ্বারা ইশারা-ইঙ্গিত করে তার হাত কেটে ফেলা ও আঙ্গুল উপড়ে ফেলা ওয়াজিব তথা আবশ্যক।
[আল-মিলাল ওয়ান-নিহাল: ইমাম শাহরাস্তানি, দারুল মা'রিফাহ, বৈরুত, লেবানন থেকে প্রকাশিত, পৃষ্ঠা ১১৯]