Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী

Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আল্লাহ তাআলার সাদৃশ্য দেওয়ার শাস্তি।ইমাম আবিল ফাতাহ শাহরাস্তানি রহ. (ওফাত-৫৪৮ হি.) বলেন,  وكانوا يحترزون عن التشبيه إلى...
29/10/2024

আল্লাহ তাআলার সাদৃশ্য দেওয়ার শাস্তি।

ইমাম আবিল ফাতাহ শাহরাস্তানি রহ. (ওফাত-৫৪৮ হি.) বলেন,

وكانوا يحترزون عن التشبيه إلى غاية أن قالوا من حرك يده عند قراءته قوله تعالى: (خلقت بيدي) أو أشار بإصبعيه عند روايته: (قلب المؤمن بين إصبعين من أصابع الرحمن) وجب قطع يده وقلع أصبعيه.

অর্থ: তাঁরা (আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমামগণ) তাশবীহ তথা আল্লাহ তাআলার সাদৃশ্য দেওয়া থেকে বিরত থাকতেন। তাঁরা বলতেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা خلقت بيدي (অর্থাৎ আমি আমার হাত দ্বারা সৃষ্টি করেছি। সূরা সোয়াদ, আয়াত ৭৫) পাঠ করার সময় তার হাত নড়াচড়া করে অথবা নবীজির কথা "মু'মিনের কলব আল্লাহর দুই আংগুলের মাঝে আছে" বর্ণনা করার সময় তার আংগুল দ্বারা ইশারা-ইঙ্গিত করে তার হাত কেটে ফেলা ও আঙ্গুল উপড়ে ফেলা ওয়াজিব তথা আবশ্যক।

[আল-মিলাল ওয়ান-নিহাল: ইমাম শাহরাস্তানি, দারুল মা'রিফাহ, বৈরুত, লেবানন থেকে প্রকাশিত, পৃষ্ঠা ১১৯]

15/09/2024

মদীনায় ঈদে মিলাদুন্নবী ﷺ|| Eid Miladunnabi at Masjid Nabawi Madinah|| عيد المولد النبوي في المسجد النبوي بالمدينة المنورة

19/08/2024

সকলে শেয়ার করুন...
আহলে সুন্নাতের ৩কমিটির প্রধানদের ঘোষণাপত্র, আমরা সকলেই ঐকবদ্ধ হলাম। গটন করা হলো লিয়াজু কমিটি।

11/06/2024

এই স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ার অনূভুতি কেমন হতে পারে 🥰

30/04/2024

মদীনার বৃষ্টি।

মদীনায় গত কয়েক বছরের রেকর্ড ভেঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
গতকাল ২৯ এপ্রিল ২০২৪ বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ।

শীআদের মৌলিকতম আকীদা হল:তাদের আসল ইমাম গায়েব (অনুপস্থিত)।তারা সবাই সে গায়েব ইমাম ফিরে আসার অপেক্ষায় আছে।এজন্য তারা ইমামে...
16/04/2024

শীআদের মৌলিকতম আকীদা হল:

তাদের আসল ইমাম গায়েব (অনুপস্থিত)।
তারা সবাই সে গায়েব ইমাম ফিরে আসার অপেক্ষায় আছে।
এজন্য তারা ইমামের পেছনে নামাজ পড়ে না।
শীআদের জামাতে আমরা যাদেরকে ইমামতি করতে দেখি, তারা প্রকৃত ইমাম নন, গায়েব ইমামের প্রতিনিধি।
এজন্য নামাজ পরিচালনাকারী ইমাম সাধারণত প্রথম কাতারে দাঁড়ান অথবা ছবির মতো গর্তে দাঁড়ান, যাতে গায়েব ইমামের স্থানে দাঁড়ানোর গোস্তাখি না হয়।
হাঁ, কোথাও কোথাও ইমাম সাহেব সরাসরি মেহরাবেও দাঁড়ান।

14/04/2024

মসজিদে নববীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের দৃশ্য|| صلاة عيد الفطر بالمسجد النبوي بالمدينة المنورة

13/04/2024

মসজিদে নববীতে ঈদুল ফিতরের তাকবীর|| র‌ওজা শরীফের ঠিক ডান পাশ থেকে রিয়াজুল জান্নাহ হতে মোয়াজ্জেমের সুমধুর কন্ঠে ঈদের তাকবীর Eid-ul-Fitr at the Prophet's Mosque, Madina

মদীনা থেকে Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী

30/03/2024

এই ভিডিওতে বর্তমান সময়ের আলোচিত সমালোচিত সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
সব প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়ে গেছে, তাই তিনাকে নতুন করে প্রশ্ন করার কিছুই নেই।

শায়খ সাইফুল আজম বাবর আজহারী।

20/03/2024

রমজানে তারাবীহ কতো রাকাত| ৮ নাকি ২০ রাকাত| শায়খ সাইফুল ইসলাম আজহারী| Saiful Islam Al Azhari New was

06/03/2024

সাফা মারওয়া পাহাড় সায়ী|| Safa Marwa Pahar Sai

কাবা মসজিদুল হারামে অবস্থিত। সাফা পাহাড় এর থেকে প্রায় ১০০ মি (৩৩০ ফুট) দূরে অবস্থিত। মারওয়া কাবা থেকে ৩৫০ মি (১১৫০ ফুট) দূরে অবস্থিত। সাফা ও মারওয়ার মধ্যবর্তী দূরত্ব ৩০০ মি (৯৮০ ফুট)। সাতবার আসা যাওয়া করার পর মোটামুটি ২.১ কিমি (১.৩ মাইল) দূরত্ব অতিক্রম করতে হয়। পাহাড়দ্বয় ও মধ্যবর্তী পথ বর্তমানে দীর্ঘ গ্যালারির মধ্যে অবস্থিত এবং মসজিদের অংশ।

হযরত ইব্রাহীম (আ) আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা (আ) ও শিশুপুত্র ইসমাইল (আ) কে অল্প কিছু খাদ্যদ্রব্যসহ সাফা ও মারওয়ার কাছে মরুভূমিতে রেখে আসেন।[১][২] তাদের খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজেরা পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে সাতবার যাওয়া আসা করেন। এসময় তিনি ইসমাইল (আ) কে রেখে যান।

প্রথমে তিনি আশেপাশের এলাকা দেখার জন্য সাফা পাহাড়ে উঠেন। তিনি কোনো কাফেলার সন্ধান পাওয়ার আশায় ছিলেন যাতে তাদের কাছ থেকে সামান্য পানি চেয়ে পিপাসা মেটানো যায়। কিছু না দেখার পর তিনি পার্শ্ববর্তী মারওয়া পাহাড়ে উঠেন। মূলত, মরুভুমিতে মরিচিকা দেখে পানির আশায় তিনি দৌড়ে যান। বারবার তার দৃষ্টিভ্রম হয় এবং সামান্য পানি পাওয়ার আশায় এভাবে সাতবার চলাচলের পর ফিরে এসে তিনি দেখতে পান যে ক্রন্দনরত শিশু ইসমাইল (আ) এর পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে। মূলত, ফেরেশতা হযরত জিবরাইল (আ) এর আঘাতে এই পানির ধারাটি সৃষ্টি হয়। বিবি হাজেরা এই ঝর্ণা পাথর দিয়ে বেধে দেন। এরপর থেকে এটি জমজম কুয়া নামে পরিচিত হয়

#মক্কা #সাফা_মার‌ওয়া

05/02/2024

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি।

13/12/2023

হুয়াল হাবীবুল্লাজী তুরজা শাফায়াতুহু
লি কুল্লি হাওলীম মিনাল আহ‌ওয়ালে মুকতাহীমি।

08/12/2023

মসজিদে নববীতে জুম'আর অপেক্ষায় 🥰🥰

07/12/2023

এক নজরে বাংলাদেশ থেকে মদীনায় ভ্রমণ।

06/12/2023

জান্নাতুল বাকীতে আসরের নামাজের পর।

মসজিদে নববীর পূর্ব পাশে অবস্থিত মদিনাবাসীর প্রধান কবরস্থান এটি। মা ফাতেমাতুজ যাহরা, হযরতে ওসমান গনী, উম্মাহাতুল মোমিনিন সহ প্রায় দশ হাজার সাহাবায়ে কেরামের মাজার রয়েছে এখানে।

05/12/2023

জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ, নবীজীর র‌ওজার পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ।

27/11/2023

এভাবে সম্পূর্ণ সুর দিয়ে ওয়াজ আগে শুনেননি, একবার শুনে দেখুন সাহাবায়ে কেরামের ধারা কেমন ছিলো!

শায়খ আল্লামা সাইফুল আজম বাবর আজহারী 🥰
#সাইফুল_আজম_বাবর_আজহারী

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category