Tanjir Tv 2

Tanjir Tv 2 ❥──༊!!সার্পোট করলে খুশি হতাম প্রিয় �❥──༊!!

14/04/2023

─༅༎😌🍁༅

-রূপের নয়,চরিত্রের অহংকার করো.
-আল্লাহ খুশি হবে-!!🙂🌻

─༅༎🖤🌼༅

- বঙ্গ বাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ টি ইউনিট সাথে সেনাবাহিনী, নৌ বাহিনী,  বিমানবাহিনী, বিজিবি  ও এ...
04/04/2023

- বঙ্গ বাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ টি ইউনিট সাথে সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও একটি হেলিকপ্টার😭

বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.একজন রিকশাওয়ালা বাবা😭😭এই বয়সেও রিকশা চালাতে হচ্ছে😭
02/04/2023

বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?
মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.
একজন রিকশাওয়ালা বাবা😭😭

এই বয়সেও রিকশা চালাতে হচ্ছে😭

02/04/2023
02/04/2023

... 🌸🌼

__ 𝑶𝒏𝒆 𝑫𝒂𝒚 𝑨𝒍𝒍 𝑾𝒊𝒔𝒉𝒆𝒔 𝑾𝒊𝒍𝒍 𝑩𝒆 𝑭𝒖𝒍𝒇𝒊𝒍𝒍𝒆𝒅 !🦋-:"

__একদিন সব ইচ্ছা পূর্ণতা পাবে ! 🖤🥀

(ইনশাআল্লাহ) ....🙂🌹🥀

- আজ যখন ইফতার সেরে বারান্দায় আসলাম। তখন এমন-ই এক অসহায় মানুষ এসে কিছু ইফতার চাইছে😭 ঘরের ইফতার শেষ হয়ে যাওয়ায় বললাম: আসে...
30/03/2023

- আজ যখন ইফতার সেরে বারান্দায় আসলাম। তখন এমন-ই এক অসহায় মানুষ এসে কিছু ইফতার চাইছে😭 ঘরের ইফতার শেষ হয়ে যাওয়ায় বললাম: আসেন, ভাত খেয়ে যান।

উনিঃ নাহ্, ভাত খামু না। একটু তরকারি দিয়া দেন।
আম্মুঃ মাছ ভুনা আর শুটকি তরকারি আছে নেন..
উনিঃ নাহ্। আমি এগুলো নিমু না। একটু ভাজি থাকলে দেন।
আম্মুঃ ভাজি তো নেই😔তাহলে মুড়ি নিয়ে যান (হাতে কিছু ঝুটা ইফতার ছিলো)
উনিঃ নাহ্। এইগুলো দেন আম্মা😭
আম্মুঃ নাহ্।এগুলো ভালো না।
উনিঃ এগুলোই দেন আম্মা😭

পরে অনেক পীড়াপীড়ির পর আম্মু ওগুলো দিতে বাধ্য হয়েছেন😭

আমি দৌড়ে দাদুদের ঘরে গেলাম কিছু ব্যবস্থা করতে। কিন্তু সেখানে ও ইফতার শেষ😭 পরে মাছ তরকারি দিয়েছে। কিন্তু উনি অনেক জোরাজোরির পরও মাছ নেন নি। শুধু তরকারি নিয়েছেন😭

তখন আরেকজন কিছু ইফতার নিয়ে আসছেন।

উনিঃ এইগুলা আমারে দিয়েন না। ভাংগা, নষ্ট গুলা আমারে দেন। এগুলা আন্নে লইয়া যান😭

অতপর তিনি ছোট দাদুর ঘরের সামনে গিয়ে আস্তে আস্তে আম্মা আম্মা বলে ডাকতেছেন।

তা দেখে যখন আমি গিয়ে দাদুদের দরজায় নক করলাম।

তখন তিনি (অসহায় ব্যক্তি) আমাকে বললেনঃ আওয়াজ কইরো না। উনারা সারাদিন রোজা রাখছে😭

- আমি তখন ভাবলাম: আহ্ খেতে পাচ্ছেন না কিছু😭 অথচ কতটা নম্র 😭

যখন ঘরে আসছিলাম নামাজের জন্য,তখন এতটাই কষ্ট লাগছিলো যে, কিছুই করতে পারলাম না লোকটার জন্য 😭

অতপর যখন নামাজে দাঁড়ালাম, তখন মাথায় আসলো যে, উনাকে বলে দেই কালকে আসার জন্য 😔
তাই তাড়াতাড়ি নামাজ শেষ করে দৌড়ে গেলাম বাহিরে, কিন্তু উনাকে আর পাইনি😭 বাড়ির আসেপাশে খুঁজেও পেলাম না আর উনাকে😭

কতটা কষ্ট লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না😭

- এমন হাজারো মানুষ আছেন আমাদের আশেপাশে। যারা একটু খেতে চায়, কিন্তু পায় না😭 অথচ আমরা কত খাবার নষ্ট করি😭
- আসুন হাতে হাত রেখে উনাদের পাশে দাঁড়াই। উনাদের মুখে একটু খাবার তুলে দেই😭

আর পারছি না কিছু বলতে....😭😭

শ্রদ্ধেয় উস্তাদ, মাওলানা শিব্বির আহমদ সাহেবও চলে গেলেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) শুধু সফল শিক্ষক গড়া নয়,বর...
29/03/2023

শ্রদ্ধেয় উস্তাদ, মাওলানা শিব্বির আহমদ সাহেবও চলে গেলেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

শুধু সফল শিক্ষক গড়া নয়,বরং তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার সফল কারিগর। আকাবির-আসলাফের এই জীবন্ত প্রতিচ্ছবির ইন্তেকালে এদেশের ইলমী অঙ্গনে এক বড় শূন্যতা তৈরি হলো।

আল্লাহ তাআলা হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন। এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।

হাটহাজারি মাদরাসার প্রবীণ মুহাদ্দিস, মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ...
27/03/2023

হাটহাজারি মাদরাসার প্রবীণ মুহাদ্দিস, মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বর্ণাঢ্য কর্মজীবনে হজরতের কাছে পডুয়া ছাত্রদের সংখ্যা অনেক। তিনি সদালাপী এবং ছাত্রবান্ধব ছিলেন। আল্লাহ হজরতকে ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পরিবারের সবাইকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।

আজ রমজানের প্র‍থম দিন। তারপর আবার জুমুআ! জুমুআর দিনের বিশেষ আমলগুলো কোনোভাবেই যেন ছুটে না যায় আমাদের থেকে। কী কী করতে পা...
24/03/2023

আজ রমজানের প্র‍থম দিন। তারপর আবার জুমুআ! জুমুআর দিনের বিশেষ আমলগুলো কোনোভাবেই যেন ছুটে না যায় আমাদের থেকে। কী কী করতে পারি?

১. সূরা কাহাফ। সম্পূর্ণটিই পড়ার চেষ্টা করবেন, একান্ত অপারগ হলে অন্তত প্রথম ১০ আয়াত পড়বেনই পড়বেন। কেউ পড়তে না পারলে সাওয়াব ও বরকতের নিয়তে শুনে নিয়েন।
২. ১০০০ বার দুরুদ শরীফ পাঠ করা।
৩. ১০০ বার ইস্তেগফার পাঠ করা।
৪. অন্তত ১ টাকা হলেও সাদকাহ করা। টাকা দিতে না পারলে অন্তত কাউকে উপকারী ইলম শেখানো, উপকার করা।
৫. সারাক্ষণ যিকির এবং তাওবার মধ্যে থাকা। নিজের জীবনের সব পাপের জন্যে অনুতপ্ত হওয়া।
৬. প্রচুর পরিমাণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। সমস্ত নিয়ামতের জন্যে এবং রমজান পাওয়ার
জন্যে কৃতজ্ঞতা আদায় করা। রমজানের লুতফ উঠানোর জন্যে দুআ করতে থাকা।
৭. মৃত আত্মীয়-স্বজন, চেনা-পরিজন, বন্ধু-স্বজন, পিতা-মাতা সহ সকলের জন্যে নিজের অনুরূপ দুআ করা। আল্লাহ পাকের কবুলিয়্যাত চাওয়া।

23/03/2023

- যে ছেলেকে সেহেরি খাওয়ার জন্য ১ ঘন্টা ধরে ডাকতে হয়, প্রবাসে গিয়ে সেই ছেলেকে রাত ৩টায় রান্না করে খেতে হয়! 😊💔

সকল প্রবাসীদেরকে জানাই রামাদান মোবারক🥰

23/03/2023

Alhamdulillah for the series win against Ireland.

Ramadan Mubarak to you all! ✨

মানুষ এতো নিষ্ঠুর কেমনে হয়,,,ধীক্কার হে মানবতা!!!!! মাদারিপুরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতু হাইওয়ের বাস এক্সিডেন্টের ঘ...
23/03/2023

মানুষ এতো নিষ্ঠুর কেমনে হয়,,,ধীক্কার হে মানবতা!!!!!

মাদারিপুরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতু হাইওয়ের বাস এক্সিডেন্টের ঘটনা নিয়ে একজনের লেখা:

গাড়িটা যখন এক্সিডেন্ট করে বুঝতেও পারি নাই কিছু। কিভাবে কি হইলো, একটু পরেই দেখি চারপাশে হইচই লেগে গেছে। তখন আমার মাথাটা ভোঁভোঁ করে ঘুরছে। নিজেকে একটু শান্ত করলাম। অনুভব করলাম রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের আহাজারি, চিৎকার-কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে গেছে।
ঠিক তখনই দেখলাম- আমার বামপাশের পা টা শরীর থেকে আলাদা হয়ে অল্প একটু চামড়ার সাথে আটকে আছে। প্রচন্ড ব্যথার সাথে রক্তের বন্যা। হঠাৎ একজন মানুষ এগিয়ে আসলো আমার দিকে। ভাবলাম সাহায্য করবেন। কিন্তু এসেই আমার ডান দিকের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে নিলেন। মনে মনে ভাবলাম আমার পরিবারকে কল দিচ্ছে। কিন্তু লোকটা এরপরে বাম পাশে হাত দিলেন। তার হাতটা ঠিক আমার কাটা জায়গায় লাগলো। আমিও ব্যথায় চিৎকার দিয়ে উঠি। কথা বলার বা নিষেধ করার মতো অবস্থা ছিলনা তখন আমার। লোকটা আমার পকেটে থাকা ৭০,০০০ টাকা এবং মানিব্যাগটা নিয়ে চলে গেলো। আমিও নীরব হয়ে তার চলে যাওয়া দেখলাম। তাকে বাঁধা দেওয়ার ক্ষমতা আমার ছিল না তখন।

লেখা: ইমাদ পরিবহনের এক যাত্রী।

Tanjir tv👈 ইউটিউব চ্যানেলে..
22/03/2023

Tanjir tv👈 ইউটিউব চ্যানেলে..

- আপনি থাকছেন তো...??🙄
20/03/2023

- আপনি থাকছেন তো...??🙄

"মানুষ আমি একটাই😌তবে ব্যাক্তি ভাগে আমার চরিত্র গুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো...
12/03/2023

"মানুষ আমি একটাই😌
তবে ব্যাক্তি ভাগে আমার চরিত্র গুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ। আবার কারো কাছে পৃথিবীর সবথেকে খারাপ মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই!" 🖤

Address

Chandpur
3640

Telephone

+8801612622698

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjir Tv 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category