দু'দিনের মুসাফির

দু'দিনের  মুসাফির The more restrained a man's gaze is, the more beautiful his wife is to him🌸💖

❌Non-Mahram❌
(1)

04/03/2024

নারীকে বিয়ে করুন। নারীর পোষাকধারী পুরুষ বিয়ে করবেন না। একটু সময় নিয়ে হলেও অরিজিনাল সংসারী (দ্বীনদার) নারী খুঁজে বিয়ে করুন।

⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো, যে তোমাকে 'Darling ' না বলে 'আদরের বউ' বলবে.....!⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা কর...
04/03/2024

⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো, যে তোমাকে 'Darling ' না বলে 'আদরের বউ' বলবে.....!

⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো, যে তোমাকে নিয়ে সিনেমা দেখার জন্য রাত জাগবে না । তোমাকে নিয়ে তাহাজ্জুদের সালাত পরবে বলে রাত জাগবে......!!🥰👍❤️

⭕এমন একটা স্বামীর জন্য অপেক্ষা করো যে কোট পেন্ট আর চোখে সানগ্লাস না, যার মধ্যে নবির সুন্নত থাকবে......!!🥰🥰

⭕এমন একটা স্বামীকে জীবন সংঙ্গী করো, যে তোমাকে তার বন্ধুদের সাথে বাহিরে খেতে নিয়ে যাবে না, যে তোমাকে সম্পূর্ণ পর্দাই রাখার চেষ্টা করবে,যে বাসায় এসে এক প্লেটে বসে তোমাকে খাইয়ে দিবে, আর জান্নাতে ও তোমাকে জীবন সাথী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে......!!🤗😋❤️

⭕এমন একটা স্বামীকে বিয়ে করো , যে তোমাকে তার সাথে আর একটু ঘুমাতে বলবে না, ফজরের সময় তোমাকে ডেকে বলবে সালাত পরে নাও আমি মসজিদে যাচ্ছি.....!! 🥰🤗

⭕এমন একটা স্বামীকে বিয়ে করার ইচ্ছে করো, যে তোমাকে সাথে করে মার্কেটে নিয়ে পেন্ট শার্ট না, তোমার জন্য পোশাক কিনে এনে বলবে দেখ তো পছন্দ হয়েছে কি না......!! 👌💝

⭕এমন একটা স্বামীর অপেক্ষা করো, যে তোমার সন্তান কে নায়ক না, কুরআনের হাফেজ বানাতে চাইবে......!! 🥳🥰
ইয়া আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন এবং কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন.....!!🤗

আমিন.....!!🥰🤗

বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَআল...
03/03/2024

বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে ক্ষমা করুন, সকল নেক আমল কবুল করে নিন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

02/03/2024

এই পেজের জন্য একজন এডমিন লাগবে যে ইসলামিক মাইন্ডের এবং ইসলামিক পোস্ট করতে পারবে।
আগ্রহী হলে ইনবক্সে মেসেজ দিবেন।

01/03/2024

হিজাব দুই প্রকারঃ-
১) দৃষ্টি আকর্ষক,
২) দৃষ্টিরোধক।

উদ্দেশ্যও দুটিঃ-
১) মানুষের মুগ্ধতা,
২) আল্লাহর মুগ্ধতা।

হিজাবের ধরণটা স্পষ্ট থাকা জরুরী।

- শায়খ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

#সীরাহ

01/03/2024

রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও।
( সহিহ বুখারী )☺️🌸

মনে রাখবেন, মুসলিম নারী কোনো পণ্য না।
29/02/2024

মনে রাখবেন, মুসলিম নারী কোনো পণ্য না।

29/02/2024

তোমরা আমাকে ডাকো
আমি তোমাদের ডাকে সাড়া দিবো।

_আল-মু'মিন; ৬০

28/02/2024

আল্লাহর দিকে আমাদের যাত্রা শুরু হয় ফজর নামাজ থেকে। ফজর একটি যুদ্ধের নাম। ফজর যুদ্ধে জয়ীরা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ প্রিয়পাত্র।

- শাইখ আতিক উল্লাহ হাফি.

26/02/2024

আর আমি তোমাদের কে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
[সূরা নাবা: আয়াত-৮]

আপনাকে খুঁজতে হবে না আল্লাহ আপনার জীবন সঙ্গী
সময় মতন আপনার কাছে পৌঁছে দিবেন!
ইনশাআল্লাহ!

শুধু শুধু হারাম রিলেশনে জরিয়ে মানসিক চাপ নেয়ার দরকার কি!?
যেখানে মহান রাব্বুল আলামিন আপনার আর আমার জন্য উত্তম জীবনসঙ্গী নির্ধারন করে রেখেছেন!

আল্লাহর সৃষ্টি জগতে তার লিখিত তকদীর এর বাইরে কোন কিছুই ঘটে না । যা তিনি তার বিশাল ভবিষ্যত জ্ঞানের আলোকে সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন। যেমন: আল্লাহ তাআলা বলেন,
إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
“আমি প্রত্যেক বস্তুকে সুপরমিতভাবে সৃষ্টি করেছি।” (সূরা ক্বামার: ৫০)

আমরা সবসময় দোয়া করতে পারি,, দোয়ার শক্তি অনেক বেশি,,,,।

দোয়ার শক্তি এত বেশি যে, তা বান্দার তকদীর পর্যন্ত বদলে দিতে পারে
(তিরমিজি ২১৩৯)

আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন!
"আমিন"
সংগৃহীত

25/02/2024

না তুমি আফসোস করছো আর না তুমি অনুতপ্ত হচ্ছো! জীবন অতিবাহিত হচ্ছে গুনাহের মধ্য দিয়ে! এটা কেমন জীবন?

মাওলানা তারিক জামিল হাফি:

25/02/2024

“আজ চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না”

[সুরা আল-মুমিনুন - ৬৫]

24/02/2024

“জান্নাতের অসংখ্য খাজানার মধ্যে ধৈর্য একটি খাজানা। সম্মানিত বান্দা ছাড়া আল্লাহ কাউকে এটা দেন না।"

— ইমাম হাসান আল বসরী রাহিমাহুল্লাহ
[ মাজমু আর-রাসায়িল, ৩/১৫২ ]

24/02/2024

হারামের সাগরে ডুবে থাকার পরও আল্লাহ যদি কাউকে নিয়ামতের পর নিয়ামত দিতেই থাকেন, তবে সেটা আনন্দের নয়, ভয়ের। এটা খুবই ভয়ংকর একটি বিষয়।

বই: বিভ্রম- যে জালে সহস্র হারিয়েছে ঈমান

— সুবহানআল্লাহ সুম্মা সুবহানআল্লাহ 🤍🌸
24/02/2024

— সুবহানআল্লাহ সুম্মা সুবহানআল্লাহ 🤍🌸

23/02/2024

বসন্তের এই বিকালে হলুদ শাড়ি পরে নিজের সৌন্দর্য বিলানো নারী আর নিজেকে পর্দায় সুরক্ষিত রাখা নারী কখনই এক নয়।

22/02/2024

'দুনিয়াতে তুমি একটি মৌমাছির মতো থাকো। মৌমাছি যখন খায় তখন ভালো জিনিস খায়। যখন খাওয়ায় তখন ভালো খাওয়ায়। যখন কিছুর উপর পড়ে যায়, সেটাকে ভেঙে দেয় না, ছিঁড়ে ফেলে না।'

— ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
সূত্র: আল-ফাওয়াইদ: ১৭০

পোস্টের ক্যাপশন কি দেয়া যায় সেটা মাথায় আসছিলো না, কারণ পোস্ট আর ক্যাপশন উভয়ই ইংরেজি শব্দ...Qalbun Saleem - قلب سليم
21/02/2024

পোস্টের ক্যাপশন কি দেয়া যায় সেটা মাথায় আসছিলো না, কারণ পোস্ট আর ক্যাপশন উভয়ই ইংরেজি শব্দ...

Qalbun Saleem - قلب سليم

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when দু'দিনের মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category