SAGOR Mallik

SAGOR Mallik �. My service- Facebook Marketing, page Optimization, Canva Expert, Affiliated marketing et

পৃথিবীর কেউ সুখি নয়😔সুখটা নিজের করে নিতে হয়। জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'বিল গেটসের টাকায়!' ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'হুম...
05/08/2023

পৃথিবীর কেউ সুখি নয়😔
সুখটা নিজের করে নিতে হয়।
জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'
বিল গেটসের টাকায়!'
ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'
হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'
তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!'
তারা প্রত্যকেই সব মানুষের ভালোবাসায় সিক্ত হলেও!' নিজের বৌয়ের কাছেই ভালোবাসাটা অধরা থেকে গেলো!'
কোন কিছুই নারীকে আটকাতে পারে নাই!'
নারী আসলে কিসে আটকায় 😊💔?

আলহামদুলিল্লাহ ❤️😊স্কিল টেস্ট এর রেজাল্ট এ উত্তীর্ণ  হয়েছি।   Now...Let the journey start from here 💝Thank you so much ...
31/07/2023

আলহামদুলিল্লাহ ❤️😊
স্কিল টেস্ট এর রেজাল্ট এ উত্তীর্ণ হয়েছি।
Now...Let the journey start from here 💝
Thank you so much mem Freelancer Nadia Akter apnake apnar Jonno aj ato dur aste perechi,

Asa kori ay babe always amar pase thakben 💝

যে কোনো ধরণের পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার বেছে নিতে পারেন।আপনি কি একজন সফল ফ্রিলান্সার হতে চান.?তাহলে আ...
30/07/2023

যে কোনো ধরণের পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার বেছে নিতে পারেন।

আপনি কি একজন সফল ফ্রিলান্সার হতে চান.?

তাহলে আপনাকে অবশ্যই skills develop করতে হবে।একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেটা অর্জন করবেন সেটা থেকে আপনি অবশ্যই বেনেফিট পাবেন। Skills কখনো বিফলে যায় না।

Skills development করে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিলান্সার।
আপনার ধৈর্য্য, আপনার শ্রম,আপনার সময় আপনাকে এমন জায়গায় পৌছে দিবে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না।

আর সময় নষ্ট না করে, বাবা-মার বোঝা না হয়ে, আপনিও skills Development করে বাবা,মা ও সমাজের মানুষের মুখে একদিন হাসি ফূটাতে পারবেন ইনশাআল্লাহ।

28/07/2023

Assalamu walaikum everyone welcome my new page, follow like and Share

ইনশা'আল্লাহ❤️❤️❤️
24/07/2023

ইনশা'আল্লাহ❤️❤️❤️

24/07/2023

আমি হারতে শিখেছি।

তবে হাল ছাড়তে নয় 👍

একদিন সফল হবোই

ইনশাআল্লাহ ♥️

টাইম ম্যানেজমেন্ট কি? Time management এর বাংলা অর্থ সময় ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে হলো আপনার কোন কাজের সুষ্ঠু পরিকল্...
20/06/2023

টাইম ম্যানেজমেন্ট কি?

Time management এর বাংলা অর্থ সময় ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে হলো আপনার কোন কাজের সুষ্ঠু পরিকল্পনা এবং পরিকল্পনা মোতাবেক তা বাস্তবায়ন করা এটাকে আমরা ব্যবস্থাপনা হিসেবে জানি আর টাইম ম্যানেজমেন্ট মানে আপনার সময়কে বিভিন্ন কাজের মধ্যে ভাগ করে দেওয়া এবং সেই সময়ের মধ্যে কাজটি শেষ করা।

🔰পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ), আইএসও ২০০০ হিসাবে প্রমিত, একটি ফাইল ফরম্যাট যা অ্যাডোব ১ ১৯৯৩ সালে ডেভেলপ করে পাঠ্য...
12/06/2023

🔰পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ), আইএসও ২০০০ হিসাবে প্রমিত, একটি ফাইল ফরম্যাট যা অ্যাডোব ১ ১৯৯৩ সালে ডেভেলপ করে পাঠ্য বিন্যাস এবং ইমেজ সহ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম থেকে স্বাধীনভাবে উপস্থাপন করে।

🔰পিডিএফ কি বা কাকে বলে ❓
পিডিএফ ডকুমেন্ট ফাইলের ফরম্যাট নয়, এটি একটি ফাইল ফরম্যাট যা বিভিন্ন ধরনের বিষয়বস্তু যেমন টেক্সট, মাল্টিমিডিয়া, গ্রাফিক্স এবং ফর্ম ফিল্ডের মতো ইন্টারেক্টিভ উপাদান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি ক্রস-প্ল্যাটফর্ম, অর্থাৎ একই ফাইল উইন্ডোজ কম্পিউটার এবং ম্যাক উভয় ক্ষেত্রেই খোলা যেতে পারে।

সরকারী সংস্থা এবং ব্যবসার দ্বারা গৃহীত, PDF বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাইল ফর্ম্যাটগুলির মধ্যে একটি। এটি প্রায়শই ফরম্যাট বা বিষয়বস্তু হারানোর বিষয়ে চিন্তা না করেই লোকেদের তথ্য ভাগ করার অনুমতি দিতে ব্যবহৃত হয়। এটি প্রায়ই চুক্তি এবং চিঠির মতো জিনিসগুলির জন্য ব্যবহৃত হয়, যেখানে একাধিক লোককে একই নথিতে কাজ করতে এবং শেয়ার করতে হতে পারে।

বৈদ্যুতিক ডকুমেন্টগুলি শেয়ার করা সোজা, কিন্তু ফরমাট চেঞ্জ হয়ে যাওয়ার ভয়টা থেকেই যায়। সেই জায়গা থেকে পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) হলো এমন একটি রাস্তা যার মাধ্যমে আপনি ডকুমেন্ট গুলিকে সুরক্ষিতভাবে কোন ফরমেট চেঞ্জ এর ভয় না করে সঞ্চয় করে রাখতে পারেন এবং শেয়ারও করতে পারেন। এবং যেটি সব সময় দেখতেও যেমন হবে প্রিন্ট করলেও ঠিক তেমনটাই হবে।

পিডিএফ বেশিরভাগই পাঠকদের কাছে বই এবং নিবন্ধের ডিজিটাল বিষয়বস্তু প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু, আজকাল এগুলি ডিজিটাল সামগ্রী শেয়ার করার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। PDF এর কিছু সাধারণ ব্যবহার হল: * পত্রিকা এবং জার্নালের ডিজিটাল সংস্করণ তৈরি করার উদ্দেশ্যে * বার্ষিক প্রতিবেদনের ডিজিটাল সংস্করণ তৈরি করার উদ্দেশ্যে * বইগুলির ডিজিটাল সংস্করণ তৈরি করার উদ্দেশ্যে।

বই ছাড়াও অন্যান্য ডকুমেন্টগুলি পিডিএফ করার কারণ হলো এগুলি পোর্টেবল। সুতরাং, ব্যবহারকারীরা কোনো সমস্যা ছাড়াই যেকোনো কম্পিউটার বা মোবাইল ফোন থেকে PDF ডকুমেন্টের বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারবে।

🔰PDF এর আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল ব্যবহারকারীরা PDF এডিটরদের সাহায্যে PDF ডকুমেন্টের বিষয়বস্তু সম্পাদনা করতে পারেন। আপনি PDF ফাইলগুলিতে খুব সহজেই কোনকিছু যোগ করতে পারেন।

🔰পিডিএফ ফুল ফর্ম কি ❓
পিডিএফ (PDF) এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format), যা কোনো ডকুমেন্ট এর গুণমান, অখণ্ডতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য তৈরি করা একটি ফাইল ফরম্যাট। পিডিএফ ফরম্যাট সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আপনি যে প্ল্যাটফর্মই ব্যবহার করুননা কেন।

পিডিএফ মূলত অ্যাডোব (Adobe) কর্পোরেশন দ্বারা ইলেকট্রনিক ডকুমেন্ট উপস্থাপনের জন্য একটি একক মান প্রদানের উপায় হিসাবে তৈরি করা হয়েছিল।

🔰PDF কিভাবে তৈরি করে ❓
একটি পিডিএফ ফাইল তৈরি করা খুবই সহজ। ইন্টারনেট এ এমন অনেক ওয়েবসাইট এবং অ্যাপ আপনি পাবেন যেখানে আপনি যে ফাইল পিডিএফ করতে চান তা শুধুমাত্র একটি ক্লিক এ করে নিতে পারবেন। যদি আপনি ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ বানাতে চান তো, গুগল এ গিয়ে সার্চ করুন “ওয়ার্ড টু পিডিএফ”, সেখানে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে শুধুমাত্র আপনি আপনার ফাইলটি সিলেক্ট করবেন এবং কনভার্ট করলেই আপনার ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে।

আপনি যদি গুগল ডকস অ্যাপটি ব্যবহার করেন নতুন ওয়ার্ড ফাইল বানানোর জন্য বা কোন ওয়ার্ড ফাইল এডিট করার জন্য, তাহলে সেখানে আপনি শুধুমাত্র শেয়ার অপশনে ক্লিক করলেই পিডিএফ শেয়ার করার অপশন পেয়ে যাবেন। আপনাকে সেখানে অন্য কোন অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করার দরকারই হবে না।

⏳টিমওয়ার্ক (Teamwork) বলতে আমরা কি বুঝি?সহজভাবে বলা যায়, কয়েকজন মানুষ একসাথে হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে ...
11/06/2023

⏳টিমওয়ার্ক (Teamwork) বলতে আমরা কি বুঝি?

সহজভাবে বলা যায়, কয়েকজন মানুষ একসাথে হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, সেটাকে সফল করতে নিজেদের সর্বোচ্চটা একত্রিত করে একটা অভিন্ন শক্তি হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা যায় টিমওয়ার্ক (Teamwork)।

এরিস্টটল বলেছিলেন, ‘The whole is greater than the sum of its parts’।

অর্থাৎ কোনো কিছুর পরিপূর্ণরূপ, এর আলাদা আলাদা অংশগুলোর যোগফলের থেকে বড়।

টিমওয়ার্কের ক্ষেত্রে এই উক্তিটি খুব বেশিই সত্য। একটা টিম গঠিত হলে এর প্রত্যেকটা সদস্যের মাঝে যে পরিমাণ দক্ষতা এবং কোয়ালিটি আছে সবকিছু একসাথে হয়ে এমন এক শক্তিতে পরিণত হয়, যা অপ্রতিরোধ্য। এই পুরো শক্তি এক হয়ে কাজ করে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্বার্থকে সাইডে রেখে।

⏳আদর্শ টিমের বৈশিষ্ট্যসমূহ=

🔰 TRUST=
যে কোনো টিম সফল হওয়ার জন্য টিমের সদস্যদের পারস্পারিক বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ।

টিম মেম্বারদের প্রত্যেকে ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকে, প্রত্যেকের কাজের ধরন আলাদা হয় এবং একজনের কাজের ফলাফলের উপর পুরো টিমের সাফল্য ব্যর্থতা নির্ভর করে। তাই একটা টিমের প্রত্যেক সদস্যকেই নিজ নিজ কাজের প্রতি যত্নশীল হতে হয়, প্রত্যেকটা কাজ নির্ধারিত সময়ের মাঝে শেষ করার প্রতি মনোযোগী হতে হয়।
একটা আদর্শ টিমের মেম্বাররা কখনো একে অপরের কাজের প্রতি সন্দেহপ্রবন হবে না, সবাই সঠিক সময়ে কাজ শেষ করবে কিনা এ নিয়ে ভেবে সময় নষ্ট করতে হবে না।

পারস্পারিক আস্থা এবং বিশ্বাসই একটা টিমকে সামনে এগিয়ে নেয়, দূরদর্শী পরিকল্পনা করতে সাহায্য করে এবং এটিই যে কোনো টিমওয়ার্ককে সফল করতে পারে।

🔰 A MIX OF PEOPLE=
একটা টিমকে বিভিন্ন ধরণের মানুষের সংমিশ্রণে তৈরী করতে পারলে, এটি সম্ভাব্য যে কোনো বিপদ মোকাবিলায় কার্যকরী ভূমিকা পালন করতে পারে।

যেমন- টিমে কেউ থাকবে সব সময় সব নিয়ম মেনে চলে, কেউ থাকবে বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে কাজ করতে চায়, কেউ হয় খুব শান্ত, ধীর-স্থীর স্বভাবের, আবার কেউ হয় খুবই অস্থির আর উচ্ছল। তবে সবার মূল উদ্দেশ্য হয়, অভারঅল টিমের লক্ষ্যপূরণে কাজ করে যাওয়া।

আবার টিমের প্রত্যেক সদস্য ভিন্ন ভিন্ন কাজে দক্ষ হতে পারে, যাদের সম্মিলিত শক্তিতে টিম সাফল্যের দিকে এগিয়ে যায়।

🔰 STRONG LEADER=
অবশ্যই দক্ষ এবং উপযুক্ত টিম মেম্বারদের খুঁজে বের করে একটা আদর্শ টিম তৈরী করার জন্য দক্ষ লিডার খুব বেশি প্রয়োজন। একজন লিডারের মাঝে টিমের প্রত্যেকটা সদস্যদের কথা শোনার এবং তাদেরকে বোঝার ক্ষমতা থাকবে। সব সময় পুরো টিম তার চোখের সামনে থাকবে, কখনো লিডারের দৃষ্টি টিম মেম্বার এবং তাদের কাজ থেকে দূরে সরবে না।

একজন স্ট্রং লিডার অনেক গুনে গুনান্বিত থাকে, তবে তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য হল- একজন স্ট্রং লিডার তার টিম মেম্বারদের জন্য একটা উদাহরণ তৈরী করে বা বলা যায় একটা রোল মডেল সামনে প্রেজেন্ট করে ওইভাবে কাজ করার জন্য, মেম্বারদের প্রতিনিয়ত বিভিন্নভাবে মোটিভেট করে, নিয়মিত কাজ পর্যালোচনা করে ফীডব্যাক দেয়, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষন দেয়।

একজন আদর্শ লিডার তার টিমের প্রত্যেকটা মেম্বার এবং টিমের একচুয়াল গোল বা টার্গেটের মধ্যকার সংযোগ হিসেবে কাজ করে।

🔰 EXCELLENT COMMUNICATION=
একটা টিমের মেম্বারদের মধ্যকার যোগাযোগ বা সম্পর্ক যত বেশি ভালো হবে, তত দ্রুত পুরো টিম সেটার মূল লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, এর অন্যথা হলে ফেইলুর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

টিম মেম্বার রা একে অপরের সাথে তাদের কাজের অগ্রগতি, ভালোমন্দ, সুবিধা অসুবিধা সব শেয়ার করবে, আলোচনা পর্যালোচনার মাধ্যমে সমস্যা এবং সুযোগগুলো চিহ্নিত করবে, প্রয়োজনে প্ল্যান পরিবর্তন করবে এবং লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাবে।
🔰 SOCIAL LIFE TOGETHER=
টিম মেম্বারদের মাঝে যখন সামাজিকতা এবং ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠবে, পারস্পারিক সঙ্গ উপভোগ করতে শুরু করবে, তখনই তারা কাজেও আরও বেশি মনোযোগী হবে। টিম মেম্বার রা একে অপরকে জানবে, অনুভব করবে, এভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আর এই বন্ধুত্বই তাদের সম্পর্ক আরও জোরদার করবে, পরস্পরের প্রতি সম্মান, বিশ্বাস ইত্যাদিও তখন বেড়ে যাবে এবং আল্টিমেট গোলের দিকে তারা এগিয়ে যাবে এভাবেই একত্রে।

✅ইমেইল মার্কেটিং এর কিছু লাভ= 👉ইমেইল মার্কেটিং দ্বারা সবচেয়ে বেশি নতুন কাস্টমার ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়।👉এই মাধ্য...
08/06/2023

✅ইমেইল মার্কেটিং এর কিছু লাভ=

👉ইমেইল মার্কেটিং দ্বারা সবচেয়ে বেশি নতুন কাস্টমার ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়।
👉এই মাধ্যম ব্লগ এবং ওয়েবসাইটের জন্য হাজার হাজার ভিসিটর বা ট্রাফিক আনতে পারে।
👉ইমেইল মার্কেটিং দ্বারা কেবল একটি ইমেইল (email) পাঠিয়েই যেকোনো নতুন video, blog article, product বা business এর ব্যাপারে ঘরে বসেই লোকেদের জানানো সম্ভব।
👉ডিজিটাল মার্কেটিং এর অন্য মাধ্যম গুলির থেকে এই মাধ্যম অনেক সস্তা এবং কম খরচেই সম্ভব। কিছু ফ্রি email marketing tool ব্যবহার করে আপনি ফ্রীতেই এই মাধ্যম ব্যবহার করতে পারবেন।
👉ইমেইল মার্কেটিং অনেক সোজা এবং এর থেকে লাভ অনেক বেশি।

✅Email marketing কিভাবে করবেন ?

ধরে নিন, আপনার একটি নতুন পণ্য (product) বা সার্ভিস (service) মার্কেটে এসেছে এবং আপনি সেই বিষয়ে লোকেদের জানাতে চান বা মার্কেটিং করতে চান। এর বাইরেও আপনার কোনো প্রোডাক্ট এর নতুন অফার (offer) বা সুবিধার বিষয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন।

আপনার কেবল, ইমেইল এর দ্বারা লোকেদের নিজের product বা সার্ভিসের ব্যাপারে জানাতে হবে। এবং, তারপর তারা যদি আগ্রহী (interested) থাকেন তাহলে নিশ্চই আপনার প্রোডাক্ট বা সার্ভিস তারা কিনবেন বা তাতে রুচি রাখবেন।

আমরা সাধারণ ভাবে যেরকম ইমেইল লিখি ঠিক সেরকম ভাবেই আপনার নিজের offer, business বা service এর ব্যাপারে মেইলে লিখতে হবে। মেইল এভাবে লিখবেন যাতে আপনার ইমেইল এর বিষয় লোকেরা পরেই বুঝতে পারেন। শেষে, ইমেইল লেখা হলে এক সাথে হাজার হাজার লোকেদের ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

পিক্সেল (ইংরেজি: Pixel) বলতে কোন গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দুকে বোঝায়। পিক্সেলের হিসাব থেকে ছবি বিষয়ক যাবতীয় ...
07/06/2023

পিক্সেল (ইংরেজি: Pixel) বলতে কোন গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দুকে বোঝায়। পিক্সেলের হিসাব থেকে ছবি বিষয়ক যাবতীয় কাজ করা হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ডিজিটাল ক্যামেরার কারণে এই পিক্সেল শব্দটি খুব বেশি উচ্চারন হচ্ছে। ১.৩ মেগা পিক্সেল মানে ১ ৩০০ ০০০ পিক্সেল এর সমন্বয়ে তৈরি হওয়া ছবি।

🔰What is pixel❓

কখনো জানতে পেৱেছেন বা চেয়েছেন
কি?

ক্যামেৱাৱ ক্ষমতা 12MP,8MP,5MP(মে
গা-পিক্সেল) বলতে কি বুঝেন? এসব যদি
না জেনে থাকেন তাহলে এই
আর্টিকেলটি আপনাৱ জন্য।
পিক্সেল হচ্ছে যে কোনো ইলিক্ট্ৰনিক
ডিভাইসেৱ (শুধুমাত্ৰ ডিসপ্লেৱ) ক্ষুদ্ৰতম
একক। কোষ দিয়ে যেমন মানব শৱীৱ গঠিত হয় ঠিক তেমনি অসংখ্য পিক্সেলেৱ সমন্বয়ে একটি বিশাল কিংবা ছোট ডিসপ্লে গঠিত হয়।
🔰পিক্সেল দেখতে কি ৱকম❓

সাদা খাতায় কলম দিয়ে জাস্ট একটি
বিন্দু সৃষ্টি কৱুন,আৱ পিক্সেল দেখতে
ঠিক ঐ বিন্দুটাৱ মত।
🔰ডিভাইসেৱ (ডিসপ্লেৱ) পিক্সেল কি❓

চোখে দেখা যায়?
আপনি অবশ্যই দেখেছেন তবে হয়তো
খেয়াল কৱেননি। সহজ ভাবে
বলি,গ্ৰামেৱ টেলিভিশনেৱ অ্যান্টেনা
যখন নড়বড় কৱে তখন টিভিৱ ছবি বা
অনুষ্ঠান উদাও হয়ে গিয়ে ছোট ছোট
বৃষ্টিকণাৱ মত কতগুলো কণা দেখতে পাই।
যেটাকে আমৱা সচৱাচৱ ঝিনঝিন কৱা
অবস্থা বলি। ওগুলোই হচ্ছে
টেলিভিশনেৱ পিক্সেল। যখন টিভিতে
পৱিষ্কাৱ ঝকঝকে অনুষ্ঠান প্ৰচাৱ হয় তখন বৃষ্টিকণাৱ মত পিক্সেল গুলোকে আপনি দেখতে পাবেননা কাৱণ পিক্সেল গুলো খুব ছোট হয়ে গেছে যাৱ কাৱণে এত সুন্দৱ অনুষ্টানটি উপভোগ কৱতে পাৱতেছেন। খুব কাছ থেকে দেখলে অতিক্ষুদ্ৰাতি ক্ষুদ্ৰ পিক্সেল দেখবেন। পিক্সেল যত ছোট হবে
ছবি তত সুন্দৱ দেখাবে। মোবাইলের
ডিসপ্লেৱ দিকেও অতি সূক্ষ্নভাবে
তাকালে অবশ্যই দেখবেন।
এখন,ক্যামেৱাৱ পিক্সেল কম বা বেশি হলে কি হয়?

🔰ধৱুন,আমি 2MP ক্যামেৱায় একটি ছবি
নিলাম। ছবিটি Zoom কৱে দেখতে গিয়ে
খেয়াল কৱলাম ছবিটিৱ প্ৰায় ফেটে
যাওয়াৱ অবস্থা। অর্থ্যাত্ কম পিক্সেল
দিয়ে আমাৱ ছবিটি ক্যাপচাৱ হয়েছে
যেখানে ৱয়েছে শুধুমাত্ৰ ২০০০পিক্সেল
(2MP)। সেইম ছবি যখন আমি একটি
12MP ক্যামেৱায় নিব তখন সেটি 2MP
এৱ চাইতেও আৱো কয়েকগুণ সুন্দৱ
দেখাবে। কাৱণ সেটি 12MP
ক্যামেৱাতে ১২,০০০ পিক্সেল দিয়ে
তৈৱী হয়েছে। অর্থ্যাত্ zoom কৱে
দেখাৱ পৱও ছবি ফেটে যাবাৱ সম্ভাবনা
অনেক অনেক কম। আৱ এটাই 2MP ও 12MP ক্যামেৱাৱ মধ্যে পার্থক্য।
🔰শেষকথা,যেখানে পিক্সেলেৱ ঘনত্ব
বেশি সেখানটায় বেশি আকষর্ণীয় ও
সুন্দৱ দেখাবে।

🔰ডাটা এন্ট্রি কি ❓ডাটা এন্ট্রি মানে কি ডাটা এন্ট্রি কাজ কি তা আগে থেকেই জেনে নিতে হবে? ডেটা এন্ট্রি মানে টাইপিস্টের সাহা...
07/06/2023

🔰ডাটা এন্ট্রি কি ❓
ডাটা এন্ট্রি মানে কি ডাটা এন্ট্রি কাজ কি তা আগে থেকেই জেনে নিতে হবে? ডেটা এন্ট্রি মানে টাইপিস্টের সাহায্যে টাইপ করে যেকোনো হার্ড কপি থেকে সফট কপিতে ডেটা রূপান্তর করা।

এবং তাদের সঠিক জায়গায় তথ্য সংগ্রহ করুন। মূলত কিছু সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে ডেটা যোগ বা আপডেট করা হয়। এখানে ডেটা যেকোনো ধরনের বস্তু, ফাইল, তথ্য, মিডিয়া ইত্যাদি হতে পারে।

যেমন- অডিও, ভিডিও, ডকুমেন্ট, ইমেজ, টেক্সট, নম্বর ইত্যাদি। ডাটা এন্ট্রির ক্ষেত্রে, একটি ফিজিক্যাল পেপার ডকুমেন্ট থেকে বিভিন্ন ডেটা দেখা হয়, একটি কম্পিউটারে কীবোর্ডের মাধ্যমে টাইপ করা হয় এবং ডিজিটাল কপিতে রূপান্তর করা হয়।

আর যে ব্যক্তি ডাটা এন্ট্রির কাজ করে তাকে ডাটা এন্ট্রি অপারেটর বলা হয়। আপনি চাইলে ডাটা এন্ট্রি অপারেটর হতে পারেন। তবে এর জন্য আপনার কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং চেষ্টা করার দক্ষতা থাকতে হবে।

কম্পিউটারের নির্দিষ্ট সফ্টওয়্যারের মাধ্যমে ডেটা প্রবেশ/টাইপ করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর দ্বারা ডেটা এন্ট্রির কাজ করা হয়। যেমন, ওয়ার্ড প্যাড, এমএস-অফিস, এমএস-এক্সেল ইত্যাদি বিভিন্ন ধরনের সফটওয়্যারে অপারেটর দ্বারা ডেটা ফিড করা হয়।

সহজ কথায়, কীবোর্ডে টাইপ করে কম্পিউটারে যেকোনো ধরনের ডেটা টাইপ করাকে ডেটা এন্ট্রি বলে।

ডেটা এন্ট্রি হল একটি প্রক্রিয়া যেখানে কর্মীরা ডেটা সম্পাদনা, যোগ এবং যাচাই করে। তাহলে আশা করি ডাটা এন্ট্রি কাকে বলে সহজেই বুঝতে পারবেন।

ডাটা এন্ট্রি কত প্রকার? (ডাটা এন্ট্রির প্রকার)
এই আধুনিক যুগে যেকোনো কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়। সুতরাং, কম্পিউটারে বিভিন্ন ধরণের ভৌত নথি ডিজিটালভাবে সংরক্ষণ করে একটি ডাটাবেস তৈরি করা সাধারণ অভ্যাস।

তাই বর্তমান সময়ে বিভিন্ন কাজের জন্য কম্পিউটারে বিভিন্ন ধরনের ডাটা প্রবেশ করানো হচ্ছে। ফলে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ তৈরি হয়েছে। যেমন,

১ ✅এমএস-এক্সেল ডেটা এন্ট্রি
২ ✅বানান পরীক্ষা
৩ ✅কাগজ ডকুমেন্টেশন
৪ ✅চাকরির পোস্টিং
৫ ✅অনুবাদ
৬ ✅ডেটা কথোপকথন
৭ ✅ডাটাবেস তৈরি

তাহলে আসুন নিচে থেকে প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

🔰এমএস-এক্সেল ডেটা এন্ট্রি❓
বিক্রয়, ক্রয়, প্রতিক্রিয়া, গ্রাহক পর্যালোচনা ইত্যাদির জন্য এক্সেল সফ্টওয়্যার ব্যবহার করে ডিজিটাল ডেটাবেস তৈরি করা যেকোনো কোম্পানির জন্য খুবই লাভজনক বা সুবিধাজনক।

কারণ, এমএস-এক্সেলের প্রতিটি সুবিধা রয়েছে যে ডাটা এন্ট্রির কাজ খুব সহজে করা যায়। তাছাড়া, এক্সেলের মাধ্যমে, আপনি নিজের হিসাবে এন্ট্রি এবং রেকর্ডগুলি সম্পাদনা বা যোগ করতে পারেন।

🔰বানান পরীক্ষা❓
কিছু পূর্ব-লিখিত উপন্যাস, নিবন্ধ, বই বা অন্যান্য বিষয়বস্তুর শব্দ, বানান ইত্যাদি পরীক্ষা করে এই ডেটা এন্ট্রি করা হয়। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে লেখাটিতে কী ভুল আছে।

🔰কাগজ ডকুমেন্টেশন❓
ডাটা এন্ট্রির এই কাজগুলো খুবই জনপ্রিয়। কারণ, এই কাজগুলো খুবই সহজ। এখানে আপনাকে কাগজের হার্ড কপি হিসাবে একটি কাগজের টুকরো দেওয়া হয়েছে এবং আপনাকে সেই ডেটা কম্পিউটারে টাইপ করতে হবে।

কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় (বাংলা টাইপিং)
একটি কম্পিউটারে টাইপ করা সেই হার্ড কপিগুলিকে সফ্ট কপিতে রূপান্তরিত করবে এবং আপনাকে একটি বিশেষ সফ্টওয়্যারে টাইপ করতে হবে। এক্ষেত্রে Word pad, note pad, MS-excel, word ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়।

🔰চাকরির পোস্টিং❓
অনেক অনলাইন জব পোর্টাল ওয়েবসাইট আছে যেখানে প্রায় প্রতিদিনই নতুন চাকরি প্রকাশিত হয়। প্রতিদিন আরও চাকরির খবর প্রকাশ করার জন্য ডেটা এন্ট্রি অপারেটরদের প্রয়োজন।

এ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটররা বিভিন্ন জায়গা থেকে চাকরির খবর সংগ্রহ করে এ বিষয়ে নিবন্ধ লিখে প্রকাশ করে। এটি একধরনের ডাটা এন্ট্রির কাজ, কারণ এখানে টাইপিংয়ের মাধ্যমে ডেটা ডিজিটালভাবে প্রকাশ করা হচ্ছে।

🔰অনুবাদ❓
এই ধরনের ডেটা এন্ট্রির জন্য ভয়েস বা অডিও ফাইল থেকে টেক্সট হিসাবে ডেটা টাইপ করা প্রয়োজন। বিভিন্ন ভাষার ভয়েস ফাইলকে বিভিন্ন সময়ে স্থানীয় ভাষায় রূপান্তর করতে হয়।

তাছাড়া অনেক ডাটা এন্ট্রি জব আছে যেখানে অন্য ভাষায় লেখা বই বা আর্টিকেল অন্য ভাষায় কনভার্ট করতে হয়। যেমন একটি বিখ্যাত ইংরেজি বই থেকে বাংলায় অনুবাদ করা।

🔰ডেটা কনভেনশন❓
ডেটা কনভেনশন মানে যে কোনও ডেটা বিন্যাস পরিবর্তন করা। একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করার কল্পনা করুন। একটি ফাইলকে অন্য ফাইলে রূপান্তর করার প্রক্রিয়াটিকে ডেটা রূপান্তর বলে।

অনেক বড় কোম্পানির এই ধরনের কাজ সম্পাদন করার জন্য একটি ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন হয়।

🔰ডাটাবেস তৈরি❓
বিভিন্ন সরকারী বা বেসরকারী সংস্থা রয়েছে যারা বিভিন্ন বিষয়ের উপর একটি ডাটাবেস তৈরি করে। যেমন, একটি গ্রামে কত পরিবার, কত শিশু, কতজন বৃদ্ধ ইত্যাদি।

এই ধরনের একটি ডাটাবেস তৈরি করতে ডেটা এন্ট্রি করা হয়। কম্পিউটারে বিভিন্ন নথি টাইপ করে তথ্য সংরক্ষণ করা হয়। এখানে ভৌত নথি থেকে ডেটা দেখে ডিজিটাল রেকর্ডিংয়ের প্রক্রিয়াটিকে এক ধরণের ডেটা এন্ট্রি বলা হয়।

🔰ডাটা এন্ট্রির কাজ কিভাবে শুরু করবেন❓
আমি আগেই বলেছি যে কেউ চাইলে ডাটা এন্ট্রির কাজ করতে পারে। যাইহোক, আপনার প্রাথমিক কম্পিউটার দক্ষতা এবং দ্রুত কীবোর্ড টাইপিং দক্ষতা থাকতে হবে। মনে রাখবেন, ডেটা এন্ট্রির কাজ করার জন্য আপনার ভালো ডিগ্রির প্রয়োজন নেই।

⛳ লিডারশিপ কি ? লিডারশিপ বিষয়ে কিছু ইম্পরট্যান্ট টিপস ।লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক । কি ছাত্র, কি বিজনেসম্যা...
06/06/2023

⛳ লিডারশিপ কি ? লিডারশিপ বিষয়ে কিছু ইম্পরট্যান্ট টিপস ।

লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক । কি ছাত্র, কি বিজনেসম্যান, কি কর্পোরেট এমপ্লয়ী সবার জন্যই লিডারশিপ গুন্ থাকাটা তাদের জন্য একটি এক্সট্রা অর্ডিনারি বিষয় । চাইলেই সবাই নেতা হতে পারে না, এর জন্য তার ভিতরে থাকতে হবে কিছু এক্সট্রা অর্ডিনারি গুণাবলী, তবে সবাই তাকে ফলো করবে, তার কথা শুনবে, তার দিকে তাকিয়ে থাকবে । আজকে লিডারশিপ বিষয়ে আপনাদের জন্য রইলো কিছু স্পেশাল টিপস :

১। আপনাকে অবশ্যই একজন ভালো লিসেনের হতে হবে ।
লিডারশিপ এর অন্যতম ধাপ এটি, আপনি যদি একজন ভালো লিডার হতে চান তবে অবশ্যই আপনাকে আপনার কাজ সংশ্লিষ্ট সবার কোথায় খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, এটলিস্ট যার সাথে কথা বলছেন সে যেন বোঝে যে আপনি তাকে খুব গুরুত্ব দিচ্ছেন, দেখবেন সে আপনার ভক্ত হয়ে গেছে।

২। সর্বদা হাসি মুখে এনার্জেটিক ভাবে থাকুন ।
মনে রাখবেন আপনার অধনস্থ সবাই সর্বদায় আপনার মুখ চেয়ে থাকবে । আপনি যদি এনার্জেটিক না হন তবে তারা এনার্জি কোথা থেকে পাবে । ধরুন আপনার কোম্পানির অবস্থা খুব একটা ভালো না আর সে জন্য আপনার মন খারাপ, আর এই বিষয়টা যদি আপনার অধনস্থ মানুষগুলো বুঝতে পারে তবে অবস্থা খুব খারাপ হয়ে যাবে , কারণ সবাই তখন টেনশন করবে কি হবে না হবে । আর এই টেনশন করতে করতে তারা তাদের কাজের স্পিড নষ্ট করে ফেলবে । তাই অবশ্যই আপনাকে উক্ত বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে ।

৩। আপনার অধ্যস্তদের ছোট ছোট কাজের প্রশংসা করুন ।
আপনার আন্ডারে যারা কাজ করছেন তাদের নির্ধারিত কাজ শেষ হলে তাদের সেই কাজের প্রাপ্যতা অনুসারে তাদের প্রশংসা করতে ভুলবেন না, এতে করে তাদের কাজের স্পিড আরো বেড়ে যায় ।

৪। সবকাজেই আপনাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ।
আপনাকে সর্বদায় কনফিডেন্ট হতে হবে এবং আপনার টিমকে সামনে থেকে নেতৃত্ব প্রদান করতে হবে । মনে রাখবেন নতুন রাস্তায় সবাই হাটতে পারে না, কিন্তু আপনি একবার এই রাস্তায় হাটা শুরু করলে সবাই তখন আপনাকে অনুসরণ করবে, আর এই ভাবেই আপনার নেতৃত্ব গুন্ ব্যবহার করে আপনার অধ্যস্তদের দিয়ে অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলতে পারবেন ।


SEO কিভাবে কাজ করে?SEO একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আপনি আপনার ওয়েবসাইটে আজ ভালো করে এসইও করলেন আর কালকে ফলাফল পেয়ে য...
06/06/2023

SEO কিভাবে কাজ করে?

SEO একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আপনি আপনার ওয়েবসাইটে আজ ভালো করে এসইও করলেন আর কালকে ফলাফল পেয়ে যাবেন এটা হয় না।

ভালোভাবে SEO করার পর একটা পোস্ট বা আর্টিকেল গুগলে rank করতে প্রায় 2 থেকে 3 মাস সময় লাগে। SEO এর জন্য প্রচুর পদক্ষেপ এবং সময়ের প্রয়োজন।

আপনি আপনার ওয়েবসাইটের জন্য আজ SEO করে দিলেন আর দু-তিন মাস পর রেঙ্ক হয়ে যাবে এটাও কিন্তু হয় না। SEO জন্য আপনার ওয়েবসাইটে লেগে থাকতে হবে।

এর জন্য SEO Expert রা কোন কোম্পানিতে একসপ্তাহ বা এক মাস কাজ করে না, কোম্পানিগুলো ভালো করেই জানে এসইও একটি দীর্ঘ মেয়াদী প্রসেস তাই তাদেরকে লং টার্মের জন্য হায়ার করে মাসিক বেতন সিস্টেমে (বেশিরভাগ ক্ষেত্রে)।

05/06/2023

➡️১৫ বছর বয়সেই কেউ কোটি টাকার মালিক আবার ৩০ বছর বয়সেও কেউ বেকার বসে ডিপ্রেশনে ভূগছে তাহলে এর কারন টা কি ?

🔷পার্থক্য শুধু এত টুকুই কেউ অল্প বয়সেই নিজের দ্বায়িত্ব বুজে নিয়েছে এবং সঠিক ভাবে কাজ করে গিয়েছে।

🔷অন্যদিকে যে ব্যাক্তিটা ৩০ বছর বয়সেও বেকার সে হয়তো দ্বায়িত্ব নিতে একটু লেট করেছে।

🔷ভাবছে সময় হলে সব দ্বায়িত্ব একবারে নিবে, একন পড়াশোনা করার সময় অন্য কোনো চাপ মাথায় নেওয়া যাবে না নিলে পড়াশোনার ক্ষতি হবে। এরকম ভ্রান্ত ধারণা অনেকেরই!

🔷আমি বলবো না, ছাত্র অবস্থায় আপনাকে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে টুকটাক ইনকাম করার অভ্যাস করতে হবে।

🔷শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে থাকলে চলবে না।

🔷প্রয়োজনে আইটি স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে। বর্তমানে এই স্কিল ছাড়া কোথাও ভালো কিছু করা সম্ভব না।

🔷 সুতরাং সময় থাকতে সচেতন হতে হবে।অন্যাথায় বয়স বাড়ার সাথে সাথে বেকারত্বের গ্লানি টানতে হবে।

✅ যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে অথবা পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অনলাইন ...
05/06/2023

✅ যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে অথবা পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অনলাইন থেকে ইনকামের মাধ্যমগুলোর মধ্যে এফিলিয়েট মার্কেটিংই আপনার জন্য সেরা হতে পারে।

মার্কেটিং ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। ব্যবসায়ের জন্য অফলাইন মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং দুভাবেই করা যায়। অফলাইনে যখন কোনো পণ্য প্রচার করা হয় তখন তাকে ক্লাসিক মার্কেটিং বলা হয়। আর যখন এটা অনলাইনের মাধ্যমে করা হয় তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।

ডিজিটাল মার্কেটিং যখন কেউ নিজের প্রোডাক্ট বা ব্যবসায়ের জন্য করে তখন তাকে নিজেস অনলাইন বিসনেস বলে। কিন্তু যখন ডিজিটাল মিডিয়ায় বা অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে অন্য কোন ব্যাক্তি বা অন্য কোন কোম্পানির প্রোডাক্ট প্রমোট করা হয় এবং বিনিময়য়ে কমিশন নেয়া হয়, তখন তাকেই এফিলিয়েট মার্কেটিং বলে।

✅এফিলিয়েট মার্কেটিং কি?

প্রথমেই বলা যায় এফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে ইনকাম করার এক আধুনিক ও লাভজনক পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির কোন বা সেবা তাদের নিজের প্লাটফর্মে প্রচার করে। এবং তখন যদি কোনো ক্রেতা তার এফিলিয়েট লিংকের মাধ্যমে গিয়ে পণ্য বা সেবা কিনে থাকে, বিনিময়য়ে তখন সে কোম্পানি থেকে কমিশন পাবে, এই কমিশনের মাধমে আয় করাই হলো এফিলিয়েট ইনকাম বা অ্যাফিলিয়েশন করা।

অনুরূপভাবে যখন কোন কোম্পানি তাঁদের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য এফিলিয়েট প্রোগ্রাম চালু করে এবং মার্কেটিং বা প্রচার করার জন্য বিভিন্ন ব্লগার এবং ইউটিউবারদের ব্যাবহার করে এবং বিনিময়য়ে তাদেরকে একটা কমিশন প্রদান করে এটাকেই বলে এফিলিয়েট মার্কেটিং।

MS powerpointমাইক্রোসফট পাওয়ার পয়েন্ট । এ সফটওয়ারের সাহায্যে বিভিন্ন স্লাইড শো তৈরি করে উপস্থাপন করা যায় বলে একে প্রেজেন...
04/06/2023

MS powerpoint

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট । এ সফটওয়ারের সাহায্যে বিভিন্ন স্লাইড শো তৈরি করে উপস্থাপন করা যায় বলে একে প্রেজেন্টেশন সফটওয়ারও বলা হয়ে থাকে। ইহার মাধ্যমে কোনো বক্তব্য, ব্রিফিং প্রদান, বিজ্ঞাপন, মিটিংয়ের আলোচ্য বিষয়, ডাটা, গ্রাফ, চার্ট, ইমেজ প্রভৃতি বিষয়ে বিভিন্ন ধরনের এ্যানিমেশন, ট্রান্জেকশন বা ইফেক্ট প্রদান করে প্রেজেন্টেশন তৈরি করা যায়।
বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা স্লাইড তৈরি করা যায়।
স্লাইড গুলোর প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা যায়।
স্লাইডে চার্ট, গ্রাফ, ছবি, সাউন্ড, ইফেক্ট প্রদান করা যায়।
স্লাইড গুলোতে বিভিন্ন ধরনের এ্যানিমেশন দেওয়া যায়।
প্রেজেন্টেশন গুলোকে প্রয়োজনে ইন্টরনেটের সাহায্যে ইমেইল করে অন্য জায়গায় পাঠানো যায়।
স্লাইড গুলোকে ভিডিও আকারে কনভার্ট করে উপস্থান করা যায়।
স্লাইড গুলোকে পিডিএফ আকারে কনভার্ট করা যায়।
পাওয়ার পয়েন্টে বহু রঙের প্লেট রয়েছে। দৃশ্যগত সুন্দর উপস্থাপনার জন্য রঙের ব্যবহার করা যায়।
স্লাইড গুলি একত্রে একটি ফাইলে স্টোর করা যায়।

Home ( হোম ) :এখান থেকে যে কোন লেখা বড় ছোট,ইটালিক, ব্লড, লেফট,রাইটে, সেন্টার নেয়া। যে কোন সেফট নেয়া ইত্যাদি করতে পারবেন

2. Insert ( ইনসার্ট ) :
ইনসার্ট থেকে ক্লিক করে নিতে হবে টেবিল, ছবি বা পিকচার, সেপ,ক্লিপ আর্ট, স্মার্ট আর্ট, চার্ট,শব্দ বা ভিডিও এবং সাউন্ড। এছাড়া টেক্সট বক্স,ওয়ার্ড আর্ট, হেডার ফুটার, ইত্যাদি নিতে হবে। এ গুলোকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন।

3. Design ( ডিজাইন ) :
ডিজাইন হচ্ছে আপনার প্রেজেন্টেশনের মূল বিষয়। ডিজাইন যত আকর্ষনীয় ও সুন্দর হবে, আপনার প্রেজেন্টেশন ততো সুন্দর দেখাবে। এখান থেকে যে কোনোথিমে কালার দিতে পারবেন থিম ব্যবহার করতে পারবেন। ফন্ট চেন্স করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন।

4. Animations (এ্যানিমেশন ) :
একটি প্রেজেন্টেশনকে সুন্দর্য মন্ডিত এবং গতি বৃদ্ধিতে এ্যানিমেশন গুরুত্বপূর্ণ ধিক। এনিমেশনের মাধ্যমে বিভিন্ন ইফেক্ট প্রদান করা যায়।ফন্ট বা লেখাকেও বিভিন্ন ইফেক্ট প্রদান করে এ্যানিমেশন দিতে পারেন। স্লাইডকে ট্রান্জেকশন বা এ্যনিমেশন দিতে পারেন। আবারযে কোন স্লাইডে সাউন্ট ব্যবহার করতে পারেন। সাউন্ট কতক্ষন থাকেবে তার সময় নির্ধারন করে দিতে পারেন। ওভার অল এ্যানিমেশনের মাধ্যমে একটি প্রেজেন্টেশনকে আকর্ষনীয় ও প্রানবন্ত করে তোলা সম্ভব।

5. Slide Show ( স্লাইড শো ) :
একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকতে পারে। এই স্লাইড গুলোর মাধ্যমে স্লাইড শো থেকে আপনার প্রতিটি স্লাইড ক্লিক করে করে দেখতে পারেন। আবার ননস্টোপ ভাবে একাধারে সব স্লাইড গুলো দেখতে পারেন।

6. View ( ভিউ ) :
আপনার স্লাইড গুলোকে একটা একটা করে ক্লিক করে দেখতে পারবেন বা ধারাবাহিক ভাবে দেখতে পারবেন।কোনো বড় প্রজেক্টের জন্য কাজ করতে হলে মাস্টার স্লাইডের সাহায্যে কাজ করতে হয়। এখান থেকে মাস্টার স্লাইড তৈরি করতে পারবেন।এখানে থেকে জুম করে ছোট বড় করতে পারবেন। ডিলেট করতে পারবেন।এডিটিং করতে পারবে।

7. Format ( ফরমেট ) :
বা ফরমেটিং হলো টেক্সটকে সঠিক আকৃতি দিয়ে ফুটিয়ে তোলা। টেক্সট কালার দেওয়া,আপনার বিভিন্ন সেপের ব্যবহার, বিভিন্ন ওয়ার্ড আর্টের ব্যবহার, 3ডি ইফেক্ট দেয়া, টেরেন্সফর্ম করা, ইত্যাদি কাজ করতে পারবেন।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

গুগল ড্রাইভ হলো গুগল-কর্তৃক উন্নয়নকৃত ফাইল সঞ্চয় ও সিনক্রোনাইজেশন সেবা। ২০১২ সালের ২৪ এপ্রিল গুগল ড্রাইভের যাত্রা শুরু...
31/05/2023

গুগল ড্রাইভ হলো গুগল-কর্তৃক উন্নয়নকৃত ফাইল সঞ্চয় ও সিনক্রোনাইজেশন সেবা। ২০১২ সালের ২৪ এপ্রিল গুগল ড্রাইভের যাত্রা শুরু হয়। এটি ব্যবহারকারীকে তাদের সার্ভারে ফাইল সংরক্ষণ, একাধিক যন্ত্রের মধ্যে ফাইল সিনক্রোনাইজেশন ও ফাইল ভাগাভাগির সুবিধা প্রদান করে।

গুগল ড্রাইভে ছবি রাখার জন্য আপনাকে প্রথমে গুগল ড্রাইভে একটি একাউন্ট বানাতে হবে। এর জন্য আপনি জিমেইল একাউন্ট এর সাহায্যে গুগল ড্রাইভে লগ ইন করতে পারে। এরপর গুগোল ড্রাইভ খোলার সাথে সাথে আপনি একটি + icon দেখতে পাবেন। এই আইকনের উপর ক্লিক করলে আপনি যেকোনো ছবি গুগল ড্রাইভে রাখতে পারবেন।

যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না...
16/05/2023

যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...সাহস যোগাড় করে নিজের গন্ডি পরিবর্তন...
14/05/2023

নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...সাহস যোগাড় করে নিজের গন্ডি পরিবর্তন করুন।
এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে গুরুত্ব প্রদান করে...নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।
নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান!

 #গনতন্ত্র ( Democracy ) কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের ম...
14/05/2023

#গনতন্ত্র ( Democracy )

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।
অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।
ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।
বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এইভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন
ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।

অনেক সময় ১৬ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ৪/৫ মাসের হাতে-কলমের কোর্স ক্যারিয়ার বদলে দিতে পারে 🙂যার জলজ্ব্যান্ত প্রমান...
13/05/2023

অনেক সময় ১৬ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ৪/৫ মাসের হাতে-কলমের কোর্স ক্যারিয়ার বদলে দিতে পারে 🙂
যার জলজ্ব্যান্ত প্রমান Success Biz Family
কর্তৃক আয়োজিত Online এই মেগা সেমিনার।
অসংখ্য ধন্যবাদ Freelancer Nadia Akter. এই ধরনের একটি Online Seminar এ সূযোগ দেওয়ার জন্য, যার মাধ্যমে আমি নিজেকে Online সেক্টর বা ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক বিষয়ে নিজেকে স্কীলআপ করতে পারছি।
এবং সেই সাথে প্রজেক্টে সূযোগ পাওয়ায় ফ্র্যক্টিক্যাল নলেজ,এক্সট্রা কেয়ার, উক্ত স্কীলগুলো এপ্লাই করার মাধ্যমে আমার লক্ষ্য পৈাছাতে পারি, ইনশাআল্লাহ


আশা করি অল্প কিছুদিনের মধ্যে একটি সূখবর দিতে পারবো,ফ্রিল্যান্সিং সেক্টরে।
সবাই আমার জন্য দোআ করবেন।

Google Bard AI:প্রযুক্তির জগতে নতুন নতুন আবিষ্কারের শেষ নেই। আপনারা অনেকেই জানেন এখন গুগল তার AI প্রযুক্তি বার্ড চালু কর...
13/05/2023

Google Bard AI:
প্রযুক্তির জগতে নতুন নতুন আবিষ্কারের শেষ নেই। আপনারা অনেকেই জানেন এখন গুগল তার AI প্রযুক্তি বার্ড চালু করেছে। এটি চালু করার প্রধান কারণ হল চ্যাট GPT-3 এর সাথে প্রতিযোগিতা করা। এই কারণে এত দ্রুত বাজারে আনা হয়েছে। গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই একটি অফিসিয়াল ব্লগ পোস্ট করে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, এর আগমনে জনগণের কঠিন কাজগুলো সহজ হবে। বর্তমানে গুগল তার মাত্র কয়েকজন পর্যবেক্ষককে প্রকাশ করেছে পরীক্ষা করার জন্য। এরপর পরীক্ষায় এটি সফল হলে যত দ্রুত সম্ভব বাজারে লঞ্চ করা হবে। চলুন জেনে নিই Google AI Bard সম্পর্কে কিছু বিশেষ কথা।
গুগল এআই বার্ড কি? (What is Google AI Bard?)
Google AI Bard হল এক ধরনের চ্যাটবট যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি সেট করেছে যা ইন্টারনেটের সাথে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে।
বার্ড মানে কি? (What is the Meaning of Bard?)
বার্ড এক ধরনের পেশাদার গল্প কথক যা মানুষের কাছে বিভিন্ন ধরনের জিনিস পৌঁছে দেয়। সেটা বিজ্ঞানের সাথে সম্পর্কিত হোক বা ভূগোলের সাথে সম্পর্কিত হোক বা ইতিহাসের সাথে সম্পর্কিত হোক। এর সাথে মিউজিকও যোগ করা হয়। এজন্য এর নামকরণ করা হয়েছে গুগল এআই বার্ড।
গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি এর মধ্যে পার্থক্য কী? (Google AI Bard vs ChatGPT?)
১, আপনাদেরকে জানাই যে Google AI Bard, Chat GPT এর থেকে অনেক ভালো কাজ করে। কারণ চ্যাট জিপিটি-তে আপনি একই তথ্য পাবেন যা এর ডেটাতে দেওয়া হবে কিন্তু বলা হচ্ছে গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে।
২, গুগল এআই বার্ডের নির্মাতারা বলেছেন যে এটি চ্যাট জিপিটি থেকে সম্পূর্ণ ভিন্নভাবে বানানো এবং ডিজাইন করা হয়েছে।
৩, এছাড়াও আপনি যে ধরনের ক্রিয়েটিভিটি Chat GPT-তে দেখতে পাবেন তার থেকেও ভালো ক্রিয়েটিভিটি আপনি Google AI Bard-এ দেখতে পাবেন।

প্রশ্নঃ গুগল এআই বার্ড কি?
উত্তরঃ এক ধরনের চ্যাটবট।
প্রশ্নঃ গুগল এআই বার্ড কবে চালু হচ্ছে?
উত্তরঃ 2023 সালের ১০মে।
প্রশ্নঃ কে গুগল এআই বার্ড চালু করার ঘোষণা করেন?
উত্তরঃ গুগলের সিইও সুন্দর পিচাই এটির ঘোষণা করেন।
প্রশ্নঃ গুগল এআই বার্ড আসার সাথে সাথে কি গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হয়ে যাবে?
উত্তরঃ না, গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হবে না।

আসসালামু আলাইকুম, আমি   Digital Marketing success biz family তে লেবেল ০১ ক্লাস করতেসি।  আমি এপ্রিল ২৫ এর ছাত্র, আজকে ০১,...
13/05/2023

আসসালামু আলাইকুম,
আমি Digital Marketing success biz family তে লেবেল ০১ ক্লাস করতেসি। আমি এপ্রিল ২৫ এর ছাত্র, আজকে ০১,০৫,২০২৩ এর টপিক ছিল, Tools management.( Ripon Sarker sir ) instructor ছিলেন, খুবই গুরুত্ব ও মনোযোগ দিয়ে আমাদের বুঝিয়েছে।
অসংখ্য ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ ভাবে বোঝানোর জন্য এবং সাব টেইনার Freelancer Nadia Akter মেম কেও অনেক ধন্যবাদ আমাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে বোঝানোর জন্য,
সবাই দোয়া করবেন, আমি যেন একজন সাকসেসফুল ফ্রিলান্সার হতে পারি।

12/05/2023
11/05/2023
 # **ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? চলুন জেনে নিই।****ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা-**যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব...
04/04/2023

# **ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? চলুন জেনে নিই।**

**ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা-**

যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।

এটি সাধারণ চাকরি বা চুক্তিভিত্তিক কাজের মতই, কিন্তু ভিন্নতা হল এখানে আপনি আপনার স্বাধীন মত যে কোন জায়গায় বসে কাজ করতে পারবেন।

আর আপনারা ইতিমধ্যেই জানেন দিন দিন ফ্রিল্যান্সারের চাহিদা ব্যাপক হারে বাড়ছে তাই এই আর্টিকেলে আমরা আলোচনা করবো- ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? এবং এর সাথে আনুষঙ্গিক সবকিছু।

**কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?**

এটি মূলত কমবেশি সকলের প্রশ্ন যে কিভাবে শুরু করব ফ্রিল্যান্সিং! তো এর উত্তর হলো: এই সেক্টরে ঢুকতে হলে আপনাকে যে কোন একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করতে হবে।

এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সবচাইতে বেশি সেই কাজটি বেছে নিবেন এর ফলে আপনি কাজ করে যেমন স্বাচ্ছন্দ বোধ করবেন! ঠিক তেমনি অনেক দূর গিয়ে আপনার কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ।

**যেমন ধরুন-**

আপনি ভালো আর্ট জানেন।

আপনার আঁকা আঁকি করতে অনেক ভালো লাগে।

তাহলে আপনি নির্দ্বিধায় গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন!

অথবা-

আপনি অংকে খুবই ভালো তাহলে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন

অনেকেরই প্রশ্ন থাকে আমার আসলে কি শেখা উচিত?

এর উত্তর হল: এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউব রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে দেখে শিখতে পারেন! আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে সেগুলো করতে পারেন পুরোটাই আপনার ইচ্ছার উপর নির্ভরশীল।

**কাজ শেখার পর কোথায় কাজ পাব?**

কাজ করার জন্য আপনাকে প্রথমে একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একাউন্ট খুলতে হবে! এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে বর্তমানে যেমন-

Fivrr

Freelancer.com

Upwork

তো এই সকল প্লাটফর্মে একাউন্ট খোলার পর অ্যাকাউন্টটি সুন্দরভাবে সাজাতে হবে- দোকানে যেমন বিভিন্ন পণ্য সাজানো থাকে ঠিক তেমনি করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকার সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে।

এরপর শুধু প্রথম কাজের অপেক্ষা, আসলে প্রত্যেক কাজের ক্ষেত্রে প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে! ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ব্যাপারটি কিন্তু ভিন্ন নয়। এই ফ্রিল্যান্সিং সেক্টরেও প্রথম কাজটা পেতে অনেকটাই কষ্টসাধ্য।

তবে কারোর রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেকটাই সহজ এই প্ল্যাটফর্ম গুলোতে!

Address

Uttar Matlab
Chandpur
3640

Telephone

+8801837315834

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAGOR Mallik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAGOR Mallik:

Share