Priya Saha

Priya Saha Priya saha is ready to give you full computer skill development and freelancing service .

I will create setup and optimize all social media accounts for your businessDo you want to expand your business on socia...
21/11/2022

I will create setup and optimize all social media accounts for your business
Do you want to expand your business on social media?
Then you've come to the right place.
Social media currently has 4.55 billion users and it works much faster than analog.
With social media, you can grow your business very fast.
The importance of social media accounts is immense nowadays.

We create and decorate your all social media business pages professionally and carefully.
Offer price CREATE any 5 SOCIAL MEDIA WITH SETUP US$20

I will design an amazing youtube thumbnailThank you for travelling my YT Thumbnail Design submit right here on my profil...
21/11/2022

I will design an amazing youtube thumbnail
Thank you for travelling my YT Thumbnail Design submit right here on my profile. With this submit, I will let you layout catchy youtube thumbnails so that it will use together along with your youtube channel.
in case you want a few assist designing a thumbnail, ship me a message, I could be glad to speak approximately how I can assist.
Offer price 5 Thumbnails US$15

I will professionally do background removal.If you want to add or remove any unwanted objects from your photo or your ba...
01/11/2022

I will professionally do background removal.

If you want to add or remove any unwanted objects from your photo or your backdrop, you are in the right place. I can also change the background of your photo to be transparent or white.

Offer price 300 removing 10$

Design :Priya saha
25/09/2022

Design :Priya saha

25/09/2022

-পিতৃপক্ষের সমাপ্তি আর দেবী পক্ষের সূচনায় মহালয়া তিথির আবির্ভাব। 🌼🤍

সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। 🌸❤️

মহালয়া উপলক্ষে কিছু চেষ্টা ❣️❣️

আজ আমরা জানব কন্টেন্ট ক্রিয়েটিং সম্পর্কে ঃকনটেন্ট ক্রিয়েটিং সম্পর্কে জানতে আগে আমাদের জানতে হবে কনটেন্ট ক্রিয়েটিং কি? ইন...
17/07/2022

আজ আমরা জানব কন্টেন্ট ক্রিয়েটিং সম্পর্কে ঃ

কনটেন্ট ক্রিয়েটিং সম্পর্কে জানতে আগে আমাদের জানতে হবে কনটেন্ট ক্রিয়েটিং কি?
ইন্টারনেটে বিভিন্ন ধরনের অনেক টপিক বা বিষয় আলোচনা করা হয় তাই হল কনটেন্ট আর এগুলো যারা লিখেন তারাই হল কনটেন্ট রাইটার।

অর্থাৎ কনটেন্ট রাইটার যখন কোন নির্দিষ্ট বিষয় বা টপিক এর উপর বিস্তারিত সকল তথ্য সুন্দর সাবলীল ও আকর্ষণীয় ভাবে তুলে ধরেন তাকেই কনটেন্ট ক্রিয়েটিং বলে।

একটি কনটেন্ট লেখার সময় অবশ্যই আপনাকে ওই কনটেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কনটেন্ট তৈরি সময় ওই কনটেন্ট সম্পর্কিত তথ্য ধারণা নিতে পারবেন কিন্তু ভুলেও ঐ কন্টেন্ট সম্পূর্ণ কপি করতে পারবেন না।আর আপনার কনটেন্ট টি এমন হতে হবে যাতে পাঠক যেন আপনার টপিক থেকে কোন গুরুত্বপূর্ণ সংবাদ বা মেসেজ গ্রহণ করতে পারে।

চলুন এখন আমরা যেনে নেই কন্টেন্ট কি কি মাধ্যম হতে পারে ঃ

⚪ রাইটিং
⚪ভিডিও
⚪ইমেজ বা পিকচার
⚪অডিও

রাইটিং কনটেন্ট ঃ একটি লিখিত কন্টেন্ট এমন হতে হবে যার মাধ্যমে একজন পাঠক একটি নির্দিষ্ট পন্য বা বিষ্য উপর বিস্তারিত সকল তথ্য বা সংবাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করতে পারে। আর আপনি যেই বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা বা বিস্তারিত ধারণা থাকতে হবে।যাতে সহজেই পাঠক তা গ্রহণ করতে পারে।

ভিডিও কনটেন্টঃ আপনি ভিডিও তৈরি মাধ্যমে কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন।আমারা প্রতিনিয়ত ফেসবুক বা ইউটিউব এ ঢুকলে দেখতে পাই বিভিন্ন ধরনের ভিডিও যার মাধ্যমে আমরা অনেক শিক্ষামূলক,ক্রিয়েটিব বা সৃজনশীলতামূলক বিষয় সম্পর্কে জানতে পারি।আর যারা এই সকল ভিডিও তৈরি করেন তারাই মূলত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর।তারা একটি নির্দিষ্ট বিষয় উপর ভিত্তি করে ভিডিও কন্টেন্ট তৈরি করে।যেমনঃ ফুড ব্লগ, বিউটি ব্লগ

ইমেজ /পিকচার ঃ যেকোনো পিকচার ই কনটেন্ট নয়।কোন ইমেজ বা পিকচার কনটেন্ট হতে হলে তার উপর একটি নির্দিষ্ট বিষয়বস্তু বা টপিক সম্পূর্ণভাবে থাকতে হবে। যার উপর ভিত্তি করে একটি ইমেজ সুন্দর ও আকর্ষনীয় ভাবে তৈরি করা হবে এবং তা খুব সহজেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে।

অডিও ঃ অডিও কনটেন্ট হচ্ছে একটি অদৃশ্য কনটেন্ট যা আমারা শুধু শুনতে পাই।যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বক্তার বক্তব্য শুনতে পাই।কোন ব্যাক্তি একটি নির্দিষ্ট বিষয় উপর তার বক্তব্য অডিও আকারে পেশ করেন তাই হলো অডিও কনটেন্ট।।
তবে কন্টেন্ট ক্রিয়েট এর ক্ষেত্রে যেই সকল দিক গুলোতে নজর রাখা রাখা আবশ্যক। যেমনঃ

💠নজরকারা হেডলাইন দিতে হবে।
💠কনটেন্ট একটি সঠিক ভূমিকা উপস্থাপন করতে হবে।
💠কন্টেন্ট এর মূল বিষয়বস্তু সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে।
💠একটি অনুপ্রেরণামূলক উপসংহার গুছিয়ে লিখতে হবে।

💠কনটেন্ট টি সংক্ষেপ এবং ছোট ছোট পেরা আকারে লিখতে হবে যাতে পাঠক এক কাছে লেখাটি সুদৃষ্টিসম্পুর্ন হয়।
💠প্রয়োজন অনুযায়ী ইমুজি ব্যবহার করা।তবে অপ্রাসঙ্গিক ইমুজি ব্যবহার করা একদম উচিত নয়।
💠কনফিউজড ও কিউরোসিটিমূলক শব্দ ব্যবহার করা।
💠নিশ্চিত না হয়ে কোন কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না।
💠গুগল ফর্ম অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ডাটা কালেক্ট করা।
💠বানান ও শব্দ গঠনের দিকে সঠিক দৃষ্টি দেওয়া।

এবার জানা যাক একজন কনটেন্ট ক্রিয়েটর এর মধ্যে কি কি দক্ষতা বা জ্ঞান থাকা আবশ্যক।
💠কন্টেন্ট যেই ভাষাতেই লিখেন না কেনো সেই বিষয়ে সঠিক জ্ঞান সম্পূর্ণ হতে হবে।
💠প্রাঞ্জল ভাষায় কন্টেন্ট টি উপস্থাপন করতে হবে।
💠লেখার মধ্যে বৈচিত্র আনতে হবে।।

কনটেন্ট সাধারণত ২ ধরনের হয়ে থাকে।

⚪টিউটোরিয়াল টাইপ।
⚪প্রোডাক্ট রিভিউ টাইপ।

টিউটোরিয়াল টাইপঃ যে সকল কন্টেন্ট এ আপনি শিক্ষনীয় বিষয় পাবেন সেটাই হচ্ছে টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট।

প্রোডাক্ট রিভিউ টাইপঃ সাধারণত কোন পন্য বা প্রডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরে তার সম্পর্কে যে বিস্তারিত লিখা হয় তাই হল প্রোডাক্ট রিভিউ টাইপ কন্টেন্ট।

এই কন্টেন্ট গুলো ক্রিয়েট করা সময় অবশ্যই আপনাকে এইগুলো সম্পর্কে সঠিক ধারণা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে।

আশা করি উপরিউক্ত আলোচনা বুঝতে পেরেছি কনটেন্ট ক্রিয়েটিং কি এবং আমরা কি করে একটি সুন্দর, সাবলীল ও সুস্পষ্ট একটি কনটেন্ট তৈরি করতে পারি।আপনি যদি কনটেন্ট রাইটিং পেশা হিসেবে নিতে চান আপনি উপরিউক্ত আলোচনা মাধ্যমে যেকোন বিষয় উপর কন্টেন্ট ক্রিয়েট করে ভালো অর্থ ইনকাম করতেই পারেন।এছাড়া আপনার জব এর পাশাপাশি কন্টেন্ট রাইটিং পেশা হিসেবে নিতে পারেন ফলে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন।

My canva work ❣️
30/06/2022

My canva work ❣️

29/06/2022
29/06/2022
29/06/2022
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া এবং দক্ষতার অভাবই বেকারত্বের বড় কারণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬-১৭ ...
19/06/2022

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া এবং দক্ষতার অভাবই বেকারত্বের বড় কারণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬-১৭ সালের জরিপ অনুযায়ী, দেশে বেকারের হার ৪ দশমিক ২ শতাংশ। সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের এক গবেষণায় দেখা গেছে, মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ৩৩ শতাংশের বেশি পুরোপুরি বেকার।

বাংলাদেশে বেকারত্বের কারণ কী?

রাজনিতি চর্চা বেশি করার কারনেই বেকারত্ব বেশি,যদি তা না হত তাহলে কিছু একটা করার চিষ্টা করত,,,আর করেই ছাড়তো,বোকারত্বও কমতো,তবে হা সর্কার কর্তিক শ্রমের ন্যয্য মূল্য নির্ধারণ করতে হবে যেন একজন মানুষ যে কোন কাজ থেকেই চলতে পারেন
শিক্ষাগত যোগ্যতা থাকার পরও মানুষ কেন বেকার হয়?
বর্তমানে বাংলাদেশে এত শিক্ষিত বেকার কেন?
বাংলাদেশে ইসরায়েলি কোন কোন পণ্য বিক্রি হয়?
বাংলাদেশে বেকারত্ব হার কী?
বাংলাদেশে বেকারত্বের হার বেশি কেন?
এই সমস্যার পেছনে অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম হলো ভুল শিক্ষাব্যবস্থা। এখন বলতে পারেন ভুল শিক্ষাব্যবস্থা কিভাবে? এত সৃজনশীল এত ভালো রেজাল্ট ইত্যাদি।? এখন নিজেকে প্রশ্ন করে দেখেনত যদি এত সবকিছু ভালো হয় তাহলে কেন এত বেকার,? কেন এত শিক্ষিত, গুণিগন মিথ্যা বলে বেড়াছে? কেন বা তারা ঘোষ নিচ্ছে? তাতে কি বুঝা যায় না আমাদের দেশে প্রকৃত শিক্ষার অভাব। আচ্ছা আপনার প্রশ্নের উওরে আসা যাক। আমাদের দেশের যেইকোন সরকার আসুক না কেন তারা কেউ শিক্ষা নিয়ে প্রপারলি মাথা গামায় না যা দেখনে তা শুধু লোক দেখানো। প্রত্যেক গ্রামে, উপজেলায় স্কুল আছে কিন্তু খোঁজ নিয়ে দেখবেন মান সম্মত শিক্ষক নিয়োগ দিছেনা। প্রশিক্ষণ দিছে কিন্তু

বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণগুলি কী?
বাংলাদেশ ছোট্ট একটি দেশ ,কিন্তু জনসংখ্যা অনেক। সে তুলনায় চাকরির বাজার কোথায়? আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া ।আর বাংলাদেশের জনসংখ্যায় রাশিয়ার চাইতেও বেশি। বাংলাদেশের ইকোনোমি ধীরে ধীরে উন্নত হচ্ছে কিন্তু একই সাথে বেকারত্বের হার ও ধীরে ধীরে বাড়ছে। তার কারণ ঘরে ঘরে এখন অনার্স-মাস্টার্স উৎপাদন হচ্ছে। সবাই সাধারণ শিক্ষামুখী। দেশে পর্যাপ্ত কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নেই ।এছাড়াও রয়েছে সরকারের সদিচ্ছার অভাব ।তরুণদের নিয়ে উচ্চ মহলে তেমন কোনো ভাবনা পরিলক্ষিত হচ্ছে না ।নেই তেমন কোনো উৎপাদনশীল শিল্প প্রতিষ্ঠানও। এরকম তথৈবচ অবস্থা নিয়ে বেকারত্ব বাড়বে না কমবে, তা সহজেই অনুমেয়।

একটি ঐতিহাসিক ধর্মীয় উক্তি আছে যে, 'মুখ দিবেন যিনি আহারও দিবেন তিনি'। এসব কথা এখন আর এই বর্তমান যুগে খাটে না। কারণ মুখ উৎপাদন করা সহজ হলেও আহার কিন্তু অত সহজে উৎপাদিত হয় না ।সেটা কষ্ট করেই অর্জন করে নিতে হয় ।তাই এ তত্ত্ব এখন অচল ।বাংলাদেশের বেকারত্বের পেছনের মূল কারণ হচ্ছে পর্যাপ্ত জনসংখ্যার সাথে সাথে পর্যাপ্ত চাকরিদাতা কিংবা শিল্পপ্রতিষ্ঠান এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি ।তাই অনেকেই এখন বিদেশগামী।

এ প্রশ্নের উত্তরে একজনকে দেখলাম বেকারত্ব বাড়ার জন্য বেকারদেরই তথা তাদের মনোভাবকে দোষারোপ করেছে। এটা আসলে ঠিক নয় । চাকুরী ব্যবস্থার ক্ষেত্রে আমরা এখনো পুরনো সিস্টেমকে বা পুরনো পন্থাকে আঁকড়ে ধরে পড়ে আছি। চাকরি পেতে হলে মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে হয়।যেটি অত্যন্ত হাস্যকর পদ্ধতি। আমি মনে করি, একমাত্র বেকাররা-ই জানে তাদের সংগ্রামের ইতিহাস ,অন্য কেউ জানেন না। বিদ্যমান বিধিব্যবস্থা এমন-ই যে বেকারদের সব খুব সহজেই দোষারোপ করা যায়,কিন্তু সমস্যার নিগূঢ় কারিগর হচ্ছে আমাদের সিষ্টেম ও আমাদের শাসকেরা।
photo Design done by me

মার্কেটিং হলো পণ্য বা সেবাসমূহের প্রচার এবং বিক্রয়ের কাজ বা ব্যবসা; বাজার গবেষণা এবং বিজ্ঞাপণ প্রচারণা সংশ্লিষ্ট কার্যক্...
17/06/2022

মার্কেটিং হলো পণ্য বা সেবাসমূহের প্রচার এবং বিক্রয়ের কাজ বা ব্যবসা; বাজার গবেষণা এবং বিজ্ঞাপণ প্রচারণা সংশ্লিষ্ট কার্যক্রম।

আরো যদি বলা হয় ফিলিপ কোটলার এর মতে – মার্কেটিং কাকে বলে তাহলে বলা যায়, মার্কেটিং হল একটি বিনিময় অল্প টাকায় ব্যবসার আইডিয়া জেনে ব্যবসা শুরু করুন প্রক্রিয়া যার মাধ্যমে কাস্টমারের প্রয়োজন ও চাহিদা পূরণ হয় তার সন্তুটির সাথে।

পৃথিবীতে বিভিন্নধরনের মার্কেটিং রয়েছে তবে এর। মধ্যে এই অন্যতম ১. গতানুগতিক মার্কেটিং (Traditional Markating)
২. ডিজিটেল মার্কেটিং (Digital Markating) এই প্রকারভেদ নিয়ে পরবর্তীকালে আরো বিস্তারিত আলোচনা করা হবে।

মনে করুন আপনি একটি উত্পাদনকারী সংস্থা এবং আপনি একজন পাইকারকে আপনার ব্যবসায় বিপণন করছেন। অথবা, পাইকার ব্যবসায়ের সাথে একটি লেনদেন বা প্রচার একটি খুচরা ব্যবসায় চলছে।

মনে রাখবেন, এটি একটি ব্যবসা কিন্তু সাধারণ গ্রাহকের কাছে কোনও ধরণের লেনদেন, প্রচার বা বিপণন করছে না। সুতরাং, অন্য ব্যবসায়ের সাথে বা তার সাথে কাছাকাছি ব্যবসায়ের বিপণনের প্রক্রিয়াটিকে “বিজনেস টু বিজনেস” বিপণন বলা হয়।

এক্ষেত্রে কিছু পুরানো এবং কিছু হতাশ কৌশল ব্যবহার করে বিপণন করা হয়। সংবাদপত্র, টেমপ্লেট, ব্যানার, টিভি বিজ্ঞাপন, রেডিও বিজ্ঞাপন ইত্যাদি কিছু প্রক্রিয়া এই তিহ্যবাহী বিপণনের প্রক্রিয়া হিসাবে ব্যবহৃত হচ্ছে।
এই প্রক্রিয়াটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল শারীরিক বিজ্ঞাপন তবে বর্তমানে এই ধরণের শারীরিক বিপণনের প্রক্রিয়া হ্রাস পাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে অনলাইন বিপণনের প্রক্রিয়াটিকে “ডিজিটাল বিপণন” বলা হয়।

ডিজিটাল বিপণনকে “অনলাইন বিপণন” বা “ইন্টারনেট বিপণন” বলা হয়। আজকাল, ইন্টারনেটের মাধ্যমে করা এই আধুনিক বিপণন কৌশলটি খুব জনপ্রিয় এবং কার্যকর।

এটির সাহায্যে আপনি ঘরে বসে লক্ষ্যযুক্ত গ্রাহকদের কাছে সহজেই আপনার পণ্য বা পরিষেবাদি প্রচার করতে পারেন। কারণ, ইন্টারনেট এখানে ব্যবহৃত হচ্ছে এবং কোটি কোটি মানুষ যেকোন সময় ইন্টারনেটে সক্রিয় রয়েছে। আজ যে কোনও ছোট বা বড় সংস্থা বা ব্যবসায় এই ডিজিটাল বিপণনের মাধ্যমে তাদের ব্র্যান্ড এবং পণ্যগুলিকে প্রচার করছে।

Address

Hajiganj
Chandpur
3600

Telephone

+8801621506057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priya Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priya Saha:

Share