Md. Naeem Talukder

Md. Naeem Talukder আমার পেইজে আপনাদের কে স্বাগতম।

আমি কল্পনাতে রোজ হারাই এমন প্রাকৃতির মাঝে🥹বান্দরবান📍
27/04/2024

আমি কল্পনাতে রোজ হারাই এমন প্রাকৃতির মাঝে🥹বান্দরবান📍

এই ৫ টা  (এই ছবিতে তিনটা)  লাশ কীভাবে হয়েছে জানেন??লাশগুলো  ফরিদপুরের!! তারা মুসলমানের বাচ্চা। তারা এমন একটা স্কুলে নির্...
19/04/2024

এই ৫ টা (এই ছবিতে তিনটা) লাশ কীভাবে হয়েছে জানেন??
লাশগুলো ফরিদপুরের!! তারা মুসলমানের বাচ্চা।
তারা এমন একটা স্কুলে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিল যার পাশে ছিল একটা মন্দির। সেই মন্দিরে কে নাকি আগুন দিয়েছে।

মন্দিরে কী কারণে আগুন লেগেছে? (আগুন তো এখন কত কারণে কত জায়গায় নিত্য লেগে থাকে) কিংবা আগুন যদি কেউ লাগিয়েও থাকে তা সনাক্তের আগেই এই মুসলমানের বাচ্চা গুলো লাশ হয়ে গেছে মন্দিরের রক্ষক হিন্দু জংলিদের আক্রমণে।

লাশের প্রকৃত সংখ্যা আড়াল করার তীব্র চাপে আছে মিডিয়া এমন তথ্য পেলাম স্থানীয় এক পরিচিত সাংবাদিকের কাছে।

ধরেন মসজিদে আগুনের সেম ঘটনায় যদি একটা হিন্দুও মরতো তাহলে তামাম দুনিয়ার পরিস্থিতিটা কই যাইতো সেটা আলাপ করতে বিন্দু মাত্র অনুভূতি জনগণের নাই। তাদের অনুভূতি এখন কুত্তায় মুতে দেয়ায় একেবারেই ভোঁতা হয়ে গেছে।

এদেশের ৯২ ভাগ মুসলমান এটা একদম ফাউল একটা তথ্য। এই পরাধীন ভুখন্ডটিতে ৯২ ভাগ হিজলার বসবাস!!!!!!!!

ইন্ডিয়া যখন টাঙ্গাইল শাড়ির জিআই আবেদন করেছে, বাংলাদেশের আবেদন ফাইল নাকি রেডি থাকা সত্ত্বেও জমা পড়েনি, দেরি করা হয়েছে । ব...
04/02/2024

ইন্ডিয়া যখন টাঙ্গাইল শাড়ির জিআই আবেদন করেছে, বাংলাদেশের আবেদন ফাইল নাকি রেডি থাকা সত্ত্বেও জমা পড়েনি, দেরি করা হয়েছে ।
বাংলাদেশের নিজস্ব মেধাসত্ত্বগুলো সুকৌশলে এভাবে ভারত পেয়ে যাচ্ছে এর কারন কি আমাদের শর্ষের মধ্যেই ইন্ডিয়ান দালালরা বসে আছে?
ইচ্ছাকৃত দেরি করে বাংলাদেশের জিআই আবেদন করা হয় নি?
সরকারের সকল স্তরে ইন্ডিয়ার দালাল ঘাপটি মেরে আছে।
এরা কবে দেশটাকেই ইন্ডিয়ার হাতে তুলে দেয় কে জানে?
টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলা, এখানকার বুনন শিল্পীরা এখানেই তাদের জন্ম এবং এটাই তাদের আদিভূমি।
তাদের হাতের তৈরী টাঙ্গাইল তাঁতের শাড়ি এখন বিদেশে রপ্তানী করতে গেলে তার ট্যাক্স দিতে হবে ইন্ডিয়াকে।
জাতীর জন্য কতবড় লজ্জার একটি ঘটনা।
এবার দালাল নির্মূল কমিটি করে দালাল নির্মূল জরুরী হয়ে পড়েছে।
@ মাহবুব সোহেল

প্রথমে বলা হবে, 'ওদের ছেড়ে দাও। থাকুক ওদের মতো।'তারপরে বলা হবে, 'ওদের একটুখানি 'স্পেইস' তো দাও! ওদের পাশে দাঁড়াও! 'তারপর...
22/01/2024

প্রথমে বলা হবে, 'ওদের ছেড়ে দাও। থাকুক ওদের মতো।'

তারপরে বলা হবে, 'ওদের একটুখানি 'স্পেইস' তো দাও! ওদের পাশে দাঁড়াও! '

তারপরে বলা হবে, 'ওদেরও তো অধিকার আছে। ওদের অধিকার দাও!'

তারপরে সুর বদলে যাবে, 'না! ওদের বিরোধিতা করা যাবে না।'

তারপরে বলা হবে, 'ওদের নিয়ে কথা বললে তোমার চাকরি 'নট' হয়ে যাবে বলে দিলাম!'



#রংধনু_সন্ত্রাস

বসন্তের দিন Skardu, Gilgit–Baltistan, Pakistan. 📸 Imtiaz Hussain
09/01/2024

বসন্তের দিন
Skardu, Gilgit–Baltistan, Pakistan.

📸 Imtiaz Hussain

আজকে পুরা জানটা দিয়ে খেলার পর, র‍্যাংকিং অনেক আগায়ে থাকা টিমের বিরুদ্ধে দশজনের টিমরে জিতানোর পর, বিশ্বনাথ ঘোষ নামের লোকট...
18/10/2023

আজকে পুরা জানটা দিয়ে খেলার পর, র‍্যাংকিং অনেক আগায়ে থাকা টিমের বিরুদ্ধে দশজনের টিমরে জিতানোর পর, বিশ্বনাথ ঘোষ নামের লোকটা পুরা মাঠ চক্কর দিলো ফিলিস্তিনের পতাকা হাতে।

মুসলমান না হইলে ফিলিস্তিনীদের অন্যায়ে যারা ফিরেও তাকাইতেন না আর ফিলিস্তিনীরা মুসলমান বইলাই যারা ওদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেসেন না, তাঁরা এই হিন্দু লোকটারে মনে রাইখেন।

কিছুটা হইলেও মানুষ হইতে পারবেন।

লিখেছেনঃ Syed Faiz Ahmed

ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ, প্রেমে পড়েন ইজরায়েলের এক ইহুদি রমণীর।  নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবি...
17/10/2023

ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ, প্রেমে পড়েন ইজরায়েলের এক ইহুদি রমণীর। নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবিশ তার লেখা তিনটি কবিতায় চিত্রিত করেছেন প্রেমিকা রিটাকে।

তিনি লিখেছিলেন —
'আমি আমার জাতির সাথে বেইমানি করে, আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও তোমারে ভালোবাসি।

এরপর যখন কবি আবিষ্কার করলেন, তার প্রিয়তমা প্রেমিকা ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, তিনি লিখলেন "Between Rita and my eyes,There is a rifle"

তখন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় তার লেখা ‘রিটা অ্যান্ড দ্য রাইফেল’ কবিতাটি।

দারবিশ আবার লিখেন —
'তোমার কাছে কিছুই ছিলো না যেই প্রেমটা, আমার কাছে সেইটা আমার অস্তিত্ব ছিলো'

পাখি যতটা উড়ে তারচেয়েও বেশি ঝাপটায় ডানা, মুখে যতটা হাসি, হৃদয়ে তারও অধিক বেদনা॥
08/09/2023

পাখি যতটা উড়ে তারচেয়েও বেশি ঝাপটায় ডানা,
মুখে যতটা হাসি, হৃদয়ে তারও অধিক বেদনা॥

নাবিকের ভাঙা ক্যাম্পাসের মতো হৃদয়টা পড়ে আছে,যেন জীবনের উত্তর-দক্ষিন সবই ভুলে গ্যাছি!📸 : Rafin Khan
26/08/2023

নাবিকের ভাঙা ক্যাম্পাসের মতো হৃদয়টা পড়ে আছে,
যেন জীবনের উত্তর-দক্ষিন সবই ভুলে গ্যাছি!

📸 : Rafin Khan

সময়ের অভাবে দুঃসময়কে উপভোগ করতে পারিনা। নাহয়, জীবনকে আমিএক অদ্ভুত প্রাঞ্জলতা দান করতাম।
25/08/2023

সময়ের অভাবে দুঃসময়কে উপভোগ
করতে পারিনা। নাহয়, জীবনকে আমি
এক অদ্ভুত প্রাঞ্জলতা দান করতাম।

কাল সব ভালো হবে,স্বপ্নরা কপালেই চুমু খাবে এটুকু আঁশাতে বেঁচে থাকা রোজ।
24/08/2023

কাল সব ভালো হবে,
স্বপ্নরা কপালেই চুমু খাবে
এটুকু আঁশাতে বেঁচে থাকা রোজ।

তোদের মত মুনাফেকের চেয়ে সুখরঞ্জন বালির ঈমান অনেক বেশি শক্ত।
15/08/2023

তোদের মত মুনাফেকের চেয়ে সুখরঞ্জন বালির ঈমান অনেক বেশি শক্ত।

31/07/2023

যারা লিখতেছেন তারা আসলে জানেন কী? এদেশের মানুষ কিছু একটা পাইলেই হল। এখন পাইছে . আমি নিশ্চিত অধিকাংশ লোকই এর মানে জানে না। জানলে তারা লিখতে পারতো না। লেখার আগে তাদের উচিত এদেশের রাস্তাঘাট দেখা। তারা বুঝে না লিখলে শত শত উন্নয়ন প্রকল্প আলোর মুখ দেখবে না। লেখার আগে জনগণের ভাবা উচিত তারা ১৪ আর ১৮ এর মত পৃথিবীর বুকে এরকম অভাবনীয় নির্বাচন দেখত না। সেই সকল অকৃতজ্ঞই লিখে যারা আগের মত ভোট কেন্দ্রে না গিয়েও জাতির উন্নয়নকামী ব্যাক্তিদের ভোটে জিতাতে পারে। তারা বিশ্বজিতের হত্যার বিচার হয়েছে সেটা ভুলে গিয়ে লিখে। লিখার আগে তারা ভাবে না আবরারের হত্যাকারীদের ফাঁসির আদেশ হইছে। যেসকল লোক লিখে তাদের দেশপ্রেম বলে কিছু নাই। কারণ
লিখার মাধ্যমে তারা পিলখানার বিডিআর ঘটনার ফলে একটি বিশেষ বাহিনী কলংকমুক্ত হয়েছে সেটা অস্বীকার করে। লেখার আগে ভাবা উচিত এদেশের মানুষ এখন ইউরোপ আমেরিকার মত দাম দিয়ে খাবার কিনে খায়। লেখাই যায় কিন্তু এটা ভাবে না যে এখন এদেশের গাড়ী ভাড়াও দারুন উন্নতির মাধ্যমে ইউরোপীয় দামে চলে। আমলা গণ জীবনেও লিখবে না কারণ একজন পিয়নকেও ঢাকা শহরে ৪/৫ টা বাড়ি করার সুযোগ একমাত্র যারা লিখে তাদের বিরোধিরা করে দিয়েছে। ওরা তো মানুষই না যারা লিখে, কারণ দেশের প্রধান বিচারপতি উল্টা পাল্টা রায় দেয়ার কারণে তাকেও বিন্দু পরিমাণ ছাড় দেয়া হয় নি। শুনেছি এখন সে বিদেশে বসে নতুন ষড়যন্ত্রের অংশ হিসাবে লিখে অনলাইন ভরে ফেলতেছে।
লেখা একদমই উচিত নয়, কারণ দেশের এক রাস্তা ৮/১০ বার খুঁড়ে অসহায় আমলা গামলাদের দুবেলা দুমুঠো ভাল খাবারের ব্যবস্থা তারাই করেছে যারা
লেখে না। বালিশ থেকে শুরু করে হাসপাতালে পর্দার মত জিনিসপত্রের প্রতি যারা নিদারুন যত্নবান, যারা হাসপাতালে পৃথিবীর ইতিহাসে সবচে দামী জিনিসপত্র কিনে সাজিয়েছে তারা কখনো লিখবে না।কারণ লিখলে হাসপাতাল সস্তা জিনিসে ভরে যাবে। যে কৃষকের ছেলে নুনান্তে পান্তা ফুরোতো সেও আজ যারা লিখে তাদের বিরোধী হবার কারণে ২০০০ কোটি টাকা দিয়ে শুধু দেশ নয় বিদেশের অসহায় মানুষের পাশেও দাঁড়াতে পারতেছে। আপনারা লিখেন তাই না?? স্বার্থপর জাতি। আপনারা দেখেন নি লিখলে মতিঝিলের সাইদ কমিশনার যে দুবাইয়ের অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে ছিল মাত্র ২৫০০ কোটি টাকা দিয়ে তারা কি আর সেসকল মানবিক কাজ চালাতে পারবে? লেখার আগে আপনাদের চিন্তা করা উচিত ইসলামি ব্যংক স্বাধীনতা বিরোধীদের হাত থেকে উদ্ধার করে আজ স্বপক্ষের শক্তির অধীনে আনা হয়েছে। যেখান থেকে ৩০ হাজার কোটি টাকা দিয়ে অসহায় সিংগাপুরে আজ বাংলার বাতি জ্বলে। লেখার আগে সেটা চিন্তা করা উচিত আপনাদের। আপনারা যারা লেখেন তারা কি জানেন, সারা বিশ্বকে আমরা আঙুল দিয়ে দেখিয়েছি পদ্মা সেতু নির্মাণে কোন দুর্নীতি হয় নাই। তারা ভাবে না এদেশে যত উন্নয়ন লীলা সংগঠিত হয়েছে সেগুলোর ঋণ আগামী শত বছর ধরে এদেশের জনগণ দিতে গিয়ে বিশ্ব দরবারে তাদের আসা যাওয়া থাকবে, পদ পরিচয় হবে। আর এজন্যই না বুঝে তারা লিখে।

কাজেই দয়া করে আপনারা আর কেউ লিখবেন না। দয়া করে দেশের কথা ভাবুন এব লেখা থেকে বিরত থাকুন

Arif Talukder ভাই

31/07/2023

প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী ইসলাম প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু দেশবাসীর ঈমান ভয়াবহ মাত্রায় কমে গেছে, মসজিদের মাইকে ডাক দিয়েও তাদের ভোটকেন্দ্রে পাঠানো যাচ্ছে না।

আড়ালে হারিয়ে গেল হাফেজ রেজাউলের নৃশংস হত্যার ঘটনা।
30/07/2023

আড়ালে হারিয়ে গেল হাফেজ রেজাউলের নৃশংস হত্যার ঘটনা।

29/07/2023

অনেকেই ভাবি ভোট তো দেই না, ভোটাধিকারের দরকার কি? ভোটাধিকার না থাকলে আপনি আরো কত গুলো অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকেন, তা লিস্ট করে শেষ করা যাবে না। আপনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে থাকবেন। আপনার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে থাকবেন।

দক্ষতা থাকার পরও আপনার জব হবে না, কিন্তু অন্য আরেকজনের ঠিকই হবে। কোন একটা কাজ করতে গিয়েছেন। আপনার কাজ হয়নি। অন্য আরেকজনের কাজ ঠিকই হয়েছে। অথচ দুইজনেরই নাগরিক অধিকার ছিল সার্ভিস পাওয়ার। টাকা আপনার, ফুর্তি করবে অন্য কেউ। আপনাকে দমন করার জন্য একের পর এক আইন হবে, কিছুই বলতে পারবেন না। কারণ আপনার ঐ অধিকারটুকুই নেই। যার আপনার ভোটের দরকার নেই, সে আপনার অধিকার নিয়ে ভাববে কেনো? এমন অনেক কিছু।

বলতে পারেন সবাই এক। সবাই এক হওয়ার পরও আমার ভোটাধিকার দরকার। ফলে দুইটার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকরটা অন্তত পছন্দ করে নিতে পারবেন। তখন অন্তত নিজেকে বলতে পারবেন নিজের ভুলের খেসারত দিচ্ছি। কিন্তু ভোট না দিতে পারলে কার ভুলের খেসারত দিবেন?

© Jakir Hossain ভাই

Address

Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Md. Naeem Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Naeem Talukder:

Videos

Share