Sanatani Fact Checker-SFC

Sanatani Fact Checker-SFC Sanatan Fact Checker is a nonpartisan organization which aims to reduce the level of deception and c We only engage in fact-driven journalism.

Sanatani Fact Checker is an independent digital journalism initiative. Reporting on stories and people who are fighting for individual rights, freedom of expression, and the right to free speech.

এমন গা*জাখুড়ি মামলার কেইস যে লিখেছে তাকে অস্কার দেওয়া সময়ের দাবী।মিথ্যাচারিতার লিমিট থাকা দরকার।৫ই আগস্ট এর পর সবচেয়ে বে...
08/01/2025

এমন গা*জাখুড়ি মামলার কেইস যে লিখেছে তাকে অস্কার দেওয়া সময়ের দাবী।

মিথ্যাচারিতার লিমিট থাকা দরকার।

৫ই আগস্ট এর পর সবচেয়ে বেশি হিন্দুদের উপর হামলা, লুটপাট হয়েছে তারায় নাকি আবার নিন্মেবনিত স্লোগান দিয়ে মনিরুল ইসলাম এর মাথা ফাটিয়েছে ইসকন। তাও আবার চিন্ময় প্রভুর উস্কানি তে
🤣🤣🤣🤣

আমরা শিউর মেয়াদউত্তিন্ন গন্জিকা নেওয়ার ফল এটি 🤣🤣🤣

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured





Hindu monk Chinmoy Krishna Das, a former ISKCON member, had his bail plea rejected by a Bangladesh court in a sedition c...
02/01/2025

Hindu monk Chinmoy Krishna Das, a former ISKCON member, had his bail plea rejected by a Bangladesh court in a sedition case.

His arrest has sparked outrage among Hindu groups and human rights activists, who allege he is being targeted for his efforts to highlight the rising attacks on the Hindu minority in Bangladesh.
| | | |

হিন্দুবেশে ডাকাতির প্রস্তুতিকালে টাঙ্গাইলে নারীসহ গ্রেফতার ১০টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাতদলের ১০ জনক...
29/12/2024

হিন্দুবেশে ডাকাতির প্রস্তুতিকালে টাঙ্গাইলে নারীসহ গ্রেফতার ১০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাতদলের ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের মধ্যে আটজন নারী।

ডাকাতদলের সদস্যরা হলেন- সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), মো. সেলিম সরকার (৩৭), আসমা বেগম (৩০), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার (২৬), আকলিমা বেগম (৪০), সেলিনা বেগম (৩২) ও জুলেখা বেগম (৩১)।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গ্রেফতারকৃতরা গাজীপুরের সালনা থেকে শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল।

ডাকাতদলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী সেজেছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত হায়েস গাড়িটিও জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নিতেন আটককৃতরা। পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করতেন তারা। ডাকাতদলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বীর চট্টলার সনাতনী জনতার ধৈর্য্য পরিক্ষা করছে ইসকন বাংলাদেশ কমিটি।একের পর পর বাধা সৃষ্টি করে কি জানান দিতে চাইছে ইসকন তা...
27/12/2024

বীর চট্টলার সনাতনী জনতার ধৈর্য্য পরিক্ষা করছে ইসকন বাংলাদেশ কমিটি।
একের পর পর বাধা সৃষ্টি করে কি জানান দিতে চাইছে ইসকন তা আমাদের বোধে আসেনা।

যেই Sri Chinmoy Krishna Das এর জন্য সারা বাংলাদেশ এ সকল সনাতনী আজ বুক চেতিয়ে বলছে আমি সনাতনী আমি ইসকন, আমাদের ও এরেস্ট করুন। জেলের ভেতর গিয়ে প্রভুর সাথে একসাথে হরি নাম সংকির্তন করবো। সেই মানুষটাকেই প্রথমে ইসকন বাংলাদেশ থেকে অব্যাহতি এরপর কুমিল্লার সুদর্শন প্রভুকে এনে অধ্যাক্ষ পদে বসানো এসব নাটক দেখতে দেখতে বিরক্ত সবাই।
যেখানে সারা বিশ্বের ইসকন প্রভু, ভক্ত সহ সকল সনাতনীরা চিন্ময় প্রভুর মুক্তির দাবী তে স্বরব ভুমিকা পালন করছে সেখানে বাংলাদেশ ইসকন এর কমিটির নির্বাক ভুমিকা সত্যি সকল সনাতনী দের মনে প্রশ্ন জাগায়

এরায় কি সেই সাধু যারা পরমেশ্বর ভগবানের মুখনিশ্রিত বানী প্রচার করে। এরায় কি সেই লোক যারা ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অন্যায় এর সাথে আপোষ নয় বলে গেছে সেখানে আপোষ সহ চিন্ময় প্রভুকে বারবার প্রশ্নবিদ্ধ করছে।

পরিশেষে সুদর্শন প্রভুকে বলতে চাই, বীর চট্টলার পুত্র চিন্ময় প্রভু, যিনি পুন্ডরিকধাম তথা সকল সনাতনী দের আবেগের স্থল কে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করেছে এই পরিপাটি বাগানের পরিচর্যা এক মাত্র চিন্ময় প্রভু ছাড়া কেউ পারবেনা তাই অনুরোধ করবো আপনি চিন্ময় প্রভুর মুক্তির দাবী তে অন্তত ঠুটো কমিটির কূটনীতি থেকে বেরিয়ে এসে সমগ্র সনাতনী দের সাথে একাত্মতা ঘোষণা করুন।

পুন্ডিরক ধামের অধ্যাক্ষ পদ থেকে বাংলাদেশের সকল সনাতনীর নয়নমনি শ্রীপাদ চিন্ময় প্রভুকে সরিয়ে সূদর্শন প্রভুকে বসাতে চাওয়া ট...
27/12/2024

পুন্ডিরক ধামের অধ্যাক্ষ পদ থেকে বাংলাদেশের সকল সনাতনীর নয়নমনি শ্রীপাদ চিন্ময় প্রভুকে সরিয়ে সূদর্শন প্রভুকে বসাতে চাওয়া টা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন কমেন্ট আপনাদের মতামত জানান।

Facebook Fact Checker POST ইলিয়াস হাসান নামের একটি পেইজ থেকে সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র শ্রীপাদ Sri Chinmoy Krishna Da...
24/11/2024

Facebook Fact Checker POST

ইলিয়াস হাসান নামের একটি পেইজ থেকে সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র শ্রীপাদ Sri Chinmoy Krishna Das ব্রহ্মচারী প্রভুর নামে একটি ইন্ডিয়ার ছবি ছেড়ে ক্যাপশন লিখে দিয়েছে যে চিন্ময় প্রভুর গাড়ির চিপায় নারী নিয়ে বাজে ভঙ্গিতে বসে আছে। যা সম্পূর্ণ বানোয়াট।

নিচে দেওয়া ছবিতে সোর্স দেওয়া হলো যা গুগল থেকে রিভার্স ইন্জিনিয়ারিং করে সত্যতা যাচাই করেছে আমাদের ফ্যাক্ট চ্যাকার টীম।

#চিন্ময়_কৃষ্ণ_দাস

অনেক বছরের শত সংগ্রাম শেষে,রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটেঅত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।.........................
22/11/2024

অনেক বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।......................................
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর—কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের ৮ দফা দাবী আদায়ের সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।’
সেই থেকে সনাতনী দের ৮ দফা শব্দটি আমাদের।”

ব্রেকিং নিউজ:- আগামী ১৫ তারিখ,শুক্রবার--রাউজান রাস বিহারী ধাম মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকবেন চিন্ময় প্রভু।সনাতনীদের তোপের ...
13/11/2024

ব্রেকিং নিউজ:-

আগামী ১৫ তারিখ,শুক্রবার--রাউজান রাস বিহারী ধাম মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকবেন চিন্ময় প্রভু।

সনাতনীদের তোপের মুখে পড়ে রাউজান রাসবিহারী ধাম কতৃপক্ষ নিজেদের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়

09/11/2024

আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে থাকলেও আমাদের ৮ দফা দাবীতে চলমান আন্দোলনে নৈতিক বিজয় অবশ্যাম্ভাবী।।
------চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।।

হাজারিগল্লিতে ঘটে যাওয়া ঘটনায় যাদের আসামি করে কোর্ট এ চালান করেছে আর্মি তাদের লিস্ট।কোট এর শুনানি চলমান রয়েছে আপডেট আপনা...
06/11/2024

হাজারিগল্লিতে ঘটে যাওয়া ঘটনায় যাদের আসামি করে কোর্ট এ চালান করেছে আর্মি তাদের লিস্ট।

কোট এর শুনানি চলমান রয়েছে আপডেট আপনাদের জানানোর চেষ্টা করবো

শ্রী শ্রী চিন্ময় প্রভূকে প্রধান আসামী করে বাংলাদেশে সনাতনী জাগরণের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে একটু আগ...
30/10/2024

শ্রী শ্রী চিন্ময় প্রভূকে প্রধান আসামী করে বাংলাদেশে সনাতনী জাগরণের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে একটু আগে। এইযে বৈষম্যবিরোধী সরকার বাংলাস্থানে তারা আসলে কি চায়?

চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহের কি করেছেন? লালদিঘীর বিশাল সমাবেশে কি দেশের বিরুদ্ধে কিছু বলা হয়েছে? ওখান থেকে কি কোনো জ্বালাও পোড়াও ঘোষণা এসেছে? নাকি রংপুর বরিশাল আর খুলনা বিভাগে ডাকা সমাবেশ যাতে না হয় সেইজন্য এই মামলা?

এভাবে কতোদিন গলা বন্ধ করে রাখবেন? মারবেন কাটবেন আবার প্রতিবাদ করলে মামলা দিবেন। এই ফিরোজ খান লোকটা কে? সে কেন এই হয়রানি করার জন্য মামলা করলো? লালদিঘীর সমাবেশের পরে অনেকের খুব জ্বলেছে। সেই জ্বলুনির প্রতিক্রিয়া এই মামলা।

মহাষষ্ঠীতে আনুমানিক রাত্রি ১১.৩০ মিনিটে,কুড়িগ্রাম জেলার, রাজারহাট থানা অন্তর্গত ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কালীর পাট সর্ব...
11/10/2024

মহাষষ্ঠীতে আনুমানিক রাত্রি ১১.৩০ মিনিটে,
কুড়িগ্রাম জেলার, রাজারহাট থানা অন্তর্গত ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কালীর পাট সর্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভা'ঙ্গার সময় একজনকে আটক করা হয়েছে, এর সাথে জড়িত প্রায় ৫-৬ জন পলাতক ...

ঢাকার তাঁতীবাজার পূজামন্ডপে পেট্রোল বো*-মা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় এই দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এরা গ্যাং ...
11/10/2024

ঢাকার তাঁতীবাজার পূজামন্ডপে পেট্রোল বো*-মা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় এই দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এরা গ্যাং আকারে এসেছিল। স্বেচ্ছাসেবক এবং ভক্তরা যখন তাদের ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে এদের গ্যাংয়ের ছুরিকাঘাতে পূজা কমিটির ৪ জন স্বেচ্ছাসেবক এবং ১ জন দর্শনার্থী সহ ৫ জন গুরুতর আহত হয়।।

10/10/2024

জে এম সেন হলে দুর্গাপূজার মহাসপ্তমীর অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেছে একটি সংগঠন

চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজামণ্ডপে গিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। সংগঠনটি জামায়াতে ইসলামী সমর্থিত বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

#জেএমসেনহল #দুর্গাপূজা২০২৩ #ইসলামি_সংগীত
#চট্টগ্রাম #সামাজিক_গণমাধ্যম #চট্টগ্রামকালচারালএকাডেমি #ধর্মীয়সম্প্রীতি #বাংলাদেশ #জেলাপ্রশাসন #সাংস্কৃতিকবিতর্ক

সোশ্যাল মিডিয়ায় পুরাটাই চলে ন্যারেটিভের খেলা।যেই ন্যারেটিভ যার পছন্দ সে সেই ন্যারেটিভের পক্ষ নেয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ...
02/10/2024

সোশ্যাল মিডিয়ায় পুরাটাই চলে ন্যারেটিভের খেলা।যেই ন্যারেটিভ যার পছন্দ সে সেই ন্যারেটিভের পক্ষ নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মহালয়ার গান গাওয়া নিয়ে।পোস্টে উল্লেখ করা হয় শুধুমাত্র জন্ম পরিচয় মুসলিম হওয়ায় তারে নজরুলের শ্যামাসঙ্গীত গাইতে দেওয়া হয় নাই।
পোস্টটা আমার লিস্টেই অনেক শেয়ার করছে দেখলাম কাইন্ড অফ একটা নেগেটিভ মিসলিডিং টোন নিয়া।এইবার আসে পোস্টটা কেন প্রবলেম্যাটিক আর নেগেটিভ ন্যারেটিভ ছড়াইতেছে সেই বিষয়ে।পোস্টে যে এলিগেশনটা দেওয়া হইছে যে শুধুমাত্র জন্মপরিচয় মুসলিম হওয়ার জন্য জগন্নাথ হলের মহালয়ার প্রোগামে নজরুলের শ্যামাসঙ্গীত গাইতে দেওয়া হয় নাই এইটার প্রাক্টিকাল কোনো কনফারমেশন পাওয়া যায়নি।এলিগেশনটা কেন কনফারমেশন পাওয়া যায় নাই প্রাক্টিকালি এইবার আসি সেই প্রসঙ্গে।পোস্টের কমেন্টে আয়োজক ও অংশগ্রহণকারীদের অনেকের কমেন্ট দেখে কিছু জিনিস বুঝলাম যে আসলে একটা কমিউনিকেশন গ্যাপ আর নিরাপত্তা ইস্যুর জন্য বাদ দেওয়া হইছে।পোস্টকারী যেই ন্যারেটিভ দেখাইছে সেইটা বাকি তথ্য জানার পরে সঠিক ন্যারটিভ লাগে নাই।যেসব কারণে পোস্টকারীর ন্যারেটিভ ঠিক লাগে নি তা হইলো:

( #)রেজিস্ট্রেশনের পরে রেগুলার রিহার্সেলে জয়েন করে নি
( #)বাদ দেওয়ার সঠিক তথ্য আয়োজকদের থেকে সঠিকভাবে না জেনেই এসামশনের উপরে ভিত্তি করে এলিগেশন দিছে
( #)অংশগ্রহণকারী আর আয়োজকদের মাঝে ক্লিয়ার কমিউনিকেশন হয় নি

আয়োজনকারীদের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যু,প্রোপার কমিউনিকেশন গ্যাপের কারণে বাদ দেওয়ার বিষয়ে জানানোর পরেও পোস্টকারীর ধর্মীয় কারণে বাদ দেওয়া হয়নি এইটা সঠিকভাবে অংশগ্রহণকারী ক্লারিফাই করেনি।শুধুমাত্র এক লাইনে একটা দায়সাড়া স্টেটমেন্ট এড করে দিয়েছে।আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে পোস্টকারীর নিরাপত্তা ইস্যুর কারণে বাদ দেওয়াটা ঠিক মনে ধরেনি।আর নিজের প্রোপার কমিউনিকেশনের যে গ্যাপ সেইটাও সে স্বীকার না করে ধর্মীয় ন্যারেটিভের কার্ড খেলছে।এই একটা ইস্যু নেগেটিভ এমন একটা ন্যারেটিভ ক্রিয়েট করে ফেলছে অনেকাংশে যে একটা ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্য ধর্মের হওয়ায় নেওয়া হলো না।আর পোস্টকারীর ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে সঠিক কারণের থেকে নেগেটিভ ন্যারেটিভটা উপস্থাপন করা জরুরী।কারণ আয়োজকদের পক্ষ থেকে সঠিক তথ্য দেওয়ার পরে অনেকেই যখন বলে ঠিকভাবে তথ্যটা তুলে ধরতে সে করেনি।তার কাছে তার নিজের ন্যারেটিভেই স্থির থাকা উপযুক্ত মনে হয়েছে।দেশের এই আইন-শৃঙ্খলা ভ্যাকুয়ামের মধ্যে যদি কারো কাছে সঠিক তথ্যের থেকে যদি নেগেটিভ ন্যারেটিভ প্রচার করা বেশি উপযুক্ত লাগে তাহলে আর কিছু বলার নাই।

আর অইদিকে প্রধান উপদেষ্টা তো বলেই দিছে সংখ্যালঘুরা আওয়ামিলীগের রাজনীতিতে বেশি যুক্ত থাকায় তাদের উপর হওয়া হামলা যে আওয়ামিলীগ করার কারণে হইছে না অন্য কারণে হইছে সেইটা আলাদা করে বলা নাকি মুশকিল।কিন্তু হামলা হইছে।এখন দেখেন যা ভালো মনে করেন।

02/10/2024

Republic Bangla এভাবে গোবিন্দ পারমাণবিক বাবুকে না পচালেও পাড়তেন।

আর বলছিযে গোবিন্দ বাবু আপনি একজন সনাতনী দের নেতা আপনার কাছে এসব তথ্য পৌছায় না কেনো??

কেনো আপনি টিভি চ্যানেলে এসে আবার নেতা সাজার যে ভং টা ধরে নোট ডাউন করছেন এসব না করলেই কি নয়???

লজ্জা লাগছে আপনাকে রিপাবলিক বাংলা বারবার যে তকমা দিচ্ছে যে আপনি হিন্দুদের নেতা তা বলে।

Video Curtsey- #জবাব_চায়_বাংলা By


#

Address

Chandgaon

Alerts

Be the first to know and let us send you an email when Sanatani Fact Checker-SFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

About Us

Sanatan Fact Checker is a nonpartisan organization which aims to reduce the level of deception and confusion in Bangladesh About Sanatan Dharma.