Chakaria Media চকরিয়া মিডিয়া

Chakaria Media চকরিয়া মিডিয়া chakaria media news online 24 howrs
(3)

15/10/2024

বর্তমান প্রেক্ষাপট নিয়ে গরম ওয়াজ
হাফেজ মাওলানা নুর খান উদ্দিন জিহাদী

03/10/2024

আমার নাম দিয়ে কাম কি
সব কথা গানে গানে

21/07/2024

ছাত্রলীগের নেত্রী কে কি অবস্থা করল আন্দোলনকারীরা

21/07/2024

আন্তর্জাতিক কোটা নিয়ে নিউজ

21/07/2024

আহরে বাংলাদেশ

21/07/2024

কিরে বাবা

21/07/2024

21/07/2024

দুবাইয়ের প্রবাসীরা সাবধান

21/07/2024

চকরিয়ার এমপি সাহেব
একজন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা হয়েও কোটা সংস্কারের পক্ষে যৌক্তিক সমাধান চাওয়াতে আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি হে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক এমপি। Syed Muhammad Ibrahim

23/12/2023
30/11/2023

অলা

30/11/2023
27/11/2023

প্রেতিবেশীর হক কাকে বলে দেখুন
মাওলানা জাকের হোসাইন হেলালী চকরিয়া

30/09/2023

ঈদে মিলাদুন্নবী

30/09/2023

সালাম জানাই হে রাসুল

12/09/2023

ছোট মনিদের সাথে আড্ডা

10/09/2023

এমন মানুষ পাওয়া কঠিন

09/09/2023

কথাগুলা কলিজায় লাগলো
মাওলানা জিয়াউল করিম নিজামী

27/08/2023

চকরিয়ায় আবারো ভয়াবহ বন্যা পানি

আমি কী নিষ্ঠুর, কী করে তারে মাটিচাপা দিয়ে আসলাম’ট্রাকচালক মামুনুর রশীদ যখন গাড়ি নিয়ে বের হতেন, তখন ঘণ্টায় ঘণ্টায় স্ত্রী ...
26/08/2023

আমি কী নিষ্ঠুর, কী করে তারে মাটিচাপা দিয়ে আসলাম’

ট্রাকচালক মামুনুর রশীদ যখন গাড়ি নিয়ে বের হতেন, তখন ঘণ্টায় ঘণ্টায় স্ত্রী জেসমিন আক্তার ফোন করে খবর নিতেন। মহাসড়কে গাড়ি চালান মামুন। কিছু হয় কি না, এ নিয়ে সারাক্ষণই উদ্বেগে থাকতেন তাঁর স্ত্রী। অথচ ঘটে গেল এর উল্টোটাই।

এসব বলতে বলতে গলা ধরে আসে তাঁর। কান্নার সঙ্গে দলা পাকিয়ে আসা কয়েকটি শব্দ শোনা যায়। বলেন, ‘হায় আল্লাহ, আমি কী নিষ্ঠুর, কী করে তারে মাটিচাপা দিয়ে আসলাম।’

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় লরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন মামুনুর রশীদের গর্ভবতী স্ত্রী জেসমিন আকতার ও শাশুড়ি রোকেয়া বেগম। মামুনের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকায়। বিয়ের এক বছরও হয়নি তাঁর। স্ত্রী জেসমিনের হাতের মেহেদিও রয়ে গেছে। কিন্তু অনাগত সন্তানকে নিয়ে স্ত্রী এভাবে চলে যাবেন, তা কোনোভাবেই মানতে পারছিলেন না মামুন।

চকরিয়ার ভান্ডারির ডেবা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব দিকে একটি পাহাড়ি ছড়া। ছড়ার ওপর সাঁকো পার হলেই টিনশেডের মাটির ঘর। সেই ঘরেই থাকতেন মামুনুর রশীদ আর জেসমিন আকতার দম্পতি। ঘরের সবকিছুই সাজানো-গোছানো। ছোট সংসারের নানা অনুষঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেসবের দিকে তাকিয়ে বারবার ডুকরে কেঁদে উঠছিলেন মামুন। বললেন, প্রথম সন্তান হবে বলে আগেই ঘরে ধাত্রী এনে রেখেছিলেন তিনি। ঘরভর্তি মানুষ। সবার চোখেমুখে আনন্দ। স্ত্রী জেসমিন আক্তারের প্রসববেদনা উঠলেও প্রসব হচ্ছিল না। দ্রুত একটি সিএনজিচালিত অটোরিকশা ডেকে স্ত্রী, ধাত্রী, বাবা-মা আর শাশুড়িকে তুলে দেন। গুছিয়ে উঠে তিনি নিজেও যাবেন হাসপাতালে। দেখবেন সন্তানের মুখ, এমনই পরিকল্পনা। কিন্তু সেই ফুরসত পেলেন না। প্রায় ২৫ মিনিটও কাটেনি। এর মধ্যেই খবর এল, লরির সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে অটোরিকশাটি। গর্ভবতী স্ত্রী ও শাশুড়ির লাশ মহাসড়কে পড়ে আছে। খবরটা শুনে পায়ের নিচের মাটি সরে গেল যেন। মনে হলো, সব শেষ।

শান্ত মাটির ঘরটিতে শোকের দমবন্ধ পরিবেশ। এর থেকে মামুনকে মুক্তি দিতেই কয়েকজন বন্ধু তাঁকে নিয়ে গেলেন পাশের একটি চা–দোকানে। সেখানে বসে মামুন বলেন, ‘দুজনে কত স্বপ্ন দেখেছি। ছেলে হলে আমি জিতব, আর মেয়ে হলে সে। দুজনের মধ্যে এমন কত খুনসুটি হতো। আজ সব শেষ।’

তরুণ মামুনুর রশীদ দেখতে সুদর্শন। পঁচিশের কোঠায় হবে বয়স। সুন্দর মুখটিতে বেদনার ছায়া পড়ে। কথা বলতে বলতে চুপ হয়ে যান। দীর্ঘক্ষণ পর বলে ওঠেন, ‘সে নিশ্চয় জানত আমাকে ছেড়ে চলে যাবে। নইলে এত অল্প সময়ে মানুষ কীভাবে আরেকজনকে এত ভালোবাসতে পারে। দুজনের মধ্যে কখনো এক মিনিটের জন্যও মনোমালিন্য হয়নি। আশপাশের অনেকে এ নিয়ে হিংসা করত।’

মামুন বলেন, ‘যখন তাকে অটোরিকশায় তুলে দিই,
দিই, তখন বলছিল, আমি যেন তাঁর সঙ্গে যাই। বাচ্চার প্রথম মুখ যেন তাঁর আগে আমি দেখি। কিন্তু বাচ্চার মুখ তো দেখিনি।

দেখেছি আমার ভালোবাসার মানুষের মরা মুখ। আমি সঙ্গে গেলে তো তার সঙ্গে চলে যেতে পারতাম, এমন কষ্ট সইতে হতো না।’

মামুনুর রশীদের বাবা দুদু মিয়া ও মা রাবেয়া বেগমও একই দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থা সংকটমুক্ত বলে জানা গেছে।

আল্লামা সাঈদী আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
14/08/2023

আল্লামা সাঈদী আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

যিনি কথা দিয়ে কথা রাখেন।যিনি বলেছিলেন আমি বিজয়ী হলেও আপনাদের পাশে থাকবো, না হলেও থাকবো, ফাঁসিয়াখালীর জনগনকে ফেলে কোথাও য...
14/08/2023

যিনি কথা দিয়ে কথা রাখেন।
যিনি বলেছিলেন আমি বিজয়ী হলেও আপনাদের পাশে থাকবো, না হলেও থাকবো, ফাঁসিয়াখালীর জনগনকে ফেলে কোথাও যাবোনা। অবহেলিত জনগনের কল্যাণে যেকোন দুর্যোগ ও বিপদের মুহুর্তে সর্বোচ্চ ত্যাগ শিকার করে কাজ করে যাবো। নির্বাচনের পূর্বে দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিলেন জনগনের অকৃত্রিম সেবক, নিঃস্বার্থ জনদরবী, গরীব দুঃখি মেহনতী মানুষের পরম বন্ধু বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জনাব, আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন।
তিনি ১৩আগষ্ট সকাল ৭ টা থেকে পবিত্র খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজতে মহান রবের কাছে জনগনের জন্য সাহায্য প্রার্থনার মধ্য দিয়ে বন্যা দূর্গত হাজিয়ান ১নং ওয়ার্ড থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি আজ ১৪ আগষ্ট সকাল ১০ টা থেকে ২য় দিনের মত ফাঁসিয়াখালী ইউপির ৫নং ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়ায় বন্যা দূর্গত পরিবারে উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি পর্যায়ক্রমে বন্যা দূর্গত ফাঁসিয়াখালীর প্রত্যেক ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানাগেছে।
তিনি ত্রাণ বিতরণের পূর্বে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের নির্দেশনাক্রমে বন্যা দূর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা স্বরূপ ব্যক্তিগত উদ্যোগে উক্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি ইউনিয়নের বন্যা দূর্গত একটি পরিবারও সহায়তা-উপহার থেকে বাদ পড়বেনা বলে জানান।

আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন চকরিয়ার সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা আবদুস সোবহান (রহঃ) এর সুযোগ্য সন্তান, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা, হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি, চট্টগ্রাম নর্দান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও চকরিয়া কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ত্রাণ হিসেবে উপহার প্রদানকালে জনগন থেকে জিজ্ঞাসা করেন আমার নির্বাচনের সময় দেয়া ওয়াদা আমি পূরণ করেছি কিনা? সবাই এক বাক্য উচ্চ স্বরে বলেন, ওয়াদা পালন করেছেন। তিনি একইভাবে ভবিষ্যতেও জনগনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আল্লাহ সকলকে কবুল করুন,আমিন।

Address

Chakaria
Chakaria
4147

Alerts

Be the first to know and let us send you an email when Chakaria Media চকরিয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share