04/09/2024
শিরোনাম: জামায়াত মাফ করে দিয়েছে আওয়ামীলীগকে: আমীর.!!
জামায়াতের আমীর বলেছে উনার দলের সাথে যেসব অন্যায় হয়েছে তার ক্ষমা ঘোষনা করেছেন। এটা নতুন না তিনি ২০২২ সালে সিলেট ও বলছেন প্রতিশোধ নিবো না। কিন্ত দলের কোন ব্যাক্তির সাথে যা অন্যায় হয়েছে সে ব্যক্তি যদি মামলা করে তবে তার সাথে দল থাকবে এবং সকল ধরনের সহযোগীতা করবে দল। কিন্তু তার দলের কোন কর্মী বা কোন ব্যক্তির উপর অন্যায়কে আমীর ক্ষমা করতে বলেনি।
কথা না বুঝে সমালোচনা করলে শিক্ষিত মানুষ আপনাকে খারাপ বলবে। এতে আপনার সম্মান নষ্ট হবে। আমরা কাউকে নিয়ে সমালোচনা করবো না বরং কাউন্টার করবো মিথ্যা বিষয়ে।