Mamun

Mamun ❤️Welcome to our page❤️
Here we welcome you to the world of video making. Our mission is to create a platform for creativity and joy through video production.

We deal with different content, where you will find funny, educational and motivational videos.

14/12/2024

শহিদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন‍্যা শেখ হাসিনার বিবৃতি:

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এদিনে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল-শামস বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করে ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। ১৪ ডিসেম্বরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. আলিম চৌধুরী, ডা. ফজলের রাব্বি, ডা. মোহাম্মদ মর্তুজা, অধ্যাপক মুনিরুজ্জামান, অধ্যাপক গোবিন্দ চন্দ্র(জিসি) দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খোন্দকার আবু তালেব, নিজামুদ্দীন আহমদ, এস এ মান্নান(লাডু ভাই), আ ন ম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিন, আবুল বাশার চৌধুরী, মুহাম্মদ আখতার সহ আরও অনেকে।

জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতাবিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন- নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামীসহ ১৯৭১-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে।

স্বাধীনতাবিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি।

**১৬ই ডিসেম্বর ২০২৪: শেখ হাসিনা বাংলায় প্রত্যাবর্তন**  মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে বাঙালির ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ...
13/12/2024

**১৬ই ডিসেম্বর ২০২৪: শেখ হাসিনা বাংলায় প্রত্যাবর্তন**

মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে বাঙালির ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় রচিত হতে চলেছে। স্বাধীনতার প্রতীক, উন্নয়নের কারিগর, জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে প্রত্যাবর্তন করবেন। এই ঐতিহাসিক মুহূর্ত বাঙালির চেতনায় নতুন আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করবে।

১৬ই ডিসেম্বর শুধু বিজয়ের দিন নয়, এটি বাঙালির ঐক্যের প্রতীক। এই দিনটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। চলুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দিনটিকে স্মরণীয় করে তুলি।

এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা **'mamun'** পেজটি ফলো করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

*"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!"*
*"শেখ হাসিনার জন্য প্রার্থনা, বাংলার উন্নয়নে প্রত্যাশা।"*

10/11/2024

#বাংলাদেশে অনির্বাচিত, অবৈধ #ইউনুছ সরকার নিজেদেরকে আইনি বলে একটি অধ্যাদেশ জারি করার পরিকল্পনা করছে, যে তাদের কর্তৃত্ব এবং কর্মকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এবং তাদের মেয়াদ হবে অনির্দিষ্টকালের জন্য। ফ্যাসিবাদী একনায়কত্বের সংজ্ঞা এটাই।
আগামীকাল নূর হোসেন দিবস। এই দিনটি ছিল শেষ সামরিক স্বৈরশাসকের শেষের সূচনা যিনি তার ক্ষমতাকে ন্যায্যতা দেওয়ার জন্য অধ্যাদেশ ব্যবহার করেছিলেন। এই ১০ই নভেম্বর হোক এই ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের অবসানের সূচনা।

আজ
10/11/2024

আজ

28/10/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শিবির নেতা রেজাউল করিম সাঈদ জনগণের হাতে আটক
(কয়েক বছর আগেও তার ত্রাণ ভাইরাল হয়েছিলো 😁)

28/10/2024

রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া, আমাদের সাহসী বোন তোমাকে ধন্যবাদ। দখলদারের বিরুদ্ধে তোমার এই প্রতিবাদ ইতিহাস হয়ে থাকবে।

তোমাকে লাঞ্চিত করার বিচার এদেশের মাটিতে খুব শিগ্রই হবে বোন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,

⚠️ গোপনীয় গোয়েন্দা রিপোর্ট।সমন্বয়ক রাফির ফাইন্যান্স একাউন্টে বত্রিশ কোটি টাকা** বিকাশে ৯১ লাখ টাকা লেনদেন‼️বৈষম্য বির...
26/10/2024

⚠️ গোপনীয় গোয়েন্দা রিপোর্ট।

সমন্বয়ক রাফির ফাইন্যান্স একাউন্টে বত্রিশ কোটি টাকা
** বিকাশে ৯১ লাখ টাকা লেনদেন‼️

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের রাজপথে সাহসী তরুন তুর্কি হিসেবে আবির্ভূত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক 'খান তালাত মাহমুদ রাফি'। আন্দোলনে মুক্তিযোদ্ধার নাতি কোটায় চবিতে ভর্তি হওয়া রাফির ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তীতে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক করা হয়েছিলো। কিন্তু ৫ই আগস্টের পর খান তালাত মাহমুদ রাফির অনৈতিক তদবির, বিকাশে বিপুল অংকের টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে।

অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম বন্দরে ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীরা ব্যবহার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে। ২রা সেপ্টেম্বর বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ভবনে হাজির হন রাফি। রাফির সাথে অন্য কয়েকজন সমন্বয়ক চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে স্বাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। কিন্তু এর ঘণ্টাখানেক আগেই রাফির অবস্থান ছিল আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার হোটেল সেন্টমার্টিনে। হোটেল সেন্ট মার্টিনে গোপনে বৈঠক শেষে বন্দর চেয়ারম্যানের কক্ষে হাজির হন তিনি। '

সুত্রমতে, হোটেল সেন্ট মার্টিনে ঘন্টা খানেক বৈঠক করেন রাফি। সেখানে উপস্থিত ছিলেন বন্দর ভিক্তিক ব্যবসায়ীরা। সূত্রমতে , রাজস্ব দিতে না পারায় আটকে যাওয়া একশ’ ৬৪ কোটি টাকার পণ্য খালাসে তদবির করেছেন রাফি।

অনুসন্ধানে জানা যায়, রাফির নিজের বিকাশ একাউন্টে (০১৯৯৫৮৮৭***) ১লা আগস্ট থেকে ১লা অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে ৬১ লাখ ৩ শত ২০ টাকা। নিজের জাতীয় পরিচয় পত্র ( এনআইডি) দিয়ে খোলা এই বিকাশ একাউন্টে সর্বশেষ স্থিতির পরিমান এক লাখ পঁচিশ হাজার২ শত ৪৩ টাকা ৫৬ পয়সা।

সমন্বয়ক রাফি মায়ের এনআইডি ব্যবহার করে আরেকটি বিকাশ একাউন্ট খুলেন।



26/10/2024

মৃত্যু ভয়ে পালাও যদি মরতে হবে,
যদি বাঁচার মতো বাঁচতে চাও তো লড়তে হবে।
ওরা যারা তোমার আমার করছে শোষণ,
এবার চলো দেখাই ওদের প্রলয় নাচন।
ওরে সর্বহারা, বঞ্চিতরা
এইতো সময় ওঠরে তোরা
ওই যে দূরে ডাকছে কারা
তোদের বুকে বারুদ ভরা
বুঁকের বারুদে আগুন জ্বালাও
এবারের সংগ্রাম,
স্বাধীনতা বিরোধী রাজাকার বিনাশের সংগ্রাম।

মুজিব চেতনা যার বুকে তাকে কখনো দাবানো যায় না
মুজিবের হাত উঠলে আকাশে ভয়ে কেঁপে মরে হায়না

মানবো না হার এই দেহে আছে রক্ত যতক্ষণ
আমরা মুক্তিবাহিনী
হার মানতে শিখিনি
বুঁকের রক্তে লিখে দেবো মহা মুক্তির কাহিনী।🔥

24/10/2024

রহস্যময় বিড়াল

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে "দানা"সবাইকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে সতর্ক থাকুন এবং আবহাওয়ার খবর নিয়মিতভাবে অনুসরণ করুন। প...
24/10/2024

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে "দানা"
সবাইকে অনুরোধ করা হচ্ছে, দয়া করে সতর্ক থাকুন এবং আবহাওয়ার খবর নিয়মিতভাবে অনুসরণ করুন। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের প্রতি অনুরোধ, সরকারি নির্দেশনা মেনে চলুন এবং নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করুন।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই দুর্যোগ থেকে হেফাজত করুন এবং সকলকে নিরাপদে রাখুন। আমিন।

Address

Coxbazar
Chakaria
4740

Telephone

+8801879737161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category