26/08/2024
আপনি যদি দিনে ৬ ঘণ্টা ঘুমান এবং ৬০ বছরের হায়াত পান, তাহলে আপনার জীবনে আপনি ১৫ বছরই ঘুমিয়ে কাটাবেন!
দিনে যদি ১ ঘণ্টা খাবার পেছনে ব্যয় করেন, ৬০ বছরে ২.৫ বছর ব্যয় করবেন শুধুমাত্র খাবার পেছনে।
দিনে ৮ ঘণ্টা যদি পড়ালেখা এবং উপার্জনের পেছনে ব্যয় করেন, ৬০ বছরের মধ্যে ২০ বছরই চলে গেলো।
আমরা দিনে কয় ঘণ্টা নামাজ, ইবাদতের পেছনে ব্যয় করি? ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়তো দেড় ঘণ্টা লাগে। তাহলে ৬০ বছরে মাত্র ৩ বছর ৯ মাস ইবাদতের পেছনে ব্যয় করবেন।
আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া হলো আখিরাতের প্রস্তুতিক্ষেত্র, শস্যক্ষেত্র। অথচ আমরা দুনিয়াতে অন্য সবকিছুর পেছনে সময় দিলেও আখিরাতের পেছনে কম সময় দিই!
তাহলে কীভাবে আমরা দুনিয়াতে এমন এমন কাজ করতে পারি, যার ফলে আখিরাতের জন্য বেশি সময় দিতে পারি?
সেটা হল- দুনিয়ার কাজ রাসূল ﷺ –এর সুন্নাত অনুযায়ী করা।
আপনি যদি রাসূলুল্লাহর নির্দেশানুযায়ী দুনিয়ায় চলাফেরা, খাওয়া, ঘুম, কাজ যাই করেন না কেনো, সেটার জন্যও সওয়াব পাবেন।
রাসূলুল্লাহ ﷺ –এর সুন্নাতকে যদি আমরা খাওয়ার সময়, ঘুমানোর সময়, পড়ালেখার সময়, বাসে চড়ার সময়, হাঁটার সময়, বসার সময়, ওয়াশরুমে যাবার সময়, কর্মক্ষেত্রে, কথা বলার সময় অর্থাৎ সবসময় যদি মানতে পারি, তাহলে আমরা নিজেদের ২৪ ঘণ্টাকে ইবাদতে পরিণত করতে পারবো, ইন শা আল্লাহ।
©️➡️🅿️