Abir's Own World

Abir's Own World নিজের জন্য, সবার জন্য এক ভিন্ন জগৎ উন্মোচন করতে শুরু করলাম।

31/12/2022

লে তানভীর ভাই 😅

29/12/2022

2022 সালের সেরা প্রাপ্তি কি ছিলো? 😌🙆‍♂️

সেরা 🤣🤣
26/12/2022

সেরা 🤣🤣

24/12/2022

সারাদিন ফেসবুক মেসেঞ্জারে অনলাইনে দেখতে পাওয়া বন্ধুটাকে এডমিশনে চান্স পাইতে দেখে হতাশ হয়ে তোমরা জিজ্ঞাসা করবা,
– কি রে তুই কিভাবে চান্স পাইলি? 🤨🤨
সে উত্তর দিবে,
– আল্লাহর রহমতে পাইয়া গেসি, পড়াশোনা না করেই। 🤧🤧🤧
জুনিয়রদের মোটিভেশান দিবে,
– পড়াশোনা করা ছাড়াও এডমিশনে চান্স পাওয়া যায়। 🥱🥱🥱
Behind the scene:
ডাটা কানেকশানটা অন করি, একটিভ স্ট্যাটাসটা অন রাখি, ফোন সাইলেন্ট রেখে এবার পড়তে বসে যাই। সবাই দেখুক আমি অনলাইনে আছি, আর এই ফাঁকে কুপাইয়ে পড়ে ফেলি 🥱🥱🥱

24/12/2022

নটরডেম এর ছাত্র হয়েও ব্যর্থ 😥
কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত।

22/12/2022

বন্ধুর স্ত্রীঃ =- আপনার বন্ধু তো
বাড়িতে নেই। আপনি অন্যদিন আসুন।

বন্ধুঃ=- আমার যে অন্যদিন আসলে চলবে
না।

বন্ধুর স্ত্রী:=- উনিতো বাসায় নেই,
শহরের বাইরে গেছেন কয়েকদিন পর
আসবেন।

বন্ধুঃ=- কিন্তু আমার যে কাল জাতীয়
হাই জাম্প প্রতিযোগিতা, কোনো
থাকার জায়গা নেই..সাথে তেমন
টাকাও নেই যে হোটেলে থাকবো...
বলেই করুণ দৃষ্টি নিয়ে তাকালেন।

ভদ্র মহিলা=- স্বামীর বন্ধু, জাতীয়
পর্যায়ে খেলাধুলায় অংশ গ্রহণ করতে
এসেছে, থাকার জায়গা নেই ভেবে
শেষে থাকতে দিতে রাজী হলেন।
রাতে খাবার দাবার শেষ করে
ঘুমানোর সময় পড়লেন বিপদে। এক রুম, এক
খাট, কি করে দু'জনে ঘুমান?.
ভদ্র মহিলা একবার চিন্তা করলেন
নিচে শুতে দিবেন, আবার ভাবলেন
স্বামীর বন্ধুকে কি করে নিচে শুতে
দেন। নিজে নিচে শু'লে ঠান্ডা
লেগে যায়, ইত্যাদি ভেবে দু'জনেই
উপরে শোবার সিদ্ধান্ত নিলেন।
খাটের মাঝ খানে একটা কোলবালিশ
দিয়ে ভদ্র মহিলা বললেন-
বন্ধুর স্ত্রীঃ=- দেখুন আমাদের এই
একটাই খাট, এখানেই আমাদের রাত
কাটাতে হবে। সুতরাং এই বালিশটা
হলো আমাদের দেয়াল, এর এই পাশে
আসা যাবে না।
বন্ধু ঃ=- স্বলজ্জিত ভাবে মাথা নেড়ে
শুয়ে পড়লেন।
সকালে ঘুম থেকে উঠে, ভদ্র মহিলা
ব্রেক ফাস্ট বানালেন।
বন্ধু স্নান সেরে এসে ব্রেকফাস্ট
টেবিলে বসলেন। ভদ্র মহিলা
ব্রেকফাস্ট দিতে দিতে বললেন-

বন্ধুর স্ত্রী =- আপনি যেন কেন
এসেছেন? মিটিমিটি হেসে টিপ্পনী
কেটে কথাটা বললেন।

বন্ধুঃ=- জাতীয় হাই জাম্প
প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে।
ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন
জয়ী হতে পারি।

বন্ধুর স্ত্রী = মুখে ভেংচি কেটে
বললেন- যে রাতের বেলা একটা
মামুলি কোল বালিশ টপকিয়ে আসতে
পারে না, সে হাই জাম্পে জয়ী হবে?

* এই ঘটনা থেকেই বোঝা যায় পুরুষ মানুষ কতো সহজ সরল নিষ্পাপ এবং পবিত্র মানসিকতার হয়। 😉

** শুভাকাঙ্ক্ষী নিন্দুকদের বলছি এই ঘটনার সাথে আমাকে জড়িয়ে কুৎসা করে লম্ফঝম্প করো না....😜🤪🤪

21/12/2022

In a relationship with

তুমি দেখছো মানে তোমার সাথে আর তুমি না দেখলেও তোমার সাথেই😊😚

21/12/2022

রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মানেই বেডির নাম!😁✨

20/12/2022

বায়োলজি 😥

16/12/2022

সবই বুঝলাম 🙂
কিন্তু বিজয় দিবসে তুই আমার পিয়ার লাল রে, বুক চিন চিন করছে হায়.....এই গানগুলোর অবদান বুঝলাম না 🥲

collected ✨

16/12/2022

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না....
আমরা তোমাদের ভুলবো না... ❤️🫶

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। 🇧🇩

৩০ লক্ষ শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি Abir's Own World

15/12/2022

ভাই রে ভাই! এত ন্যাকা কেমনে?? 🤦‍♂️

14/12/2022

সেমিফাইনালে বেস্ট খেলাটা দেখলাম। প্রিয় টিম আর্জেন্টিনা ফাইনালে ✨
তাও আবার ক্রোয়েশিয়াকে হারিয়ে 🤗 '১৮ সালের কথা মনে আছে নিশ্চয়ই। এবার প্রতিশোধ টা নিয়ে নিলাম। ধন্যবাদ মেসি এবং আলভারেজ 🫶🖤

যত সমস্যাই থাক, ঘুমাইলেই টেনশন শেষ 🙃আহা শান্তি 😇
13/12/2022

যত সমস্যাই থাক, ঘুমাইলেই টেনশন শেষ 🙃
আহা শান্তি 😇

13/12/2022

Me;- আম্মা কিছু টাকা দাও ।💵

Ma;- বুইড়া দামরা হয়া গেছস, টাকা চাইতে লজ্জা লাগে না ? 🥺

Me;- তাইলে বিয়া করায়া দাও !🙂

Ma;- ওমা পিচ্চি পোলা কয়কি ! নাক টিপ দিলে দুধ বের হয়, আর পোলা বিয়া করতে চায় ! ঝাড়ু দেখছোস ? 😠

বুঝলেন কিছু 🤷‍♂️

আমার দিকে তাকাইলি ক্যান? নে, হলুদ কার্ড 🤷‍♂️
13/12/2022

আমার দিকে তাকাইলি ক্যান? নে, হলুদ কার্ড 🤷‍♂️

12/12/2022

তেমন কিছু না। পরীক্ষা না দিয়া ২ সাবজেক্ট (শারীরিক শিক্ষা এবং কর্ম ও জীবন মুখী) এ ফুল মার্ক পাইছি তো, তাই একটু ভাব নিতাছি আরকি ✨💪

12/12/2022

~হেল্প প্লিজ 🙏,,,,
~আমি এসএসসি তে ডায়মন্ড💎 এ+ পেয়েছি। মোট মার্ক ১৫৫৭। এশিয়া মহাদেশ এর মধ্যে কোন কলেজ গুলো ভালো হবে সাজেস্ট করেন।🏫

~অগ্রিম ধন্যবাদ। 😊

11/12/2022

আলু 🥔
অন্য লেভেলের একটা জিনিস ✨🖤
গানটা তো পুরাই ওচাম 😂

10/12/2022

When someone say: আবির, তোর না Result দিছে মিষ্টি খাওয়াবিনা?

Me: রিক্ত আমি 🥹শুন্য আমি , দেওয়ার কিছু নাই🥺🥺
আছে শুধু ভালোবাসা দিয়ে দিলাম তাই ✨💪

09/12/2022

কি কপাল আমার! মেয়েদের স্কুলে পরীক্ষা দিলাম অথচ একটা মেয়ের সাথে সিট পড়ে নাই ✨🤭

08/12/2022

যদি সরকারি কলেজ এ সিট না পাই🥲
তাহলে বাসা থেকে চেয়ার নিয়ে গিয়ে বসবো🙂

08/12/2022

কলেজ ভর্তির আবেদন করার চেয়ে বিয়ে করা সহজ maybe 🤭✨

07/12/2022

বাংলাদেশকে ভরসা করা যায় আজকের পর থেকে😊। অন্তত আত্মবিশ্বাস টা বাড়ছে🖤✨
Liton Das 🫶 100% succesful in captaincy 💪

03/10/2022
03/10/2022
20/09/2022

একটা বিষয় জানতে আসলাম। এক্সাম গুলো কেমন হচ্ছে সবার?

হাতের লিখা পরিবর্তন করার সামর্থ্য এই বয়সে এসে আমার – তোমার কারোই নাই । কিন্তু একটা বিষয় পরিবর্তন করা যায় । সেটা হচ্ছে উপ...
12/09/2022

হাতের লিখা পরিবর্তন করার সামর্থ্য এই বয়সে এসে আমার – তোমার কারোই নাই । কিন্তু একটা বিষয় পরিবর্তন করা যায় । সেটা হচ্ছে উপস্থাপনা । তোমার খাতায় তোমার লিখার যে উপস্থাপনা তা বেশি নম্বর প্রাপ্তিতে তোমাকে সহায়তা করবে ।
রসায়নের ক্ষেত্রে বিক্রিয়া ; ফিজিক্সের ক্ষেত্রে প্রদত্ত মানগুলো লিখে তারপর সূত্র দিয়ে ক্রমান্বয়ে অঙ্কগুলো সলভ করা ; সুস্পষ্টভাবে ১নংপ্রঃউঃ(ক) এভাবে করে উত্তরগুলো করা ; অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যা জানতে চাইলে আগেই সংজ্ঞা টাইপ কিছু দিয়ে নম্বর সিকিউর করে নেওয়া ; ম্যাথের ক্ষেত্রে ওভাররাইটিং এভোয়েড করে প্রয়োজনীয় সাইড নোট লিখা পাশে ; উচ্চতর গণিতে (ক) নম্বর অংশে সংজ্ঞা চাইলে সাথে উদাহরণও দেওয়া ( কারণ নম্বর বরাদ্দ ০২ থাকে ০২ ) ; জীববিজ্ঞানের ক্ষেত্রে সনাক্তকারী চিত্র অঙ্কন ইত্যাদি !
এগুলোর জন্য পরীক্ষার পূর্বে মানসিকভাবে যতটা প্রস্তুত থাকবে , পরীক্ষার হলে ততটা বেশি সাবলিল থাকবে । শুভকামনা ❤

সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম.......📌 নোট করেছে Tasmiah Haqueতোমরা সবাই চেয়েছিলে ।
06/09/2022

সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম.......
📌 নোট করেছে Tasmiah Haque

তোমরা সবাই চেয়েছিলে ।

30/08/2022

এসএসসি পরীক্ষার আর ১৫ দিন!
কিছু নোট শেয়ার করতে চাচ্ছি, যাতে তোমাদের উপকার হয়।
কমেন্টে সাবজেক্ট এবং অধ্যায়ের নাম উল্লেখ করে বইলো কোন নোট লাগবে।

রসায়ন ৭ম অধ্যায়ের প্রিমিয়াম হ্যান্ডনোট তৈরী করেছে তাজকিয়া ফেরদৌস সোনালী। কেউ একজন চেয়েছিলে...
23/08/2022

রসায়ন ৭ম অধ্যায়ের প্রিমিয়াম হ্যান্ডনোট তৈরী করেছে তাজকিয়া ফেরদৌস সোনালী।
কেউ একজন চেয়েছিলে...

Periodic Table Chart at One Glance.....credit: Sabira Mukarrama Moury
22/08/2022

Periodic Table Chart at One Glance.....
credit: Sabira Mukarrama Moury

যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারো।রসায়ন জৈব যৌগের HSC এর টপিক যেটা SSC তে ইম্পর্টেন্ট।©NETTER
18/08/2022

যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারো।
রসায়ন জৈব যৌগের HSC এর টপিক যেটা SSC তে ইম্পর্টেন্ট।

©NETTER

SSC Notes 1.0 তাজকিয়া ফেরদৌস সোনালীর জীবনীশক্তি অধ্যায়ের হ্যান্ডনোট। তোমাদের প্রয়োজন হতে পারে।
18/08/2022

SSC Notes 1.0
তাজকিয়া ফেরদৌস সোনালীর জীবনীশক্তি অধ্যায়ের হ্যান্ডনোট। তোমাদের প্রয়োজন হতে পারে।

Address

871/14, Govt. College
Brahmanbaria
3400

Telephone

+8801647843508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir's Own World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir's Own World:

Share