সরাইলের ছাত্র প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসছি.......
আশা করি ভিডিওটির মাধ্যমে জনগণ উপকৃত হবে। #reelsfypシ
নিউজ:
গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে সরাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে কারা নির্যাতিত ও ত্যাগী নেতাদের পদবঞ্চিত হওয়ার কারণে, ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে সরাইল উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে শত শত মানুষ জমায়েত হতে শুরু করেছে।
এ ঘটনায় সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জব্বার সাহেব তীব্র নিন্দা জানান এবং ত্যাগী নেতাদের পদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি জানান। তিনি বলেন, "যে নেতারা দলের জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করেছেন, তাদেরকে মূল্যায়ন করা উচিত এবং পদবঞ্চনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
এদিকে, সরাইল উপজেলা বিএনপির ত্যাগী নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যা দলের ঐক্য ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে।
হ্যাশট্যাগ:
#সরাইলবিক্ষোভ #নির্যাতিতনেতারাশোধ #ত্যাগী_নেতা
"আজ থেকেই ব্রাহ্মণবাড়িয়া সদরে শুরু হচ্ছে গিভেন্সির নতুন একটি অধ্যায়। গিভেন্সি শোরুমের উদ্বোধনী লাইভ দেখুন এবং এক্সক্লুসিভ স্টাইলের সঙ্গে পরিচিত হন!"
সরাইল বাজার মসজিদ কমিটির উদ্যোগে উচালিয়াপাড়া এলাকায় #কম্বল_বিতরণ
আজ, ১১ জানুয়ারি ২০২৪ তারিখে সরাইল বাজার মসজিদ কমিটির উদ্যোগে উচালিয়াপাড়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকাল ৩.০০ ঘটিকার সময় উচালিয়াপাড়া এলাকার সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মধ্যে শীত নিবারণের উদ্দেশ্যে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় কমিটির সদস্যরা স্থানীয়দের সহায়তায় শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে কম্বল বিতরণ করেন। এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং শীতকালীন সংকট মোকাবেলায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন কমিটি সদস্যরা।
এমন মহৎ উদ্যোগের জন্য সরাইল বাজার মসজিদ কমিটির প্রতি এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
#সরাইলবাজার #উচালিয়াপাড়া #কম্বলবিতরণ #শীতনিবারণ #মসজিদকমিটি #মানবিকউদ্যোগ #ভালোবাসারঅ্যাকশন
সরাইলের অন্নদার মোড় থেকে কাচারী এলাকা: ভারী যানবাহনের চলাচলে জনজীবনে ভোগান্তি
সরাইলের অন্নদার মোড় থেকে কাচারী পর্যন্ত রাস্তা সরাইল উপজেলার সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা। এখানে উপজেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ অফিস, ব্যাংক, এবং অন্যান্য প্রতিষ্ঠান হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই পথ দিয়ে চলাচল করেন।
তবে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই সড়কে বড় বড় ইট ও বালুভর্তি ট্রাক এবং কাভার্ড ভ্যানের চলাচল অব্যাহত থাকে। এর ফলে সৃষ্ট যানজট ও ধুলাবালির কারণে পথচারী ও যাত্রীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারা এবং পথের ঝুঁকি অনেকের জীবনে সমস্যার সৃষ্টি করছে।
স্থানীয়রা মনে করেন, ভারী যানবাহনের চলাচল নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে এই সমস্যার সহজেই সমাধান করা সম্ভব। প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নে
ব্রাহ্মণবাড়িয়া জেলার পাসপোর্ট অফিসের কর্মকর্তারা যেভাবে সাধারণ লোকদের হয়রানি করছে সেই প্রসঙ্গে লাইভে আসছি......
**সরাইলে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান: নেতৃত্বে ইউএনও মোশারফ হোসেন**
#ব্রাহ্মণবাড়িয়া_মিডিয়া_প্রাইম_নিউজ ডেস্ক।।
প্রতিবেদক- মাহমুদুল হাসান খবির.............. সরাইল উপজেলায় সরকারি জমি ও জনসাধারণের সম্পত্তি দখল করে রাখা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে অংশ নেয় সরাইল উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনসাধারণ।
ইউএনও মোশারফ হোসেন জানান, **"সরকারি জমি ও জনসাধারণের জায়গা দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে জমি দখল করে রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"**
সরাইল বিএনপির খবর
সরাইলের অফিস আদালতে বিএনপির বর্তমান কমিটির লোকজন থাকবে, সাবেক নেতা পরিচয় দিয়ে কেউ যদি অন্যায় কিছু করতে চায়, তাহলে দাঁত ভা ঙা জবাব দেয়া হবে : বললেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল মাহমুদ
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সদ্য গঠিত সরাইল উপজেলা নবীনদল কর্তৃক আয়োজিত আনন্দ মিছিল শেষে আলোচনা সভা'য় বক্তব্যে তিনি এসব কথা বলেন।