Facts By Mufassel

Facts By Mufassel Hi,This is md mufassel ahmed.Im a vlogger. Ive a youtebe channel please fallow me to get my videos everytime.

23/06/2024

সব পাগলের খেলা।।Facts By Mufassel
10 best facebook blogging videos

facebook blogging tips

how to start a facebook blog

how to grow your facebook blog

facebook blog marketing

facebook blog design

facebook blog monetization

facebook blog analytics

facebook blog best practices

facebook blog tutorial

facebook blog for beginners

facebook blog ideas

facebook blog content

facebook blog images

facebook blog layout

facebook blog title

facebook blog description

facebook blog keywords

facebook blog promotion

facebook blog traffic

facebook blog comments

ইয়া আল্লাহ, আমাদের কে বুঝার তৌফিক দান করুন।
14/03/2024

ইয়া আল্লাহ, আমাদের কে বুঝার তৌফিক দান করুন।







আলহামদুলিল্লাহ
05/03/2024

আলহামদুলিল্লাহ

23/11/2023

আসসালামু আলাইকুম।

জীবনের বাস্তবতা গুলো দেখতে পারেন❤️
02/10/2022

জীবনের বাস্তবতা গুলো দেখতে পারেন❤️

বর্তমান সমাজে অবৈধ সম্পর্কের ব্যাধি মহামারিতে পরিণত হয়েছে। পর্দাহীনতা, সহশিক্ষা এবং অশ্লীল ফিল্ম ও ছবির বদৌলতে একদিকে অ...
01/10/2022

বর্তমান সমাজে অবৈধ সম্পর্কের ব্যাধি মহামারিতে পরিণত হয়েছে। পর্দাহীনতা, সহশিক্ষা এবং অশ্লীল ফিল্ম ও ছবির বদৌলতে একদিকে অবিবাহিত উঠতি নর-নারী তথাকথিত প্রেমের নামে ভয়ঙ্কররূপে প্রকাশ্য অশ্লীলতায় মেতে উঠছে, অন্যদিকে পরকীয়া প্রেমের কারণে ঘর ভাঙছে অসংখ্য নারীর। তাই মুসলমান নর-নারীরা যতক্ষণ আল্লাহর হুকুম ও ধর্মীয় অনুশাসন মেনে না চলবে ততক্ষণ পারিবারিক শান্তি ও দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবে না।

ছবি সংগৃহীত

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
29/09/2022

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

16/09/2022

কিছুটা ফানি সময় 😀😀হা হা

#ফানি_কনটেন্ট
#ফানি_ভিডিও
#হাসির_ভিডিও
#ভাইরাল_ভিডিও

মায়ার এই দুনিয়া ছবিটায় ভালো করে খেয়াল করি, তারপর ভাবি..আল্লাহর এ বান্দাগুলোও একদা আমার-আপনার মতো এ দুনিয়াতে ছিলেন। ক্ষণস...
07/09/2022

মায়ার এই দুনিয়া
ছবিটায় ভালো করে খেয়াল করি, তারপর ভাবি..

আল্লাহর এ বান্দাগুলোও একদা আমার-আপনার মতো এ দুনিয়াতে ছিলেন। ক্ষণস্থায়ী এ ধোঁকার দুনিয়া নিয়ে তাদেরও ছিল অঢেল স্বপ্ন। এদের মধ্যে ছিলেন অনেক অহংকারী। কেউ ধরাকে সরা জ্ঞান করেছিলেন। এদের কেউ কখনো কল্পনা করেননি স্বাদের এই দুনিয়া আর মায়ার এই বাঁধন ছেড়ে এভাবে পড়ে থাকবে তাদের নিথর দেহ।

আজ তারা কোথায়? তারা লাশগুলো হয়ে পড়ে আছেন মেডিকেলের মর্গে। আহা কবে আমরা বুঝব, এই দুনিয়ার কোনো কিছুই আমাদের আপন না। দুনিয়ার ভোগ আর মায়া যে মিথ্যে মরীচিকা।

মহাগ্রন্থ আল-কুরআন কী বলছে শুনুন :

‘হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে ‘ (সুরা ইনফিতার : ৬)

‘হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য; অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে; আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে।’ (সুরা ফাতির : ৫)

‘হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর এবং সেই দিনকে ভয় কর যেদিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোন উপকারে আসবে না। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং মহাপ্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে।‘ (সুরা লোকমান : ৩৩)

অতএব হে ভাই, ফিরে আসুন রবের কাছে। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। কুরআন পড়ুন, ইসলামকে জানুন এবং হালাল-হারাম বাছাই করে জীবন যাপন করুন।

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।

প্রিয় মায়ার ভাই,বোন নতুন আইডি ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়ে সাথে থাকবে ইনশাআল্লাহ👉

21/08/2022

বিশ্ব মানের জুতার বিজনেস।
ইউটিউবঃhttps://youtu.be/D6nb0v1xS7s

সাবস্ক্রাইব করুন।

17/08/2022

বিদেশি মানের জুতা এখন ব্রাহ্মণবাড়িয়ায়।
ইউটিউব ঃhttps://youtu.be/5XfY3dgFDHw

#জুতা

17/08/2022

বিশ্ব মানের জুতা এখন বাংলাদেশে।Aplus pu footwear factory
Youtube :https://youtu.be/v2feAG4fSP4

06/08/2022

ইন্টু বানানোর চেষ্টা।
আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন,
https://youtu.be/HBJSVmshaqs
ধন্যবাদ।

মা-বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান মা-বাবার জন্য বেশী বেশী দোআ করবে। আল্লাহ তা‘আলা আমাদেরকে দোআ করার নির্দেশ দিয...
02/08/2022

মা-বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান মা-বাবার জন্য বেশী বেশী দোআ করবে। আল্লাহ তা‘আলা আমাদেরকে দোআ করার নির্দেশ দিয়েছেন এবং কী দোআ করবো তাও শিক্ষা দিয়েছেন। আসুন আমরা আমাদের মা- বাবার জন্য মহান আল্লাহর শিখিয়ে দেয়া দোআ গুলো বেশি বেশি পাঠ করি।

رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا

"রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।"
‘‘হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’’ [সূরা বানী ইসরাঈলঃ ২৪]

رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ

"রাব্বানাগ ফির লিই ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুকমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।"

‘‘হে আমাদের রব, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করে দিন।’’ [সুরা ইবরাহীম : ৪১]

এছাড়া আল্লাহ রাব্বুল আলামীন পিতা-মাতার জন্য দূ‘আ করার বিশেষ নিয়ম শিক্ষা দিতে গিয়ে বলেনঃ

رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا

"রাব্বিগ ফির লিই ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুকমিনাও ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত ওয়ালা তাযিদিছ যোয়ালিমিনা ইল্লা তাবারা।"

"হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।" [সূরা নুহ: ২৮]

মা-বাবা এমন সন্তান রেখে যাবেন যারা তাদের জন্য দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
'মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে ৩ টি আমল বন্ধ হয় না-১. সদকায়ে জারিয়া ২. এমন জ্ঞান-যার দ্বারা উপকৃত হওয়া যায় ৩. এমন নেক সন্তান- যে তার জন্য দো‘আ করে।' [সহিহ মুসলিম: ৪৩১০]

হে আল্লাহ! তুমি আমার মা-বাবাকে ক্ষমা করে দাও। তাদেরকে তোমার সন্নিকটে জান্নাতে আশ্রয় দান করো।

কিছু অবাক করা  তথ্যঃ১. আপনার পাকস্থলী ভীত👉 যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।২. আপনার কিডনি আতঙ্কিত👉 যখন আপনি ২৪ ঘন্টায়...
02/08/2022

কিছু অবাক করা তথ্যঃ

১. আপনার পাকস্থলী ভীত👉 যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

২. আপনার কিডনি আতঙ্কিত👉 যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

৩. আপনার গলব্লাডার ভীত 👉 যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত 👉 যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

৫. বৃহদান্ত্র আতঙ্কিত 👉 যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

৬. ফুসফুস তখন ভীত 👉 যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

৭. লিভার ভীত 👉 যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

৮. হৃদপিন্ড ভীত 👉 যখন আপনি বেশি লবন এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

৯. প্যানক্রিয়াস আতঙ্কিত 👉 যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত 👉 যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন। এবং

১১. আপনার মস্তিষ্ক ভীত 👉 যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন এবং তাদের আতঙ্কিত করবেন না। কারণ এই সব অঙ্গপ্রত্যঙ্গ অত্যন্ত ব্যয়বহুল এবং বাজারে কিনতে পাওয়া যায় না। অতএব, নিজের অঙ্গ প্রত্যঙ্গসমূহকে সুস্থ রাখুন।

ঘুমের সাথে সম্পৃক্ত সুন্নত সমূহ ❤️
28/07/2022

ঘুমের সাথে সম্পৃক্ত সুন্নত সমূহ ❤️

24/07/2022

আল্লাহর কুদরতি দৃশ্য দেখুন। সুবহানাল্লাহ।
হাওর থেকে আল্লাহ পাক আাকাশে পানি উঠাচ্ছেন।

21/07/2022

যে মুমিন অবস্থায় সৎকাজ করবে-হোক সে পুরুষ কিংবা নারী _আমি তাকে পবিত্র জীবন দান করব।এবং তারা যা করত, তার তুলনায় অবশ্যই আমি উত্তর প্রতিদান দেবো।''

ছবিগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল❤❤❤
17/07/2022

ছবিগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল❤❤❤

16/07/2022
এলাকায় কিছু যুবক ভাই আছে যারাএই রকম হাফপ্যান্ট পরে। আর এই হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তারা এটার ভ...
15/07/2022

এলাকায় কিছু যুবক ভাই আছে যারা
এই রকম হাফপ্যান্ট পরে। আর এই হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

তারা এটার ভিতর ভদ্রতা খুজে, আধুনিকতা খুঁজে,আসলে সত্য কথা হলো মুসলিম যুবকদের জন্য এটা অত্যন্ত গর্হিত ও লজ্জাজনক একটি পোষাক এবং এধরনের পোশাক পড়া কবিরা গুনাহ।
ইসলামী শরিয়তে একজন পুরুষের জন্য সতর হিসেবে নাভি থেকে হাটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা দায়েমী ফরজ।
হে আল্লাহ, আপনি আমার প্রিয় যুবক ভাইদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দ্বীনের সহীহ বুঝ দান করুন। আমিন।

বিচ্ছু সন্তান প্রসবের পরে সন্তান পিঠে রাখে। আর এই সন্তানরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকা সত্ত্বেও মা ...
15/07/2022

বিচ্ছু সন্তান প্রসবের পরে সন্তান পিঠে রাখে। আর এই সন্তানরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকা সত্ত্বেও মা কিছু বলেন না, অভিযোগ করেন না। নীরবে কষ্ট পান এবং এই সন্তানরা তার মাংস খেতে থাকে। মা বিচ্ছু মারা যায় এবং সন্তানরা বড় হয়, জীবন উপভোগ করে।

বর্তমান সমাজে অনেক পিতা-মাতা বিচ্ছুর মতো নীরবে কষ্ট পান, রোদ-বৃষ্টির পরোয়া না করে সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে যান। কিন্তু হায় এই সন্তানরা যখন বড় হচ্ছে, তারা অন্য কারো ভালোবাসার মূল্য দেয়ার জন্য তাদের পিতামাতার সাথে দেখা করতে চায় না। তারা কি মনে করে যে, তারা তাদের পিতামাতার হৃদয়ে কষ্ট দিয়ে সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপন করবে ? মোটেই না, আল্লাহ তাদের ক্ষমা করুক।

আমরা যারা বাবা-মায়ের মর্যাদা দেই।
আল্লাহ্ তাদের প্রতি অবিচার করেন না।

“রাব্বির “রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”
رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا
"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪রি...
14/07/2022

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীতআমি)আল্লাহর উপর নেই।

10/07/2022

ছোট সাহেবের কুরবানী
ঈদ মোবারক

Address

Kachait
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Facts By Mufassel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Facts By Mufassel:

Videos

Share



You may also like