ONText

ONText Be a man for all
(1)

04/06/2024

■ রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■ রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■ রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■ রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন। কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না। রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী! যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
- --"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।" ----- (সুরা হুদ : আয়াত ৬)

আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)
মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

যদি বলি মাত্র ১ শতক জমিতে আমাদের নিয়মে সবজি চাষ করলে সারাবছর আপনার সবজি কেনা লাগবে না, অনেকেই বিশ্বাস করবে না। তবে বিশ্ব...
20/05/2024

যদি বলি মাত্র ১ শতক জমিতে আমাদের নিয়মে সবজি চাষ করলে সারাবছর আপনার সবজি কেনা লাগবে না, অনেকেই বিশ্বাস করবে না।
তবে বিশ্বাস করেন আর না করেন একবার ট্রাই করবেন অবশ্যই।
🎯এই টা এমন একটা মডেল যেখানে আপনি সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে। এই মডেলটার জন্য মাত্র এক শতক জায়গা লাগবে।
আমাদের নিয়মে চাষ করলে আপনাকে কোনো রাসায়নিক সার, কীটনাশক দিতে হবে না।
একবার বেড তৈরী করে নিলে আজীবন শাক সবজি খেতে পারবেন।
সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি, গ্রীষ্মকালীন এবং শীত কালীন।
এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট। নরমালি সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে), তবে দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে, মোট ৭ টা বেড। মাঝখানের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া, বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি, বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া। দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা।
এবার দেখে নিন কি কি সবজি লাগাবেন।
গ্রীষ্মকালীন সবজিঃ
পূর্ব দিকের মাচায় একদিক থেকে ঝিঙ্গা, কাকরোল, পটল, বরবটি,
মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ
চতুর্থ বেডে ডাটা শাক, পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স(ভেন্ডি)
পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা।
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ।
শীতকালীন সবজিঃ
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ, আরেক দিকে খীরা।
মাঝখানের বেড গুলোর(পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর,
তৃতীয় বেডে কাচা মরিচ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি
পশ্চিম দিকের মাচায় একদিকে শীম, অন্যদিকে উস্তা করলা। পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা, ধনিয়া।
আপনার পরিবারের জন্য বিষমুক্ত নিরাপদ শাক সবজি সর্বরাহের দ্বায়িত্ব আপনার।
এই জিনিস গুলো কেউ আপনাকে বলবে না।
নিজে করুন, অন্যকে করতে উৎসাহিত করুন।

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী হয়েছে।দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।মাশরাফি প্লেয়ার থেকে এমপি...
15/04/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী হয়েছে।

দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।

মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে ,এখন নাকি হুইপ হয়েছে।

এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।

মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যাচড়া মেম্বার হত পারতো কিনা তাও সন্দেহ।

আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে,ব্যারিস্টার হয়েছে,এলাকার জন্য কাজ করেছে।

সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।

আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট।

বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও - প্রিয় অভিভাবক।

প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।

সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।

বলদামি না করে লেখাপড়া কর , ব্যবসা কর, বিদেশ যাও।

লাগলে গরু পাল, মুরগির খামার করো।

তাও নেতার পা চাটা বন্ধ কর।

নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।

© সংগৃহীত

মারাত্মক শিলাবৃষ্টি'তে জনসাধারণের দুর্ভোগ ও জনসম্পত্তির বিরাট লোকসানের সম্মুখীন সিলেট, সুনামগঞ্জ । স্থানীয়দের মতে এমনটা ...
01/04/2024

মারাত্মক শিলাবৃষ্টি'তে জনসাধারণের দুর্ভোগ ও জনসম্পত্তির বিরাট লোকসানের সম্মুখীন সিলেট, সুনামগঞ্জ । স্থানীয়দের মতে এমনটা বিগত বছরে আর কখনোই দেখা যায় নি। আল্লাহ তায়ালা এই রমজান মাসের উছিলায় সবাইকে হেফাজত করুক, আমিন।

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবা...
24/03/2024

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে। যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ করতে চায়। শিশুর মতোই একটু পরেই ভুলে যায় সবকিছুই। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড় একা।
তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোট আমাদের পৃথিবী। তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা।
ওই দিন আমার এক ফ্রেন্ড খুব হাইথট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেকক্ষন ভাবিয়েছে।
বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু কোনটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ?
আমি কিছুক্ষন টাসকি খেয়েছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কি? আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে জ্বীন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা। কিন্তু আমি কে? কোথায় আমি? আমার পরিচয় কি? হাকিম তো আমার দেহটার নাম।
তাহলে আমার হৃদয় ও মনের নাম কি?
পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে। সামনে আরো মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে। তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব। পৃথিবীর হিসেবে মাত্র কয়েক ন্যানসেকেন্ড আমাদের স্থায়িত্ব।
তবুও কেন এতো মারামারি, এতো হানাহানি, এতো লোভ, এতো লালসা? এতো বিভেদ, এতো ভেদাভেদ, এতো দূরত্ব?
নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?
মানুষের দেহের গতি খুব বেশি না। কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি। মানুষ চাইলে মুহুর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখান ধাম করে মঙ্গলগ্রহে।
মানুষ চাইলে পৃথিবীটাকে মুহুর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়ে দিতে পারে।
ভাল থাকুক মানুষ। ইগো, রাগ, হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পরুক। একে অপরের সাথে আঠার মত লেগে থাকুক জয় হউক মানবতার।

© সংগৃহীত

এই মুস্তাফিজ যেন আর হারিয়ে না যায়...ক্যারিয়ারের নতুন মোড়ক...🇧🇩
23/03/2024

এই মুস্তাফিজ যেন আর হারিয়ে না যায়...ক্যারিয়ারের নতুন মোড়ক...🇧🇩

আমরা সচরাচর হলুদ রঙের হলুদ কেই চিনি। নীল হলুদ কথা খুব কম লোকেই জানি বা শুনেছি। হ্যাঁ নীল হলুদ, এর আরো কয়েকটা নামে ডাকা হ...
22/03/2024

আমরা সচরাচর হলুদ রঙের হলুদ কেই চিনি। নীল হলুদ কথা খুব কম লোকেই জানি বা শুনেছি। হ্যাঁ নীল হলুদ, এর আরো কয়েকটা নামে ডাকা হয় যেমন কালো হলুদ বা কালো জেডোয়ারি (Blue turmeric or Curcuma caesia) নীলাভ-কালো রাইজোম সহ একটি বহুবর্ষজীবী ভেষজ। যা উত্তরপূর্ব ভারতের তথা অসম, মেঘালয়া, নাগাল্যাড এবং মণিপুর এর স্থানীয়।

আবার মধ্যপ্রদেশের কিছু অংশে এই নীল হলুদ বা রাইজোমকে শুভ বলে মনে করা হয়। সেখানে এই উদ্ভিদটি প্রাচুর্য নিদর্শক এবং বাড়িতে খাদ্যশস্য ঘাটতি পূরণ মঙ্গল নিদর্শন হিসেবে দেখা হয়।

এর চাষাবাদ এবং ফসল কাটার পদ্ধতি গুলি সাধারণ হলুদ চাষের মতোই। এই হলুদের রাইজোম গুলিকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে এবং পরে একটি প্রশস্ত মুখের কড়াইতে রাইজোম গুলি রেখে জল ঢেলে কড়াইটি একটি ঢাকনা দিয়ে ঢেকে তা জাল দেয়া হয়। রাইজোম গুলি প্রায় ৩০ মিনিটের জন্য সেদ্ধ করা হয় বা যতক্ষণ না তা থেকে তীব্র গন্ধের ফেনা বের হচ্ছে ততক্ষণ। ফোটানো জল মূলের এক-তৃতীয়াংশে কমে গেলে রাইজোম গুলি বের করে নেয়া হয়। সেদ্ধ হওয়ার পর তা নরম হয় এবং তখন রাইজোম গুলি ভিতরের অংশ নীল গাঢ় বা ফ্যাকাশে বাদামি রঙের হয়ে যায়। শেষে রাইজোম গুলি ১০ থেকে ১৫ দিনের জন্য কড়া রোদে শুকিয়ে শক্ত করা হয়। এই শুকনো রাইজোম গুলি হচ্ছে নীল হলুদ।

নীল হলুদ ঔষধি গুণ সমৃদ্ধ এবং এটি ঐতিহ্যবাহী উত্তর পূর্ব ভারতে সাধারণ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও, উত্তর পূর্ব ভারতে এই নীল হলুদ রান্নায় মশলা হিসেবে ব্যবহারিত হয়। মণিপুর এবং শেখানকার অন্যান্য রাজ্যের উপজাতিদের জন্য উদ্ভিদটির বিশেষ তাৎপর্য রয়েছে, যেখানে রাইজোম থেকে তার পেস্ট ক্ষতের পাশাপাশি সাপ এবং বিচ্ছুর কামড়ে প্রতিষেধক হিসেবেও ব্যবহার করা হয়। এর ভেতরে তেলের কারণে রাইজোমের একটি বৈশিষ্ট্যযুক্ত সুন্দর মিষ্টি গন্ধ পাওয়া যায়।
👇

গরুর মাংস (হাড়, চর্বি, কলিজা, মাথার মাংসসহ) ৫৭০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন আহমেদ। যার উদ্...
22/03/2024

গরুর মাংস (হাড়, চর্বি, কলিজা, মাথার মাংসসহ) ৫৭০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন আহমেদ। যার উদ্বোধন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

রবিবার (১৭ মার্চ) দুপুরে তিনি উদ্বোধন করেন। বিসমিল্লাহ গরু-খাসির মাংস সাপ্লাই নামের দোকানটি অবস্থিত পুরান ঢাকার

স্থান: কসাইটুলি নয়াবাজারের আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ এলাকায়।

✅ভালো তরমুজ চেনার উপায়:🍉-১। তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা। বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেক দিন আগে কাটা।২। চার ...
22/03/2024

✅ভালো তরমুজ চেনার উপায়:🍉-
১। তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা। বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেক দিন আগে কাটা।

২। চার আঙুল দিয়ে আঘাত করলে মোটা শব্দ হলে তরমুজ পাকা চিকন শব্দ হলে তরমুজ কাচা। কারণ তরমুজ পাকলে সুগার বেড়ে মাঝে ভ্যাকিউল তৈরি হয় তাতে শব্দ বাড়ে।

৩। ভ্যারিগেটেড তরমুজ যেটা কৃষক বাংলালিংক বলে সেটার ডোরা কাটা গুলোর মাঝে ফাঁক বেশি হলে তরমুজ ভালো হবে।

৪। তরমুজ মাটির সাথে লেগে থাকা অংশ হলুদ হলে তরমুজ পাকা। ওই অংশ সবুজ হলে ওটা কাচা।

৫। হলুদাভ ফিল্ড স্পট আছে এমন তরমুজ কিনবেন।

৬। ডেনসিটি বেশি মানে সাইজের তুলনায় ওজন বেশি এমন তরমুজ কিনবেন।

৭। তরমুজের গায়ে বাদামী বর্ণের জালিকা থাকলে কিনবেন।

৮। সিমেট্রিকাল সাইজ শেপ দেখে কিনবেন।

৯। ক্ষত, ডিপ্রেসড থাকলে কিনবেন না।

Courtesy by Rangdhanu

আগামীতে বাংলাদেশ ক্রিকেটে যারা রাজত্ব করবেন 🇧🇩         🥰
21/03/2024

আগামীতে বাংলাদেশ ক্রিকেটে যারা রাজত্ব করবেন 🇧🇩
🥰

20/03/2024

অপমানিত স্থানে দ্বিতীয় বার ফিরবেন না 😫
যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন 😅
তবুও যোগাযোগ করবেন না

রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে এসে সুর কৃষ্ণ চাকমা এখন একজন বাংলাদেশের পেশাদার বক্সার। এখন পর্যন্ত দেশের হয়ে আটটি পেশাদার টা...
18/03/2024

রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে এসে সুর কৃষ্ণ চাকমা এখন একজন বাংলাদেশের পেশাদার বক্সার। এখন পর্যন্ত দেশের হয়ে আটটি পেশাদার টাইটেল জিতেছে। কিন্তু কোনও সরকারি চাকরি বা সেভাবে কোনও স্থায়ী আয়ের উৎস না থাকায় হাপিত্যেশ ফুটে উঠেছে তার কণ্ঠে। অথচ দেশে-বিদেশে পেশাদার বক্সিংয়ে অংশ নিয়ে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরে চলেছেন ৩০ বছর বয়সী এই তরুণ।
বক্সিংয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে বেশ আগেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তারপরও স্থায়ী কোনও আয়ের উৎস কিংবা চাকরি না থাকায় ভবিষ্যত নিয়ে অন্ধকারে রয়েছেন!
মনের গহীনে জমিয়ে রাখা এক বুক কষ্ট থেকে নিজের অনুভূতিটি এইভাবেই শেয়ার করেছেন, ‘ভারতের বক্সার যখন শুনলো আমি দেশের হয়ে খেলে এখন পর্যন্ত আটটি পেশাদার টাইটেল জিতেছি কিন্তু কোনও সরকারি চাকরি বা সেভাবে কোনও স্থায়ী আয়ের উৎস নেই, তখন সে অবাকই হয়েছে। তাদের ওখানে বক্সিংয়ে একটু ভালো করতে পারলেই নানান সুবিধাদি দেওয়া হয়ে থাকে। সরকার থেকেই যার যার রাজ্যে মানসম্মত চাকরি, যেমন ডিএসপি পদে চাকরি হয়ে থাকে। আর আমাদের এখানে তো সেই সুবিধাই নেই। নিজের সংসার চালাতেই কষ্ট হয়ে যায়!"
সবকিছুর পরও এক বুক আশা নিয়ে সামনের দিকে এগুচ্ছে সুর কৃষ্ণ। আমরাও আশাবাদী একসময় না একসময় সরকারের কাছ থেকে সাড়া পাবেন এবং দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

লেখা: সুর কৃষ্ণ চাকমার ফেসবুক পেজ থেকে নেওয়া

17/03/2024

ঢাকা ও আশপাশের এলাকার আজকের ইফতারে সময় সন্ধ্যা ০৬:১২ মিনিট, চলুন ঘুরেফিরে দেখি আজকের ইফতার বাজার......🚶‍♂️

13/03/2024

আজ দ্বিতীয় রমজান
ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় —
ইফতার ৬ টা ১০ মিনিটে📣

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ONText posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share