Letter=চিঠি彡

Letter=চিঠি彡 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Letter=চিঠি彡, Video Creator, Dhaka, Brahmanbaria.
(1)

Don't wait for anyone Don't make anyone wait for you Do not associate the beauty of your day with anyone Do not raise yo...
06/02/2024

Don't wait for anyone
Don't make anyone wait for you
Do not associate the beauty of your day with anyone
Do not raise your expectations for anyone, no matter how perfect they seem to you
Because disappointments emerge from here
Be free from making promises
Be the master of your mood
Don't let anyone take away your passion for something
Go where you want, do what you love, and accompany those you love
Even if it's coffee mugs or a book.

27/01/2024

আমি তারাই তারাই রুটিয়ে দিবো
তুমি আমার

লোকেশন ব্রাক্ষণবাড়িয়া

Let's get in the habit of praying the 2 Sunnahs before fajr ❤️
17/01/2024

Let's get in the habit of praying the 2 Sunnahs before fajr ❤️

16/01/2024

মানুষ কয় অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পইড়া যায়,অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধু হইয়্যা যায়, অথচ আমি আপনারে ভালোবাইসা আপনার লাইগ্যা আমার আস্ত একখান জীবন খরচ কইরা দিবার পরও আপনি মানুষখান আমার হইলেন না।

দুনিয়ার কোন ভিক্ষুক অমন কইরা কারোও দরজায় ভিক্ষা চায় নাই, আমি যেমন কইরা আপনার দরজায় একচিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি। দুনিয়ার কোন মানুষ জীবন হারাইবার ভয়ে অমন হাউমাউ কইরা কাইন্দা উঠে নাই, আমি যেমন কইরা আপনারে হারানো ভয়ে কাইন্দা উঠছি। দুনিয়ার কোন ক্ষুধার্ত মানুষ খাওনের লাইগ্যা অত নতজানু হয় নাই। আমি যতখানি আপনার পাওনের লাইগয়া নতজানু হইছি। কোন নিঃসন্তান মা'ও সন্তান পাওনের লাইগাও অমন কইরা মাজার মসজিদে কপাল ঠেকায় নাই, আমি যেমন কইরা আপনারে পাওনের লাইগ্যা কপাল ঠেকাইছি। কোনো বেকার ছাওয়াল অমন কইরা চাকরি খুঁজে নাই আমি যেমন কইরা আপনারে পাওয়ার তরিকা খুঁজছি। দুনিয়ার বেবাক মানুষ বুঝল, আপনারে আমার লাগবোই লাগবো—শুধু আপনি মানুষখান বুঝলেন না।

আপনারে গাঙ্গের জলে পাইলো, পথের ধূলে পাইলো, গাছের ফুলে পাইলো, আসমানের বৃষ্টি পাইলো, সমুদ্ররের জলে পাইলো, কবিতার ছন্দে পাইলো, গানে সুরে পাইলো, কতো অজানা অচেনা মানুষ পাইলো–শুধু আমি মানুষখান আকুতি মিনতি কইরা চাইবার পরও আপনারে পাইলাম না। আমার চাওয়ায় বুঝি এতো পাপ?

মসজিদে লেহা জান্নাত মিলে, মন্দিরে লেহা মুঙ্গল মিলে, স্কুলে লেহা শিক্ষা মিলে, রেষ্টুরেন্ট লেহা খাবার মিলে, ফার্মিসিতে লেহা ঔষুধ মিলে। অথচ শালা আমি তামাম দুনিয়া তন্নতন্ন কইরা খুুঁইজাও একখান লেহা পাইলাম না যেইখানে গেলে আপনারে মিলে। আপনি কি আমারে কইবার পারেন-কোনখানে গেলে আপনারে পামু, কোনখানে গেলে আপনারে মিলে?..

07/01/2024

How many honest people have not been understood by the minds, and how many hypocrites have won hearts!

- আপনি কাঁদছেন নাকি বাকের ভাই?- না,চোখে কি যেন পড়েছে।- আপনি একজন চমৎকার মানুষ, আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আ...
18/12/2023

- আপনি কাঁদছেন নাকি বাকের ভাই?
- না,চোখে কি যেন পড়েছে।
- আপনি একজন চমৎকার মানুষ, আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল,

___হুমায়ুন আহমেদ

17/12/2023
“Good women are for good men and good men for good women.”-Al Qur’aan | 24:26
16/12/2023

“Good women are for good men and good men for good women.”

-Al Qur’aan | 24:26

14/12/2023

সামান্য সিগারেটই তো খাইতে নিষেধ করছো।যাও,ছাইড়া দিমু।কতকিছু ছাইড়া দিলাম তোমারে পাওনের লাইগ্যা।

সামান্য সিগারেট ছাড়বার পারমু না?
যেই ঠোঁট তুমি ছোঁও না,হেই ঠোঁট তো আগুনে পু*ড়বোই!
যাও,ছাইড়া দিমু।

তোমার লাইগ্যা কতকিছুই ছাড়লাম।
অহন তুমি চাইলে আমি দুনিয়াও ছাড়বার পারি!

তোমারে ভালা লাগনের পর আমার দুনিয়ার বেবাক কিছুই খালি বিশ্রী লাগে।অহন তোমারে ছাড়া আর অন্যকিছু ভালা লাগে না দেইখ্যা নিজেরেও কেমন বিশ্রী আর অসহ্য লাগে!

03/12/2023

লে Backbencher’s:

01/12/2023

Everything is temporary! কিন্তু আম্মুর সাথে সব কথা share করা is permanent.❤️

30/11/2023

মানুষকে ভালোবাসবেন,কিন্তু অতিরিক্ত না।অতিরিক্ত ভালোবাসাটা শুধু আল্লাহ ডিজার্ভ করেন। জীবনের প্রতিটা ভালোবাসাই একদিন না একদিন আপনাকে আঘাত করবেই, শুধু আল্লাহর ভালোবাসা ব্যতীত!🌸🖤

26/11/2023

আপনারে আমি দূর থেইক্যা ভালাবাসি! রোজ কল্পনায়
আপনার পাগল করা স্পর্শ' আদর কইরা আমার গায়ে মাখি।

23/11/2023

শ্যামলা মেয়েরাই শান্তিতে আছে! এদের পিছনে সারাদিন ছেলেদের লাইন লাগে না! ঘুরবে ফিরবে! তার একজন ঠিকঠাক প্রেমিকও থাকবে! সময় মতো বিয়ে করে ফেলবে, কোনো প্যারা নাই! শান্তির জীবন!'🖤

23/11/2023

প্রেম করার জিনিস না! প্রেম হলো অনিচ্ছাকৃত ভাবে পড়ার জিনিস,যেমন ধরুন আপনি কাঁদা রাস্তায় পা টিপে টিপে হেঁটে যাচ্ছেন হঠাৎ পা পিছলে ধপাস করে পড়ে গেলেন।

লেখক- জিসান আহম্মেদ

22/11/2023

Every time working😳🌝

18/11/2023

আপনাকে যারা অপছন্দ করে,মনে মনে তাদের একটা লিস্ট করে ফেলুন।এরপর আরেকটু ভেবে দেখুন তো,যারা আপনাকে অপছন্দ করে ঠিক তাদের মন পাওয়ার জন্য নিজেকে কতটাই না কষ্ট আর যন্ত্রণা দিয়ে গেছেন বা যাচ্ছেন প্রতিনিয়ত।তাতে কি তাদের মন কিংবা ভালোবাসা পেয়েছেন?নিশ্চয়ই না।

পৃথিবীতে মানুষ যতটা অন্য কারো ভালোবাসা অর্জনে সময় ব্যয় করে,ঠিক ততটা যদি তাকে ভালোবাসে এমন মানুষদের পিছনে ব্যয় করতো,তবে জীবনটা সত্যিই অন্য রকম হতো।

এবার আপনাকে ভালোবাসে,মনে মনে এমন মানুষদের তালিকা তৈরি করে ফেলুন।

আপনাকে হাজার মানুষ ঘৃণা করতেই পারে,পৃথিবীর অনেক মানুষ আপনাকে অপছন্দ করতেই পারে।তবে এই হাজার মানুষের ভীড়ে খুব কম মানুষই আছে,যারা আপনাকে মন থেকেই ভালোবাসে।তাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না,কোনো উদ্দেশ্য থাকে না।হোক তা একটা মানুষ,কিন্তু তবুও কেউ না কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেই।আর হয়তো আপনি নিজেও জানেন না সে কথা।

এই হাজার জনের পিছনে সময় নষ্ট না করে,বরং সেই একটা মানুষ যে আপনাকে মন থেকেই ভালোবাসে,তার পিছনে সময় ব্যয় করুন। তার সাথে থাকার চেষ্টা করুন,তার সাথে কথা বলুন।দেখবেন,মনের দিক থেকে অনেকটাই শান্তি বোধ করছেন।

জানেন তো?
দিনশেষে ঠিক একটা মানুষের সত্যিকার ভালোবাসা পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার।হাজার জনের ঘৃণা কিংবা অবহেলা আপনাকে ভেঙ্গে দিতেই পারে।তবে ঐ যে একজনের ভালোবাসাই আপনাকে সব কষ্ট ভুলিয়ে দিবে–ভুলিয়ে রাখবে।

লেখায়:- মো: ফাহাদ মিয়া🌼

12/11/2023

বাংলাদেশ একটি আধা-উপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক দেশ। এই জনপদে সাম্রাজ্যবাদী সম্প্রসারণবাদী দেশগুলির আগ্রাসন শোষণ যেমন আছে তেমনই আছে সামন্তবাদী শোষণ ও দেশীয় আমলা মুৎসুদ্দি পুঁজিপতিদের নির্মম নির্যাতন ও লুটপাট। ঐতিহাসিকভাবেই দেখা যায়, এই অন্যায়-অত্যাচার, নির্যাতন ও শোষণমূলক রাষ্ট্র ও সমাজব্যবস্থার বিপরীতে জনগনের মুক্তির সংগ্রামে ছাত্রছাত্রীরা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট থেকেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কলাকৌশলে সংহত এবং তুলনামূলকভাবে সমাজের অন্যান্য অংশের চেয়ে শিল্পসাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, দর্শন ও রাজনীতি বিষয়ে হালনাগাদ তথ্যসমৃদ্ধ হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সবসময় আমাদের দেশে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে তারা বারবার ভুল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। মতাদর্শিকভাবে ভুল অবস্থান ও রাজনীতিতে আংশিক ভূমিকা রাখার চিন্তাগত বৈশিষ্ট্যের কারণে এই ধরনের বিচ্যুতি দেখা দিয়েছে। শ্রমিক-কৃষক ও নিপীড়িত জনগণের সাথে ঐক্যবদ্ধ হবার চেতনা জাগ্রত করতে পারলে ছাত্র-তরুণ-যুবকরা তাদের সহজাত বিপ্লবী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশসহ বিশ্বের দেশে দেশে ছাত্রজনতার প্রকৃত মুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করার গর্বিত ইতিহাস রয়েছে। সেই দায়িত্ব তখনই তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারে যখন তারা আয়ত্ত্ব করতে পারে সমাজ বিকাশের নির্দিষ্ট কলাকৌশল। এছাড়া যখন তারা সমাজ বিকাশের সূত্রানুযায়ী চেতনাগতভাবে উপলব্ধি করতে পারবে শ্রমিকশ্রেণীর নেতৃত্বে নিপীড়িত জাতি ও জনগণের মুক্তির মধ্যেই তাদের নিজেদের মুক্তির প্রশ্নটিও নিহিত এবং বিদ্যমান কোন সমস্যার সমাধানই একটি অপরটি থেকে পৃথক নয়। মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক জীব, বৃহত্তর রাজনৈতিক বলয়ের বাইরে তার আলাদা কোন জীবন থাকতে পারে না। তাই রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের সংগঠিত করতে হবে। একইসাথে সামাজিক রাজনৈতিক সমস্যার সঠিক সমাধান নির্ণয় করা এবং সেই পথে শ্রমিক-কৃষকদের সংগঠিত করা, ঐক্যবদ্ধ করার মাধ্যমে কাঙ্খিত জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার শ্রেণী লড়াইয়ে নিজেদের যুক্ত করতে হবে, যা সমাজকে সমাজতন্ত্র-সাম্যবাদ অভিমুখী করবে। বৃটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটানোর মধ্য দিয়ে শ্রমিক-কৃষক-ছাত্রজনতা কাঙ্খিত স্বাধীন সমাজব্যবস্থা কায়েম করতে পারেনি। তারা জমি, কাজ ও শিক্ষার নিশ্চয়তাবিধানকারী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারেনি। বরং নতুন কৌশলে গড়ে ওঠা রাষ্ট্র থেকে গেছে জনগণের নির্যাতনকারী সংস্থা হিসেবে। পাকিস্তান নামক তৎকালীন রাষ্ট্রের বিরুদ্ধেও ছাত্রসমাজ বিদ্রোহ করেছে। পরে কয়েকবছর আন্দোলনের মধ্য দিয়ে ‘৫২ সালে ছাত্রজনতা ভাষার অধিকার কায়েম করে। ’৬২ শিক্ষা আন্দোলন, ’৬৯ ও ’৯০ এর গণআন্দোলনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জনগণের মুক্তি অর্জন করা সম্ভব হয়নি। একদিকে উগ্র বাঙালী জাতীয়তাবাদ অপর দিকে সুবিধাবাদের বিপরীতে দাঁড়িয়ে শ্রমিক কৃষকরা যেমন মুক্তির জন্য লড়াই করেছেন-তেমনই ছাত্রছাত্রীরা কাধে কাধ মিলিয়ে সেসব শ্রেণীযুদ্ধে রেখেছে উজ্জ্বল ভূমিকা। জনগণের শ্রেণীমুক্তির ও জাতীয় মুক্তির লড়াইকে কুক্ষিগত করেছে সাম্রাজ্যবাদী শক্তি, ভারতীয় সম্প্রসারণবাদ ও তাদের এদেশীয় দালাল শাসকগোষ্ঠী। যার ফলে বাঙলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব কেবল পতাকা ও ভূখন্ডের মধ্যে সীমিত। বিদ্যমান কথিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তাই শোষণ লুণ্ঠনের কোন তারতম্য হয়নি বরং বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ফলে ছাত্রছাত্রীদের আজও বহমান শ্রমিক-কৃষকের মুক্তির শ্রেণীসংগ্রামে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং সেই লড়াইয়ে বিজয়ের মাধ্যমেই প্রকৃত শিক্ষার অধিকার বাস্তবায়ন করা সম্ভব। বর্তমান বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার বিপরীতে জনগণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে শ্রমিকশ্রেণীর নেতৃত্বে কৃষকসহ মেহনতী জনতার শ্রেণীসংগ্রামের সম্পর্ক অবিচ্ছিন্ন। বাঙলাদেশের শিক্ষাব্যবস্থা আজ পর্যন্ত বৃটিশ উপনিবেশিক শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা বহন করে চলেছে। সেই সময় উপনিবেশিক শাসন-শোষণকে টিকিয়ে রাখার জন্য কিছু শিক্ষিত দালাল অনুচর প্রয়োজন হতো, যারা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে তৈরি ও পরীক্ষিত হতো। সেই একই ব্যবস্থা আজও চলছে কোন যুক্তি-তর্ক ছাড়াই অথচ স্বাধীন দেশের দাবীদারেরা মুখে কুলুপ এটে বসে আছে। সেই রাষ্ট্রীয় দালাল তৈরির শিক্ষাব্যবস্থা আজও আমরা বহন করে চলেছি ও জনগণের ওপর শোষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছেই। অর্থাৎ এখনও এই শিক্ষাব্যবস্থা রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখা, সচল রাখার জন্য অপরিহার্য। খুব সচেতনভাবেই দেশে সাম্রাজ্যবাদের দালাল, সামন্তবাদী-সাম্প্রদায়িক পরগাছা, কুসংস্কারাচ্ছন্ন অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন, সৃজনক্ষমতাহীন, উৎপাদনবিমুখ, কর্ম ও শ্রমবিমুখ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হচ্ছে। যারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন, ক্ষুদ্রস্বার্থ দ্বারা চালিত, শ্রমজীবী জনগণের প্রতি শ্রদ্ধাহীন। এমনকি তারা নিজেদের ব্যক্তিত্বেরও কোন বিকাশ সাধন করতে পারছেনা । আছে হতাশার করাল গ্রাস, আছে আত্মহত্যা—অকালমৃত্যু। আধা-সামন্ততান্ত্রিক আধা-উপনিবেশিক রাষ্ট্রের শিক্ষাব্যবস্থা সাধারণভাবে সমাজ রাষ্ট্রের চরিত্র অনুযায়ী সাম্রাজ্যবাদী দেশ ও তাদের পরিচালিত সংস্থাগুলোর ওপর নির্ভরশীল হয়। আমাদের দেশে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সকল পাঠ্যক্রম প্রণয়ন, নীতিনির্ধারণে সাম্রাজ্যবাদীদের নানা প্রকল্প চালু রয়েছে। শিক্ষাক্রম বারবার পরিবর্তন করা হচ্ছে তাদেরই প্রয়োজন ও নির্দেশানুসারে। একইসাথে শিক্ষাব্যবস্থায় প্রশাসনিক রাষ্ট্রীয় আমলাতন্ত্র ও পশ্চাৎপদ ধর্মীয় সাম্প্রদায়িক সামন্তীয় উপাদান তীব্র অবস্থায় বিরাজ করছে। শিক্ষা ও শিক্ষিতশ্রেণী থেকে নিপীড়িত শ্রমিককৃষকদেরকে আলাদা করে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন করা হচ্ছে, নিরবিচ্ছিন্ন শোষণের যাতাকল চালানো হচ্ছে মেহনতী মানুষের উপর। দেশের ক্ষুদ্র জাতিসত্ত্বা ও সংখ্যালঘু ধর্মবিশ্বাসী মানুষদের ভাষা-সংস্কৃতি চর্চার সকল অধিকার ছিনিয়ে নিয়ে তাদেরকে উগ্র বাঙালী শিক্ষা সংস্কৃতির ঘেরাটোপে বন্দী করেছে। শাসকশ্রেণী সুপরিকল্পিতভাবে চাকরীর মূলা ঝুলিয়ে শ্রেণীবিভক্ত ও বৈষম্যমূলক শিক্ষা ও সংস্কৃতি চালু রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোন প্রতিষ্ঠানেই এ দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। একদিকে রাষ্ট্রীয় প্রশাসনিক স্বৈরতান্ত্রিক মাস্তানী অন্যদিকে রয়েছে শিক্ষাঙ্গনে রাষ্ট্রের শাসক-শোষক শ্রেণীর সৃষ্ট পেটোয়া সংগঠনগুলোর সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাস-নির্যাতন। যার ফলে গণতান্ত্রিক শিক্ষাকাঠামো গড়ে উঠছে না। উচ্চশিক্ষা শেষে বিরাট কর্মহীন বেকার তৈরির কারখানা একইসাথে বিপুলসংখ্যক দরিদ্র শিশুদের শিক্ষা কার্যক্রমের আওতার বাইরে রাখা এই পঁচাগলা শিক্ষা ব্যবস্থার ফলাফল। যা মানুষকে শিক্ষার মূল উদ্দেশ্য থেকেই বিচ্যুত করছে প্রতিনিয়ত। তাই জনগণতান্ত্রিক শিক্ষানীতি প্রবর্তনের মাধ্যমে সাম্রাজ্যবাদী, আমলা মুৎসুদ্দি পুঁজিতান্ত্রিক ও সামন্তবাদী আদর্শের শিক্ষাব্যবস্থা উচ্ছেদের লড়াই শ্রমিক-কৃষক, নিপীড়িত জাতি ও জনগণের মুক্তির লড়াইয়ের সাথে যুক্ত। জনগণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা না করতে পারলে জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

06/11/2023

সম্পর্ক আর অনুভূতি নষ্ট মূলত তখনই হয়,যখন একপক্ষের অবহেলা আর ব্যস্ততার অজুহাত বেড়ে যায়!

সম্পর্কের শুরুতে পরস্পরের পরস্পরের প্রতি আর সম্পর্কের প্রতি যতটা সিরিয়াস থাকে,শেষ অবধি ঠিক তেমন থাকলে অনুভূতি কিংবা সম্পর্ক কখনোই নষ্ট হয় না।

একটা মানুষ যতই আপনার জন্য পাগল থাকুক না কেন,আপনার সামান্য অবহেলা তার মন নষ্ট করে দিতে পারে।দিনের পর দিন যখন আপনি সেই মানুষটাকে এড়িয়ে যাবেন,একদিন ঠিকই সে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হবে।

আর সম্পর্ক নষ্ট কখনোই দু-একদিনে হয় না,সম্পর্ক নষ্ট হয় ধীরে ধীরে।অনুভূতিতে আ*ঘা*ত লাগলেই মানুষ নিজেকে সরিয়ে নিতে চায়।আগ্রহ হারিয়ে কিংবা মিথ্যা ভালোবাসার অভিনয় করে শুধুমাত্র দায়ে পড়ে সম্পর্ক রাখতে গিয়ে দেখবেন,সেই মানুষটাও একদিন ঠিকই মুখ ফিরিয়ে নিয়েছে!

সম্পর্ক আর অনুভূতির যত্ন না নিলে সম্পর্কে আজ অথবা কাল ফাটল ধরবেই।সম্পর্ক থেকে কিভাবে দু'জন বি*চ্ছি*ন্ন হয়ে যাবেন,তা অপর পাশের মানুষটা টের পেলেও আপনি বিন্দুমাত্র টের পাবেন না।

চোখের দিকে তাকিয়ে আমি কেমন উতলা হয়ে যাই।তোমার চোখের অবয়ব ভয়ংকর মায়ায় আমি নিজেকে হারিয়ে ফেলি!তুমি এ চোখে তাকালেই আমি নিজে...
04/11/2023

চোখের দিকে তাকিয়ে আমি কেমন উতলা হয়ে যাই।তোমার চোখের অবয়ব ভয়ংকর মায়ায় আমি নিজেকে হারিয়ে ফেলি!
তুমি এ চোখে তাকালেই আমি নিজেকে যে সামলাতে পারি না।বুকটা কেমন ধড়ফড় ধড়ফড় করে!পা কাঁপতে থাকে,শরীর বেয়ে ঘাম ঝরে!
কাজল চোখের ঈশারায় আমাকে তোমার করে নেয়া।আমি ভুলে যাই আমি কে,কোথায় থাকি,কি করি,কোথায় যাবো,কোথা থেকে আসছি!
প্রেম আর কামনায় ডুবে ডুবে জল খাই!
কপালে ছোট্ট কালো টিপ পরে,চোখে গাঢ় কাজল লাগিয়ে যদি এভাবে সামনে এসে আড় চোখে তাকাবেই,তবে কেন কাছে টেনে নাও না আমায়?এভাবে পাগল করে দিয়ে দূরে থাকাটা বড্ড যন্ত্রণার!জানো তো
রাতে ঘুমাতে যাওয়ার সময় কল্পনায় এসে কাজল চোখে তাকিয়ে গভীর দৃষ্টি সংযোগে যখনই আমি বন্য হয়ে উঠি,তখনই তুমি চলে যাও!তোমাকে ছুঁতে গিয়ে ছুঁতে পারি না-অদৃশ্য হয়ে যাও....
এভাবে দিনের পর দিন তুমি আমার কল্পনা আর অস্তিত্ব গ্রাস করে নিচ্ছো

17/10/2023

চুলগুলা আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইতেসে।আমি যতোই তাকে ভালোবেসে আগলায় রাখার চেষ্টা করসি,সে ততোই আমার কাছ থেকে দূরে সরে যাইতেসে।আয়নায় নিজেরে দেখার সময় চুলগুলারে একটু আদর করতে গেলেই চুল নিজ ইচ্ছেয় আমার হাতে চলে আসে।আমি ত তারে কম ভালোবাসতাম না।মাঝে মাঝেই তারে নারকেল তেল খাওয়াইতাম,১৪০ টাকা কেজি পেয়াজ এর রস অফার করতাম,মাঝে মাঝে কম দামি হোমিওপ্যাথিক তেলও গিফট করতাম।কিন্তু কিছুতেই সে আমার মাথায় আর থাকতে চায় না।সে চায় বিদেশী দামী তেল,দামী শ্যাম্পু এবং আরামের ইউরোপ পরিবেশে বেড়ে উঠা জীবন।কিন্তু আমার সেই সামর্থ্য নাই।আমাকে হাঁটতে হবে রোদ,বৃষ্টি এবং ঝড়ে।তারে অনেক ভালোবাসলেও মাঝে মাঝে ইগ্নোরও অনেক করসি।যখন বৃষ্টিতে কাদা মাটিতে ফুটবল খেলে চুল রে ময়লা পানি খাওয়াইতাম তখন আমি তার দিকে একটুও নজর দেই নাই।যখন ছোটবেলায় আমার মা রেগে গিয়ে আমার চুলের মুঠি ধরে আমারে বাইড়াইতো তখন আমি চুলগুলারে আমার মায়ের হাত থেকে রক্ষা করতে পারি নাই।ফলে আজ সে অনেক অভিযোগ,অভিমান আর কষ্ট নিয়েই একটা একটা করে আমার জীবন থেকে ছেড়ে যাচ্ছে।খুব অনুরোধ করসিলাম,অন্তত আমার বিয়েটা পর্যন্ত অপেক্ষা কর।কিন্তু কিছুতেই সে আমার কথা শুনবে না।আমিও তারে আর আটকানোর চেষ্টা করলাম না।
"যে থাকতে চায় না তাকে জোর করে রাখার মানে হয় না।"

12/10/2023

একটা🐀 মদের গ্লাসে পরে ছিলো.. 🙂
পাশদিয়ে একটা🐈‍⬛ যাচ্ছিলো...🥱

ইদুর : বিড়াল টা কে বলল ভাইয়া আমাকে এখান থেকে বাঁচাও...

বিড়াল :আমি যদি তুক বাঁচাই তাহলে আমাকে কি দিবি?

ইদুর : আচ্ছা আমাকে বাঁচিয়ে নেওয়ার পর খেয়ে নিয়ো 😶

বিড়াল : খুব খুশি হয়ে লাথি মে/রে গ্লাসটা ভে/ঙ্গে ফেলল🙂

ইদুর : গ্লাস থেকে বের হতেই দৌড় শুরু করেছে

বিড়াল : শালা বেইমান 😡 মিথ্যাবাদি তুই না বলছিলে গ্লাস থেকে বের করে খেয়ে নিয়ো..

ইদুর : দোস্ত রাগ করিস না আমি তো তখন নেশার মধ্যে ছিলাম বলে আরো জোরে দৌড়..

11/10/2023

তোমাকে নিয়ে আমার ভালো লাগার শেষ নেই।
সে যেন এক সীমাহীন ভালোলাগা। চেয়ে থাকলে
চেয়ে থাকতে ইচ্ছে হয়। কথা শুনলে শুধু শুনতেই
ইচ্ছে হয়।
এতো ভালো লাগা কিন্তু আগে কারো প্রতি
জন্মায়নি। তুমি এটা নিজের ব্যক্তিত্ব দিয়ে যেন
আমায় জয় করেছো। তোমার সাথে থাকলে কেমন
একটা আলাদা অনুভূতি জন্ম নেয়। ঠিক যেন
পরিপূর্ণ একটা অনুভূতি অনুভব হয়।
আমি কিন্তু নিয়ন্ত্রণ প্রত্যেকটা বিষয়ে, তাও তোমার
বেলায় কেমন জানি দুর্বল কলাপাতা মতো হয়ে
পড়ি, টান দিলেই যেন নুয়ে পড়ি। ভীষণ দুর্বল হয়ে
পড়ি।যেন মনে হয় তুমি লাটাই আমি ঘুরি। আমার
নিয়ন্ত্রণ তোমার হাতে।
জানিনা এসব থেকে নিজেকে কিভাবে মুক্তি
দেবো। আর মুক্তি পেতেও মন চায় না, মনে হয়
আজীবন বন্দী থাকি। এই প্রেমে পড়ার আগ মুহূর্তে।
আরো আরো তোমার সাথে থাকতে মন হয়, মনে
হয় একটা জীবন ভীষণ কম তোমার সাথে থাকার জন্য। সৃষ্টির কাছে আরো জীবন ভিক্ষা চায়
তোমাকে ভালোবাসার জন্য।

তোমার শাড়ির আঁচলে আমার এ মনটা বেঁধে রাখো,জানো তো?শাড়িতে তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে আমি দিশেহারা হয়ে পথভ্রষ্ট পথিক হয়ে ঘুরে ...
10/10/2023

তোমার শাড়ির আঁচলে আমার এ মনটা বেঁধে রাখো,জানো তো?
শাড়িতে তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে আমি দিশেহারা হয়ে পথভ্রষ্ট পথিক হয়ে ঘুরে বেড়াই নির্জনে!
এ আমায় কেমন পাগল করে দিলে তুমি?
শতসহস্র মাইল দূরে থেকেও তোমার শরীর আর এলো চুলের সুবাস আমার নাকে পৌঁছায়।আমি নিজেকে কি করে বেঁধে রাখি?
তোমার কাজল চোখের ছলছল করা জলে,তোমার হৃদ সাগরে অথৈ জলে,আমি রোজ হাবুডুবু খাই....

"one person is enough to understand you."🤍
09/10/2023

"one person is enough to understand you."🤍

09/10/2023

যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছো তবে মনে রেখো, গাছেরাও প্রতিবছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়! ❤

09/10/2023

বৃষ্টি যখন ছুঁয়ে দিলো তোমার এলো কেশ,
দেখেই আমি মত্ত হলাম,কাটছে না যে রেশ!

ভেজা শরীর,ভেজা চুলে হাত বাড়ালে হাতে,
নিলাম তোমার পিছু আমি,হাঁটছি তোমার সাথে।

বৃষ্টি ভেজা এলো চুলে তোমার হাসি মুখ,
উদাস হয়ে পাই যেন গো,গভীর সেই সুখ।

বৃষ্টি ভালোবেসে তুমি,ছাতা নিয়ে হাঁটো,
আমায় ভালোবেসে তবে,আমার হবে না'কো?

বৃষ্টির জল গড়িয়ে পড়ে তোমার সারা দেহে,
দেখেই আমি ছুটছি যেন অজানা কোনো মোহে!

বৃষ্টি আজ ভীষণ নামুক,তোমার হৃদয় জুড়ে,
শান্ত আমি অশান্ত আজ,রূপের আগুনে পুড়ে!

পরের জন্মে সুযোগ পেলে বৃষ্টির জল হবো,
নির্দ্বিধায় তোমার শরীর,অনায়াসে ছুঁবো

08/10/2023

When Allah makes you wait, be prepared to receive the best.

- তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ,  তোমাকে ছাড়া আমি একদম এলোমেলো হয়ে যাবো।আমাকে ছেড়ে কখনো যেওনা।বিধাতা কাছে চাইবো তোমায়দু হাত ...
02/10/2023

- তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ,
তোমাকে ছাড়া আমি একদম এলোমেলো হয়ে যাবো।
আমাকে ছেড়ে কখনো যেওনা।
বিধাতা কাছে চাইবো তোমায়
দু হাত ভরে
রেখে যাও স্মৃতি টুকু আমার পাশে
সারাজীবন রাখিব তোমারে
💙💙

- Without you I am incomplete,
without you I will be a complete mess.
never leave me
I want you from Allah
Two hands full
Leave the memory next to me
I will keep you all my life

চোর মোবাইল চুরি করে দৌড়াচ্ছে আর আব্বু তার পিছু পিছু ছুটছে!🏃‍♂️🤣চোর: আর দৌড়াতে পারছিনা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি, আপনার...
27/09/2023

চোর মোবাইল চুরি করে দৌড়াচ্ছে আর আব্বু তার পিছু পিছু ছুটছে!🏃‍♂️🤣

চোর: আর দৌড়াতে পারছিনা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি, আপনার মোবাইল নিয়ে যান!📱😳😳

আব্বু: ও কথা মুখেও আনবি না,🙊 এই মোবাইলের কারণে আমার মেয়ের পড়ালেখা গোল্লায় গেছে!🥹🥹

চোর: তাহলে আপনি আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেন?😒😒

আব্বু: হেডফোন আর চার্জারটা না নিলে মোবাইল চার্জ দিবি কীভাবে? তা-ই দিতে দৌড়াচ্ছি! 😳🫡🫡🥹

Address

Dhaka
Brahmanbaria

Telephone

+97366982156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Letter=চিঠি彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category