12/03/2024
নামাজের মধ্যে কতটা সুখ এবং শান্তি। নামাজ মানুষকে কথটা পরিবর্তন করতে পারে সেটা কখন বুঝতে পারবেন? যখন আপনি কোনো একটা টেনশন এ থাকবেন বা ডিপ্রেশন এ থাকবেন, আপনার কোনো কিছুই ভালো লাগেনা, ঠিক তখন আপনি নামাজ এ যান। আল্লাহ পাকের কাছে আপনার মাথাটা নিচু করে সিজদাহ করুন। আল্লাহ তায়ালার কাছে ২ টা হাত তুলে যা মন চাই তাই চান,আল্লাহ তায়ালার কাছে হাত টা তুলে বলুন হে আল্লাহ আমার সব দুঃখ-কষ্ট আপনি দুর করে দেন'' দেখবেন আল্লাহ তায়ালা আপনার সব দুঃখ-কষ্ট দুর করে দিছেন।আপনি তখন চিন্তা করবেন নামাজের মধ্যে এত সুখ এত শান্তি '' তখন দেখবেন আপনি জে সারাদিন কষ্টে ছিলেন,, ডিপ্রেশন এ ছিলেন,,টেনশন এ ছিলেন কিছুই আপনার মনে নাই।আপনার সারাদিন এমন ভাবে কাটবে,, আপনার কাছে মনে হবে আপনি অনেক ভালো আছেন।আপনার চাইতে সুখি মানুষ এই দুনিয়াতে অন্য আর একজন ও নাই।আপনার যে এত টেনশন ছিল,,আপনার মাথা কাজ করছিলনা তা কিছুই মনে থাকবেনা আপনার।আপনার মনের মধ্যে এমন একটা ভাবনা জন্মাবে,আপনি নিজে নিজেই বলতে থাকবেন নামাজের মধ্যে এত সুখ এত শান্তি,,,নামাজ পড়তে হবে নামাজ না পড়লে হবে না।আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি একটা গালি দেওয়ার সময় চিন্তা করবেন আমি ত নামাজ পড়ি,,একটা খারাপ কাজ অথবা অশ্লীল কাজ করতে ঝাবেন তখন আপনি চিন্তা করবেন আমি ত নামাজ পড়ি,, এটা খারাপ কাজ, আমি এটা করবনা। আপনি যখন খারা হইয়া পছরাব করতে জাবেন তখন আপনি চিন্তা করবেন, না খারা হইয়া পছরাব করা যাবেনা,, আমাকে নামাজ পড়তে হবে।মূল কথা হলো আপনি সকল ধরনের হারাম কাজ চুরি, ঢাকাতি, লুচ্চামি ইত্যাদি, ইত্যাদি(পাপাচার) কাজ গুলো থেকে বিরত থাকবেন।নিজে হালালের পথে আসুন অন্যকে আসতে বলুন।
আসুন আমরা নিজে নামাজ পড়ি এবং অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করি।সুন্দর ও সাভাবিক পরিবেশ গঠন করি।ন্যায় বিচার ও সু-সাভাবিক সমাজ গঠন করুন।।।
লেখা:নিজের