Saniur Rahman

Saniur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saniur Rahman, Digital creator, West Medda Pirbari , Brahmanbaria Sadar, Brahmanbaria.

🇧🇩 ৫'ই আগষ্ট ২০২৪ ঐতিহ্যাসিক বিজয় 🇧🇩
স্বৈরাচার এর হাত থেকে দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করল। ছাত্রদের হাত ধরে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

11/08/2024
বাংলাদেশ সরকারের ৪৩টি মন্ত্রণালয়ের মধ্যে ২৭টি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম...
09/08/2024

বাংলাদেশ সরকারের ৪৩টি মন্ত্রণালয়ের মধ্যে ২৭টি মন্ত্রণালয় একাই সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিস্তারিত লিংকে....

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্ট...
09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
উনার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। উনাকে পেয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসী অনেক গর্বিত হলাম।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামন্ডলী।
09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামন্ডলী।

08/08/2024

ড. ইউনুস.. সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে ''সাবাস বাংলাদেশ।
Dr. Yunus, the whole world is surprised today and says "Sabas Bangladesh".

শত ভুলের মাঝেও একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী ছিলেন। শেষটা এমন হবে ভাবিনি!আমি কোন রাজনীতি দলের অনুসারী না! কিন্তু আমার জ্ঞান...
08/08/2024

শত ভুলের মাঝেও একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী ছিলেন। শেষটা এমন হবে ভাবিনি!
আমি কোন রাজনীতি দলের অনুসারী না! কিন্তু আমার জ্ঞান হবার পর থেকে কোন এক বিশেষ কারণে কেন যেন উনার কিছু কাজ ভালো লাগলো! তিনি অনেক কিছুই করেছেন দেশের জন্য! বিশেষ করে নারীদের জন্য তো অনেক করেছেন! তাদের বিনা বেতনে পড়ালেখা, উপবৃত্তি, বিশেষ সেক্টরে কোটা, সংসদে সংরক্ষিত ৫০ টি আসন, কিন্তু নারীরাই তার শাড়ি , অলংকার চুরি করে সেলফি দিচ্ছে! তার সময় থেকে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বই ফ্রি দেওয়া শুরু। তারপর স্কুল গুলোর সৌন্দর্য বৃদ্ধি ও করেছেন তিনি!
তিনি মুক্তিযোদ্ধা,বিধবাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন যা অন্য সরকার করেনি!
বড় বড় মেগা প্রজেক্ট গুলোতেও সফল হয়েছে!

তার শেষের সিদ্ধান্তগুলো মারাত্মক ভুল ছিল! জানিনা কেন,কার বুদ্ধিতে তিনি তার সিদ্ধান্তে অটল থেকে ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিলেন! অথচ তিনি এত বিচক্ষণতার পরিচয় সব জায়গায় দিলেন, এখানে এসে যে নির্বুদ্ধিতার পরিচয় দিলেন তা সত্যিই হতাশার ছিল! প্রশাসনের সাথে লীগের তাণ্ডবে অবাক হয়েছি! এত লাশ, এত রক্ত আমি আগে দেখিনি! তাই এর জন্য আমিও তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি!
ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিলে কি দারুন জনপ্রিয় হতে পারতেন! কিন্তু ইগোর কাছে হেরে গেল সব!
তাছাড়া তার পারিপার্শ্বিক মন্ত্রী-আমলারা সব দুর্নীতিবাজ আর দুশ্চরিত্রের ছিল! তিনি তাদের বুঝতে পারলেন না!
তিনি দেশ ছেড়েছেনও সবার শেষে! সকল মন্ত্রীরা একে একে পালিয়ে যাই, ভেবেছিলেন সেনাবাহিনী সাহায্য করবে, পাশে থাকবে, উনারাও সেভাবে পাশে থাকেনি! তাই একপ্রকার শূন্য অবস্থায় পদত্যাগ আর দেশ ছাড়লেন!
রাজনৈতিক ময়দানে তিনি খারাপ হতে পারেন, কিন্তু তার ভাল কাজগুলোকে সাধুবাদ দিতেই হবে! তিনি সংখ্যালঘুদের আস্থার জায়গা ছিলেন!
এখন যিনি বা যারা আসবেন দেখা যাবে কতটা আদর্শের হয়!
রাজনৈতিক ময়দানে কেউ শতভাগ ভালো না- এটাই সত্য!
তবে তিনি আরেক দিক থেকে উদাহরণ! একজন নারী হয়ে কিভাবে শূন্য থেকে উঠে দাঁড়ালেন, বাবা ও পরিবারের সদস্য হত্যার প্রতিশোধ নিলেন!
এটা এক বিরল ইতিহাস! যা অনুপ্রেরণা দায়ক! এই দিক বিবেচনা করলে উনার হারাবার কিছু নেই আর!
তবে শেষটা দুর্দান্ত আশা করেছিলাম!ছাত্রদের হত্যার মিছিলে তাদের রক্তে ভেজা মাটিতে পা রেখে এভাবে বিদায় আশা করিনি।

নতুনভাবে দেশকে গড়ে তুলতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আশা কর...
08/08/2024

নতুনভাবে দেশকে গড়ে তুলতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আশা করি মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহথির রহমান এর মত দেশকে এগিয়ে নিতে চেষ্টা করবে।

আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একটা কথা বলি। ক্ষমতাই বসার আগে বার বার একশ বার হাজার বার চিন্তা করে বসবেন। যে এ...
08/08/2024

আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একটা কথা বলি। ক্ষমতাই বসার আগে বার বার একশ বার হাজার বার চিন্তা করে বসবেন। যে এই দেশের ছাত্র জনতা রক্তদিতে ও মরতে শিখে গেছে।তাই অন্যায় অত্যাচার দুর্নীতি করলে কেহ পারপাবে না।আল্লাহ আমাদের বাংলাদেশ টা কে সুস্থ ও ভালো রাখোক এই কামনা করি।আর আমার প্রিয় শান্তিপূর্ণ ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রতিহিংসামূলক কাজ থেকে বিরত থাকি।
I say something as a common citizen of Bangladesh. Think a hundred times a thousand times before sitting in power. That the student population of this country has learned to give blood and die. Therefore, if unjust oppression corrupts a !!!

Address

West Medda Pirbari , Brahmanbaria Sadar
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Saniur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saniur Rahman:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Brahmanbaria

Show All