bogranews.com

bogranews.com Newspaper
(1)

09/08/2024

ড. মোহাম্মদ ইউনুসের শ্বশুর বাড়ি ভারতের বর্ধমানে উৎসবের আমেজ।

19/07/2024

শুট অ্যাট সাইট হবে: ওবায়দুল কাদের

অর্থাৎ, দেখা মাত্রই গুলির নির্দেশের কথা জানিয়েছেন মি. কাদের।

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন “এটা অবশ্যই কারফিউ। এটা নিয়ম অনুযায়ীই হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে”।
অর্থাৎ, দেখা মাত্রই গুলির নির্দেশের কথা জানিয়েছেন মি. কাদের।
ঢাকায় গণভবনে ১৪ দলের বৈঠকের পর কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, “আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সম্পূর্ণরুপে পুড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে”।
তিনি জানান, বৈঠকে ১৪ দলের নেতারা দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ ও জনগনের জান-মাল রক্ষায় সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের কথা বলেন।
এছাড়াও এই বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল বর্তমান সংকট উত্তরণে দেশবাসির সহযোগিতা চেয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

কে এই হামিদা? প্রশ্নের উত্তরে জানা যায় উম্মে হামিদা বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনুর ...
04/02/2024

কে এই হামিদা? প্রশ্নের উত্তরে জানা যায় উম্মে হামিদা বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনুর সৎ মেয়ে। তার মায়ের নাম শিল্পী বেগম।

শুক্রবার সারাদেশের ন্যায় বগুড়াতেও চলছিলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। এতে অংশ নেওয়া বেশ কিছু পরিক্ষার্থীর সন্দেহজনক আচরণে দেহতল্লাশীর পর ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

শুক্রবার পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে যখন আটকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ঠিক তখনই জালিয়াতি করতে গিয়ে আটক হওয়ার পরও প্রভাবশালী বাবার হস্তক্ষেপে ছাড়া পেয়েছেন উম্মে হামিদা নামের এক পরীক্ষার্থী।

জানা যায় কেন্দ্র থেকে হামিদাকে আটক করা হলেও পরে সসম্মানে তাঁকে বাড়ি পৌছে দেয় পুলিশ। কাল শনিবার এ ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ ও জেলা প্রশাসন।

জালিয়াতি করে মোবাইল ডিভাইস ব্যবহার করার অপরাধে বগুড়ায় ১৯ জনকে আটক করেন কেন্দ্র পরীক্ষক ও পরিদর্শকরা। হাতেনাতে আটকের পরও হামিদাকে ছেড়ে দেওয়ার ঘটনা জেলাজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় নিয়োগ পরীক্ষা শুরুর পর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে উম্মে হামিদাসহ চারজন আটক হন। হামিদা ১১০৭ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। কেন্দ্রের বাইরে হামিদার মা শিল্পী বেগমও ছিলেন। হামিদাকে আটক করলে মা শিল্পী বেগম ডিবি কার্যালয়ে যান। পরে রাত ১০টার পর হামিদাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আবারও কেন্দ্রে নিয়ে যায় ডিবি পুলিশ। সেখান থেকে তাঁকে বাড়ি পৌছে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বলেন, ‘ঐ পরীক্ষার্থী ডিবি হেফাজতে ছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসন সবকিছু দেখছে।’

ঘটনার সত্যতা যাচাই এ মামলার বাদী সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার বলেন, রাতে থানায় তিনজনকে পেয়েছি। এর বেশি কিছু আমরা জানি না। এখানে আমরা নিয়মতান্ত্রিকভাবে মামলার বাদী হয়ে থাকি।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার বলেন, এটা নিয়মিত মামলার বিষয় হওয়ায় কক্ষ পরিদর্শকরা ব্যবস্থা নিয়েছেন। আটকদের নাম জানা নেই।

হামিদার মা শিল্পী বেগম বলেন, ওরা না বুঝে হয়তো মেয়েকে ধরে নিয়ে যায়। পরে স্যরি-টরি বলে মাফ চেয়ে ছেড়ে দিয়েছে।

এ ব্যাপারে মজিবর রহমান মজনু এমপি বলেন, ঘটনা ঘটে থাকলেও জানা নেই।

07/01/2024
17/12/2023

ভোরের খবর >>>
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
, , , , , , #বাংলাদেশনিউজ, #দেশীসংবাদ, #ঢাকাখবর, #বাংলানিউজ, #বাংলাদেশেরখবর, #জাতীয়সংবাদ, #বাংলাদেশিরপ্রতিবেদন, #দৈনিকসংবাদ, #স্থানীয়সংবাদ, , #ব্রেকিংনিউজ, #জনপ্রিয়খবর, #বিশ্বনিউজ, #আন্তর্জাতিকসংবাদ, #অর্থনীতিখবর, #বিজ্ঞানখবর, #পরিবেশনিউজ, #বিনোদনখবর, #খেলারখবর, #প্রযুক্তিখবর, #স্বাস্থ্যখবর, #তথ্যপ্রযুক্তিখবর, #বাণিজ্যখবর, #জনস্বাস্থ্যনিরাপত্তা, #শিক্ষাখবর, #বিশেষরং, #তথ্যপ্রযুক্তিখবর, #বাণিজ্যখবর, #জনস্বাস্থ্যনিরাপত্তা, #শিক্ষাখবর, #পরিবেশপ্রিয়খবর, #কৃষিখবর, #মানবাধিকারনিরাপত্তা, #অর্থনীতিখবর, #আইনখবর, #সরকারীনীতিখবর, #গবেষণাখবর, #সাহিত্যখবর, #বিজ্ঞানওগবেষণাখবর, #সাহিত্যখবর, #ধর্মখবর, #বাংলাদেশিকালেরপত্রিকা, #নিউজআপডেট, #খবরেরসময়, #অভিজ্ঞতারসময়, #জীবনেরসময়, #অনুষ্ঠানেরসময়, #আধুনিকবিশ্বেরসময়, #লাইভনিউজ, #বাংলাদেশেরবার্তা, #বাংলাদেশিনিউজ, #বাংলাদেশিরপ্রতিবেদন, #বাংলাদেশসংবাদ, #বাংলাদেশেরখবর, #বাংলাদেশেরনতুনখবর, #বাংলাদেশীয়সংবাদ, #বাংলাদেশেরসরকারীনীতি, #বাংলাদেশেরআন্তর্জাতিকসংবাদ, #বাংলাদেশিনাগরিকসংবাদ, #বাংলাদেশিজনস্বাস্থ্য

17/12/2023

রাশিয়ার আশঙ্কা
বাংলাদেশে 'আরব বসন্ত' ঘটাতে পারে যুক্তরাষ্ট্র...
, , , , , , #বাংলাদেশনিউজ, #দেশীসংবাদ, #ঢাকাখবর, #বাংলানিউজ, #বাংলাদেশেরখবর, #জাতীয়সংবাদ, #বাংলাদেশিরপ্রতিবেদন, #দৈনিকসংবাদ, #স্থানীয়সংবাদ, , #ব্রেকিংনিউজ, #জনপ্রিয়খবর, #বিশ্বনিউজ, #আন্তর্জাতিকসংবাদ, #অর্থনীতিখবর, #বিজ্ঞানখবর, #পরিবেশনিউজ, #বিনোদনখবর, #খেলারখবর, #প্রযুক্তিখবর, #স্বাস্থ্যখবর, #তথ্যপ্রযুক্তিখবর, #বাণিজ্যখবর, #জনস্বাস্থ্যনিরাপত্তা, #শিক্ষাখবর, #বিশেষরং, #তথ্যপ্রযুক্তিখবর, #বাণিজ্যখবর, #জনস্বাস্থ্যনিরাপত্তা, #শিক্ষাখবর, #পরিবেশপ্রিয়খবর, #কৃষিখবর, #মানবাধিকারনিরাপত্তা, #অর্থনীতিখবর, #আইনখবর, #সরকারীনীতিখবর, #গবেষণাখবর, #সাহিত্যখবর, #বিজ্ঞানওগবেষণাখবর, #সাহিত্যখবর, #ধর্মখবর, #বাংলাদেশিকালেরপত্রিকা, #নিউজআপডেট, #খবরেরসময়, #অভিজ্ঞতারসময়, #জীবনেরসময়, #অনুষ্ঠানেরসময়, #আধুনিকবিশ্বেরসময়, #লাইভনিউজ, #বাংলাদেশেরবার্তা, #বাংলাদেশিনিউজ, #বাংলাদেশিরপ্রতিবেদন, #বাংলাদেশসংবাদ, #বাংলাদেশেরখবর, #বাংলাদেশেরনতুনখবর, #বাংলাদেশীয়সংবাদ, #বাংলাদেশেরসরকারীনীতি, #বাংলাদেশেরআন্তর্জাতিকসংবাদ, #বাংলাদেশিনাগরিকসংবাদ, #বাংলাদেশিজনস্বাস্থ্য

বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়ার শেরপুর উপজেলা থেকে। স্থানীয়দের মতে সনাতন ঘোষ সম্প্রদায় দই তৈরি করে বগুড়াকে দেশ...
20/11/2023

বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়ার শেরপুর উপজেলা থেকে। স্থানীয়দের মতে সনাতন ঘোষ সম্প্রদায় দই তৈরি করে বগুড়াকে দেশের সর্বত্র পরিচিত করে তুলেছিল। পরবর্তীতে ঘোষদের হাত ধরে ধীরে ধীরে এটি চলে গেছে মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অধীনেে।

জানা যায় বগুড়ার শেরপুরে প্রথম দই তৈরি হয় প্রায় আড়াইশ বছর আগে। তৎকালীন বগুড়ার শেরপুরের ঘোষ পরিবারের ঘেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন। টক দই তৈরি থেকে বংশ পরম্পরায় তা চিনিপাতা বা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয়। আর কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যের কারণে দইয়ের বহুমুখী ব্যবহার শুরু হয়। টক দই দিয়ে মেজবানের রান্না ও ঘোল তৈরি হয়। অতিথি আপ্যায়নে চলে মিষ্টি দই।

বগুড়ার দইয়ের ইতিহাস প্রায় আড়াইশ বছরের পুরোনো হলেও স্বর্ণযুগ ছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে। সেসময় এর প্রস্তুত প্রণালী ছিল অতি গোপনীয়। জানা যায় ঘোষেরা যখন দই তৈরি করত তখন এর গোপনীয়তা বজায় রাখতো। ফলে বাইরের কেউ দই তৈরি করতে পারত না। পরবর্তীতে সেটিকে আর তারা ধরে রাখতে পারেনি। এখন শেরপুরেই অনেক ব্যবসায়ী দই তৈরি করে। এদের মধ্যে ঘোষ পরিবারের লোকদের সংখ্যা অনেক কম।

দই তৈরিতে প্রয়োজন হয় হয় গরুর দুধ, চিনি, সামান্য পরিমাণ পুরোনো দই ও মাটির একটি হাঁড়ি বা সরা। কড়াই বা পাতিলে দুধ জ্বাল দেয়ার মাধ্যমে দই তৈরি করা হয়ে থাকে।

20/11/2023

বগুড়ায় চোর সন্দেহে শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা

 #বগুড়ায় চোর সন্দেহে  #শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা
20/11/2023

#বগুড়ায় চোর সন্দেহে #শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা

বগুড়ায় চোর সন্দেহে শিশুকে পিটিয়ে হত্যা

দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের নিকট থেকে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘এনওএসএস’ নামের একটি সংস্থা।
10/05/2023

দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের নিকট থেকে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘এনওএসএস’ নামের একটি সংস্থা।

দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের নিকট থেকে পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘এনওএসএস’ নামের একটি সংস্থা। মঙ্গ....

06/01/2023

#ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ ভেঙে পড়ে গেলেন #ওবায়দুল কাদের

প্রায় ৫০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা খুঁড়ে ও কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন...
04/01/2023

প্রায় ৫০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা খুঁড়ে ও কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে

নন্দীগ্রাম, চলাচলের রাস্তা খুঁড়ে প্রতিবন্ধকতা

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ায় বগুড়ার ধুনট উপজেলার অজোপাড়া গাঁয়ের মেয়ে মিষ্টি রানী সাহার বাড়িতে চলছে আনন্দের বন...
02/01/2023

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ায় বগুড়ার ধুনট উপজেলার অজোপাড়া গাঁয়ের মেয়ে মিষ্টি রানী সাহার বাড়িতে চলছে আনন্দের বন্যা।

বিশ্বকাপে সুযোগ পেলেন বগুড়া, ধুনটের মেয়ে মিষ্টি

‘আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ...
02/01/2023

‘আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কিনেছি। আগামী ৫ তারিখের আগে মনোনয়নপত্র জমা দিয়ে দিবো।’

বগুড়ায় বিএনপির ছেড়ে দেওয়া ২টি আসনে নির্বাচন করবেন, হিরো আলম

মা ভবানীর মন্দিরের প্রধান ফটক ও প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন
25/11/2022

মা ভবানীর মন্দিরের প্রধান ফটক ও প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

আসুন জেনে নেই।
12/09/2022

আসুন জেনে নেই।

নানা কারণে ইন্টারনেটের গতি কমে যায়। ইন্টারনেট ডাউন বা স্লো হয়ে গেলে কী ধরনের সমস্যা বা বিরক্তি হয় তা আমরা সবাই জ...

02/06/2022

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসায় হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালিয়েছে একজন বন্দুকধারী। ওই বন্দুক হ.....

02/06/2022

প্রায় দুই যুগের ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কৃষ্ণ কুমার কুন্নাথ ওরফে কেকে। তাঁর অনেক গান মানু....

02/06/2022

বাল্যবিয়ে বন্ধে চাই, যুবদের সক্রিয় অংশগ্রহণ

02/06/2022

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংল.....

02/06/2022

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি প.....

02/01/2022

দি পারফেক্ট স্কুলে নতুন বই বিতরণ

02/01/2022

প্রতিভা পাবলিক স্কুলে নতুন বই বিতরণ

Address

Bogra
Bogura

Telephone

+8801322907154

Website

https://www.ajkerbogura.com/

Alerts

Be the first to know and let us send you an email when bogranews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bogranews.com:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Bogura

Show All