15/01/2025
সোনাতলায় ফুটবল খেলায় মধুপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন ।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তত্বাবধানে বুধবার (১৫ জানুয়ারি) তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে কর্মশালা,ফাইনাল ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বিকেলে স্থানীয় মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মধুপুর ইউনিয়ন দল ও বালুয়া ইউনিয়ন দল। নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দলের খেলোয়াড়রা গোল করার জন্য মরিয়া হয়ে উঠলেও কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। অবশেষে টাইব্রেকারে খেলা গড়িয়ে যায়। টাইব্রেকারে মধুপুর ইউনিয়ন দল বালুয়া ইউনিয়ন দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম ও বালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক-সহ অনেকে। পরে উপজেলা নির্বাহী কমকর্তা ও অন্যান্য অতিথি বিজয়ী দলকে পুরস্কারের ট্রফি তুলে দেন।