Bogra Zila-বগুড়া জেলা

Bogra Zila-বগুড়া জেলা আসসালমু আলাইকুম
স্বাধীনতা 2.0
স্বাগতম বাংলাদেশ। বগুড়া
(15)

পোষা বিড়াল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। একটা বিড়ালকে আপনি ঘরে এনে পুষলেন, আদর করলেন, ভালোবাসলেন। সক...
24/11/2024

পোষা বিড়াল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে।

একটা বিড়ালকে আপনি ঘরে এনে পুষলেন, আদর করলেন, ভালোবাসলেন। সকাল দুপুর খাওয়াইলেন। রাতে নরম সোফায় থাকতে দিলেন। শীতের রাতে কম্বল তুলে দিলেন। এরপর একটা সময় আপনার বিড়াল পালার আর ইচ্ছা হলো না।

বিড়ালটাকে আপনি বাইরে ফেলে দিয়ে আসলেন।

বিড়ালটা কি বাঁচবে? না। বিড়ালটা বাঁচবে না। বরং কিছুদিনের মধ্যেই বিড়ালটা মারা যাবে।

আপনি ভাবতেসেন, কেন? রাস্তার বিড়াল কি বেঁচে থাকে না? ঝড়, বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না? ডাস্টবিনের পচা খাবার খেয়ে বাঁচে না?

জ্বী, বাঁচে। রাস্তার বিড়াল এসব করেও বেঁচে থাকে, কারণ ওরা এসবে অভ্যস্ত। বাট আপনার ফেলে দেওয়া বিড়ালটা এসবে অভ্যস্ত না, তাই সে বাঁচবে না। আপনি তাকে তার জগত থেকে তুলে এনে আপনার জগতে বসাইছিলেন, তারে তার লাইফ থেকে বিচ্ছিন্ন করে নিজের উপর ডিপেনডেন্ট করে নিয়েছিলেন।

ফলে সে বাইরের জগত ভুলে গিয়েছিলো। ডাস্টবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিলো। নরম সোফায় ঘুমাইতে ঘুমাইতে সে শক্ত ইটে বা ঝোপের মধ্যে ঘুমানোর অভ্যাসটাও তার আর মনে ছিলো না।

এরপর যখন সে তার জীবনের সবকিছু ছেড়েছুড়ে আপনার সাথে, আপনার বানানো পরিবেশে বাস করতে লাগলো, আপনি তাকে ছেড়ে দিলেন।

এই ছেড়ে দেওয়াটা আপনার কাছে সাধারণ একটা ইচ্ছা। আপনার কাছে খুব সিম্পল একটা জিনিস হলেও ঐ বিড়ালটার কাছে একটা বাঁচা মরার প্রশ্ন হয়ে গেল। বাকি পৃথিবীর কাছে যাই হোক না কেন, ঐ বিড়ালটার জন্য আপনি একজন মার্ডারার ছাড়া আর কিছু নন।

ভালোবাসাও ঠিক অমন একটা ব্যাপার। বিড়াল পোষার মতোই।

একটা মানুষকে আপনি ভালোবাসলে ঐ ভালোবাসা তার জীবনে শুধু নতুন একটা ফিলিংসই যোগ করে না, বরং ঐ মানুষটার সমস্ত জীবন ওলট পালট হয়ে যায়।

মানুষটার স্বপ্ন, ফিউচার প্ল্যান বা কম্ফোর্ট, সবকিছুই ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। একটা সময় যাইয়া ঐ মানুষ সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে তার পৃথিবী বানাইয়া ফেলে।

বাট যখন আপনি সেই রিলেশন থেকে নিজেরে উইথড্র করেন, জাস্ট আপনার ভালো লাগতেসে না বা আপনার মুড নাই বলে, তখন আপনার জন্য ঐটা একটা সম্পর্কের সমাপ্তি হলেও, ঐ মানুষটার জন্য ঐটা হয়ে দাঁড়ায় নরকের দরজা।

এই যে আপনাকে ঘিরে সে এতোদিন ধরে একটা নতুন রাজ্য গইড়া তুললো, নতুন একটা পৃথিবী তৈরি করলো, আপনারে নিজের কম্ফোর্ট বানাইলো, অবসর বানাইলো,
কমেন্টে পড়ুন:

23/11/2024

সাব্বাশ আজিজুল হক কলেজ
কনসার্টের আয়োজনে লা শ উপহার দিলেন!
আর দর্শন বিভাগের আয়োজকদের পুরস্কৃত করা উচিৎ 😪

23/11/2024

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে যুবক খু ন

23/11/2024

আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহবান জানায় এবং সৎকাজ করে। আর বলে, 'অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত ।
- আল কুরআন

20/11/2024

"তোমাকে ভালোবেসে ফেলেছি" পৃথিবীতে এর চেয়ে বড় আত্মসমর্পণ দ্বিতীয় আর কিছুই নেই!❤️🌸

17/11/2024
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা ।
13/11/2024

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা ।

10/11/2024

"* সফল হতে চান???????? 🧐

২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি,তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে।

প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা-
যারা আপনার চাইতে এগিয়ে,তারা আপনার চাইতে
বেশি পরিশ্রমী।এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না।
শুধু পরিশ্রম করলেই সব হয় না।তা-ই যদি হত,তবে গাধা হত বনের রাজা।শুধু পরিশ্রম করা নয়,এর পুরস্কার পাওয়াটাই বড় কথা।
only your results are rewarded,not your efforts!!!!
আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে?সবার দিনই তো ২৪ ঘণ্টায়।আমার বন্ধুকে দেখেছি,অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে।ও রাত জাগার সুবিধা তো পাবেই!

আপনি বাড়তি কী করলেন,সেটাই ঠিক করে দেবে,আপনি বাড়তি কী পাবেন।আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না।বিল গেটস রাতারাতি বিল গেটস হননি।শুধু ইউনিভার্সিটি ড্রপআউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না।
আউটলায়ার্স বইটি পড়ে দেখুন।বড় মানুষের বড় প্রস্তুতি থাকে।
নজরুলের প্রবন্ধ গুলো পড়লে বুঝতে পারবেন,উনি কতটা স্বশিক্ষিত ছিলেন।শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না।কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না।সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না,বেশিরভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।

স্টুডেন্ট লাইফে কে কী বলল,সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না,সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক।যাকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি,সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়।কেরিয়ার নিয়ে যার তেমন কোন ভাবনা ছিল না,সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে।সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কী পারেন,কী পারেন না,এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না।

সরকারী ইউনিভার্সিটিতে চান্স পাননি? প্রাইভেটে পড়ছেন? সবাই বলছে,আপনার লাইফটা শেষ?আমি বলি,আরে!আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি।আপনি কতদূর যাবেন,এটা ঠিক করে দেয়ার অন্যরা কে?লাইফটা কি ওদের নাকি?
আপনাকে ডাক্তার- ইঞ্জিনিয়ার হতেই হবে কেন?

01/11/2024

কিছু মনে পড়ে??

ভিডিও -মায়ার বাঁধন

বিদায় প্রিয় অক্টোবর আবার এসো তুমি ফুলের মতো সুন্দর হয়ে
01/11/2024

বিদায় প্রিয় অক্টোবর
আবার এসো তুমি ফুলের মতো সুন্দর হয়ে

"বই পড়ে কেঁদেছেন কখনো? ভিতরটা ভেঙেচুড়ে একাকার হয়েছে কখনো..!যদি হয়ে থাকে কোন ব‌ই পড়ে হয়েছে! জানতে পারি?  #জিজ্ঞাসা_পো...
23/10/2024

"বই পড়ে কেঁদেছেন কখনো? ভিতরটা ভেঙেচুড়ে একাকার হয়েছে কখনো..!

যদি হয়ে থাকে কোন ব‌ই পড়ে হয়েছে!
জানতে পারি?

#জিজ্ঞাসা_পোস্ট

আপনার চরিত্র মতো জীবনসঙ্গী হলে আপনি জিতবেন, নাকি হারবেন,..!🤷✍️
23/10/2024

আপনার চরিত্র মতো জীবনসঙ্গী হলে আপনি জিতবেন, নাকি হারবেন,..!🤷✍️

শরতের শিশির ভেজা সকাল 🥶💭
19/10/2024

শরতের শিশির ভেজা সকাল 🥶💭

শুভ সকাল👌ছবি: নীলা
11/10/2024

শুভ সকাল👌
ছবি: নীলা

তিন তলা বিশিষ্ট মাটির বাড়ি।সাজানো গোছানো মায়াবী একটি গ্রাম। রাস্তার ধার ঘেষে সারি সারি মাটির বাড়ির সৌন্দর্য্য যে কাউকে ম...
09/10/2024

তিন তলা বিশিষ্ট মাটির বাড়ি।
সাজানো গোছানো মায়াবী একটি গ্রাম। রাস্তার ধার ঘেষে সারি সারি মাটির বাড়ির সৌন্দর্য্য যে কাউকে মুগ্ধ করবে।

নিমাই দিঘি মধ্যপাড়া, দুর্গাপুর, বগুড়া।

02/10/2024

প্রত্যেকটা মানুষের দুইটা গল্প থাকে— একটা সে সবাইকে শুনায়, আরেকটা সে লুকায়!

আলহামদুলিল্লাহ!আজ থেকে বগুড়া সেন্ট্রাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিল ও আলেমদের মিলন...
02/10/2024

আলহামদুলিল্লাহ!
আজ থেকে বগুড়া সেন্ট্রাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিল ও আলেমদের মিলনমেলা। বগুড়া উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলে আলোচক হিসেবে যারা উপস্থিত থাকবেনঃ-

(০২-১০-২৪ ইং)
১ম দিন প্রধান বক্তা:
✓ড. আবুল কালাম আজাদ বাশার।
✓মুহাদ্দিস আতাউল্লাহ নিজামী।
✓মাও: গোলাম রাব্বানী যুক্তিবাদী

(০৩-১০-২৪ ইং)
২য় দিন প্রধান বক্তা:
✓অধ্যাপক নুরুল আমিন রংপুর।
✓মাও আব্দুল্লাহ আল আমিন ,ঢাকা (বাদ মাগরিব)।
✓মাও রুহুল আমিন যুক্তিবাদী।

(০৪-১০-২৪ ইং)
৩য় দিন প্রধান বক্তা :
✓আল্লামা তারেক মনোয়ার সাহেব।
✓মাও : ফখরুদ্দীন আহমেদ, ঢাকা।
✓আলহাজ্ব :মাও বজলুর রশিদ (বাদ মাগরিব)

আপনারা আমন্ত্রিত।

Address

Bogura Sadar
Bogura
5800

Telephone

+8801650030060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogra Zila-বগুড়া জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bogra Zila-বগুড়া জেলা:

Videos

Share

BOGRA ZILA-বগুড়া জেলা


  • এক নজরে বগুড়া জেলা
  • বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগ এর অন্তর্গত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ইহা একটি শিল্পের শহর। এখানে ছোট ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বগুড়া জেলায় প্রাচীনতম ইতিহাস রয়েছে। বগুড়া জেলা পুন্ড্রবর্ধনের রাজধানী ছিল। যার বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত।বগুড়া শহরের আয়তন ৭১.৫৬ বর্গকিলমিটার যা ২১ টি ওয়ার্ড নিয়ে গঠিত । বগুড়া শহরে "শহীদ চান্দু নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এছাড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সরকারি) শহর থেকে সামান্য দুরেই অবস্থিত । বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত ।বগুড়া শহরে থেকে ১১ কিঃমিঃ উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেসময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান মেজর জিয়াউর রহমান বগুড়ার জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন।


  • ইতিহাসঃ
  • ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি শহর বগুড়া। ভারতের রাজা "আশকা" বাংলা জয় করার পর এর নাম রাখেন পুণ্ড্রবর্ধন । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া ৭ নং সেক্টরের অধীনে ছিল ।

    Nearby media companies


    Other Media/News Companies in Bogura

    Show All