Talora bazar

Talora bazar Talora is a very old port city.150 years old & became a municipality in 2010.15k people lives around.
(10)

Talora Bazar is a very old port city of 150 years.becomes municipality 2010.15000 people's lived around here.stands on the Nagar river.managed by some young boy's.

04/10/2024

নিজ এলাকার সন্তান হোন,নেতা নয়!
রাজনৈতিক বিভেদ নয় এলাকায় ঐক্য গড়ে তুলুন।
এলাকার কল্যাণে ভূমিকা রাখুন।

আলহামদুলিল্লাহ, সবার প্রিয় শায়েখ মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসে পৌঁছেছেন দীর্ঘ ৪ বছর পর।
02/10/2024

আলহামদুলিল্লাহ, সবার প্রিয় শায়েখ মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসে পৌঁছেছেন দীর্ঘ ৪ বছর পর।

01/10/2024

আজকে বিকেলের সমাবেশ এর কিছু অংশ।
ভিডিও :(সংগৃহীত)

আজকে বিকেলের সমাবেশ।স্থান:তালোড়া রেলওয়ে স্টেশনছবি: (সংগৃহীত)
01/10/2024

আজকে বিকেলের সমাবেশ।
স্থান:তালোড়া রেলওয়ে স্টেশন
ছবি: (সংগৃহীত)

বাংলাদেশের সকল পৌরসভার কাউন্সিল এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সকলকে অপসারণ করা হয়েছে। ছবি : কালেক্টে।
27/09/2024

বাংলাদেশের সকল পৌরসভার কাউন্সিল এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সকলকে অপসারণ করা হয়েছে।
ছবি : কালেক্টে।

26/09/2024

তারপর বলো Hamster তোমাকে কত পেমেন্ট দিলো..

আগামীকাল রোজ সোমবার টি.সি.বি পণ্য বিতরণ করা হবে...
22/09/2024

আগামীকাল রোজ সোমবার টি.সি.বি পণ্য বিতরণ করা হবে...

ঝড়ে ভেংগে পড়েছে কলেজ রোডের পুরাতন করি গাছ।
21/09/2024

ঝড়ে ভেংগে পড়েছে কলেজ রোডের
পুরাতন করি গাছ।

তোফাজ্জল উনি চো'র ছিলো না!  বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই! ভালো রেজাল্ট  নিয়ে পাথরঘাটা  কলেজে ভর্...
19/09/2024

তোফাজ্জল উনি চো'র ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,,,,,,,,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নি'ষ্ঠু'রতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে এক মাসের মাথায় পৃথিবী থেকে তু'লে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পা'গ'ল হয়ে যেতাম !
শো'কে ক'ষ্ট সে পা'গ'ল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! ম:র'ণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পো'ড়া পা'গ'লা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পা'গ'ল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চো'র বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মা'র:লে'ন!
post: সংগৃহীত

শুভ রাত্রী।
18/09/2024

শুভ রাত্রী।

মোরসালিন এর জন্য এগিয়ে আসুন… নাম মোরসালিন পিতা হেলাল উদ্দিন সে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া দেবখন্ড হাইস্কুল ক্লাস ৬ ...
17/09/2024

মোরসালিন এর জন্য এগিয়ে আসুন…

নাম মোরসালিন পিতা হেলাল উদ্দিন সে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া দেবখন্ড হাইস্কুল ক্লাস ৬ এ পড়ুয়া ছাত্র, বাবা পেশায় একজন হোটেল মেসিয়ার ও মা কাজ করে কাগজের মিলে। তার বাবার শুধু মাত্র বাড়ি ছাড়া অর্থ সম্পদ নেই

মোরসালিন ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত, তার চিকিৎসা করছেন খাজা ইউনুস আলী মেডিকেল এ ডাক্তার। ডাক্তার তাকে দেশের বাহিরে( ইন্ডিয়া তে) চিকিৎসা এর জন্য পরামর্শ দেন।

ইন্ডিয়াতে চিকিৎসা জন্য আনুমানিক ৫-৬ লক্ষ টাকা খরচ হবে। চিকিৎসা ব্যয়ভার বহন করা,সম্ভব নয় মোরসালিনের বাবা- মায়ের। ছেলে মোরসালিনের জন্য ৫-৬ লক্ষ টাকা খরচ বহন করা সম্ভব না তার মা - বাবার। তাই দিশেহারা ও পাগল প্রায় ছেলের জন্য মা-বাবা।

মোরসালিনকে বাঁচাতে ও তার ভবিষ্যতের জন্য দেশবাসী ও প্রবাসী ভাইদের আছে অনুরোধ এই ছেলেটির জন্য আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দেই। আমরা সাহায্যের জন্য এগিয়ে আসি… জাজাকাল্লাহ খাইরান।

সাহায্য পাঠানো ও যোগাযোগের জন্য:
মোবাইল নাম্বার / বিকাশ /নগদ ০১৭৫০-৩৭৮০৯৪ ( মোরসালিন এর বাবা)

Sorce : দুপচাঁচিয়া নিউজ

বিশেষ বিজ্ঞপ্তি:অদ্য ১০ সেপ্টেম্বর হতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কল সেন্টার চালু করা হয়েছে। আপনারা যে কোনো নাম্বার হতে ১৩১...
10/09/2024

বিশেষ বিজ্ঞপ্তি:

অদ্য ১০ সেপ্টেম্বর হতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কল সেন্টার চালু করা হয়েছে। আপনারা যে কোনো নাম্বার হতে ১৩১ নাম্বারে কল করে রেল সংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা গ্রহণ করতে পারবেন।

নতুন একটি সেবা হিসেবে কল সেন্টার বিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।

শুভ সন্ধ্যা।
07/09/2024

শুভ সন্ধ্যা।

আপনি কি উদ্যমী তরুণ? বন্যা দুর্গতদের পুনর্বাসনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চান? তবে আপনাকেই আমাদের প্রয়োজন।খুব শিগগিরই আম...
02/09/2024

আপনি কি উদ্যমী তরুণ? বন্যা দুর্গতদের পুনর্বাসনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চান? তবে আপনাকেই আমাদের প্রয়োজন।

খুব শিগগিরই আমরা বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করব। এজন্য নিবেদিতপ্রাণ ৩০০ স্বেচ্ছাসেবক প্রয়োজন আমাদের।

স্বেচ্ছাসেবকদের দায়িত্ব:
স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের তালিকা প্রণয়ন করবেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বাসনে সহায়তা করবেন।

এই মানবিক কাজে স্বেচ্ছাসেবা দিতে আগ্রহী হলে ফরমটি পূরণ করুন:
https://forms.gle/MLwaCVyiVdHtuXx3A

31/08/2024

শেয়ার প্লিজ
জরুরি রক্তের প্রয়োজন
🚫 রোগীর সমস্যা :
একজন ৮ বছরের শিশুর রক্তের ক্যান্সার
🔴 রক্তের গ্রুপ :- A-( ve)
⌚ রক্তদানের সময় : যত তাড়াতাড়ি সম্ভব ।
🏥 রক্তদানের স্থান :- টি এম এস এস মেডিকেল হাসপাতাল,বগুড়া
☎ যোগাযোগের নাম্বারঃ-01770888848

30/08/2024

এক টন দেড় টনের এসি যদি ২২ ডিগ্রি টেম্পারেচারে ব্যবহার না করে, যদি ২৬ ডিগ্রি টেম্পারেচারে ব্যবহার করা হয়।
তাহলে এক ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয় সেটা দিয়ে চার লাখ গ্রামীণ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব।

(خيركم من تعلم القرآن و علمه)তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম,যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।(সুনানে তি...
28/08/2024

(خيركم من تعلم القرآن و علمه)
তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম,যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।(সুনানে তিরমিজি)
(طلب العلم فريضة علي كل مسلم)
প্রয়োজনীয় পরিমাণ দ্বীনি শিক্ষা অর্জন করা সকল মুসলিমের জন্য ফরজ। (আল মু'জামুল আওসাত)
কুরআন এবং হাদীস আমাদের বিশুদ্ধ ভাবে শিখতেই হবে। আর এর জন্য প্রয়োজন হল,আরবি ভাষা শিখা। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আপনাদের সকলের জন্য জুম এ্যাপের মাধ্যমে কুরআন ও আরবি ভাষা শিখার ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে একদিন আপাতত।
আগ্রহী ভাই বোন সকলে কমেন্টে দেওয়া আইডিতে নক দিন।
(কোন প্রকার হাদিয়া ছাড়া)

28/08/2024

অধ্যক্ষের পদত্যাগ এর জন্য আন্দোলন করছে তালোড়া শাহ-এয়তেবাড়িয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা।

তালোড়া শাহ-এয়তে বাড়িয়া কামিল মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।
28/08/2024

তালোড়া শাহ-এয়তে বাড়িয়া কামিল মাদরাসার
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

Those were the times....
26/08/2024

Those were the times....

25/08/2024
আজ তালোড়া বালিকা উচ্চ  বিদ্যালয়ের ছাত্রীরা  গ্রাফিতি এবং ক্যালিগ্রাফি করার সময়...
22/08/2024

আজ তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা গ্রাফিতি এবং ক্যালিগ্রাফি করার সময়...

22/08/2024

আজ তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা গ্রাফিতি এবং ক্যালিগ্রাফি পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে।
এসময় পথচারী, ড্রাইভার ভাইরা খুশি হয়ে ছাত্রীদের বিভিন্ন উপহার ও নগদ অর্থ দিতে দেখা যায়।
একসময় জামায়াতের নেতারা ছাত্রীদের উৎসাহ দিতে মিনারেল ওয়াটার ও বিস্কুট বিতরণ করে

নতুন সাজে বগুড়া সাতমাথা চত্তর।
21/08/2024

নতুন সাজে বগুড়া সাতমাথা চত্তর।

তালোড়া পৌরসভায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেনঃ জনাব মোঃ আব্দুল ওয়াজেদ, সিনিয়র সহকারী কমিশনার,এল এ শাখা,জেলা প্রশাসকের...
21/08/2024

তালোড়া পৌরসভায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেনঃ জনাব মোঃ আব্দুল ওয়াজেদ, সিনিয়র সহকারী কমিশনার,এল এ শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া।

Address

Talora Bazar
Bogura
5881

Alerts

Be the first to know and let us send you an email when Talora bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talora bazar:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All