Enamul haque Bijoy

Enamul haque Bijoy কিছু কথা

এতে অবাক হওয়ার কি আছে! অনেক আছে, তাঁরা লজ্জায় প্রকাশ করেন না! ইনি লজ্জার মাথা খেয়েছেন!
09/11/2023

এতে অবাক হওয়ার কি আছে! অনেক আছে, তাঁরা লজ্জায় প্রকাশ করেন না! ইনি লজ্জার মাথা খেয়েছেন!

আগামী ১৬-ই নভেম্বর “বাংলাদেশ জাতীয় ফুটবল”এর জন্য কঠিন একটি দিন।সেদিন Fifa রেংকিং এ ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশকে রেংকিংয়ে ২...
01/11/2023

আগামী ১৬-ই নভেম্বর “বাংলাদেশ জাতীয় ফুটবল”এর জন্য কঠিন একটি দিন।
সেদিন Fifa রেংকিং এ ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশকে রেংকিংয়ে ২৭ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সাথে লড়তে হবে__⚽
বাংলাদেশের জন্য শুভকামনা রইল,
এগিয়ে যাও প্রিয় বাংলাদেশ 🇧🇩

মাহমুদউল্লাহ & তামিম এই দুটোই ছিলো প্রশান্তির জায়গা। দুজনকে বাদ দেয়ার পরিকল্পনা থাকলেও একজন থেকে যায় জবাব দেয়ার জন্য।সেই...
24/10/2023

মাহমুদউল্লাহ & তামিম এই দুটোই ছিলো প্রশান্তির জায়গা। দুজনকে বাদ দেয়ার পরিকল্পনা থাকলেও একজন থেকে যায় জবাব দেয়ার জন্য।সেই জবাবটা ঠিকঠাক দিচ্ছে। রীতিমতো মীরজাফরগুলোকে চপেটাঘাত।👍

একজন মাহমুদউল্লাহ রিয়াদ আছে বলে ম্যাচ না জিতলেও ইজ্জতটুকু রক্ষা পায়।
আমার মনে হয় মাহমুদউল্লাহ ভাই কে ৩/৪ এ প্রতিটি মেসে নামালে ভালো রান করবে এবং দলও ভালো একটা রানের দেখা পাবে।

বিপদের বন্ধু.♥️♥️
Mahmudullah Riyad Mushfiqur Rahim Mashrafe Bin Mortaza Shakib Al Hasan Nazmul Hossain Shanto Litton Kumer Das

বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার সাথে ব্রাজিলিয়ান সাবেক ক্যাপ্টেন কিংবদন্তি রোনালদিনহো। 🇧🇩 Captain X 🇧🇷 Legen...
19/10/2023

বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার সাথে ব্রাজিলিয়ান সাবেক ক্যাপ্টেন কিংবদন্তি রোনালদিনহো।
🇧🇩 Captain X 🇧🇷 Legend
This feels so good.
It is better to arrange for any players from abroad to meet with the local players.🥀🥀♥️♥️

19/09/2023
I got 7 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏...
19/09/2023

I got 7 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

প্রধানমন্ত্রীর আহবানে সিদ্ধান্ত বদলালেন তামিম ইকবাল। জাতীয় দলের জার্সিতে আসবার মাঠে ফিরছেন। এজন্যও হয়তো নিন্দুকেরা কটু কথা বলতে ছেড়বেনা, যেমন মেসিকেও ছাড়েনি। কারণ এরা ভীতু ভয় পায় নাক কাটা যাওয়ার।

কার কাছে কী জানি না আমার কাছে এটা সুসংবাদ। ধন্যবাদ মি. ক্যাপ্টেন। আপনি নিন্দুকদের দেখিয়ে দিন। এরপর মাঠ থেকে বিদায় নিন। শেষের ভালো বোধহয় সেটিই হবে। আপনাকে ভালোবাসি ক্যাপ্টেন ❤️❤️❤️

14/07/2023
14/07/2023

বিয়ের প্রকারভেদঃ 😎

১। পারিবারিক বিয়ে হলোঃ ইলেকশন !

২। প্রেমের বিয়ে হলোঃ সিলেকশন !

৩। আর পালিয়ে বিয়ে হলোঃ স্বতন্ত্র !

৪। দুইজনের অমতে বিয়ে হলেঃ স্বৈরতন্ত্র !

৫। প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলেঃ দলীয় মনোনয়ন !

৬। নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হলেঃ বিরোধী দলের ষড়যন্ত্র !

৭। বিয়ে না করা হচ্ছেঃ একনায়কতন্ত্র !

৮। নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলোঃ গণতন্ত্র !

৯। কাজিনের সাথে বিয়ে হলেঃ রাজতন্ত্র !

১০। তাবিজ করে বিয়ে করলেঃ তন্ত্রমন্ত্র !

বিঃদ্রঃ এখন বলেন কে কত নাম্বারে আছেন বা হবেন ?😊

Bangladesh’s   journey begins at the picturesque stadium of Dharamsala ♥️♥️🥰🥰🇧🇩 fixtures:
14/07/2023

Bangladesh’s journey begins at the picturesque stadium of Dharamsala ♥️♥️🥰🥰

🇧🇩 fixtures:

11/07/2023

কোম্পানিগুলো হলো আরমাডা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভরস এবং ইউনিগ্লোবস বিজনেস রিসোর্সেস। গত জুন মাসেই প্রতিষ্ঠান...

07/07/2023

Can't say no to our Honourable Prime Minister

প্রধানমন্ত্রীর আহবানে সিদ্ধান্ত বদলালেন তামিম ইকবাল। জাতীয় দলের জার্সিতে আসবার মাঠে ফিরছেন। এজন্যও হয়তো নিন্দুকেরা কটু ক...
07/07/2023

প্রধানমন্ত্রীর আহবানে সিদ্ধান্ত বদলালেন তামিম ইকবাল। জাতীয় দলের জার্সিতে আসবার মাঠে ফিরছেন। এজন্যও হয়তো নিন্দুকেরা কটু কথা বলতে ছেড়বেনা, যেমন মেসিকেও ছাড়েনি। কারণ এরা ভীতু ভয় পায় নাক কাটা যাওয়ার।

কার কাছে কী জানি না আমার কাছে এটা সুসংবাদ। ধন্যবাদ মি. ক্যাপ্টেন। আপনি নিন্দুকদের দেখিয়ে দিন। এরপর মাঠ থেকে বিদায় নিন। শেষের ভালো বোধহয় সেটিই হবে। আপনাকে ভালোবাসি ক্যাপ্টেন ❤️❤️❤️

বিদায় লিজেন্ড, মানতে পারলাম না! 🥲🥲এই অবসর ম্যানেজমেন্ট ও আ*বা*ল সাংবাদিক দের উপর একরাশ অভিমানের,,খুশি তো তামিম হেটার্স❓ ...
06/07/2023

বিদায় লিজেন্ড, মানতে পারলাম না! 🥲🥲
এই অবসর ম্যানেজমেন্ট ও আ*বা*ল সাংবাদিক দের উপর একরাশ অভিমানের,,খুশি তো তামিম হেটার্স❓

ইতিহাসে অনেক ওপেনার আসবে যাবে তবে আমার গল্পে সব সময়ই তুমি সেরা হয়ে থাকবে, Always Miss
You. বাংলাদেশ ক্রিকেটে তোমার অবদান অনস্বীকার্য!

21/06/2023

*বিতর্ক প্রতিযোগিতা*
সিলেটের আঞ্চলিক ভাষায় অনিক সুন্দর বিতর্ক প্রতিযোগিতার একটি অংশ 🥀🥀🥀

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এ...
31/05/2023

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে ঐ ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক এমডি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না!

©️সংগৃহীত

এতো বৈষম্য কেন❓একেই কি বলে তাহলে নারীর ক্ষমতায়ন..!আপনাদের মনে আছে নীলফামারীর সেই বাদশা মিয়ার কথা? যিনি ২০ সেপ্টেম্বর ২...
30/05/2023

এতো বৈষম্য কেন❓
একেই কি বলে তাহলে নারীর ক্ষমতায়ন..!
আপনাদের মনে আছে নীলফামারীর সেই বাদশা মিয়ার কথা? যিনি ২০ সেপ্টেম্বর ২০২২ সালে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও চাকরি না পেয়ে হতাশ হয়ে নিজের একাডেমিক সনদপত্র ছিঁড়ে ফেলেছিলেন। কই সেদিন তো কেউ তাকে চাকরি দেয়নি। আজকে যারা সুশীল সমাজ ইডেন মহিলা কলেজের ছাত্রী চাকরি না পেয়ে হতাশায় সার্টিফিকেট পুড়িয়ে ফেলা নিয়ে কথা বলতেছেন তার সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরেও ৩৫ হাজার টাকা বেতনে সরকারি চাকরি দিলেন তার সেদিন বাদশা মিয়ার সার্টিফিকেট ছিড়ে ফেলার ভাইরাল ভিডিও নিয়ে কেউ কোন মুখ খোলেনি। কোন বৈষম্যের কারণে কেন তাঁকে একটা চাকরির ব্যবস্থা করে দেন নি? তাকে নিয়ে কথা বলেন নি?
(Collected)

অনেক আগেই আমারো ইচ্ছা ছিলো সার্টিফিকেট গুলো পুড়ানোর। যে দেশে ২৫ বছর বয়সে লেখাপড়া শেষ করে ৩০ বছর বয়সে সরকারি চাকরির জন্য ...
30/05/2023

অনেক আগেই আমারো ইচ্ছা ছিলো সার্টিফিকেট গুলো পুড়ানোর। যে দেশে ২৫ বছর বয়সে লেখাপড়া শেষ করে ৩০ বছর বয়সে সরকারি চাকরির জন্য সার্টিফিকেট এর আর কোন মুল্য থাকেনা,৩৫ বছর বয়সের পর বেসরকারিও কোন মুল্য থাকেনা,সে দেশে সার্টিফিকেট যন্তে রেখে বার্তি একটা জজ্ঞল ছাড়া আর কিছুই না।

👉তবে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো,একটা মেয়েকে কাজ বা চাকরি না দিয়ে একটা ছেলেকে দিন,তাতে শুধু সে নয়,একটা পরিবার বাচবে,একটা সংসার বাচবে। একটা মেয়ে সে নিজের দায়িত্ব নিতে চায়না,পরিবারে দায়িত্ব নিতে চায় না।
একটা বেকার ছেলের কর্ম হবে,একটা সংসার বাচবে,পরিবার বাচবে,একটা বেকার মেয়ের বিয়ে হবে,সংসার হবে। মনে রাখবেন,একটা চাকরিজীবি মেয়ে কখনো একটা বেকার ছেলেকে বিয়ে করতে চায় না বা করে না,পরিবারের দায়িত্ব নেয় না।
(রিয়ালিটি)

শুধু  পেয়াজ না সকল কিছু নিয়ে আলোচনা এবং তার সমাধান চাই ✊✊👉👉আপনাদের মতামত কি??????
27/05/2023

শুধু পেয়াজ না সকল কিছু নিয়ে আলোচনা এবং তার সমাধান চাই ✊✊
👉👉আপনাদের মতামত কি??????

Congratulations Team Tigers ♥️♥️♥️♥️Bangladesh have won the ODI series 2-0!
14/05/2023

Congratulations Team Tigers ♥️♥️♥️♥️

Bangladesh have won the ODI series 2-0!

------ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের,,,, সখ আছে কিন্তু সখ পূরণ করার মতো সাধ্য নাই,,, এটাই বাস্তব
11/05/2023

------ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের,,,,
সখ আছে কিন্তু সখ পূরণ করার মতো সাধ্য নাই,,, এটাই বাস্তব

10/05/2023

সিলেটের আকাশ এখন অনেক মেঘাচ্ছন্ন

Many Many happy returns of the day happy birthday to YOU .  Bai ♥️♥️♥️Mr defendable  Rahim
09/05/2023

Many Many happy returns of the day happy birthday to YOU . Bai ♥️♥️♥️
Mr defendable Rahim

26/04/2023

কি অদ্ভুত ওয়েদার! ১০ মিনিট রোদে বের হলেই, চেহারা ন্যাশনাল আইডি কার্ডের সাথে হুবহুব মিলে যাচ্ছে! 🥵

Bye Bye Sylhet going to Bogura. Everyone should pray properly so that I can reach
20/04/2023

Bye Bye Sylhet going to Bogura.
Everyone should pray properly so that I can reach

20/04/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
please please please

নেতিবাচক মানুষকে যত কম সাড়া দেবেন, জীবন তত বেশি ইতিবাচক হবে।
13/04/2023

নেতিবাচক মানুষকে যত কম সাড়া দেবেন, জীবন তত বেশি ইতিবাচক হবে।

12/04/2023

আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই। -আলেকজান্ডার

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়ার জন্য মাশরাফি বিন মর্তুজাকে অভিনন্দন।এমপি সাহেব 🥀🥀🥀♥️...
05/04/2023

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়ার জন্য মাশরাফি বিন মর্তুজাকে অভিনন্দন।
এমপি সাহেব 🥀🥀🥀♥️♥️♥️

আলহামদুলিল্লাহ আবারো বিশ্ব চ্যাম্পিয়ন তাকরিম।আমাদের বাংলাদেশি হাফেজে কোরআনের আবারো বিশ্বজয়। ১টি দুটি নয় ১১১টি দেশের প্রত...
05/04/2023

আলহামদুলিল্লাহ আবারো বিশ্ব চ্যাম্পিয়ন তাকরিম।

আমাদের বাংলাদেশি হাফেজে কোরআনের আবারো বিশ্বজয়। ১টি দুটি নয় ১১১টি দেশের প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে ১ম হয়েছে আমাদের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি কতটা উজ্জ্বল করেছে তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

আফসোসের বিষয় হল,এ বিশাল অর্জনকে আমাদের রাষ্ট্র বা মিডিয়া কখনোই যথাযথ মূল্যায়ন করতে দেখিনা। জানিনা আগামীতে কখনো দেখবো কিনা!?
অথচ দরকার ছিল তাদেরকে জাতীয়ভাবে সংবর্ধনা দেয়া।

মুবারকবাদ তাকরীম। শ্রদ্ধা তাকরীমদের গড়ে তোলার কারিগর সম্মানিত উস্তাদ ও গর্বিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এ অর্জন।

রোজা রেখে টেস্ট ক্যারিয়ারের ১০ তম শতক করলেন  মুশফিকুর রহিম 🏏🔥🏏অভিনন্দন প্রিয় মুশি ভাই 🥰🥰🥰
05/04/2023

রোজা রেখে টেস্ট ক্যারিয়ারের ১০ তম শতক করলেন মুশফিকুর রহিম 🏏🔥🏏

অভিনন্দন প্রিয় মুশি ভাই 🥰🥰🥰

02/04/2023

🔥দ'শের লাঠি একের বোঝা, 🔥
🔥Follow বাড়ানো একদম সোজা
🔥follow to follow
✅💯%

MR15 ♥️♥️🥀🥀🫡🫡আসলেই কাকতালীয় ব্যাপার 😮মার্চ: ২০১৩বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করে (৬৩৮/১০)...
23/03/2023

MR15 ♥️♥️🥀🥀🫡🫡
আসলেই কাকতালীয় ব্যাপার 😮

মার্চ: ২০১৩
বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করে (৬৩৮/১০)। যেখানে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ২০০ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম!

মার্চ: ২০১৮
বাংলাদেশ নিজেদের টি-২০ ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করে (২১৫/৫)। যেখানে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৭২* রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম!

মার্চ: ২০২৩
বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করে (৩৪৯/৬)। যেখানে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১০০* রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম!

Congratulations   Rahim, another record breaking innings from the Tigers. Bangladesh have registered highest total in OD...
20/03/2023

Congratulations Rahim, another record breaking innings from the Tigers. Bangladesh have registered highest total in ODI, 349 runs. Outstanding Mushfiqur Rahim bhai, fastest century in ODI for Bangladesh. 👏👏

Address

Bogura

Telephone

+8801601199695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enamul haque Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bogura

Show All