Information Technology Centre-ITC

Information Technology Centre-ITC for the better future....

03/09/2022

ইদানীং কিছু VPN দিয়ে ফ্রি ইন্টারনেট Use করা যাচ্ছে। ও-ই সব এপ্লিকেশন use থেকে সাবধান।ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে যেয়ে কেউ নিজের ফোনের সকল এক্সেস এপ মালিক দের হাতে তুলে দিবেন না!
মনে রাখবেন এটা একটা ইঞ্জেক্টর,,! আর একটাই কথা ফ্রিতে কেউ কাউকে তুদে না তো ফ্রিতে কিভাবে vpn বানিয়ে আপনাদের এমবি দিচ্ছে,,!

- Vpn এর নাম টা দেখেন তাইলেই বুঝবেন,,! লাফালাফি করার কোনো মানে হয় না..! এমন হাজার রকমের সাইট+এপ এইসবের লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছে অনেকের গোপন তথ্য..! এমন অনেক রেকোর্ড ও আছে!
- সো
এইসব ব্যবহার করা থেকে বিরত থাকুক আর নিজের মোবাইলের তথ্য সেফ রাখুন,,!
ধন্যবাদ! ❤️

08/05/2022

আপনার সন্তান কিংবা ছোট ভাইবোন, সবাই ই এখন মোবাইল ব্যাবহার করা শিখে গেছে। গেম খেলার পাশাপাশি গুগল , ইউটিউব কোন কিছুই বাদ রাখে না। গুগলে ঝোঁকের বসে কি সার্চ করে ফেলে তা তো পাহাড়া দিয়ে রাখাও সম্ভব না।

তাহলে উপায়?
উপায় হচ্ছে, সিম্পলি গুগলের সেফ সার্চ ফিচারটা চালু করে দিন। ;-)

কীভাবে করবেন?

ধাপ ১ঃ Google এ গিয়ে স্ক্রিনের নিচে বা উপরে More অপশনটিতে ক্লিক করুন।
ধাপ ২ঃ More এ ক্লিক করার পর একটি অপশন পাবেন 'Settings'.. ওখানে ক্লিক করুন।
ধাপ ৩ঃ Settings এ ঢোকার পর General অপশনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ General এ যাবার পর একটু নিচের দিকে গেলে দেখবেন 'Safe Search' নামে একটা অপশন আছে। এই অপশনটি চালু করে দিন।

:
Google> More> Settings> General> Safe Search(√)

ব্যস! এখন থেকে আর দুষ্টু টাইপ জিনিসপত্র তার সামনে আসবে না। কিংবা সার্চ দিয়ে মরে গেলেও আর পাবে না। 😛 মজা না!

(বি.দ্রঃ ফোনের ধরন অনুযায়ী কিছুটা চেঞ্জ আসতে পারে। কিন্তু সেইফ সার্চ অপশনটি সব ফোনেই আছে)

পোষ্টটি শেয়ার করে সবাইকে সচেতন করতে সহায়তা করুন।

27/02/2022

Android Smartphones: অ্যানড্রয়েড ফোন (Android Phone) তো ব্যবহার করেন, কিন্তু এই সেটিংসগুলো (Android Smartphone Settings) কি জানেন? এইসব ফিচার-সেটিংস অন থাক....

নিউজ ডেষ্ক- মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজে ব্যাপক পরিবর্তন আনতে প্রস্তুত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বি...
27/02/2022

নিউজ ডেষ্ক- মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজে ব্যাপক পরিবর্তন আনতে প্রস্তুত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)। এই পরিবর্তনের ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরা তাদের বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন। অপারেটরদের বর্তমান কয়েকশ প্যাকেজের সংখ্যা কমিয়ে ৯৫টিতে আনতে হবে।

আগামী মার্চ থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে বিটিআরসি ইতোমধ্যে অপারেটরদের নির্দেশনা দিয়েছে। অধিক প্যাকেজ এবং জটিল শর্তের জাল থেকে গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এসব প্যাকেজ থেকে নিজের সুবিধাজনক প্যাকেজটি খুঁজে নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, বাজারে অসংখ্য প্যাকেজ রয়েছে যেগুলো বিভ্রান্তি তৈরি করছে। গ্রাহকরা মন্ত্রণালয়, বিটিআরসির কল সেন্টারে এবং গণশুনানির সময় এ বিষয়ে অভিযোগ করছেন। আমরা ডেটা প্যাকেজগুলোকে সহজ করার জন্য এই উদ্যোগ নিয়েছি। যাতে গ্রাহকরা সহজেই তাদের পছন্দসই প্যাকেজ নির্বাচন করতে পারেন।

নতুন নির্দেশনা অনুসারে, একটি অপারেটর ৩টি বিভাগে ৯৫টি প্যাকেজ দিতে পারবে। এগুলো হলো, নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন প্যাকেজ। সব ধরনের গ্রাহকের জন্য নিয়মিত প্যাকেজের সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ৫০টি। গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৩৫টি। বাকি ১০টি গবেষণা ও উন্নয়ন বিভাগে আসবে, যাতে অপারেটররা প্যাকেজ এবং পরিবর্তিত গ্রাহক প্রবণতার কার্যকারিতা বিশ্লেষণ করতে পারে। প্রতিটি প্যাকেজে ৩, ৭, ১৫ এবং ৩০ দিনের সময়কাল থাকবে।

বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, সময়কাল নির্বিশেষে যেকোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ গ্রাহক ক্রয় করলে অব্যবহৃত ডেটা পরের প্যাকেজে যোগ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি একজন গ্রাহক ৩ দিন মেয়াদে ৭ গিগাবাইট (জিবি) ডেটা ও ১০০ মিনিট টকটাইমের প্যাকেজ কিনে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে না পারেন, তাহলে অব্যবহৃত ডেটা বা টকটাইম মেয়াদ শেষে আর ব্যবহার করতে পারেন না।

কিন্তু ১ মার্চ থেকে গ্রাহকরা মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা এবং টকটাইম নতুন প্যাকেজে স্থানান্তরের সুবিধা পাবেন। ফলে অব্যবহৃত ডেটা ও টকটাইম নতুন ডেটা ও টকটাইমের সঙ্গে যোগ হয়ে যাবে। শুধু তাই নয়, অন্য তিন ধরনের মেয়াদে নতুন প্যাকেজ কিনলেও অব্যবহৃত ডেটা স্থানান্তর করা যাবে।

27/02/2022

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আজকাল ব্রাউজারগুলোতে বিনা বিজ্ঞাপনে ওয়েবসাইট দেখার ফিচারে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ ....

জনপ্রিয় ভিডিও প্লেয়ার App MX Player‘র বিরক্তিকর এ্যাড/বিজ্ঞাপন থেকে মুক্তি পান
27/02/2022

জনপ্রিয় ভিডিও প্লেয়ার App MX Player‘র বিরক্তিকর এ্যাড/বিজ্ঞাপন থেকে মুক্তি পান

Download MX Player Pro Mod APK 1.42.12 Latest Version For Free. MX Player Pro APK Download Paid Patched For Android Devices...

জনপ্রিয় App IMO‘র বিরক্তিকর এ্যাড/বিজ্ঞাপন থেকে মুক্তি পান।
27/02/2022

জনপ্রিয় App IMO‘র বিরক্তিকর এ্যাড/বিজ্ঞাপন থেকে মুক্তি পান।

Download IMO Premium Mod APK Latest Version For Free. IMO Pro APK Download Premium Unlocked For Android Devices...

22/02/2022

★★ ফেসবুক আইডি কখনো হ্যাক
হবেনা ★★
(১০০০% গ্যারান্টি)
×××××××××××××××××
ফেসবুকের ৯০%
ইউজাররা এটা জানেনা ।
আপনার পাসওয়ার্ড
জানলেও কেউ লগ ইন
করতে পারবেনা ।
তাহলে ধাপগুলা অনুসরণ করুন.....
১. ফেসবুকে লগ ইন করুন।
২. Settings & Privacy এ যান।
৩. Security এ যান।
৪. Login Approvals On
এর ডানপাশে Enable এ ক্লিক
করুন।
৫. খালি বক্সে আপনার ফোন
নাম্বার দিন। Ex. 186015.......
(0 দেয়া লাগবে না) ফোন
নাম্বার
কাজ
না হলে পাসওয়ার্ড দিন।
৬. আপনার ফোনে একটা ছয়
ডিজিটের কোড যাবে ।
৭.বক্সে কোডটি সাবমিট
করুন ।
*** এখন থেকে অন্যকোন
মোবাইল
বা পিসি দিয়ে আপনার
ফেসবুকে লগ ইন
করলে আপনার ফোনে কোড
আসবে ।
তাই আপনার
পাসওয়ার্ড
জানলেও কেউ
আপনার আইডি লগ ইন
করতে পারবে না ।
Comment এ একটা thanks
তো আশা করতে পারি,,
নাকি?? না হলে এসব সংগ্রহের
উৎসাহ পাই কিভাবে ?

22/02/2022
22/02/2022
22/02/2022

Address

Puran Bogra

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 14:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+8801719423059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Information Technology Centre-ITC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Information Technology Centre-ITC:

Share